Mostafa Iqbal

Mostafa Iqbal Mostafa Iqbal পৃথিবীতে যতো কবি সব সাম্যের
মানচিত্র আশা বাঁধে লাল সূর্যের |

একদিন এ বাংলা বাংলাদেশ ছিল না ছিল হায়নাদের কলোনিওই লুটেরার দল লুটেপুটে নিয়েছে সে আঘাত আমরা ভুলিনি।। দেশের গান শীঘ্রই শুন...
11/04/2024

একদিন এ বাংলা বাংলাদেশ ছিল না
ছিল হায়নাদের কলোনি
ওই লুটেরার দল লুটেপুটে নিয়েছে
সে আঘাত আমরা ভুলিনি।।

দেশের গান শীঘ্রই শুনবেন, আমার কথা-সুরে
রাজীব ও স্বরলিপির কণ্ঠে।
Mostafa Iqbal records ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন।
আমাদের সাথে থাকুন।

10/04/2024
মহান মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের উৎসর্গিত করা আমি আকাশ দেখেছি শিরোনামে আমার কথা ও সুরের একটি গান। কণ্ঠ ; দীপ বাপ্পি। মিউ...
09/04/2024

মহান মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের উৎসর্গিত করা
আমি আকাশ দেখেছি শিরোনামে আমার কথা ও সুরের একটি গান।
কণ্ঠ ; দীপ বাপ্পি। মিউজিক হৃষীকেশ রকি। গানটি শুনুন আশা রাখি ভালো লাগবে।

উৎসর্গ- মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তানগনSong : Ami Akash Dekhechi || আমি আকাশ দেখেছিSinger: Dip BappiLyric & Tune : Mostafa IqbalMusic: Hrishikesh Ro...

শিল্পী রাজীবের কন্ঠে আমার কথা সুরের দেশের একটি নতুন গান আজ Mostafa Iqbal records ইউটিউব চ্যানেলে আপলোড হবে।Mostafa Iqbal...
31/03/2024

শিল্পী রাজীবের কন্ঠে আমার কথা সুরের দেশের একটি নতুন গান আজ Mostafa Iqbal records ইউটিউব চ্যানেলে আপলোড হবে।

Mostafa Iqbal records ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
গানটি শুনুন। পাশে থাকুন।

বইমেলায় কোনো একদিন
22/03/2024

বইমেলায় কোনো একদিন

সোলেমানি তক্তের গাড়ি শিরোনামে একটি আধ্যাত্বিক গানের বাঁশি বাজাইলেন কামরুল। গিটার ও মেন্ডলিনে রাজীব।  মিউজিক আয়োজনে স্নেহ...
15/03/2024

সোলেমানি তক্তের গাড়ি শিরোনামে একটি আধ্যাত্বিক গানের বাঁশি বাজাইলেন কামরুল। গিটার ও মেন্ডলিনে রাজীব। মিউজিক আয়োজনে স্নেহভাজন প্রিয় সম্রাট আহমেদ।

একদিন এই বাংলা বাংলাদেশ ছিল না। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ভিত্তিক একটি নতুন গানের কাজ। আজ কণ্ঠ দিয়েছেন রাজীব। এটি একট...
11/03/2024

একদিন এই বাংলা বাংলাদেশ ছিল না।
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ভিত্তিক একটি নতুন গানের কাজ। আজ কণ্ঠ দিয়েছেন রাজীব। এটি একটি ডুয়েট গান। আগামী পরশু কণ্ঠ দিবেন স্বরলিপি। মিউজিক; কম্পোজার সম্রাট আহমেদ।

নারী দিবস উপলক্ষে সকল নারীদের প্রতি সন্মান শ্রদ্ধা ও ভালবাসা .কবি- মোস্তফা ইকবাল
08/03/2024

নারী দিবস উপলক্ষে সকল নারীদের প্রতি সন্মান শ্রদ্ধা ও ভালবাসা .
কবি- মোস্তফা ইকবাল

08/03/2024

পাথর

এখানে মন ও মুখের কথা এক না হয়ে
হয়েছে সিন্দুক, দালান, পাথর
বাংলাদেশের মাটি সমস্তের এযাবৎকালের কথা
সব ধরনের মাটির বিচ্ছেদ বলা যায়।

