Robiul Islam Robi

Robiul Islam Robi Mind management, Sales & Marketing, Teamwork, Leadership, Professional skills Development,Tech & tips

05/10/2024

উদ্যোক্তাদের প্রয়োজনীয় বেসিক স্কিলস

নিজের অবস্থান সম্পর্কে নিশ্চিত ধারণা থাকাটা জরুরি! সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমরা কাজ করে থাকি, কাজ ছাড়া কোন দিকে তাকান...
05/09/2024

নিজের অবস্থান সম্পর্কে নিশ্চিত ধারণা থাকাটা জরুরি!

সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমরা কাজ করে থাকি, কাজ ছাড়া কোন দিকে তাকানোর সুযোগ যেনো আমাদের নেই। আমাদের নিয়ে সাধারণ মানুষের আলোচনা বা সমালোচনা কোনটাই যেনো আমরা সেভাবে দেখেও দেখি না। এ কারণে আমাদের নিজেদের সম্পর্কে নিজেরাও অনেক সময় অন্ধকারে থেকে যাই। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আদৌও সঠিক রাস্তায় আছি কি না, সেসব আমাদের দৃষ্টি সীমার বাইরেই রয়ে যায়। আমি বলছি না যে, সবার সব রকমের সমালোচনা আপনি গ্রহন করুন, কিন্তু কিছু সমালোচনা তো আমাদের চলার পথকে সহজ করে দেয়।
আমরা বেশিরভাগ মানুষই নিজের জায়গায়, সমাজে বা কর্মস্থলে নিজের অবস্থান নিয়ে বেশ সন্তুষ্ট থাকি। কিন্তু অন্য সবাই আমাদের সম্পর্কে বা অবস্থানকে কি চোখে দেখছে সেটা নিয়েও একটা স্পষ্ট ধারণা থাকা জরুরি। সে কারণেই একজন ভালো উদ্যোক্তা, টিম লিডার বা নেতা হিসেবে আমাদের কাজ হবে প্রতিষ্ঠান এবং আমাদের নিজেদের সম্পর্কে মানুষ কি ভাবছে তা আমলে নেয়া, গুরুত্ব দেয়া। যখন আমরা আত্নকেন্দ্রিক না হয়ে জনসাধারণের কাছে আমাদের কাজ নিয়ে মতামত জানতে চাইবো, তখন স্বাভাবিকভাবেই তাদের সাথে আমাদের একটি চমৎকার বন্ধন তৈরি হবে। আর এভাবেই একটা সময় আমরা অনেক মানুষের বিশ্বাস অর্জন করতে পারবো, যা কিনা আমাদেরকে একজন সফল উদ্যোক্তা, টিম লিডার বা নেতা হিসেবে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

সাফল্য পেতে নিজেকেই চেষ্টা করতে হয় (পর্ব-৩)অনেকেই বলে থাকেন যারা সফল তাঁরা আসলে লাকি, তাদের ভাগ্য ভালো ছিলো। কিন্তু আমি ...
05/09/2024

সাফল্য পেতে নিজেকেই চেষ্টা করতে হয় (পর্ব-৩)

অনেকেই বলে থাকেন যারা সফল তাঁরা আসলে লাকি, তাদের ভাগ্য ভালো ছিলো। কিন্তু আমি আপনাদের বলে রাখি, কখনো ভাগ্য দিয়ে কারও সফলতা নির্ধারিত হয় না। আমার আপনার সফলতার জন্য ভাগ্য খুব বেশি জরুরি নয়। রিসার্চ বলে সেই মানুষটাই লাকি যে সুযোগ আসার আগেই নিজেকে প্রস্তুত করে রাখে। সুযোগ আমার আপনার সামনে অসংখ্য আসবে, কিন্তু আমাদের প্রস্তুতি যদি না থাকে তবে সেই সুযোগ চাইলেও কাজে লাগাতে পারবো না। যদি আমাদের প্রস্তুতি থাকে তবে আমরা যে কোন সুযোগ খুব সহজেই কাজে লাগাতে পারবো।

ভাগ্য দিয়েই যদি সফলতা আসতো তাহলে কোন সফল ব্যক্তিকেই কাজ করতে হতো না। অথচ ইতিহাস বলে আজকে যারা সফল তাদের সবাইকে অনেক বড় বড় ঘাতপ্রতিঘাত পার করে তবে সফল হতে হয়েছে। সাফল্য অর্জন করে নিতে হয়। আপনি আপনার কাজ নিয়ে শতভাগ পেশাদারিত্বের সাথে একেবারে নিয়মিত কাজ করে যান, দেখবেন বহু মানুষের মাঝে আপনি ইউনিক একজন হয়ে উঠবেন, আপনিও সফল হবেন, আপনার কথাও বহু মানুষ ফলো করবে।
সাফল্য আসে একটি নির্দিষ্ট কর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে। এখানে কোন ম্যাজিক নেই। সফল হতে গেলে আপনাকে অনেক মেধাবী হতে হবে এমনও কোন কথা নেই। তবে নিজের মেধাকে সঠিক ব্যবহারের মধ্যে দিয়ে নির্দিষ্ট একটি কাজ সম্পন্ন করতে পারলেও সফলতা আসে। সেই মেধাকেই মানুষ মূল্যায়ন করে যে মেধা কাজে লাগিয়ে ভালো কিছু করা হয়, বড় কিছু করা হয়।

