ভালো তাঁকেই বাসো,�
কবিতার সংক্ষেপ
শুভ রচনা করা গেল।।
সামান্য ১৮ কলাম।
রচনা কাল ২৪/১১/১৮ইং
তারেক আল মাহমুদ
১/ ভালো তাঁকেই বাসো,,,,,,,,,,,,,,,,,,,,,
যে জন তোমার দেয়া কষ্ট গুলো কে
খুব সহজে ভুলে নিতে পারে করিয়া
মনো ছাচ্চা, আপন আপনার,,,,,,,,,
জয়ের সাহস জোগায়,,
অমৃত রাগ ভবিষ্যত বাচায় ,
ভালো তাঁকেই বাসিও প্রিয়,
শুধু এক বার নয় -
পারিলে হাজারও বার, আবার।।।
২/ মনে র
াখবে
শত বাধা আসবে,
আসবে ঝটি তুফান ,,,,,,,,,,,,,,
সর্ব ঈমান তোমার ঠিক রাখিও
জানাও শ্রদ্ধা বিনয় করিও
কথা বলো তাঁরপানে--
তব ঊচূ নুওয়াইয়া মস্তক শির
''বাসিবো'র প্রতি,,
উড়াও প্রেমও নিশান।।
৩/ তুমি খুব ক্ষুদ্র ছিলে করিতে
তলব পিঁপাসিত দ্বীল ,,,,
করিপণ , ধরিমন, হতে এক
আল-আমিন ধর্মেকর্মে মিল।
আলোর মিছিলে খুঁজে ছিঁলে পথ,,,
শিশুশিক্ষায় প্রাণচঞ্চল,
আদবে গুরুর আশীর্বাদ
জোগায় মনও বল,,
তাই তো আজও ঈমানে জাগায় রথ।
৪/ কখনও ভুলনা,
তাঁরই পাওনা,
তোমারও তরে
রহিয়াছে সর্ব জনোম পড়ে,
(হোকনা গোপনে , কেউ না জানে )
তুমি,তোমার, মন তো জানে???
পেয়েছো কি শিক্ষা তাহার তরে।
তাহার কথা আজ ভুলে রইলি কি করে।
সম্মান দেখানো র জন্য নয়,
সঠিক অর্জনে, হয় তাহার জয়।
করিও কাছে না পাও তাঁরে দূরে ।।।
৫/ তুমি তোমার মন তো জানে???
গুরু শিষ্য দেখা হইলে পাইবেন কি সম্মান।
৬/ লোকটা যেমনই হোকনা কেনো ???
কভু তাঁরে তব আচরণে ভুল হলে -
ক্ষমাচাও বারেবার, নিজের ধংস ডাকিয়া
আনিতে করিও না তারে হীনো।
৭/শিক্ষা জীবন হয় শুরু,,
তাহাতে রহিয়াছে আদব
উত্তম মহা সম্পদ
ধরিয়া চরণে বিদ্যাগুরু ।।
৮/ শুনো জ্ঞানের ও দরিয়া
কোথায় হবে শেষ
যার কোন বাণী,
লেখা কবিতা খানি,,
শত সমুদ্র পরি জ্ঞানের
জাহাজ ডুবুরি,
উঠিয়া বলে নত সুরে,,
আমি ক্ষুদ্র তাই এখনো কিছুপাইনি,,,
তো ভাই???
শিক্ষা জীবন মৃত্যু অবদি
এর বেশি কারর জানা নাই,,
নিজ কে যিনি ,,
ভাবেন মহাগুণী ,,
তার মত হীনমন্য চাটুকার মূর্খ বৎস
ভবিষ্যৎ সংসারে আর একটিও যে নাই।।
৯/ মনে রাখবে তাঁরি লাগিয়া
অঝরে ঝরিবে অস্ত্রু ফোঁটা ,,,,,
বাজে যব শেষ বিদায়ের ঘন্টা,,,,,,,,
সে দিন তুমিও অনেক কাঁদবে,
আর যারা গুণী,
তাঁরা এক কথায় বলে চলবে।
আরে বোকা এখন কেন কাঁদবে ,
সে তো এখন না ফিরার দেশে -
আর ফিরে না আসবে।।।।
১০/ থাকতে সময় গুন বিচারের শিক্ষা
মনে ধরায়ে প্রিয় কর হে যতন,,,,,,,,,
হারায়ে খুঁজে পেয়েছে কজন,,,,,,,,,,,,,
তাঁহার মতো মহান একজন,,,,,,
যে ছিল মোর শিশু শিক্ষার
হাতেখড়ি গুরুজন।
১১/ যেতে হবে বহুদূর,,,,,,,
তাই আজ এখানে বিদায় নিলাম,
সে অব্দি ভালো থাকবেন ,
চারিপাশ ভালো রাখবেন।
কপালে আবার জুটিলে সময়
নতুনের সব কথা হবে,,,,,,,,,,,,
সে দিন মনের ঘুম পাখিরা জাগিয়া
করি কলরব, কন্ঠে দাবানল গাইবে।
১২/ আর দেখিবে ঊর্ধ্ব গগনে
