AsH CreaTion

AsH CreaTion হোক প্রতিবাদ, ছড়িয়ে পড়ুক সচেতনতা।।।

29/06/2024

আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবচেয়ে নোংরা মানুষেরা;ই পরিষ্কার মানুষদের;কে বিচার করে!

28/06/2024

নিজেকে বেশি ভালোবাসার সবচেয়ে বড় কারণ হচ্ছে
নিজেকে কখনো ধোঁকা দেওয়া যায় না। কারন আমরা নিজেই নিজেদের বিশ্বস্ত বন্ধু 💝

25/06/2024

"বিপদ" যত বড়ই হোক না কেন, সাহায্যকারী হিসেবে,
একমাত্র আল্লাহই যথেষ্ট! ❤️

24/06/2024

বিপদের চূড়ান্ত পর্যায়ে, আল্লাহর সাহায্য আসে। আলহামদুলিল্লাহ..!
(সূরা ইউসুফ ১১০)

24/06/2024

লক্ষ্যে পৌছানো না পর্যন্ত আগে থেকে কোনকিছু কাউকে বলতে নেই, মানুষের নজর লেগে যায়! 💝

23/06/2024

আল্লাহ বলেন, "আমি তো কাছেই আছি, যখন কেউ আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই।"
- (সূরা আল-বাকারা: ১৮৬)

23/06/2024

বর্তমান সমাজে বেইমান আর স্বার্থপর মানুষরাই ভালো আছে; জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ ও বিশ্বাসী মানুষগুলোই !!!

23/06/2024

সাইকোলজি মতে, মানুষের জ্ঞানের স্তর তিন প্রকার। যথা:

(১) মানুষ যখন জ্ঞানের প্রথম স্তরে থাকে, তখন সে খুব অহংকারী হয়, বাচাল হয়! Superiority complex এ ভুগে!

(২) মানুষ যখন জ্ঞানের দ্বিতীয় স্তরে থাকে, তখন সে খুব বিনয়ী হতে শুরু করে, কথা কম বলতে শিখে, ভাবতে শিখে!

(৩) আর যখন জ্ঞানের তৃতীয় স্তরে আসে, তখন মানুষ মনে করে আমি কিছুই না, আমি কিছুই জানি না, আমার কিছুই নেই, অযথা সময় নষ্ট করে না!

আপনি জ্ঞানের কোন স্তরে আছেন জানাবেন" ধন্যবাদ।

22/06/2024

ভাঙা জিনিস কে বিধাতা খুব সুন্দর ভাবে ব্যবহার করেন।
যেমন; মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেন, মাটি ভেঙে চাষের জমির রূপ দেন, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেন!

তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিবেন, বিধাতা আপনাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন।। ধৈর্য্য রাখুন সুদিন আসবেই !!!

 #কইয়াজাল (কারেন্ট জাল) রেডী রাখেন। সবাই বাড়ির আশপাশে বসিয়ে দেন।। ঝোপঝাড় পরিষ্কার রাখুন। রাতে টর্চ লাইট ব্যবহার করুন। র...
22/06/2024

#কইয়াজাল (কারেন্ট জাল) রেডী রাখেন। সবাই বাড়ির আশপাশে বসিয়ে দেন।। ঝোপঝাড় পরিষ্কার রাখুন। রাতে টর্চ লাইট ব্যবহার করুন। রাতে টেটা, চোঁল দিয়ে মাছ শিকার পরিহার করুন। অত্যন্ত সাবধানতার সাথে জমিতে কাজ করুন।

#সীমান্তবর্তী জেলাগুলো'তে এবং পদ্মা;র আশেপাশের মানুষ হওয়ার কারণে রাসেল ভাইপার সাপ আপনার এলাকায় আসার সম্ভাবনা খুব বেশি।।

#রাসেল ভাইপারঃ
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষধর। কাউকে ছোঁবল দিলে এন্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র ২০%। এটার এন্টিভেনম বাংলাদেশে নাই। আপাতত আমরা ইন্ডিয়ার উপরে নির্ভরশীল। আর আমাদের দেশের জলবায়ু বা প্রকৃতিতে এদের কোন অবদান নাই।।

আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোঁবল দেয়, অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে মানুষ দেখলে, কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।।

#অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও, রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়। এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে এরা সরাসরি ৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।

#সম্প্রতি কুমিল্লা, ফেনী, চাঁদপুর, মেঘনা নদীর আশেপাশে, রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ, মাওয়া, পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।।

তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের জন্য উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

#আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না, জনসাধারণের উপকারের জন্য শেয়ার করতে পারেন।।

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, আল্লাহ সকল'কে হেফাজত করুন 🤲
21/06/2024

শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, আল্লাহ সকল'কে হেফাজত করুন 🤲

21/06/2024

নাচ কারে কয় 🙂🙃😁

'সব না পেলেও;যতোটুকু পেয়েছি ততোটুকুই বা কয়জন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখি!
21/06/2024

'সব না পেলেও;
যতোটুকু পেয়েছি ততোটুকুই বা কয়জন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে পৃথিবীতে তারাই প্রকৃত সুখি!