ভাগ্য আমাদের সফলতার পেছনে তেমন কোন ভূমিকাই রাখে না।

হতাশা জীবনের একটি অংশ মাত্র! জীবনে এমন পরিস্থিতি আসবে বা আসতে পারে যখন আপনি হতাশ হবেন। কিন্তু এই সময়ে নিজেকে যদি স্থির র...
03/09/2024

হতাশা জীবনের একটি অংশ মাত্র!

জীবনে এমন পরিস্থিতি আসবে বা আসতে পারে যখন আপনি হতাশ হবেন। কিন্তু এই সময়ে নিজেকে যদি স্থির রাখতে পারেন তাহলেই কেবল সাফল্য ছিনিয়ে আনাটা সম্ভব। নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেন অনেকেই। আর নিজের প্রতি আস্থা হারানোর সঙ্গে সঙ্গে মানুষের আত্মসম্মানও কমে যায়। আজ নিজেকে ভালো লাগলেও কাল হয়ত নিজেকেই নিজের কাছে আর ভালো লাগবে না! তবে আত্মসম্মান বাড়া বা কমার ক্ষেত্রে আপনার নিজের পাশাপাশি আশপাশের মানুষেরও কিছু আচার আচরণ বা মন্তব্য কিংবা দৃষ্টিভঙ্গি প্রভাব বিস্তার করে।

কিন্তু নিজেকে ভালোবাসবেন এটা চিরন্তন সত্য, এটা মানতেই হবে। অনেক সময় কাজের চাপ, রোগ শোক কিংবা প্রতিকূল পরিবেশের কারণে নিজের প্রতি বিতশ্রদ্ধ হয়ে যেতে পারেন সহজেই। নিজের প্রতি আস্থা বা বিশ্বাস হারিয়ে অনেকেই বলেন, ‘আমি ভালো না’, ‘আমি কখনও সফল হব না’, কিংবা ‘কেউ আমাকে পছন্দ করে না’ ইত্যাদি ইত্যাদি।
নিজের প্রতি এ ধরনের নেতিবাচক মনোভাব এক সময় আপনার পাশাপাশি আপনার চারপাশের মানুষ কিংবা আপনার চারপাশের মানুষের মতো আপনিও বিশ্বাস করতে শুরু করবেন আসলেই আপনার পক্ষ্যে সম্ভব নয়! আর এ কারণে একটা সময় হয়তো আপনার মনোবল কমে যাবে, নিজের প্রতি সম্মানও হারাবেন ক্রমাগত ভাবে।

কিন্তু ভাঙা গড়ার মধ্য দিয়েই তো আপনাকে এগিয়ে যেতেই হবে। প্রতিকূলতা ভেঙে এগিয়ে যেতে হলে আপনার আত্মসম্মানবোধ থাকতে হবে। এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে আমাদের চিন্তা করতে হবে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

যদি সত্যি ভালো কমিউনিকেটর হতে চান! আপনি যখন কারও কথা শুনবেন, তখন শুধু উত্তর দেয়ার জন্য শুনবেন না। গভীর ভাবে তার কথাগুলো ...
03/09/2024

যদি সত্যি ভালো কমিউনিকেটর হতে চান!

আপনি যখন কারও কথা শুনবেন, তখন শুধু উত্তর দেয়ার জন্য শুনবেন না। গভীর ভাবে তার কথাগুলো বোঝার চেষ্টা করুন এবং সামনের মানুষটি যেন বোঝে, আপনি সত্যিই তার অনুভূতি আর কথাগুলো বুঝতে পারছেন। আপনি যখন অন্যের জায়গায় নিজেকে কল্পনা করে তার কথা বুঝতে চেষ্টা করবেন, তখন এমনিতেই তার আসল অবস্থা সম্পর্কে আপনার মনে প্রশ্ন জাগবে। কোনও কিছু না বুঝলে আপনি তাকে প্রশ্ন করে ব্যাপারটা পরিষ্কার হতে চাইবেন। মানুষ আসলে এটাই চায়। কারও ব্যাপারে যখন অন্যরা আগ্রহ দেখায় এবং কেয়ার করে তখন সেই কেয়ার করা মানুষগুলোকে সে পছন্দ করতে শুরু করে। ডেল কার্নেগী তাঁর “হাউ টু উইন ফ্রেন্ডস এ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল” বইয়ে লিখেছেন, কারও সাথে কথা বলার সময়ে অবশ্যই ৭৫% সময় আপনাকে শুনতে হবে এবং মাত্র ২৫% সময় নিজে বলতে হবে।

আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে, আপনি কেন মাত্র ২৫% কথা বলবেন? এর কারণ, আপনি যদি ২৫% কথা বলার অভ্যাস করতে পারেন, তবে আপনি এই একটি অভ্যাসের কারণেই একজন অতি দক্ষ কমিউনিকেটর হয়ে উঠবেন। অন্যরা যখন দেখবে আপনি গুরুত্ব দিয়ে তাদের ৭৫% কথা শুনছেন, তবে তারাও আপনার ২৫% কথা গুরুত্ব দিয়ে শুনবে। অন্যরা যদি আপনার কথার গুরুত্ব না দেয় তবে ১০০% সময় কথা বলেও কোনও লাভ নেই।

আবার তর্কে না জড়িয়ে যদি আপনি কারও কথাগুলো ভাল মত বুঝে তার যুক্তিতেই কথা বলেন তবে একটা পর্যায়ে সে আপনার মতামত মেনে নেবে। আর মেনে না নিলেও সে আপনার প্রতি একটা ভালো ধারণা পোষণ করবে। অন্যের প্রতিটি কথার পেছনের অর্থ বুঝতে চেষ্টা করুন, প্রয়োজনে প্রশ্ন করুন। আপনি যখন সত্যিই অন্যকে বুঝতে শুরু করবেন, তখন অন্যরাও আপনাকে বুঝতে শুরু করবে। এই বোঝাপড়াটাই আসলে মানুষের মাঝে ভালো সম্পর্ক ও কমিউনিকেশন তৈরী করে।

আমরা জীবনে চলার পথে, সাফল্যের পথে, জীবন থেকে ছিটকে পড়ার পথে অন্য মানুষের মতামতকে অধিক গুরুত্ব দেই। আপনি দারুণ কিছু শুরু ...
03/09/2024

আমরা জীবনে চলার পথে, সাফল্যের পথে, জীবন থেকে ছিটকে পড়ার পথে অন্য মানুষের মতামতকে অধিক গুরুত্ব দেই। আপনি দারুণ কিছু শুরু করেছেন বা কাজটি একটা সময় দারুণ কিছু বয়ে নিয়ে আসবে, এমন কাজের ক্ষেত্রে আরো কোন মতামত ( বিশেষ করে কোন নেগেটিভ মতামত) শোনার প্রয়োজন নেই। ভালো কাজের বিরুদ্ধে সব সময় কিছু মানুষ দাঁড়াবেই।
যখন বিশ্বাস করবেন যে হ্যা আপনার কাজটি দুনিয়ার শ্রেষ্ঠ কাজ, তখন কাজটি করবেন আপন পথে থেকে আপন মতের উপর বিশ্বাস রেখে। সেই কাজের প্রতি নিজের ভালোবাসা, মায়া মমতা, শ্রদ্ধা, এবং সততার সাথে পরিশ্রম যদি রাখতে পারেন, তাহলে সাফল্যে আপনার হাতে ধরা দিতে বাধ্য। যে কাজ আমার জীবন বদলে দেবে, যে কাজটি ভালোভাবে শেষ করতে পারলে আমি সফল হবো সেই কাজের ক্ষেত্রে নিজের চলাটা হবে "আপন পথে আপন মতে"।

সাফল্যের এই আপন পথে কোন নেগেটিভ মানুষের মতামতকে গুরুত্ব দিতে যাবেন না। নিশ্চিত থাকবেন আপনি সফল হলে অনেকেই আপনার গলায় মালা পরাতে আসবে, কিন্তু ব্যর্থ হলে খুব কাছের মানুষটিও আপনাকে ছেড়ে চলে যেতে পারেন।
কাজেই যেটাই করেন সেটা আপন পথে আপন মতে করাটাই শ্রেয়।

01/08/2024

যে কোন কাজ নিয়মিত করতে পারলে নিশ্চিত ভাবেই এগিয়ে যাওয়া সম্ভব।

সফল হতে হলে আমাকে রকেট বানানো জানতে হবে? কি কাজ করে সফল হতে পারবো? সফল হতে গেলে কি কি করতে হবে?মোটাদাগে বলছি শুনুন, আপনি...
10/07/2024

সফল হতে হলে আমাকে রকেট বানানো জানতে হবে?
কি কাজ করে সফল হতে পারবো?
সফল হতে গেলে কি কি করতে হবে?

