Masud Alam

Masud Alam প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক.01711336300 (WhatsApp)
(10)

09/12/2024

ইতিহাস এটাই বলে, পুরুষ মানুষের সুখ শান্তি..পকেটের ওজনের সাথে ওঠা নামা করে..যে পুরুষের টাকা নেই..তার পরিবার কাছে কোন মুল্য নাই

09/12/2024

টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো।

08/12/2024

প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখও কমে গেছে।

08/12/2024

শুধু সামনে এগিয়ে যাও; কে কী বলছে- তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে, করতে থাকো।

07/12/2024

❝সব আদম সন্তানই ভুল করে। তবে এদের মধ্যে উত্তম হলো তারা যারা ভুলের জন্যে তাওবা করে।❞ (তিরমিযী)
✿ মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)

07/12/2024

❝মানবজাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যায় আশ্রয়ে নিজেকে নিরাপদ মনে করে।❞

07/12/2024

জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়েছুড়ে হারিয়ে যেতে হয়!

07/12/2024

যারা মূর্খ, যারা কোন কালেই কিছু করবে না, তারাই শুধু বলে অসম্ভব। এ জগতে মানুষের অসম্ভব বলে কিছুই নেই,কিছু থাকতেও পারে না।

06/12/2024

জতিভেদ থাকুক বা নাই থাকুক,কোন মতবাদ প্রচলিত থাকুক বা নাই থাকুক,যে-কোন ব্যক্তি, শ্রেণী, বর্ণ, জাতি বা সম্প্রদায় যদি অপর কোন ব্যক্তির স্বাধীন চিন্তার ও কার্যের শক্তিতে বাধা দেয় (অবশ্য যতক্ষণ পর্যন্ত ঐ শক্তি কাহারও অনিষ্ট না করে) তাহা অতি অন্যায়,এবং যে ঐরূপ করে তাহার পতন অবশ্যম্ভাবী।

06/12/2024

“জীবনের অর্ধেককাল কেটে যায় অন্যকে মুগ্ধ করার প্রচেষ্টায়;
আর বাকি অর্ধেক কাটে অন্যের দেয়া দুশ্চিন্তার ভারে।”

05/12/2024

"যে সকাল শুরু হয় ইতিবাচক চিন্তা দিয়ে, সেই দিনটি হয় সাফল্যের দিন।"

04/12/2024

বিশ্বাস ভেঙে যাওয়াটা ঠিক একটা চকলেট গলে যাওয়ার মতো তাকে তুমি যতই ঠান্ডা করো না কেন সে কখনোই আর তার আগের রুপে ফিরে আসবে না।

03/12/2024

Address

বাংলাদেশ
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masud Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masud Alam:

Videos

Share

মন মাতানো সব ভিডিও পেত‌ে আমাদ‌ের সাথ‌ে থাকুনঃ

মন মাতানো সব ভিডিও পেত‌ে আমাদ‌ের সাথ‌ে থাকুনঃ