18/10/2024
যখন ফার্মের মুরগী ২৪০ হয়েছিলো কেজি, ডিমের ডজন ২০০ হয়েছিলো২৪০ টাকায় পিয়াজ, ১২০০ টাকায় কাচা মরিচ খাইছি তহন আপনি স্ট্যাটাস দেননি,শুধু দল কিংবা চাকরি হারানোর ভয়ে আর এহন আপনি স্ট্যাটাস দিয়া কি বুঝাইতে চান? আপনি বাজার মুল্যের ঊর্ধ্বগামীতে হিমসিম খাইতাছেন কারণ আপনার ঘুষ খাওয়া বন্ধ আপনার so call আব্বু রা এখন আর টাকা দেয় না।
দেশে এই প্রথম সব কিছুর দাম বাড়েনি,আগেও ছিলো।
১ ডলার=৬৭টাকা ছিলো
১ডলার =১২০ টাকা।
এগুলা কেন হয় বুঝেন কিছু?
বুঝবেন কেমনে পড়াশোনা করার বয়সে তো নেতার পুটকির পিছনে সময় দিছেন।
আগে তো আর বন্যা ছিলনা, এখন বন্যার চলিতেছে
তারপরও কিছু আফসোস বাহিনী বলবে আগে ভালো ছিলো…
হে আগে ভালো ছিলাম আমাদের মুখে তালা ছিল তাই।
কারণ তখন তাদের আয় বেশি ছিল তাই গায়ে লাগেনি,এখন আঁয় নেই তাই কষ্ট হচ্ছে,আর আমাদের তো আগে থেকেই দাম দিয়ে কেনা অভ্যাস আছে তাই কষ্ট হচ্ছে না আলহামদুলিল্লাহ।
এতো বড় বন্যার পর এখনও আল্লাহ পাক খাওয়াচ্ছেন অন্তত এজন্য শুকরিয়া আদায় করা উচিত। ফার্ম ভেসে গেছে, মাছের ঘের ভেসে গেছে, সবজির ক্ষেত নষ্ট হয়েছে, দাম কেন বাড়বে না বলেন!!!
চার দিকে বন্যায় অনেক ক্ষতি হয়েছে ,সব কিছু স্বাভাবিক ভাবেই দাম বাড়বে। আর দেশের যে হাল করে গেছে হঠাৎ করে যে সব ঠিক করা যাবে এমনটা আশা করা বোকামি।
আসলে আমরা বাংলাদেশের মানুষ স্বার্থবাজ ,আমরা সেই খারাপই রয়ে গেলাম। যেই একটু দাম বেড়েছে নিজের রুপ দেখানো শুরু করে দিয়েছি।
এদেশ আগেও ভালো ছিলো না, ভবিষ্যতে ও ভালো হবে না,যতক্ষণ আমরা ভালো না হবো।