মোটাদাগে বলছি শুনুন, আপনি নিজেকে প্রশ্ন করুন, কি কাজ আপনি স্বাচ্ছন্দ্যে করতে পারবেন? আপনার খুব সামান্য হলেও অভিজ্ঞতা আছে কোন কাজের ক্ষেত্রে? কোন কাজটি করতে আপনার ভালো লাগে?
উত্তর যেটা হবে, সেই কাজটা করেই আপনি সফল হতে পারবেন, সেটা যদি হয় বাদাম বিক্রি করা তাতেও সমস্যা নাই। আপনাকে রকেট বা বিমান বানাতে হবে না, মার্ক জাকারবার্গও হতে হবে না বা তাদের মত কাজও করতে হবে না।

সফল হতে গেলে আপনার প্রিয় কাজটাই একেবারে নিয়মিত করতে হবে, হ্যা একেবারে নিয়মিত করতে হবে।

এই পৃথিবীর সকল সফল মানুষদের আইডিয়া ও কাজ ভিন্ন ভিন্ন বটে, কিন্তু তারা প্রত্যেকেই তাদের কাজে নিয়মিত সময় দিয়েছে এবং সফল হয়েছে, এটা প্রমানিত সত্য।
এতটুকু যে বা যিনি করতে পারবেন, তার সামনে পাহাড় সমান চ্যালেঞ্জ থাকলেও তিনি সফল হবেন ই হবেন ইনশাআল্লাহ। হ্যা সফল হতে গেলে আরও অনেক কিছু লাগতে পারে, কিন্তু আমার বলা দুইটা কাজ বাদ দিলে আজীবন সফল হতে পারবেন না, চ্যালেঞ্জ।

10/07/2024

লাইভ!

কিছু প্রশ্নের সহজ উত্তর, আসবো খুব দ্রুতই এই পেইজ থেকে।

উদ্যোক্তা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করুন!যে কোন নতুন উদ্যোককে সফল করার প্রধান একটি শর্ত হচ্ছে সঠিক মেম্বারদের নিয়ে টিম গ...
08/07/2024

উদ্যোক্তা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করুন!

যে কোন নতুন উদ্যোককে সফল করার প্রধান একটি শর্ত হচ্ছে সঠিক মেম্বারদের নিয়ে টিম গড়তে পারা। যে কোনও নতুন উদ্যোগ সফল করার জন্য টিম ওয়ার্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান। আর কার্যকর টিম তৈরী করতে পারাটা যে কোনও নতুন উদ্যোক্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলোর মধ্যে অন্যতম। প্রতি বছর গড়ে ৪০ বিলিয়ন ডলার আয় করা আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানী “হানিওয়েল” এর সাবেক চেয়ারম্যান ও সিইও লরেন্স বসিডে বলেন, আমি নিশ্চিত যে একটি কোম্পানীর জন্য সঠিক লোকদের খুঁজে বের করার চেয়ে জরুরী আর কিছুই নেই। দিন শেষে মানুষই একটি কোম্পানীকে এগিয়ে নেয়। বাস্তবে এটাই হচ্ছে টিমওয়ার্ক।

07/07/2024

বিক্রয় বৃদ্ধির কৌশল পর্ব-২

05/07/2024

স্টোরি টেলিং ফর সেলস পর্ব-১

ভালো কাজের রিওয়ার্ড প্রত্যাশা করবেন না!একটা সময় ছিলো, যখন আমি প্রতিটা ভালো কাজ করার সময় চিন্তা করতাম, মানুষ নিশ্চয় আমাকে...
04/07/2024

ভালো কাজের রিওয়ার্ড প্রত্যাশা করবেন না!

একটা সময় ছিলো, যখন আমি প্রতিটা ভালো কাজ করার সময় চিন্তা করতাম, মানুষ নিশ্চয় আমাকে অভিনন্দন জানাবে, ভালো বলবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বয়স যতই বেড়েছে ততই বুঝতে শিখেছি যে, ভালো কাজের রিওয়ার্ড প্রত্যাশা করতে নেই। ভালো কাজ করাটাই একটা রিওয়ার্ড, এটা আলাদা এক যোগ্যতা যা সবার থাকে না। ভালো কাজের সাথে আমি সব সময় থেকেছি নিজের সক্ষমতার সবটুকু দিয়ে, এখনো সে চেষ্টা অব্যহত আছে।
মানুষ উপকৃত হয় এমন কাজ করার মাঝে আমি অনেক আনন্দ পাই।

