কবিতা - Poem

কবিতা - Poem Paid PR/Post Share/Paid Feature
+8801743605500 (What's App)
https://wa.me/message/TFWQR7KHZ2YVA1 Submission
Business What's App
‪+8801743605500
(893)

23/12/2023

ছোট ভাই বোন যখন আপনাকে ভালোবেসে তখন অনুভুতি প্রকাশের মতো থাকে না,এই ভালোবাসা টা মধুরতম সুন্দর। যাদের ছোট ভাই বোন আছে তারা ভাগ্যবান! ❤️

23/12/2023

আপনি হাসলে টোল পড়ে না, মুখে ব্রন এর দাগ, গায়ের রং শ্যামলা বা কালো, চেহারায় এতো মায়া নেই!
এইসবের মানে আপনি অসুন্দর? এটা ভাবছেন? আসলে তেমন কিছুই না! আপনার সৌন্দর্য্য আপনার মনে, আপনার কথায়, ব্যবহারে! এখনকার যুগে মানুষের সমস্যা একটাই তারা প্রায় মানুষ সৌন্দর্য্যের প্রেমে পড়ে, তারা বুঝেই না মানুষ এর আসল সৌন্দর্য্য কোথায়! আপনি সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি! আপনি সুন্দর, মায়াবী!'🖤🌸

🙂
23/12/2023

🙂

23/12/2023

“রোগ, শোক, দুঃখ কষ্টের চেয়েও ক্ষুধা অনেক বড়। মৃত্যু শোকে কাতর মানুষও খাওয়া বন্ধ করে না। ক্ষুধার কাছেই মানুষের সবচেয়ে বড় পরাজয়।”

—হুমায়ূন আহমেদ (কুহুরানী)

23/12/2023

তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না।
কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পাবে!
এতো আর্তনাদ, এতো অভিমান, দম আটকে থাকা গল্প, কে শুনবে বোকা? কার এতো সময়?

"একা বেঁচে থাকতে শেখো প্রিয়"❤️

23/12/2023

একটা নিজের মানুষ জীবনে আসুক। মানুষটা মনের কথা বোঝার পাশাপাশি চোখের ভাষাটাও না হয় মাঝেমধ্যে একটুখানি বুঝতে পারুক।

সেই মানুষটা আমার নিঃশ্বাস হয়ে বিশ্বাসে মিশে থাকুক। মানুষটার জীবনের গল্পের প্রতিটি অধ্যায়ে আমার স্মৃতিটাও না হয় একটুখানি আঁকা থাকুক।

বেলাশেষে যখন এই মানুষটার বুকে মাথা রাখবো, তখন আপনাআপনিই সারাদিনের সমস্ত দুঃখ আর আক্ষেপগুলো এক মুহূর্তেই ফুলের মতো সুন্দর হয়ে উঠবে।

এই নিজের মানুষটার হাত জাপ্টে ধরে হাজার আলোকবর্ষের অন্ধকার এক শুকতারার নিচে নিয়ে আসবো।

এই মানুষটাকে কখনও হারিয়ে যেতে দেবো না। তাকে একদম নিজের মানুষ হিসেবে রক্তে মিশিয়ে রাখবো।

এই নিজের মানুষটাকে সাথে নিয়ে নিজের জীবনের শেষ অবধি শেষ নিঃশ্বাস গুনবো।

- Rejuan Ovi

মালাই চা নাকি গোলাপ☕🌹©Moumita Mallick
23/12/2023

মালাই চা নাকি গোলাপ☕🌹

©Moumita Mallick

23/12/2023

ফিমেল লাউঞ্জে হঠাৎ একদিন একটা ছেলে কে দেখা গেলো।মেয়েরা তো সবাই অপ্রস্তুত হয়ে পড়লো।কয়েকজন সোফায় গড়াগড়ি করছিলো, ওরাও লাফ দিয়ে উঠলো।গার্ড মামারা যখন উনাকে বের করার জন্য দৌড়ে আসলো উনি রেগে বলে উঠলেন-

"I have p***s and i am a women.I have chest hair and facial hair and also i am a women.You can't judge a women based on only va**na or breast "

[Scenes from 2031, if we do not protest against trans right now)

© Farhan Chowdhury

23/12/2023

রাসূলুল্লাহ (সা:) বলেন, সওয়াবের আশায় কোন মুসলিম যখন তার পরিবার-পরিজনের জন্য খরচ করে, তখন তা সাদকাহ হিসাবে গণ্য হয়।

(সহীহুল বুখারী ৫৫)