সাজিয়াছে ঘোন রঙ
নতুনের সাথে আবাল
ব্রিদ্ধা বনিতা করবে ঢং
শুধু মেঘ নয়,
গননায় সাত যদি হয়,
তবে আরো কিছু রঙ
ফুটিয়া উঠিবে ভবে।।
১৩/ মরাক্ক বাগানের শুখনো
ফুলেরা তখন,,,,,,,,,,,,,,,,,,,,
হাসিয়া ফুটিবে তাঁর মধুময় সুগন্ধে
ভুলে অতীত্য নিত্য
কাদিবার প্রেমো মন
ক্বলবে জমা আছে যার,,
ঘন গভীরে নিরবে কাদিয়া উঠিতো মরাক্ক
পোহাইয়া শত কষ্টের দুয়ার।
আজ পরাণও ভিজায়ে
ঐশিরা গাহিয়া যায়
আনন্দে চিত্তে আসিয়াছে
মরু উষ্ণে ভরা যৌবন।
হাজারও রঙ মেখে
জ্ঞানইন্দ্রিয় শাখা বিস্তার ,
নব প্রতিভারধক সকল দুয়ার,
আগামী দিনের শিশুরাই খুলবে।।
১৪/ " বাসিবো র এই প্রেমও আগমনে ---
কিছু জ্ঞানপাপি নিজ সার্থ হাছিলে
জুগ মতলবে করে চলে
তাঁরে কাট ছিল সর্বোপরি তুচ্ছ,,,,,
আহ্ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ওরা সব মন্দের ভক্ত,
তাই ভালোর বুঝেনা কিচ্ছু,,,,,
আহা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
পাইয়া অমূল্য ধন
করিতেছ তাচ্ছিল্য যখন
বলি কপাল পড়া ওমহা জন
ভেবনা কখনো তুমি আর সে -
সমানে সমান হইয়াছো এক ওজন ।
১৫/ ভালো মন্দ ভাগ্য,,
কথার আগে হও তাঁর যোগ্য ।।।
১৬/ কিছু নির্বোধ চাটুকার লোক
করেছিল তার জ্ঞানের মিথ্যা দাবি,
বলিয়া আমার গান, আমি তাঁর কবি।
আঁহা,,কত হাস্যকর সবি,,,,,,,,,,,,,,,,
১৭/ ঘুরে সর্বজুগ দেখবেন
নানা পেশায় যত বেচারা হয় চোর ,,,
আর কিছু তার না থাকপুঞ্জী
আছে গলাবাজির জোর।
যদি না থাকে তোর
বাহুল্য কলামের ইলমের নবধার ,,
দু'চার লাইন তাঁর হরণ করিয়া
ভন্ড কবি হওয়ার কি দরকার।।
১৮/ মনে রাখবে তাহারো লাগিয়া
অঝরে ঝরিবে অস্ত্রু ফোঁটা,,,,,
বাজে যব শেষ বিদায়ের ঘন্টা,,,,,,,,
সে দিন তুমিও অনেক কাঁদবে,,,,,
আর যারা গুণী তাঁরা
এক কথায় বলে চলবে,
আরে বোকা এখন কেন কাদবে,
সে তো এখন না ফিরার দেশে -
আর ফিরে না আসবে।।।।
০/ [ ভালো তাঁকেই বাসিবো ] /০ ���
{ সমাপ্তি }
Sabbir Al Mahmud Mufty
�আমাকে যেজন ভালবাসেন�
তারেক মাহমুদ মুফতী
১৩/০৬/২০১৯ ইংরেজী
�তোমরা এগিয়েযাও বহুদূর
দোআ রইলো অনেক ,,
কাজের লোক যিনি ,
পিছনে কম তাকায় তিনি ।
সদাকম থাকাচাই তাদের অন্ধ আবেগ।।
�তবে মনে রাখবে ,,,,,,,,,,
�কোনো আলো আশার পথযদি
কুয়াশায় ঢেঁকে বাঁধা হয়,,
কবিরা পাগল তাই বলে ,,,,,,,,
সেখানেই অজানা স্বপ্নেবোনা
জমানোকিছু গুপ্তমধু রয়।।
�তুমি পারবে কি সে মধু
আহরোণ করিতে বারে বারে�
আমার কাছেআছে একটু ক্ষুদ্র ভালবাসা ?
তাই ঝড়েপরে আলো হয়ে কখনো তাঁ আধাঁরে�
�আমার বলার আরো ছিলো ,
ভাবলাম খুব বেশী কি হলো ?
��তাই আজ এখানেই টানি ইতি,,,,
রইলো দোআ স্নেহ প্রিতী��
তোমাদেরো প্রতি�
� জানো ,,,,,,,,
হৃদয়টা মাঝেমাঝে কেনোযেনো
বড্ড ছোঁটফোঁট করে �����
�কখনো ভুলেযেওনা চলে ,
কেউ শেষ কথা নাবলে ,,�������
�অনেক অনেক দূরে