ই-কমার্স ইন্ড্রাস্ট্রিতে আসার পর ছোট বড় অন্তত ১৫০+ মানুষকে আমি ডিজিটাল স্কিল সম্পর্কে শেখানোর চেষ্টা করেছি এবং সেটা বিনা পয়সায়। একটা গ্রুপের এডমিনের কাজ কি, মডারেটরদের কাজ বা দায়িত্ব কি, কিভাবে এখানে কাজ করতে হয়, সে সব হাতে কলমে শিখিয়েছি অনেককেই, যারা প্রায় সবাই কোন না কোন গ্রুপের এডমিন বা মডারেটর। সেলস এন্ড মার্কেটিং, টিমওয়ার্ক, লিডারশীপ, ফটোগ্রাফি, নেটওয়ার্কিং, গ্রাফিক্স ডিজাইন সহ অনেক বিষয়ের উপর ট্রেনিং করিয়েছি বহু মানুষকে, এখানেও কোন টাকা পয়সার ব্যাপার ছিলো না, এখনো নেই।

এই সকল ট্রেনিং শেষে আমাকে নিয়ে কেউ দুলাইন লিখবে এমন প্রত্যাশাও কোন দিন করি নি বরং কেউ আমার নাম মেনশন করতে চাইলে নিষেধ করেছি। অথচ আমি নিজে একটা সময় হাজার হাজার টাকা খরচ করেছি আমার স্কিল ডেভেলপ করার জন্য। অনেক এডভান্স লেভেলের ট্রেনিং করেছি, করিয়েছি গত ১৫ বছরে অনেকবার। আমি নিজে অনেককে রিওয়ার্ড দিয়েছি বটে কিন্তু নিজে কখনো রিওয়ার্ড প্রত্যাশা করি নি, তবে না চাইলেও বহুবার রিওয়ার্ড পেয়েছি অপ্রত্যাশিত ভাবেই।

আপনি যখন ভালো কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন তখন আশেপাশের মানুষজন অধিকাংশ ক্ষেত্রেই নেতিবাচক আচরণ করবে সত্য কিন্তু দিন শেষে মানুষের ভালোবাসা পাবেন, সম্মান পাবেন। ভালোবাসা আর সম্মান তো এক জীবনের সবচাইতে বড় রিওয়ার্ড তাই না? আমার কাছে কিন্তু সেটাই মনে হয়৷
ভালো কাজ অবশ্যই করা উচিৎ, কিন্তু ভালো কাজের রিওয়ার্ড প্রত্যাশা করা উচিৎ নয়।

03/07/2024

মন আমাদের কিভাবে নিয়ন্ত্রণ করে?
মন আমাদের নিয়ন্ত্রণ করে, সে কারণেই আমরা ব্যর্থ হই!

জানতে হলে পুরো ভিডিওটা দেখুন, শুনুন বিস্তারিত।

উদ্যোক্তা জীবন মানে অনিশ্চয়তার দিকে এগিয়ে যাওয়া!আপনি যখন উদ্যোগ শুরু করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে, উদ্যোগ বা ব্যবসা ...
02/07/2024

উদ্যোক্তা জীবন মানে অনিশ্চয়তার দিকে এগিয়ে যাওয়া!

আপনি যখন উদ্যোগ শুরু করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে, উদ্যোগ বা ব্যবসা সব সময়ই একটি অনিশ্চিত ব্যাপার। নিজের সেরাটা দিয়ে লেগে থাকলে যে কোনওকিছুতে সফল হওয়া যায়এটা যেমন সত্যি, ঠিক তেমনি এটাও সত্যি যে, ব্যবসার সাফল্য অনেক ক্ষেত্রেই অনেক সময় নিতে পারে, সাফল্য নাও আসতে পারে ছোট ছোট কিছু ভুলের কারণে। বাজারের সেরা প্রোডাক্ট বা সার্ভিসও যদি আপনার হাতে থাকে তারপরও নামার সাথে সাথেই সফল হবেন, এটা চিন্তা করাটাই বোকামী হবে।

পন্য ভালো হলেও আপনার সেলস টেকনিক বা বিক্রয় কৌশলে সমস্যা থাকতে পারে। আপনার পন্য বা সেবা ক্রেতাদের এই মুহুর্তে প্রয়োজন নাও হতে পারে। আপনি বাজারে আসার সময়েই হয়তো আরও একজন প্রতিযোগী বাজারে নেমে আপনার পন্যের মার্কেট শেয়ারে ভাগ বসাতে পারে। আবার হয়তো বাজারে পন্য ছাড়ার পর দেখতে পাবেন আগে যা হিসাব করেছিলেন, পন্য বিক্রি করতে তারচেয়ে অনেক বেশি খরচ হচ্ছে। এমন নানান ধরনের অপ্রত্যাশিত বিষয় ঘটতে পারে।
ছোট হোক, বড় হোক নতুন উদ্যোক্তা হিসেবে মাঠে নামলে অপ্রত্যাশিত ঘটনা ঘটবে এটা এক প্রকার নিশ্চিত। আপনি যেমনটা আশা করবেন প্রথমেই তেমনটা ঘটার সম্ভাবনা খুবই কম।

