Dipa Nandi

Dipa Nandi With two years of experience in social media marketing, I am a social media marketer.
(1)

প্রকাশিত হয়েছে  #শুভঙ্কর_শুভ'র নতুন উপন্যাস...সৃষ্টির বীজ বুনল কে? জানো তো, ব্রহ্মাণ্ডের কারণও সে? কেন নারায়ণ যোগনিদ্রায়...
23/02/2024

প্রকাশিত হয়েছে #শুভঙ্কর_শুভ'র নতুন উপন্যাস...

সৃষ্টির বীজ বুনল কে? জানো তো, ব্রহ্মাণ্ডের কারণও সে? কেন নারায়ণ যোগনিদ্রায়, আর ব্রহ্মার যত হাহুতাশ?
মধু-কৈটভের আক্রোশ আর মহাদেবের ক্রোধ; দক্ষের মন বিক্ষুব্ধ, ওদিকে শতরূপাও ক্ষুব্ধ। ব্রহ্মা হলেন কুপিত, পুত্র-শাপে হলেন শাপিত। সৃষ্টির ভার নিলেন সপ্তঋষি, দেবতারা মাতলেন নানা লীলায়।
কখনও ইন্দ্রদেব আবার কখনও সূর্যদেব, পিছিয়ে নেই চন্দ্রদেবও; ঠাঁই নিলেন শিবের মাথায়। কেনই বা তাঁর এই পরিণতি? আর কেনই বা বালক ধ্রুব হলো গৃহত্যাগী? একদিকে কেতকী ফুল হলো অভিশপ্ত, অপরদিকে অসুররাজ বল পেল আত্মত্যাগেও অমরত্ব।
এমনই আরও অনেক বিচিত্র গাথায় ভরা ‘রুদ্রাক্ষ: সনাতন পুরাণ’-এর পাতায় পাঠক আপনাকে স্বাগতম।

বই- রুদ্রাক্ষ
লেখক- শুভঙ্কর শুভ
প্রকাশনী- বিবলিওফাইল
মুদ্রিত মূল্য- ৪৮০/-
স্টল নং- ৪৯০

ফ্রিল্যান্সিং লেভেল ১ এর প্রথম ও দ্বিতীয় ক্লাসের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছি।অসংখ্য ধন্যবাদ স্যারকে আম...
20/02/2024

ফ্রিল্যান্সিং লেভেল ১ এর প্রথম ও দ্বিতীয় ক্লাসের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছি।অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের এতো ভালো ভাবে বুঝিয়ে দেয়ার জন্য।আপনার ক্লাসের মাধ্যমে কঠিন কিছুও সহজ ভাবে বোঝা যায়।
Cors Co-ordinator:MD Imranul Hoque.
Trainar:Molla Mehedi Hasan

 #অনলাইন ক্যারিয়ার :অনলাইন ক্যারিয়ার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাধ্যমে। যা মানুষের শিক্ষা এবং কর্মজীবনে নতুন দিকে নিয়ে ...
03/02/2024

#অনলাইন ক্যারিয়ার :
অনলাইন ক্যারিয়ার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাধ্যমে। যা মানুষের শিক্ষা এবং কর্মজীবনে নতুন দিকে নিয়ে যাচ্ছে।এটি পেশাদার সহায়ক সম্পদ সুবিধা এবং সম্ভাবনা সরবরাহ করতে সাহায্য করতে পারে, যা ফিজিক্যাল অফিসে অনুপস্থিতির সঙ্গে তুলনায় বেশি লাভজনক।

অনলাইন ক্যারিয়ার হচ্ছে একটি নতুন দিকে মানুষের পেশা দানের পথে একটি নতুন উত্তরসূচি তৈরি করছে। এটি সহজ ভাবে সংগৃহীত হতে এবং বিভিন্ন অনলাইন প্লাটফর্মে শেখা ও কাজ করা হয়। একটি পেশাদারানের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ ও সুবিধা সরবরাহ করতে সাহায্য করে এবং নতুন কৌশল বা প্রযুক্তি শেখা হতে সহায়ক।
এটি আধুনিক সময় যেকোনো অবস্থান থেকে কাজ করার সুযোগ প্রদান করে এবং ব্যক্তিগত ও পেশাদানের উন্নতি করতে একটি উপকারি মাধ্যম হয়ে উঠেছে।
অনলাইন ক্যারিয়ারের মাধ্যমে কাজ করা মানুষদের জন্য নতুন সুযোগ ও সুবিধা সৃষ্টি করেছে। এটি ভিড়ে এবং সময় সীমিত করতে সাহায্য করে,এবং বিভিন্ন ক্ষেত্রে নতুন কৌশল অর্জন করতে একটি কার্যকর উপায় হিসেবে কাজ করে। বিভিন্ন শিক্ষার্থী, কর্মী এবং উদ্যোক্তাদের জন্য উপকারী।
কারণ এটি লাইফলং লার্নিং এবং সহজ ভাবে একটি গতিশীল পরিবর্তনের সুযোগ প্রদান করে। অনলাইন ক্যারিয়ার মানুষকে সামাজিক এবং পেশা দানে আগামীতে আত্মনির্ভরশীল করতে সাহায্য করে।

Address

Shakharibazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801990286424

Alerts

Be the first to know and let us send you an email when Dipa Nandi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dipa Nandi:

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All