সামান্য ফুল পেলে খুশি হয়ে যায় এমন মানুষকে আগলে রাখুন ❀© Minar
23/12/2023

সামান্য ফুল পেলে খুশি হয়ে যায় এমন মানুষকে আগলে রাখুন ❀

© Minar

23/12/2023

যদি রোজ ফজরের আযানের সময় কোনো অ্যালার্ম ছাড়াই আপনার ঘুম ভেঙে যায়,তবে বুঝে নিবেন আপনার ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়।

মাওলানা তারিক জামিল

২০২৩ সালে আমার করা পছন্দের ২৩ টা দেওয়াল আর্ট হাবিবুর আর্ট।
22/12/2023

২০২৩ সালে আমার করা পছন্দের ২৩ টা দেওয়াল আর্ট

হাবিবুর আর্ট।

22/12/2023

কোনো কারণ ছাড়াই এখন আর কারো সাথে কথা বলতে ইচ্ছা হয়না!
চুপচাপ আসি ঘন্টার পর ঘন্টা ফেসবুকে ভিডিও দেখি আবার চলে যাই!
আসলে ব্যাপারটা খারাপও লাগে না, ভালোই লাগে❤️

কোনো একদিন ইন শা আল্লাহ 🥰🌸
22/12/2023

কোনো একদিন ইন শা আল্লাহ 🥰🌸

22/12/2023

তোমারে যেই রশিখান দিয়া বাইন্ধা রাখছিলাম; সেইটা ছিঁইড়া গেছে। অহন আর তুমি বান্ধা নাই। আমারও আর তোমার লাইগা ছটফট করন লাগে না। কাজ কাম ফেইলা অপেক্ষা করন লাগে না।
দেহো!
আমিও কেমন মুক্ত হইয়া গেছি।
তবে জানো তো এই মুক্তির কোনো আনন্দ নাই; আমি চাই নাই এই মুক্তি। আর না চাইতেও যেই জিনিসটা পাওন যায় সেইটায় কি আনন্দ আসে কও? তোমারে চাইছিলাম অনেক কইরা; পাইলাম না যখন তখন সব আনন্দরেও বিদায় দিয়া দিলাম।

ভালো থাকুক আনন্দরাও তোমার মতন সুখী মানুষের কাছে। আমি না হয় উইড়া বেড়াবো আনন্দহীন পাখি হইয়া মুক্ত আকাশে!

লেখাঃ তাহমিনা তান্নি

22/12/2023

যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের আমলের দৃষ্টান্ত হলো সেই ছাইয়ের মতো, যা ঝড়ের দিনে বাতাস প্রচন্ড বেগে উড়িয়ে নিয়ে যায়।

(সূরা ইবরাহীম, আয়াত:১৮)

এই অনুভূতি সবাই বুঝবে না... 😔💔
22/12/2023

এই অনুভূতি সবাই বুঝবে না... 😔💔

22/12/2023

পৃথিবীর সবথেকে কঠিন ভাষা হলো চোখের ভাষা, এই ভাষা পড়ার জন্য মনে গভীর ভালবাসার দরকার হয়।

- হুমায়ুন আহমেদ

যেখানে শান্তি খুঁজে পাই... 🥰
22/12/2023

যেখানে শান্তি খুঁজে পাই... 🥰

22/12/2023

❝অ'সুন্দর মেয়ে হবার সবচেয়ে বড় সমস্যা কি জানেন?
একটা অ'সুন্দর মেয়ে যদি কাউকে পছন্দ করে সে তা জানাবার সাহস পায় না। মনের মধ্যে চেপে রাখতে হয়।❞

📓 দিনের শেষে
___ হুমায়ূন আহমেদ

জুম্মা মুবারাক
22/12/2023

জুম্মা মুবারাক

পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে যে,        একজন নেককার সহধর্মিণী পেয়েছে  🖤📷 Abdullah Mahfuz
22/12/2023

পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে যে,
একজন নেককার সহধর্মিণী পেয়েছে 🖤

📷 Abdullah Mahfuz

চা বানাতে যা যা লাগে। 🙂©
22/12/2023

চা বানাতে যা যা লাগে। 🙂
©

যত দিন যাচ্ছে ততই যেন মায়ের মতো হয়ে যাচ্ছি!সকালে উঠেই কি কি কাজ আছে, কোনটা আগে/পরে করবো ভেবে নিয়ে কাজ করা...থালাবাসন ধোয়...
22/12/2023

যত দিন যাচ্ছে ততই যেন মায়ের মতো হয়ে যাচ্ছি!