সফল উদ্যোক্তা হতে চাইলে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে- পর্ব ২সফল উদ্যোক্তা হতে চাইলে আপনার প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা হত...
01/07/2024

সফল উদ্যোক্তা হতে চাইলে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে- পর্ব ২

সফল উদ্যোক্তা হতে চাইলে আপনার প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা হতে হবে রুটিন মাফিক, শিডিউল ধরে ধরে। দিনের প্রতিটি কাজ যেন কোনও না কোনও ভাবে আপনার উদ্যোগকে এগিয়ে নিতে অবদান রাখতে পারে সেটা নিশ্চিত করতে হবে। আগে হয়তো যখন ইচ্ছা ঘুমিয়েছেন, জেগেছেন, যেভাবে ইচ্ছা খরচ করেছেন, কিন্তু এখন থেকে এসব বিষয়ে নিয়ন্ত্রণ আনতে হবে, লাগাম টানতে হবে। অবসর সময়ে টিভি বা সিনেমা দেখার বদলে নিজের দক্ষতা বাড়ানোর কাজ করতে হবে। সব সময় আপনার উদ্যোগ নিয়ে চিন্তা করতে হবে। কিভাবে উদ্যোক্তা হিসেবে সফল হবেন, সে বিষয়টাই হবে আপনার ধ্যান জ্ঞান। আগে হয়তো কিছু পছন্দ হলেই দাম দিয়ে কিনে ফেলতেন, কিন্তু এখন আপনাকে হিসেবী হতে হবে। প্রয়োজন ছাড়া টাকা খরচ করা বা বিলাসী পন্য কেনা বাদ দিতে হবে।
নিজের লাইফস্টাইলে এসব পরিবর্তন আনা অনেকের জন্যই বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু সফল উদ্যোক্তা হতে চাইলে নিজের লাইফস্টাইলে যে কোন মূল্যে পরিবর্তন আনতেই হবে। যখন থেকেই লক্ষ্য ঠিক করেছেন যে আপনি উদ্যোক্তা হবেন, ঠিক তখন থেকেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিন। একটু একটু করে নিজের লাইফস্টাইলকে উদ্যোক্তা হওয়ার উপযোগী করে তুলুন। একটা সময়ে গিয়ে সব কিছু ঠিকই পারবেন, শুরুটা করতে হবে সবার আগে।

ব্রেন!আমরা প্রায়ই বলে থাকি, আরে ওর ব্রেন তো মাশাল্লাহ অনেক ভালো, ওর টা তো অসম্ভব রকমের ভালো, আর ঐ মানুষটার ব্রেন তো পুরা...
30/06/2024

ব্রেন!

আমরা প্রায়ই বলে থাকি, আরে ওর ব্রেন তো মাশাল্লাহ অনেক ভালো, ওর টা তো অসম্ভব রকমের ভালো, আর ঐ মানুষটার ব্রেন তো পুরাই গোবর, কোন কাজের না।

কিন্তু বাস্তবে ব্রেনের এমন কোন ব্যাপার নেই যে, একটা রকেট সাইন্স পড়ার যোগ্য, আর একটা কোন কাজেরই না। পৃথিবীর প্রত্যেকটা সুস্থ মানুষের ব্রেনের ভ্যালু ১ শত বিলিয়ন ডলার। শুধুমাত্র পাগলের ব্রেনের ভ্যালু কিছুটা কম। কিন্তু সুস্থ থাকার পরেও আমাদের এই দামী ব্রেন দিয়ে কেনো বিশাল কিছু করতে পারি না, অন্যরা কেনো পারে?
ব্রেন আসলে আপনাআপনি কোন কাজ করে না, ব্রেনকে কমান্ড দিতে হয়, লাইক কম্পিউটার। অপারেটিং সিস্টেম এক হলেও শুধুমাত্র মিস কমান্ডের কারণে একেক ব্রেন একেক ভাবে কাজ করে। আরও একটা কারণ হচ্ছে, কিছু ব্রেনে শুধুই কাজের সফটওয়্যার থাকে, আবার কিছু ব্রেনে কাজের ও অকাজের বহু সফটওয়্যার থাকে। একটা সময় কিছু কিছু ব্রেনে ভাইরাস চড়ে বসে, তখন অসাধারণ অপারেটিং সিস্টেম থাকার পরেও ব্রেনের ম্যাল ফ্যাংশন দেখা দেয়।

কম্পিউটারের মত ব্রেনেও পরিস্কার হার্ডডিস্ক থাকা চাই, ভালো র‍্যাম ও কাজের সফটওয়্যার থাকা চাই। একটা ফ্রেশ কম্পিউটারে প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করার পর যে কমান্ড দিবেন, হুবহু সেই কাজটাই হবে দ্রুততম সময়ের মধ্যে। ব্রেনের ক্ষেত্রেও ব্যাপারটা একই। ডেটিং ফেটিং, হিংসা বিদ্বেষ, মান অভিমান, ঝগড়া মারামারি এ সব যে ব্রেনে সফটওয়্যার নামক ভাইরাস ইন্সটল হয়ে থাকবে, সে ব্রেনে পজিটিভ কোন কাজ হবে না সেটাই স্বাভাবিক। এমন ব্রেনে ইতিবাচক কমান্ডও তো দেয়া হয় না। অথচ এই ব্রেনগুলোও কিন্তু অন্য আর দশটা ব্রেনের মতই সমান কার্যকরী হবার কথা ছিলো।

ব্রেন ইতিবাচক ও নেতিবাচক দুই কমান্ডই সমান গুরুত্বের সাথে নেয়। এখন আমি আপনি কি কমান্ড দিচ্ছি সেটাই বেশি গুরুত্বপূর্ণ। কমান্ড যা দিবো, কাজ সেটাই হবে।

সফল উদ্যোক্তা হতে চাইলে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে!উদ্যোক্তা হতে চাইলে আপনাকে বেশকিছু ত্যাগ স্বীকার করতে হবে, সেটা বড়...
30/06/2024

সফল উদ্যোক্তা হতে চাইলে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে!

উদ্যোক্তা হতে চাইলে আপনাকে বেশকিছু ত্যাগ স্বীকার করতে হবে, সেটা বড় বা ছোট সব রকমই হতে পারে। এই পথে নামার পর থেকেই আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে শুরু করবে। আপনার চিন্তা ভাবনা থেকে শুরু করে আপনার আচার ব্যবহার, চলাফেরা, কথাবার্তা সবকিছুতেই ধীরে ধীরে পরিবর্তন আসবে।

ভালোভাবে কাজ শুরু করার পর বুঝতে পারবেন, আপনি ইচ্ছামত ঘুমাতে পারছেন না, নিজের মত করে সময় কাটানোর মত সময় পাচ্ছেন না, বন্ধুবান্ধবের সাথে ইচ্ছামত আড্ডা দিতে পারছেন না। অনেক কাছের মানুষ যারা কখনও আপনার ব্যাপারে প্রশ্ন করেনি, দেখা যাবে তারাও বিভিন্ন ধরনের অভিযোগ করতে শুরু করবে। কারণ তাদের পেছনে যে এনার্জি ও সময় আপনি দিতেন তা এখন আর দিচ্ছেন না। অনেকে স্বার্থপরও বলে বসবে কোন রকম যুক্তি ছাড়াই। মানুষ যেভাবে আগে আপনাকে দেখত, এখন আর দেখবে না। এটা অনেক সময়েই আপনাকে মানসিক যন্ত্রণা দেবে। এসব বিষয়কে সাথে নিয়ে নিজের কাজ করে যাওয়াটা বড় একটা চ্যালেঞ্জ।
কিন্তু সফল উদ্যোক্তা হওয়ার জন্য এসব বিষয় সহ্য করে কাজ করে যেতে হবে। ব্যবসা সফল হওয়ার আগ পর্যন্ত আপনার প্রধান মনোযোগের বিষয় হবে কিভাবে ব্যবসাকে সফল করবেন, আপনি সফল হবেন। পাশাপাশি আপনাকে এটাও মনে রাখতে হবে যে, সফল হওয়ার পরও আপনাকে এই সকল নিয়ম মেনে চলতে হবে।

সব চেয়ে হাস্যকর বিষয় কি জানেন?মানুষের কাছে নিজেকে প্রমান করা। জন্মগত ভাবেই আমি, আমরা ব্যতিক্রম। আমি যা পারি, যা বুঝি, যা...
28/06/2024

সব চেয়ে হাস্যকর বিষয় কি জানেন?
মানুষের কাছে নিজেকে প্রমান করা। জন্মগত ভাবেই আমি, আমরা ব্যতিক্রম। আমি যা পারি, যা বুঝি, যা চিন্তা করি, ঠিক হুবহু পৃথিবীর অন্য কেউ সেটা সেভাবে করে না।
আমি আমার নিজস্বতা দিয়ে এগিয়ে যাবো সেটাই তো হবার কথা তাই না? কিন্তু আমরা আমাদের প্রতিটি কাজ দিয়ে অন্যের কাছে নিজেকে প্রমান করতে চাই, যা একেবারেই হাস্যকর

যখন নিজেকে অন্যের কাছে প্রমান করতে চাইবেন, তখন নিজের ভেতর এক প্রকার নোংরা প্রতিযোগিতা কাজ করবে, সব সময় পেরেশান বোধ করবেন, নিজের ভেতর অসুস্থতা কাজ করবে। সবচাইতে খারাপ হলো, এমন মুহুর্তগুলোতে নিজের স্বকীয়তা হারিয়ে যায়।

