24/02/2024
আমরা যুদ্ধে নেমেছি।
একটা মধুরভাষী দানবের বিরুদ্ধে, একদল হিংস্র পশুর বিরুদ্ধে, অঢেল টাকা আর প্রভাবের বিরুদ্ধে আমরা ক'জন কেবল এক বুক সাহস আর প্রত্যয় নিয়ে শান্তিপ্রিয় যুদ্ধে নেমেছি।
কেন নেমেছি? মিথ্যে বলে ফায়দা লুটব বলে? না।
আচ্ছা, আমরা কি জানতাম না এর ফল কি হবে? তবুও এত সাহস কেন আমাদের?
কারণ, আমরা যে নির্যাতিতার মা-বাবা। আমরা যে নির্যাতিতার বোন। আমরা স্বয়ং যে নির্যাতিতা। সেই অসহায় মেয়েদের নীরব চিৎকার যে আমরা শুনেছি, বুকটাকে ছিঁড়েখুঁড়ে খাওয়া সেই ভয়ংকর কষ্ট যে আমাদের রক্তকে অশ্রু করে ঝরিয়েছে প্রতিদিন।
ওরা কি জানে, পুরুষের পৃথিবীতে এই সত্য বলাটুকু কত কঠিন? জানে কি, বছর তেরোর এক কিশোরীকে কতটা শক্ত হতে হয় সেই স্মৃতি আরেকবার মনে ফিরিয়ে আনতে?
নির্যাতিতার অশ্রু মিথ্যে বলে না। আমরা মিথ্যে বলিনি। সময় মেপে কাঁদতে হবে কেন, কান্না যখন চোখ ফেটে বেরিয়ে আসে ক্ষণে ক্ষণে?
ওরা মুখ দেখাবার কথা বলে। ওরা প্রমাণের কথা বলে। ওরে লজ্জাহীন পশুর দল, তোরা যে তাদের সাথে বিশ্বাসের খেলা খেলেছিলি। সেই মেয়েদের যে জানা ছিল না, মানুষের খোলসের নিচে একটা শ্বাপদ পাখির চোখ করেছে তাদেরকে। তারা প্রমাণ রাখতে পারবে না জেনেছিলি বলেই যে এই খেলায় নেমেছিলি তোরা।
জন্মান্ধের চোখ খুলবে সে আশা করি না। কিন্তু তার বাইরেও মানুষ আছে। যুদ্ধ আমরা করেই যাব, একা হোক আর না হোক। তবু ভাবতে ভালো লাগে, আমরা একা হব না। আমাদের কাতারে নেমে আসবে শত শত মানুষ। স্লোগানে স্লোগানে টাকার ঝনঝনানি চাপা পড়বে, উত্তাপে মুছবে অশ্রু।
কাল রবিবার দুপুরবেলা আপনারা কি যুদ্ধে নামবেন?
©Suriya Khan