সকালে উঠেই কি কি কাজ আছে, কোনটা আগে/পরে করবো ভেবে নিয়ে কাজ করা...
থালাবাসন ধোয়ার আগে পরে সিংক ধুয়ে পরিষ্কার করা..
লিকুইড ডিশওয়াশ ব্যবহারের সময় সামান্য পানি মিশিয়ে নেয়া!
কাজ রেখে বিশ্রাম না নেয়া!
মাছ মাংসের চেয়ে ডাল সবজি বেশি ভালো লাগা!
রোদ দেখলেই কাপড় কাচা, চাল ডাল মশলাপাতি রোদে দেয়া...
নিজের ব্যবহারের জিনিসপত্রের চেয়ে ঘর সংসারের জিনিসপত্র কেনায় আগ্রহী হওয়া...
যেখানে সস্তায় বাজার করতে পারবো সেখানে যাওয়া!
দরদাম করা...

নিজের আগে পরিবারের কথা ভাবা...

এবং আরও কত কি!

এর মধ্যে এমন কিছুও আছে যেসব করার কারণে মা কে বকাবকি করতাম!
যেমন রেস্ট না নিয়ে কাজ করতেই থাকা! মাছ মাংস বাদ দিয়ে পাতে সবজি তোলা...
নিজের জন্য কিছু না কিনে বাসার জিনিসপত্র কেনা...

এই কাজগুলোই এখন আমি করে ফেলি নিজের অজান্তে, অদৃশ্য এক আগ্রহে...

সেই অদৃশ্য আগ্রহ আসে আমার মায়ের থেকে, তার দেখে দেখে শিখে রাখা ছিল, আজকাল কাজে লাগে...

ঘরে বাইরে সবখানেই যেন টিকে থাকতে পারি, সেরকম ভাবেই শিখিয়ে দিয়েছে মা।

শেখানোর পরেও, এখনও রোজকার কত কাজে মা কে লাগে!

মুগডাল আর পোলাও চালের খিচুড়ি রান্না করতে হলে মুগডাল আলাদা ভাবে সেদ্ধ করা লাগে, বেশি ময়লা কাপড় কাচতে হলে কাপড় কাচার পাওডারের সাথে একটু সোডা দিলে ভালো পরিষ্কার হয়, কোন দোয়া কোন কাজে দেয়....ইত্যাদি ইত্যাদি শিখতেই থাকি...

এবং আমি যতদিন বেঁচে আছি, শিখে যেতে চাই মায়ের কাছেই।

কারণ মা ছাড়া কেউ এত আদর করে, যত্ন নিয়ে শেখায়নি, শেখাবেও না।

মা বেঁচে থাকুক, সুস্থ থাকুক।
আর মা কে যেন সুখী করতে পারি পৃথিবীর সব সুখ দিয়ে, এই সামর্থ্য আমার হোক ❤️

- sumaia Sarah

22/12/2023

সবচেয়ে উত্তম সাদকা হলো, মানুষকে পানি পান করানো!🤍

[আবু দাউদ:১৬৭৯]

ফুল মানেই ভালোবাসা🌹🌸❤️📷 - Salma
22/12/2023

ফুল মানেই ভালোবাসা🌹🌸❤️
📷 - Salma

মানুষ তো শরীরের লাগা আঘাত ও ক্ষত ভুলে যায় । মানুষ কাউকে অনেক মায়া করলেও তা ভুলে যায় । কাউকে ছোট ছোট কেয়ার করলেও তা ও ভুল...
22/12/2023

মানুষ তো শরীরের লাগা আঘাত ও ক্ষত ভুলে যায় । মানুষ কাউকে অনেক মায়া করলেও তা ভুলে যায় । কাউকে ছোট ছোট কেয়ার করলেও তা ও ভুলে যায় ।ভালোবাসা , স্নেহ , মমতা টুকরো টুকরো স্মৃতি তেমন করে কেউ মনে রাখে না ।

কেবল একটাই জিনিস মানুষ চাইলেও কখনো ভুলতে পারে না তাও হলো প্রিয় মানুষের বলা কথার আঘাত ।আপনার সবচেয়ে প্রিয় মানুষের মমতা আপনাকে যতটা না বদলে দিবে , তার চেয়েও বেশি আপনাকে বদলে দিবে তার কিছু মুখ থেকে বলা নেগেটিভ কথার বাক্যে । যে কথা আপনি কল্পনায় ও ভাবতে পারেন নি তার কাছ থেকে সেই দূর্ব্যবহার ও তার কথার শব্দ বান যখন আপনার অন্তর ও মনকে ভেঙ্গে দিবে , তখন সত্যিই সে আঘাত মৃত্যুর আগ পর্যন্ত আপনার রূহ তা বহন করবে ।

