Hridoy Babu

Hridoy Babu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hridoy Babu, Digital creator, Dhaka.

18/10/2024

যখন ফার্মের মুরগী ২৪০ হয়েছিলো কেজি, ডিমের ডজন ২০০ হয়েছিলো২৪০ টাকায় পিয়াজ, ১২০০ টাকায় কাচা মরিচ খাইছি তহন আপনি স্ট্যাটাস দেননি,শুধু দল কিংবা চাকরি হারানোর ভয়ে আর এহন আপনি স্ট্যাটাস দিয়া কি বুঝাইতে চান? আপনি বাজার মুল্যের ঊর্ধ্বগামীতে হিমসিম খাইতাছেন কারণ আপনার ঘুষ খাওয়া বন্ধ আপনার so call আব্বু রা এখন আর টাকা দেয় না।
দেশে এই প্রথম সব কিছুর দাম বাড়েনি,আগেও ছিলো।
১ ডলার=৬৭টাকা ছিলো
১ডলার =১২০ টাকা।
এগুলা কেন হয় বুঝেন কিছু?
বুঝবেন কেমনে পড়াশোনা করার বয়সে তো নেতার পুটকির পিছনে সময় দিছেন।
আগে তো আর বন্যা ছিলনা, এখন বন্যার চলিতেছে
তারপরও কিছু আফসোস বাহিনী বলবে আগে ভালো ছিলো…
হে আগে ভালো ছিলাম আমাদের মুখে তালা ছিল তাই।

কারণ তখন তাদের আয় বেশি ছিল তাই গায়ে লাগেনি,এখন আঁয় নেই তাই কষ্ট হচ্ছে,আর আমাদের তো আগে থেকেই দাম দিয়ে কেনা অভ্যাস আছে তাই কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ।

এতো বড় বন্যার পর এখনও আল্লাহ পাক খাওয়াচ্ছেন অন্তত এজন্য শুকরিয়া আদায় করা উচিত। ফার্ম ভেসে গেছে, মাছের ঘের ভেসে গেছে, সবজির ক্ষেত নষ্ট হয়েছে, দাম কেন বাড়বে না বলেন!!!

চার দিকে বন‍্যায় অনেক ক্ষতি হয়েছে ,সব কিছু স্বাভাবিক ভাবেই দাম বাড়বে। আর দেশের যে হাল করে গেছে হঠাৎ করে যে সব ঠিক করা যাবে এমনটা আশা করা বোকামি।

আসলে আমরা বাংলাদেশের মানুষ স্বার্থবাজ ,আমরা সেই খারাপই রয়ে গেলাম। যেই একটু দাম বেড়েছে নিজের রুপ দেখানো শুরু করে দিয়েছি।

এদেশ আগেও ভালো ছিলো না, ভবিষ্যতে ও ভালো হবে না,যতক্ষণ আমরা ভালো না হবো।

17/10/2024

এতদিন জানতাম মানুষ মারা গেলে আল্লাহ আল্লাহ করে । এই প্রথম দেখলাম মানুষের জানাযায় গিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে 😭এইসব এর মানে কি🤭

06/10/2024

যতদ্রুত সম্ভব প্রতি পিস মিম এর দাম ১০ টাকা নির্ধারিত করা হোক !
সরি.. মিম না, (ডিম) হবে..! 😉

01/10/2024

আমি যে গরিব এটা সমস্যা না।
সমস্যা হলো আমি Aesthetic গরিব। বাস্তবে দেখতে লাগে বড়লোক।

28/09/2024

আজকে পিও অভিনেত্রী এর জন্মদিন😀

12/09/2024

আইফোন ১৬ প্রো ম্যাক্স রিলিজ হয়ে গেছে তবে এইবার অনেক নায়িকাদের পক্ষে এবং অনেক আপুদের পক্ষে আইফোন কেনা সম্ভব না কারণ নেতারা পালিয়ে গেছে

ড. মুহাম্মদ ইউনূসমাননীয় প্রধান উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারস্বৈরাচার সরকার আপনার মর্ম না বুঝলেও এই দেশের ছাত্রজনতা আপনাক...
06/08/2024

ড. মুহাম্মদ ইউনূস
মাননীয় প্রধান উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার

স্বৈরাচার সরকার আপনার মর্ম না বুঝলেও এই দেশের ছাত্রজনতা আপনাকে ঠিকই চিনতে পেরেছে।
আপনার হাত ধরে একটি সুন্দর সুষ্ঠ জাতীয় নির্বাচনের অপেক্ষায় রয়েছে এই জাতি। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপনার হাতে এই দেশকে তুলে দিয়েছে ছাত্র জনতা। আপনার উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা আপনার পাশে থাকবে দেশবাসী ইনশাআল্লাহ।

08/07/2024

বড় সাধ জাগে একবার তোমায় দেখি🤪

29/06/2024

এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা কালকে মোমবাতি আর গ্যাসলাইট নিয়ে পরীক্ষা দিতে যাইয়ো🤟

21/04/2024

কেউ কি চিনছো তারে চিনলে তারে মেনশন করো।।।।

20/04/2024

রাস্তায় বের হয়েছি , একটু পর নাকে আসছে লোভনীয় পোড়া মাংসের গন্ধ ।
কিছুক্ষন পর বুঝতে পারলাম এই পোড়া মাংস তো আমি নিজেই 🙃

04/04/2024

তোমার কি আগা দরছে মামা😆😆😆

28/03/2024

"আর আল্লাহ শান্তি- নিরাপত্তা আলয়ের প্রতি আহবান জানান এবং যাকে ইচ্ছা সরলপথ প্রদর্শন করেন "

- সূরা ইউনুস

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hridoy Babu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies