Faysal's-360

Faysal's-360 Join our page for Faysal's-360 information about the suspect and to learn more about the experience.
(15)

এটাই জীবন! কারো কারো হয়তো ফ্যামিলি প্রবলেম চলে,কারো হয়তো ক্যারিয়ারের চিন্তায় রাতে ঘুম হয়না,কেউ কেউ হয়তো প্রিয় মানুষ কে হ...
22/10/2024

এটাই জীবন!

কারো কারো হয়তো ফ্যামিলি প্রবলেম চলে,কারো হয়তো ক্যারিয়ারের চিন্তায় রাতে ঘুম হয়না,কেউ কেউ হয়তো প্রিয় মানুষ কে হারিয়ে বি'ষ'ন্নতায় ভোগে সারাদিন,কেউ কেউ হয়তো নানান রকমের প্রেশারে পড়ে নিজেকে হা'রিয়ে খুঁজছে,কেউ কেউ হয়তো রো'গে আ'ক্রা'ন্ত,আমাদের জীবনের 'সম'স্যার' শেষ নাই আসলে,তাও আমরা কেউ 'কেমন আছি?' জিজ্ঞেস করলে হেসে হেসে বলে দেই 'আলহামদুলিল্লাহ ভালো আছি!'

আমাদের 'ভালো থাকা' হারিয়ে গেলেও আমাদের 'ভালো' থাকতে হয় তাই ভালো থাকি আলহামদুলিল্লাহ!

22/08/2024

দাদা তোমাদের ছেড়ে দেওয়া জলে হিন্দু-মুসলিম এমনকি তোমাদের “মা” কেও চিনছে না।

22/08/2024

আপনি যদি দেখেন যে কাউকে উদ্ধার করা দরকার এবং সেনাবাহিনী এখনও সেখানে পৌঁছায়নি, তাহলে তাদের নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করতে বলুন। উদ্ধারকারী দল ইতিমধ্যেই সেখানে মোতায়েন রয়েছে এবং অভিযান চালিয়ে যাচ্ছে।
১। নোয়াখালী
০১৭৬৯-৩৩১৫১৯
০১৭৬৯-৩৩১৫২০
২। চাঁদপুর
০১৮১৫-৪৪০৫৪৩
০১৫৬৮-৭৩৪৯৭৬
৩। ফেনী
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪
৪। লক্ষীপুর
০১৭২১-৮২১০৯৬
০১৭০৮৭৬২১১০
৫। কুমিল্লা
০১৩৩৪-৬১৬১৫৯
০১৩৩৪-৬১৬১৬০
Bangladesh Civilian Force
#নোয়াখালী #ফেনী #লক্ষীপুর #চাঁদপুর #কুমিল্লার

19/08/2024

উপদেষ্টাদের কাজ করতে সময় দিন,ওনারা কেউ রোবট নন।গত ১৫/১৬ বছর তো কথাও বলতে পারেন নাই।আর ১৫/১৬ দিনেই সবাই অতিষ্ঠ হয়ে গেছি

11/08/2024

দেশব্যাপী পদত্যাগের ট্রেন্ড চলছে৷ আপনিও আপনার অবিবাহিত/বিবাহিত/বেকার জীবন থেকে পদত্যাগ করুন।

আতঙ্ক নয়, জানুন এবং জানান!রাসেল ভাইপার সম্পর্কে অতিরিক্ত নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছেঃ """"""""""'''''''''''""""""""...
24/06/2024

আতঙ্ক নয়, জানুন এবং জানান!

রাসেল ভাইপার সম্পর্কে অতিরিক্ত নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছেঃ
""""""""""'''''''''''""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

এ সাপ এখন যদি কাউকে কামড় দেয়, তবে ভয়ে এমনিতে মারা যাবে।
শুধু শুধু ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো কারণ দেখছি না। সঠিক সময়ে এন্টিভেনম দিলে রুগী বাঁচবে। তবে যে জায়গায় কামড় দিয়েছে সেই জায়গাতে পচন ধরতে পারে বেশি দেরি হলে। আর রাসেল ভাইপার দূর থেকে কামড় দিতে আসে না। মানুষ এদের বেশি উত্যক্ত করলে এরা আগে প্রেশারকুকারের সিটির মত আওয়াজ করে মানুষকে সাবধান করতে থাকে। আর রাসেল ভাইপারের বিষ ৫/৬ ধরনের হয়না. এদের বিষ এক ধরনেরই হয়। আর সেটা হচ্ছে "হিমোটক্সিন" (হিমোটক্সিন লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয়)।
মূলত কোনো সাপের এন্টিভেনমই বাংলাদেশে নাই. সবগুলো ভারত থেকে আনতে হয়। আর ভারতে সাধারণত সাপে কাটার পর যেই এন্টিভেনমটা দেওয়া হয় রাসেলস ভাইপার সাপে কামড় দিলেও সেটাই দেওয়া হয়। সুতরাং এই সাপের এন্টিভেনম বাংলাদেশে আছে।

ধরেন, এখন কাউকে রাসেলস ভাইপার কামড় দিল। সে হাসপাতালে না গিয়ে বাড়িতে বসে বসে মৃত্যুর অপেক্ষা করতে থাকলো। কারণ সে পোস্টে দেখেছে এই সাপে কামড় দিলে মানুষ বাঁচে না এবং এই সাপের এন্টিভেনমও নাই। তাই শুধু শুধু হাসপাতালে গিয়ে ওর কাজ নাই। পরবর্তীতে এই রুগীটা বাড়িতে থেকে মারা গেলে এই মৃত্যুর জন্য দাযী কে থাকবে? নিশ্চই আপনারা যারা এই রকম মিথ্যে তথ্য দিয়ে গণহারে পোস্ট করতেছেন তারাই।
তবে দেশে রাসেল ভাইপার সাপে কামড়ে সুস্থ হওয়ার রেকর্ড অহরহ, দরকার হলো সতর্ককরণ। আর সাপ বেড়ে যাওয়ার কারণ আমরাই, ইকোসিস্টেম এর সাপ খেকো বেঁজি, শিয়াল, পেঁচা, কচ্ছপ এগুলো ধ্বংস করে ফেলেছি, এবং অহরহ ধ্বংস করছি।
সুত্র:- বিবিসি ও উইকিপিডিয়া।


14/01/2024

Alhamdulillah
For
Everything

03/01/2024

৭ তারিখ সিল মারিবেন কোন খানে..! 🌚

অনেকেই চিন্তা করেন যে...  ার্মাসিউটিক্যালসে মার্কেটিং কেন করব..??🤔🤔সারা পৃথিবীতে এতগুলো প্রফেশন থাকতে  #আরগন কেন কাজ করত...
18/12/2023

অনেকেই চিন্তা করেন যে... ার্মাসিউটিক্যালসে মার্কেটিং কেন করব..??🤔🤔

সারা পৃথিবীতে এতগুলো প্রফেশন থাকতে #আরগন কেন কাজ করতে হবে..?🤔🤔
আপনাদের চিন্তাধারা একটু পরিবর্তন করার জন্য আজকের এই লেখা।।🙂🙂

এখন আপনাদের সাথে শেয়ার করব কেন আপনি ার্মাসিউটিক্যালসে মার্কেটিং করবেন।
-------------------------👇👇👇-----------------------
প্রথমতঃ
আপনি ার্মাসিউটিক্যালসে মার্কেটিং করবেন স্থায়ী ইনকামের জন্য।

যেমনঃ
একজন বাড়িওয়ালা তার বাড়িটা একবারে তৈরি করে এবং সারা জীবন তার সুবিধা ভোগ করে।
তেমনি আপনি ার্মাসিউটিক্যালসে জীবনে একবার নিজের মতো করে নিজের সেলস টিম টাকে ডেভলপ করবেন সাথে সাথে আপনার পণ্যের কনজুমার/ডিলার তৈরি করবেন এতে করে একজন বাড়িওলা যেভাবে প্রতি মাসে তার বাড়ি ভাড়া পায়।
তেমনি করে ার্মাসিউটিক্যালসে এর প্রোডাক্ট যদি আপনার প্রতিটা কনজ্যুমার/ডিলার প্রতিমাসে তাদের প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করে তাহলে আপনার সেল হবে এবং আপনি রয়েলিটি পেতে থাকবেন।
এই কারণে আপনি ার্মাসিউটিক্যালসে কাজ করবেন।

দ্বিতীয়তঃ
আপনি কোন চাকরি করলে আপনার চাকরির বয়স শেষ হওয়ার পর আপনি চাইলেও আপনার ভাই অথবা সন্তানকে ওই চাকরি দিতে পারবেন না কিন্তু ার্মাসিউটিক্যালসে আপনি হাজারো যুবকের কর্মসংস্থান করতে পারবেন।
কারণ চাকরিতে আপনার কোটা থাকে হচ্ছে লিমিটেড আর আপনি যদি ব্যাংকার হন আপনি চাকরি ছাড়ার পর আপনার ছেলে ব্যাংকার হওয়ার সম্ভাবনা থাকে না আর আপনি যদি ার্মাসিউটিক্যালস এর হন তাহলে আপনি হাজার হাজার মানুষকে ার্মাসিউটিক্যালসে মার্কেটিং এ কর্মসংস্থান করতে পারবেন।
এই কারণে আপনি ার্মাসিউটিক্যালসের কাজ করবেন।

তৃতীয়তঃ
আপনি যদি চাকরি করেন তাহলে ইচ্ছে করলেই নিজের পরিবার নিয়ে 15-20 দিনের ট্যুরে যেকোনো সময় যেতে পারবেন না।
কিন্তু ার্মাসিউটিক্যালসে নির্দিষ্ট পরিমাণ আপনার সেলস টিম তৈরি হওয়ার পরে আপনি যেকোনো জায়গায় ট্যুরে গিয়ে এক মাস দুমাস ও কাটাতে পারবেন কারণ আপনি না থাকলেও আপনার সেলস টিম তাদের জন্য কাজ করে যাবে এবং আপনার ইনকাম কখনো বন্ধ হবে না। আর এই কারনেই আপনি ার্মাসিউটিক্যালসের কাজ করবেন।

সারা পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং একটি প্রতিষ্ঠিত ব্যবসা যার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সমাজের হাজার বেকার যুবকের কর্মসংস্থান করা যায় যা আপনি কল্পনাও করতে পারেন না।

(ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য)
---------------------------------------------------------------
মোঃ ফয়সাল ইসলাম
ন্যাশনাল সেলস ম্যানেজার (NSM)
আরগন ফার্মাসিউটিক্যালস(আয়ু)
মোবাইলঃ 01980119980

17/12/2023

°
_______★Good Morning★______
√√_______@Followers_______√√

°

যুক্তিসঙ্গত ভাবে জীবন-যাপনের সবচেয়ে সুদক্ষ পদ্ধতি হল একজন মানুষের প্রতি সকালে দিনের পরিকল্পনা তৈরি করা এবং প্রতি রাতে য...
15/12/2023

যুক্তিসঙ্গত ভাবে জীবন-যাপনের সবচেয়ে সুদক্ষ পদ্ধতি হল একজন মানুষের প্রতি সকালে দিনের পরিকল্পনা তৈরি করা এবং প্রতি রাতে যে ফল গ্রহণ করা হয়েছে তা নিরীক্ষা করা।

The most efficient way to live reasonably is every morning to make a plan of one’s day and every night to examine the results obtained.

@ফলোয়ার Faysal's-360

14/12/2023

°


EkTa MiSa KOtHa KoW tO!!!
😐😫...