20/06/2024

স্বামীর সাথে কথা বলার সময় থাকবে কোমলতা, উষ্ণতা, মিষ্টতা যেন তার অন্তরকে ভরিয়ে দেয়।🤍

যেখানেই থাকবে মিষ্টি কথা সর্বক্ষন মন-মস্তিষ্কে বজায় থাকবে। নারীর কোমল কন্ঠ পুরুষকে খুব সহজে লালায়িত করে।💙

কিন্তু বর্তমানে হচ্ছে তার উল্টো স্বামীর সঙ্গে কথা বলার সময় যেন দুনিয়ার সব তিক্ততা মুখে এসে ভিড় করে, আর অন্য পুরুষে সঙ্গে কথা বলার সময় যেন মধুর নহর বয়ে যায়।❌

💟স্বামী স্ত্রীর প্রেমপূর্ণ সম্পর্ক ইসলাম পছন্দ করে।

20/06/2024

একজন নারীর ব্যাপারে ঠিক ততটাই বলুন, যতটুকু আপনার বোনের ব্যাপারে শোনার ধৈ'র্য্য আছে।🖤

19/06/2024

নিজেকে বিশাল কিছু ভাবার কোন কারন নাই,
নিজেকে যত ক্ষুদ্র মনে করবে, তোমার কর্মের দ্বারা সবকিছুই বিশালতায় রূপ নেবে।

18/06/2024

জীবনে যদি এগিয়ে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙ্গে দিতে পারে 🌻

18/06/2024

আজকে আমার চাচি বলতেছে; "শখ করে ছেলেকে বিয়ে করালাম কিন্তু মনের মত বউ পেলাম না"

এই কথা শুনে আমার দাদী বলতেছে; "বউমা তোমার আর আমার একই কপাল"🙂

17/06/2024

মানুষকে নিয়ে এতো ওভার কনফিডেন্স দেখাবেন না, মানুষ শুরুতে যেমনটা দেখায় শেষে তেমনটা থাকে না!!!

17/06/2024

জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।।।

17/06/2024

জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।

17/06/2024

আল্লাহ তাআলা বলেছেন- মনে রেখো, কুরবানির (জন্তুর) গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনই পৌঁছে না, বরং তার কাছে কেবলমাত্র তোমাদের তাকওয়াই পৌঁছে।
(সূরা হাজ্ব: আয়াত: ৩৭)

16/06/2024

হতাশ হবেন না!
মনে রাখবেন আল্লাহ তাকেই দিতে দেরি করেন, যার চাওয়া আল্লাহ পছন্দ করেন ❤️

মা কে জিজ্ঞাসা করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায়?উত্তরে বললেন, এখন কিসের স্বা*ধী*নতা। বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই...
16/06/2024

মা কে জিজ্ঞাসা করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায়?
উত্তরে বললেন, এখন কিসের স্বা*ধী*নতা। বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে, স্বাধীনতা খুঁজে নেবে!

একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম- আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই? সখ আহ্লাদ নেই?

উত্তর একটাই বিয়ের আগে যা করেছো করেছো এখন করা যাবে না। লোকে কি বলবে? ছেলে-মেয়েদের মানুষের মতো মানুষ করো, পরে যা ইচ্ছে করতে পারবে!!

আজ আমার ছেলের বয়স কুড়িতে পা দিলো। বললাম আচ্ছা বাছা মায়েদের স্বা*ধী*ন*তা কোথায়? বলতে পারিস?? ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিলো হেসে- বললো, এখন কি আর ওই বয়স আছে নাকি যা ইচ্ছে করবে? অনেক কিছুই করেছো জীবনে এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো।

জানেন আপনি?
মেয়ে মানুষের স্বা*ধী*নতা হয় না, ঘর হয় না, তারা মানিয়ে নিতে নিতে আর স্বা*র্থে*র সবটুকু দিতে দিতে মৃ*ত্যু*বরণ করে!!!............একজন মায়ের মুখে শোনা গল্প.........

15/06/2024

নিজে ভালো তো জগত ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই বাঁশ দেবে! 😊

15/06/2024

আপনি ভাল আছেন তার মানে যে সবাই ভাল আছে তা না। আপনার সুখ দেখেও অন্যরা কষ্ট পেতে পারে। তারা হিংসা করতে পারে। আর সেখান থেকেই বদনজরের সূত্রপাত হয়।

আর এটা বর্তমানে আমাদের সমাজ, পরিবার, কর্মক্ষেত্রসহ মোটামুটি সর্বত্রই বিরাজমান! বদনজর এমন একটি বিশেষ প্রভাব যা একজন মানুষ থেকে আরেকজন মানুষের ওপরে বিস্তার লাভ করতে পারে।

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন, “বদ নজর সত্য"। [বুখারি: ১০/১১৩]

তিনি আরও বলেছেন, “কোন বস্তু যদি তাক্বদীরকে অতিক্রম করতো তবে তা হতো বদ নজর”। [তিরিমিযী ২০৫৯, আহমাদ ৬/৪৩৮]

তিনি আরও বলেন, “আমার উম্মতের মধ্যে তাক্বদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু হবে বদ নজর লাগার ফলে”। [আত তারিখ, বুখারি]

বদ নজর পরিবার ধ্বংস করে, সম্পর্ক নষ্ট করে, স্বপ্নগুলো হত্যা করে, জীবন ও জীবিকা বরবাদ করে, ক্যারিয়ারকে ধূলিসাৎ করে, সৌন্দর্যগুলো অসুন্দর করে, ভালোবাসাকে ঘৃণায় পরিণত করে। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ ‏
কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত তাহলে বদ-নজরই তা অতিক্রম করতে পারতো।
হাদিস নম্বরঃ তিরমিযী২০৫৯।

"শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি" - পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে।
15/06/2024

"শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি" - পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে।

15/06/2024

ঢাকার সবচেয়ে ব্যস্ত সড়কগুলো আজ হাহাকার করছে মানুষের অভাবে।।।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when AsH CreaTion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AsH CreaTion:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like