Akhy's life style

Akhy's life style "Welcome! I'm Akhy's, a lifestyle vlogger dedicated to sharing tips and inspiration for a balanced and fulfilling life. Subscribe and let's thrive together!"

Girls dream...✨একটা বাড়ি না হলেও অন্তত একান্তই নিজের একটা রুম থাকুক!আল্লাহ চাইলে একদিন ইচ্ছে পূরণ ও হতে পারে☺️💗
17/09/2024

Girls dream...✨
একটা বাড়ি না হলেও অন্তত একান্তই নিজের একটা রুম থাকুক!
আল্লাহ চাইলে একদিন ইচ্ছে পূরণ ও হতে পারে☺️💗

পিছনে বসে থাকা মেয়েটা আমি!🥺
16/09/2024

পিছনে বসে থাকা মেয়েটা আমি!🥺

এইটা আমার অনেকদিনের শখ☺️
04/09/2024

এইটা আমার অনেকদিনের শখ☺️

চুল পড়ার সমস্যা সমাধান ঘরোয়া পদ্ধতিতে
30/08/2024

চুল পড়ার সমস্যা সমাধান ঘরোয়া পদ্ধতিতে

Organic hair packNatural hair pack Chemical-free hair pack Organic hair pack for hair growth Natural hair mask for dandruff Chemical-free hair pack for frizz...

26/08/2024

দশ বছর কান্নার পর, আল্লাহ দিয়েছিলে পুত্র, উদ্ধার করতে গিয়ে দেখি ভেসে আছে কাতল মাছের মতো 😅
ফেনির এক বাবার আতর্নাদ।

আর আমাদের মা- বাবা পেয়ে ও মূল্য দেয় না।১৯/২০ হলে বলে সন্তানের মুখ দেখতে চাই না, এমন সন্তান থাকার চেয়ে না থাকা ভালো,ওরে দিয়ে কি হবে ইত্যাদি😅
সর্বশেষ আলহামদুলিল্লাহ 😊

23/08/2024

ফেরাউন,নমরুদ এর পতনের পর চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি,বন্যা হয়েছিলো, পরে জমি উর্বর হয়েছিল

ধৈর্য ধরুন ভাল কিছু আছে। ইনশাআল্লাহ।

😊🤍কেনো?
16/08/2024

😊🤍কেনো?

13/08/2024

কারো দোষ দিয়ে লাভ নাই, ভাগ্যে যা আছে তা হবেই😊

কবরেই থাকেন। Social media কে আসতে বললো🙂
11/08/2024

কবরেই থাকেন। Social media কে আসতে বললো🙂

07/08/2024

কেউ চিরদিন পাশে থাকে না☺️
তার প্রমাণ হচ্ছে - মুদি🙂

Just because you're right doesn't mean i'm wrong, you just haven't seen life from my position.
06/08/2024

Just because you're right doesn't mean i'm wrong, you just haven't seen life from my position.

06/08/2024

লেখার শুরুর আগেই বলি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।
জার্নিটা শুরু ১৮ই জানুয়ারি ২০২৪। সেইদিন থেকে একটা ইচ্ছা ছিল কিছু পারি আর না পারি নিজেকে Development করা। আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তা আমি পেরেছি। পুরোপুরি পারছি নাকি জানি না কারণ শেখার অনেক কিছু সবেতো শুরু। জার্নির কিছুটা পথ সফলতা শুরু। সফলতা অর্জন মুখের কথা নই জানি। এখন থেকে কয়েকবছর পর আবার আসবো সফলতার গল্প শুনাতে। Creative IT Institute ধন্যবাদ আপনাদেরকে আমাদের চলার পথে সাহস এবং পথ দেখানোর জন্য।
সবাই আমার জন্য দোয়া করবেন যেনো আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং আমার লক্ষে পৌঁছাতে পারি।
সবশেষ আলহামদুলিল্লাহ।

29/07/2024

আজকে অনেকদিন পর বাহির হইলাম।প্রায় অনেকখানি রাস্তা হাটা হয়ছে। হাঁটতে হাঁটতে একটা জিনিস উপলব্ধি করলাম চারপাশের পরিবেশটা সেই আগের মতো নেই,কেমন যেনো হাহাকার, বাতাসের সাথে কেমন শোকের গন্ধ, চারপাশের মানুষ গুলোর মাঝেও কেমন হাসি উল্লাস নেয়,মন মরা হয়ে চলছে নিজের যাতায়াতে।

আহা আমার সোনার বাংলা
কবে আবার পাবো সেই দিন ফিরে।
সেই দিন হবে চারপাশ আনন্দিত এবং উল্লাস এই ভরা। প্রকৃতি থাকবে মানুষের আনন্দে বিভোর।

15/07/2024

WhatsApp : Dark mode
Facebook : Dark mode
Instagram : Dark mode
Screen : Dark mode
Life: Dark mode ultra pro max 🥱🤧

13/07/2024

কোটা ওয়ালারা কোটার পক্ষে, মেধা ওয়ালারা মেধার পক্ষে,
এইদিকে আমি যে কোটাও নাই, মেধাও নাই, আমি কি করবো🙂