~মাসুমা ইসলাম নদী
📸হাবিবুর আর্ট

মেনশন দিন সেই বান্ধবীকে যে কুত্তা দেখলেই দৌড় মারে 🦮🐕🤣
21/12/2023

মেনশন দিন সেই বান্ধবীকে যে কুত্তা দেখলেই দৌড় মারে 🦮🐕🤣

21/12/2023

বছরের দীর্ঘতম রজনীটাও কেউ কেউ না ঘুমিয়েই কাটিয়ে দিবে! কেউবা সুখে গোটা রজনী পার করবে আর কেউবা পুরনো স্মৃতিদের খুঁটিয়ে খুঁটিয়ে মনে করবে; তারপর অশ্রু বিসর্জন দিবে। আসলে সব কিছু সবার জন্য সমান না। কিছু জিনিস একজনের কাছে আশীর্বাদ তো অন্য জনের জন্য অভিশাপের মতো।

কিছু কিছু সময় আছে যে সময় গুলো কোনো কারণ ছাড়াই কেমন যেন শূন্যতা নিয়ে আসে। তারপর সব কিছু এলোমেলো করে দিয়ে চলে যায়, দিয়ে যায় কিছু ক্ষ'ত! আর সময়ের দেয়া সেই ক্ষ'ত গুলো সারাতে সময় লেগে যায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর।
স্মৃতিরা বোধ হয় এমনই... খানিক সুখের, দীর্ঘ দুঃখের..!!!

লেখাঃ তাহমিনা তান্নি

21/12/2023

মানুষ একজনের প্রেম না পেয়ে যে নিঃসঙ্গতায় ভোগে,তামাম পৃথিবীর সব মানুষ ভালোবেসেও সে নিঃসঙ্গতা দূর করতে পারে না!

Voice: Jannat Asha 🖤
Line: Jibon | Videos: Junayed

21/12/2023

বছরের দীর্ঘতম রাত আজ, কী করবেন এই রাতে? 🙂

21/12/2023

"খাবার রেডি, সবাই খেতে এসো",.....
এই কথাটা কখনোই বলবেন না। বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয়ই।
আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাওয়াত খেতে আসেনি বাসায়, যে আপনি সব কিছু সাজিয়ে তাদের খেতে ডাকবেন।
খাবার টেবিলে রেডি করার সময় বাড়ির অন্যান্য সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করুন।
একজন পানি ভরবে জগে, অন্যজন প্লেট আনবে, আরেকজন টেবিলে ভাত, তরকারী নিয়ে যাবে। সালাদ কাটার দায়িত্ব দিন অপর একজনের কাঁধে।
সদস্যসংখ্যা বেশি হলে একেকদিন একেকজনের পালা তৈরি করে দিন।
আপনার সন্তানদের এটা শেখাবেন না, যে, খাবার রেডি করে মুখের সামনে সাজানোর দায়িত্ব মায়ের আর তাদের দায়িত্ব শুধু খাওয়া।
শুধু তাই নয়, খাবার শেষে নিজের প্লেট ধুয়ে রাখতে শেখান।

- Shamima Nasrin

কিচ্ছু চাইনা প্রিয় ; এক গুচ্ছ ফুল এনে দিও 💐🌸
21/12/2023

কিচ্ছু চাইনা প্রিয় ; এক গুচ্ছ ফুল এনে দিও 💐🌸

21/12/2023

‎- كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْت -
কুল্লু নাফসিন জাইকাতুল মাউত"

অর্থ:- প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।"
সূরা আল ইমরান, আয়াত-১৮৫।

আমি তুমি আর দুইকাপ চা!💗It's a perfect date.🥰
21/12/2023

আমি তুমি আর দুইকাপ চা!💗

It's a perfect date.🥰

21/12/2023

বাস্তবতা এতই ক'ঠি'ন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অ'স'হা'য় হয়ে পড়ে।

- হুমায়ূন আহমেদ

কে বেশি সুন্দর? আমি না ফুল? 🙂
21/12/2023

কে বেশি সুন্দর?
আমি না ফুল? 🙂

21/12/2023

“গুণী মানুষের প্রেমে মেয়েরা যুগে যুগে পাগল হয়েছে। কারণ প্রকৃতির সেই পুরানো খেলা, প্রকৃতি চাচ্ছে পুরুষদের গুণ যেন পরবর্তী প্রজন্মে 'ডি এন এ' র মাধ্যমে প্রবাহিত হয়। প্রকৃতি প্রাণপণে চাচ্ছে মানব সম্প্রদায়ের গুণগুলো যেন নষ্ট না হয়ে যায়। যেন প্রবাহিত হতে হতে এক সময় পূর্ণ বিকশিত হয়। তৈরি হয় অসাধারণ একটা মানব সম্প্রদায়।”