যদি এই জীবনে সফলতা আশা করেন, সত্যি পেতে চান বড় কোন সাফল্য তাহলে নিজেকে নিজের কাছে প্রমান করুন। অন্যরা কি চাচ্ছে, কি বলছে সেটা মোটেও গুরুত্বপূর্ণ কিছু নয়।

মোটিভেশান বদলে দিতে পারে অনেক কিছু!কারণ যেটাই হোক, আমরা সবার কথা শুনি না, সবার সাথে চলি না, সবার উপদেশ নেই না। কিন্তু কা...
26/06/2024

মোটিভেশান বদলে দিতে পারে অনেক কিছু!

কারণ যেটাই হোক, আমরা সবার কথা শুনি না, সবার সাথে চলি না, সবার উপদেশ নেই না। কিন্তু কার কাছ থেকে বা কোথা থেকে মোটিভেশান নিবো সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনার আগ্রহ আছে, কাজটি করার জন্য যথেষ্ট সময় আছে, দক্ষতাও আছে কিন্তু এর পরেও সেই কাজটি আপনাকে দিয়ে হবে না। কারণ কি?
কারণ হচ্ছে, আপনি যে কাজটাই করতে যান না কেনো, সেই কাজ করার জন্য আপনার প্রয়োজন হবে মোটিভেশনে।মোটিভেশান ছাড়া কাজ শুরু করলেও আপনি খুব দ্রুত সময়ের মধ্যেই হতাশ হয়ে পরবেন, আগ্রহ হারিয়ে ফেলবেন।বিষয়টা আমরা অনেকেই জানি সত্য কিন্তু মোটিভেশান কোথা থেকে বা কার কাছ থেকে নিবো বা নেয়া উচিৎ সেটা নির্ধারণ করতে আমরা বড় ভুলটা করি।

যিনি সাঁতার জানেন না, তার কাছ থেকে সাঁতরে নদী পাড় হবার মোটিভেশান আশা করা বা মোটিভেশান নেয়া নেহাতই বোকামি। যিনি যে কাজে সফল তিনি সেই কাজে মোটিভেশান দিতে পারবেন। কিন্তু কেউ যদি ব্যর্থ হয় তাহলে তার কাছ থেকে মোটিভেশান আশা করবো কেনো? তার নিজেরই তো মোটিভেশানের অভাব, ব্যর্থ হবার অন্যতম কারণও তো সেটাই।

তবে নিজের ভেতর থেকেও কিন্তু মোটিভেশান পাওয়া সম্ভব। নিজেকে প্রশ্ন করুন, কি করছেন, কেনো করছেন, কোথায় যেতে চান, কি পেতে চান, কিভাবে পেতে চান? উত্তরগুলো যদি আপনার কাছে পরিস্কার থাকে তাহলে আপনার আর আলাদা করে কারো কাছ থেকে মোটিভেশান নেয়ার প্রয়োজন হবে না। আপনি নিজেই নিজেকে প্রতি নিয়ত মোটিভেট করতে পারবেন।
তবে মোটিভেশান লাগবেই, হোক নিজের কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে।

26/06/2024

Protect your Facebook ID & Massanger.

এখন থেকে হ্যাকার চাইলেও আপনার আইডি বা ম্যাসেঞ্জার হ্যাক করতে পারবে না।

জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা নষ্ট করে ফেলি শুধুমাত্র মানুষ কি বলবে, কি ভাববে এই চিন্তা করে। মানুষের চাওয়া না চাওয়া, ...
24/06/2024

জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা নষ্ট করে ফেলি শুধুমাত্র মানুষ কি বলবে, কি ভাববে এই চিন্তা করে। মানুষের চাওয়া না চাওয়া, পছন্দ অপছন্দকে মূল্যায়ন করতে গিয়ে আমরা আমাদের ভেতরের আমিকে ধ্বংস করে ফেলি, গুরুত্বহীন করে ফেলি।
প্রত্যেকেটা মানুষের আলাদা আলাদা গুণ আছে, বৈশিষ্ট্য আছে, কোয়ালিটি আছে, বিশেষ কিছু করার সক্ষমতা আছে। কিন্তু আমাদের এই ভেতরের শক্তিটাকে কাজে লাগাতে পারি না, কারণ পাছে লোকে কিছু বলে এই ভয়ে। অথচ জীবনটা আমার, সাফল্য বা ব্যর্থতাও আমার, আমার ভালো কাজের বা মন্দ কাজের প্রাপ্তি অপ্রাপ্তিগুলোও আমার নিজের।

Address

Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Robiul Islam Robi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All