09/07/2024

প্রেম না করে শুনতে হয় প্রেম করি..
কিছু দিন না দেখলে তো ভাববে বিয়ে করে হানিমুনে চলে গেছি🙂

Loyalty is the most expensive gift in this world.❤️
08/07/2024

Loyalty is the most expensive gift in this world.❤️

গুরুত্ব থাকলে সব পরিস্থিতিতেই সময় দেওয়া যায়।
07/07/2024

গুরুত্ব থাকলে সব পরিস্থিতিতেই সময় দেওয়া যায়।

বিষাদ বৃক্ষে'র যত শত ফুল—তোমারে দেখিতে হইলো ব্যাকুল🦋💔
06/07/2024

বিষাদ বৃক্ষে'র যত শত ফুল—তোমারে দেখিতে হইলো ব্যাকুল🦋💔

04/07/2024

ছোট বেলায় কাটুন দেখে হাসতাম, আর এখন নিজের জীবন দেখে হাসি😅💝

04/07/2024

চারদিকে সবাই যদি loyal মেয়ে চাই তাহলে আমার মতো বেঈমান রা কোথায় যাবে!🐸🤍

03/07/2024

' টাকা কামানোর জন্য এত ডেসপারেট কেন ? '
যেন কখনো কারো কাছে টাকার খোঁটা না শোনা লাগে। যেন কারো কাছে হাত পাতা না লাগে শখ মিটাতে।আমার সুযোগ থাকলে, একটা টাকার জন্যও আমি কোনোদিকে তাকাতাম না। যেন পছন্দের একটা জামা কেনার আগে রিসিট দেখায় প্রমাণ না দেয়া লাগে। যেন বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাসের জন্য ক্ষুধা পেটে বসে থাকা না লাগে।

যেন 'তোদের পিছনে পানির মত টাকা ঢালতেছি ' কথাটা শুনতে শুনতে ঝাঝরা কম হওয়া লাগে। যেন কড়া ইংলিশ ফ্যাকাল্টির বইটা আগে আগে কিনতে বারবার ২৫০ টা টাকা না চাওয়া লাগে। যেন কাছের কাউকে ছোটো কিছু দেয়ার সামর্থ্য হয়। যেন দশটা টাকা খরচের আগে দশ হাজার হিসাব না কষা লাগে। যেন বন্ধু বান্ধবদের সাথে কোথাও গেলে পকেটে দুটো টাকা থাকে। যেন হুট করে টাকা দেয়া বন্ধ হয়ে গেলে মাথার ওপর আকাশ না ভেঙে পড়ে। যেন পরিবার পরিজনের সামনে 'এত লক্ষ টাকা যায়, অমুকটা করে না, তমুকটা নড়ায় না ' কম শোনা লাগে।

যেন ' my wife was born to make laddus' বলে ঘরের লোক হাসতে হাসতে অপমান করলে ছলছল চোখে তাকিয়ে থাকা না লাগে। যেন 'বের হয়ে যাও ' বললে এক কাপড়ে বের হয়ে যাওয়ার হিম্মত থাকে। যেন নিজের সিদ্ধান্ত নিজে নেয়ার, নিজের পায়ের তলে একটা শক্ত মাটি থাকে। যেন ছমাসে একটা শখের জিনিস চাইতে ৬০ বার মন খচ খচ না করে। যেন কারো 'বোঝা ' হয়ে একটু কম থাকা লাগে। যেন মুখ তুলে দুটা কথা বলার, দুটা জবাব দেয়ার কলিজা থাকে।

টাকা সব। সব জাজমেন্ট সব সম্মান সব টাকায় কেনা যায়। পরিবারে হোক, সমাজে হোক, আপনার টাকা আপনাকে শূণ্যে নিতে পারে, আপনার দৈন্য আপনাকে মাটিতে পুঁততে পারে। টাকা আছে দেখে সোবহানদের সামনে গিয়ে কেউ থুথু মারে না, পা চাটে। আপনি টাকা ঢালেন, যা চাবেন, সব আপনার পায়ে শুয়ে পড়বে। আপনার বাপ মা যখন রেজাল্ট চায়, তারা আপনার পিছনে করা 'ইনভেস্টমেন্টের' প্রফিট চায়,সেটাও টাকারই হিসাব। তাই টাকা সৎভাবে যেভাবে কামানো যায় কামাবো, ব্যয় যেভাবে সৎভাবে করা যায় করবো। টাকা দিয়ে যখন সবকিছুর মাপ, তো টাকা কামানোর জন্য সঠিক রাস্তায় যা করা যায়, সব করবো। এটা লোভ হলে লোভ, ডেস্পারেসি হলে ডেস্পারেসি, ফুটানি হলে ফুটানি।

সংগৃহীত🌼🙂

01/07/2024

দিনে ঘুমাইলে উঠে দেখি রাত শেষ, রাতে ঘুমাইলে দেখি দিন শেষ 🙂

Address

46/2 Borhanpur, Hazaribagh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhy's life style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All