—হুমায়ূন আহমেদ (রুমালী)

21/12/2023

এই বিয়ের Season এ যারা একটাও বিয়ের দাওয়াত পায়নি তাদের পাশে গিয়ে একটু বসুন,কথা বলুন। আনন্দ করুন তাদের সাথে একটু, তারা এখন খুব অসহায় এবং একা।

তারাও চাইছে একটা বিয়ে বাড়ির দাওয়াত,কিন্তু পাচ্ছেনা! 🙂

21/12/2023

আমি ব্যক্তিগত ভাবে যৌথ পরিবার অপছন্দ করি। এই লাইনটার পরের লাইন যেটা অনেকের মাথায় আসে সেটা হল, নিজের তো ছেলে। নিজে কী করবা ভবিষ্যতে?

একটা লাইন ফেসবুকে ঘুরঘুর করতে দেখি। অধিকাংশ মেয়ে যৌবনে একক পরিবারের জন্য আন্দোলন করে আর বুড়া বয়সে শাশুড়ির সেবা করার হাদীস শোনায়।

আমি যখন বলি ছেলেকে বিয়ে করেই আলাদা করে দিবো। প্রশ্ন আসে তখন আমাদের বুড়ো বয়সে সেবা করবে কে?

এই ব্যাপারগুলো নিয়ে আমার দারুণ একটা স্বপ্ন আছে। আমি জানি একটা নিজের সংসার, একফালি ব্যালকোনি, একটা কিচেন, কয়টা রঙিন মশলার কৌটা, একটা আলতা পরা অলস দিন, নতুন ট্রাই করা আনাড়ি রেসিপিটা, কয়টা চকচকে বাসন, প্লেট- রূপালি চামচ এসব একটা মেয়ের জন্য কী! এসবের মায়ায় একটা মেয়ে ঘর ছাড়ে।

বড় সংখ্যক ছেলের বউ শাশুড়ির মৃত্যুর অপেক্ষায় থাকে। কারণ এরপর তার নিজের একটা সংসার হয়। অথচ এই সংসারটা বিয়ে করেই তার পাওনা ছিল।

আমরা ছেলেকে বিয়ের সাথে সাথেই আলাদা করে দেবো। পাশেই থাকুক না হয়। পাশের ফ্ল্যাটেই কিংবা বিল্ডিং এর আরেকটা ফ্লোর ওদের হোক। ছাদে ওরা খুনসুটি করে কাপড় মেলুক। পছন্দের রঙে ঘর সাজাক। এই মন না চাইলে চূলায় আগুন জ্বলে না, শরীর ম্যাজম্যাজ করলে আধা দিন বিছানায়ই- আমার এই স্বাধীন জীবনটা আমার ছেলের বউয়ের কেন হবে না? দু’জনার একটা রান্না ঘরে কত যে রূপকথার গল্প জমে রোজ! আমার ছেলে কেন সেই গল্প থেকে বঞ্চিত হবে?

এরপর রইলো বুড়ো বাপ-মার সেবা। আচ্ছা ছেলে যখন বিয়ে করায় তখন কি বাবা মা একদম বুড়ো হয়ে যায়? বিছানায় পরা? কই আশে পাশে তো তেমন দেখি না! ছেলের বাবার ইচ্ছা ছেলেকে দ্রুত বিয়ে করানো। আল্লাহ চান যদি তেমন হলে আমরা তখনই সেবার মুখাপেক্ষী না কিন্তু।

সংসার সুন্দর, বিয়ে সুন্দর। এই ঝগড়াঝাটি, হাজারটা দায়িত্ব, জাজমেন্ট এসব করে একটা মেয়ের সংসারের সৌন্দর্য নষ্ট করার অধিকার প্রচলিত সমাজের ছেলের মায়েদের কে দিল?

বিঃদ্রঃ একান্তই নিজের ছেলেকে নিয়ে নিজের ইচ্ছের কথা লিখলাম। যারা ছেলের বউ নিয়ে সুখে শান্তিতে একত্রে থাকছেন বা থাকতে চান তাদের বিরোধিতা করা হয় নি।

©নুফরাত জেরীন

Address

House/72, Road/3, Janata Housing Society, Ring Rd, Mohammadpur
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801743605500

Alerts

Be the first to know and let us send you an email when কবিতা - Poem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিতা - Poem:

Videos

Share

Nearby media companies