সেই দালানের শরীর সমস্ত নিশ্চুপ
সিন্দুকের চাবি অন্তরীক্ষে
প্রত্যাশা ও প্রতিযোগিতার হাটে
যারা দেখে লোভাতুর চোখে এবং দখলে
নিশ্চয়ই তারা মস্তিষ্ক বিকৃতি হয়ে পাচ্ছেন এই অলৌকিক চাবি।
আর অসংখ্য পাথর হয়ে আমরা চুপসে থাকছি;
পাথর পাথর পাথর আর পাথরের স্তুপ শুধু এখানে।

মোস্তফা ইকবাল

কোথায় বলবো,আপন মাটির খোজে করি লুকোচুরি ঘাস-গাছ সবুজের মাঝে রক্ত সমব্যথী |কবি- মোস্তফা ইকবাল
07/03/2024

কোথায় বলবো,আপন মাটির খোজে করি লুকোচুরি
ঘাস-গাছ সবুজের মাঝে রক্ত সমব্যথী |
কবি- মোস্তফা ইকবাল

চমৎকার নিয়মাধীন সময়ের দ্রোহএ পৃথিবী হবে একদিন সাম্যের সমাজ,মানবের গ্রহ।কবি -মোস্তফা ইকবাল
07/03/2024

চমৎকার নিয়মাধীন সময়ের দ্রোহ
এ পৃথিবী হবে একদিন সাম্যের সমাজ,মানবের গ্রহ।
কবি -মোস্তফা ইকবাল

সব কিছু দেখা আছে, ভুলে থাকা মনেমৃত্তিকায় ঘাস আছে গাছ আছে, গৃহস্থালি সংসারেকবি- মোস্তফা ইকবাল
06/03/2024

সব কিছু দেখা আছে, ভুলে থাকা মনে
মৃত্তিকায় ঘাস আছে গাছ আছে, গৃহস্থালি সংসারে
কবি- মোস্তফা ইকবাল

যখন যে আসে সে কাঁদায় নয়নের জলেউলট-পালট ফাঁদের পরে বলার কি থাকে..🙂কবি- মোস্তফা ইকবাল
06/03/2024

যখন যে আসে সে কাঁদায় নয়নের জলে
উলট-পালট ফাঁদের পরে বলার কি থাকে..🙂
কবি- মোস্তফা ইকবাল

ষোল কোটি মানুষের দেশেএক কোটি ভূতের বাড়ি পনের কোটি গাছেকবি-মোস্তফা ইকবাল
06/03/2024

ষোল কোটি মানুষের দেশে
এক কোটি ভূতের বাড়ি পনের কোটি গাছে
কবি-মোস্তফা ইকবাল

বাংলাদেশের ভিড়ের মধ্যে আমি এক পদ্য চাষিসমস্যা হাজার অঘোর ঘুমে কাঁদি আর কাশিকবি-মোস্তফা ইকবাল
05/03/2024

বাংলাদেশের ভিড়ের মধ্যে আমি এক পদ্য চাষি
সমস্যা হাজার অঘোর ঘুমে কাঁদি আর কাশি
কবি-মোস্তফা ইকবাল

যে আসছে সে হাঁপাচ্ছে অবশ মনের সকলমানুষের মধ্যে এখন দেখছি পশুরা নিয়েছে দখলকবি-মোস্তফা ইকবাল🙂
05/03/2024

যে আসছে সে হাঁপাচ্ছে অবশ মনের সকল
মানুষের মধ্যে এখন দেখছি পশুরা নিয়েছে দখল
কবি-মোস্তফা ইকবাল🙂

আমিওতো পশু হচ্ছি চুপচাপ থেকেপ্রভুভক্ত নিরুত্তর ---- কুকুরের লেজ বেঁকে 🙂কবি-মোস্তফা ইকবাল
05/03/2024

আমিওতো পশু হচ্ছি চুপচাপ থেকে
প্রভুভক্ত নিরুত্তর ---- কুকুরের লেজ বেঁকে 🙂
কবি-মোস্তফা ইকবাল

Address

Pir Sahib Lane, Shanti Nagar
Dhaka
1217

Telephone

+8801975056799

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mostafa Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mostafa Iqbal:

Share

Nearby media companies