°

09/12/2023

I have no complain about my life!🤗

Alhamdulillah for everything..!😊🤲

ভাগ্য..কি??🙂     ভাগ্য আমাদের হাতে নেই,কিন্তু সিদ্ধান্ত আমাদের হাতে।আমাদের সিদ্ধান্ত ভাগ্য তৈরি করার ক্ষমতা রাখে.. কিন্ত...
08/12/2023

ভাগ্য..কি??🙂
ভাগ্য আমাদের হাতে নেই,
কিন্তু সিদ্ধান্ত আমাদের হাতে।

আমাদের সিদ্ধান্ত ভাগ্য তৈরি করার ক্ষমতা রাখে..
কিন্তু ভাগ্য কখনো সিদ্ধান্ত তৈরি করতে পারে না 🙏

তাই সবসময় নিজের সিদ্ধান্তের ওপর আস্তা রাখুন... কাজ করুন সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ভাগ্য তৈরি করার 😊

আজ থেকে ৫ -১০ বছর পর সবাই বলবে আপনি অনেক ভাগ্যবান. আর আপনিও মাথা নাড়াবেন আর মুচকি মুচকি হাসবেন 🥰

👍একটি সঠিক যায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে শিখুন,
লেগে থাকুন, ইচ্ছা সক্তি নিয়ে এগিয়ে যান।
ইনশাআল্লাহ সফলতা আপনারই হবে ❤️

08/12/2023

Good Morning......

07/12/2023

–১ বার প্রপোজ পেয়ে 😦

–50 বার আয়নার সামনে মুখ দেখার👀
–নামই হলো বেডি মানুষ 🤭😁

আজ কথা বলবো নেটওয়ার্ক মার্কেট/মার্কেটিং নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্লাটফর্ম যেখানে আপনি আপনার সকল কার্যক্রম ঠিক ...
06/12/2023

আজ কথা বলবো নেটওয়ার্ক মার্কেট/মার্কেটিং নিয়ে

নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্লাটফর্ম যেখানে আপনি আপনার সকল কার্যক্রম ঠিক রেখে কাজ করতে পারবেন,
এই বিসনেস টি অনেক পুরোনো সিস্টেম থাকা স্বত্বেও বাংলাদেশ এর কোনো ভালো দিক তুলে ধরতে না পারাটা আমাদের ব্যার্থতা,
একজন মালিক পক্ষ ও আমার চোখে পড়ছে না যিনি এই বিসনেস এর স্থায়ীত্ব নিয়ে ইতিবাচক কাজ করে যাচ্ছে ,
সবাই শুধু কি ভাবে এই বিজনেস থেকে টাকা তুলে নিজের আখের গোছানো যায় তাই নিয়ে ব্যস্ত,
এই সিস্টেম টা বাংলাদেশ এর বেকারত্ব দূর করার কিছুটা হলেও একটা সম্ভাবনাময় মার্কেট,
সবাই কেন যেন এড়িয়ে যায় নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম কে,
আর যারা একটু কাজ করার প্রতিস্রুতি দেয়, কিছু দিন পর তারাও পকেট ভারী করার চিন্তা করে,
কে হাল ধরবে?
ঠিক এমন সময়ে আমি আপনাকে আরগন ফার্মাসিউটিক্যালসের কথা জানাতে চাচ্ছি আমি নিজে এখানে ২০১৭ সাল থেকে আছি,
আমার সাথে আছে বিভিন্ন বড়ো বড়ো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির ক্ষতিগ্রস্ত প্রতিনিধিরা,
তাই আসুন আমরা সবাই একসাথে কাজ করি স্বাস্থ্য সেবায় নিজের ক্যারিয়ার গরি,

বিশেষ করে তাদের বলছি যারা জেনে/না জেনে অন্যের ক্ষতি করছেন এবং তার সাথে সাথে নিজের ও ক্ষতি করছেন,

তাই আসুন আমি সর্বোচ্চ সুযোগ করে দিবো জাতে আপনি একজন লিডার হিসেবে কাজ করতে পারেন,
এবং নিজের এবং দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার পাশাপাশি একটা হালাল ইনকাম করতে পারেন।

মোঃ ফয়সাল ইসলাম
ন্যাশনাল সেলস ম্যানেজার (NSM)
আরগন ফার্মাসিউটিক্যালস (আয়ু)

@ফলোয়ার

Address

House # 40, Road#9, Level#3, Block#H, Section#2, Mirpur
Dhaka
1216

Telephone

+8801540037550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faysal's-360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faysal's-360:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All