Nila's Diary

Nila's Diary Hey good people! I'm Nila.I love to share the small incidents of my life that's why it's Nila's Dairy

দুঃখ ভালোবেসে কবিতা পড়ি। কবিতা ভালোবেসে নীরবতা খুঁজি। নীরবতা পুষে মানুষ খুঁজি। অতঃপর হেরে যাই....
11/09/2024

দুঃখ ভালোবেসে কবিতা পড়ি। কবিতা ভালোবেসে নীরবতা খুঁজি। নীরবতা পুষে মানুষ খুঁজি। অতঃপর হেরে যাই....

মনে রেখো অযত্নে মনেও শেওলা জমে
27/07/2024

মনে রেখো অযত্নে মনেও শেওলা জমে

ইচ্ছেরা আজ বাঁধা পড়ে আছেকঠিন বাস্তবতার রোষানলে-অথচ কথা ছিলোমুক্ত আকাশে পাখির মতো উঁড়বে,প্রাণহীন শরীরে অমৃত সাজাবে,কিন্তু...
16/07/2024

ইচ্ছেরা আজ বাঁধা পড়ে আছে
কঠিন বাস্তবতার রোষানলে-
অথচ কথা ছিলো
মুক্ত আকাশে পাখির মতো উঁড়বে,
প্রাণহীন শরীরে অমৃত সাজাবে,
কিন্তু পারে নি সে কথা রাখতে-
ব্যর্থতার চাদরে ঢেকে রেখেছে নিজেকে-
সবশেষে
স্বপ্ন ভেঙে খুঁজে নিয়েছে গহীন অন্ধকারকে!

#নীলা

তোমার কাছে ফিরব নাজানো তো মানুষের মন সবচেয়ে বেশি স্পর্শকাতর। নিমিষেই ভালো বা খারাপ লাগা তৈরি হয়ে যায়। যদি একা লাগে, সন্ধ...
13/07/2024

তোমার কাছে ফিরব না
জানো তো মানুষের মন সবচেয়ে বেশি স্পর্শকাতর। নিমিষেই ভালো বা খারাপ লাগা তৈরি হয়ে যায়। যদি একা লাগে, সন্ধ্যার শেষে সঙ্গীহীন হই। কান্না আসে খুব, আসুক। যদি ভেঙে পড়ি রোজ,!!
বুক-উঠানে ঝড় আসে খুব, আসুক। যদি বৃক্ষের অভাবে ছায়াহীন হই, গ্রীষ্মের দাবদাহে পুড়ি রোজ।ছাই হই খুব, হোক। তবু তোমার কাছে যাব না। ছুটে যাব সমুদ্রে কিংবা দূরের পাহাড়ে। মৌনতার পাদদেশে দাঁড়িয়ে পাহাড়কে জানাব আমার সমস্ত অসুখের গল্প, সমুদ্রের জল জানবে আমার কান্না। কতটা ভার হয়ে আছে বুক, কতটা ভেঙেছে সুখ। মনখারাপের বিষবাষ্পে কালো হোক শহর। তবু তোমার দ্বারস্থ হব না। তোমার শহরে করব না বিলাপ;
দরজার দাঁড়িয়ে কড়া নেড়ে বলব না— ঘরে আছ তুমি ? আজ আমার মন খারাপ।

যেটা আমি খুব করে চেয়েছি-সেটা আমি নির্মম ভাবে হারিয়েছি !অবশেষে নিজের মনকে এটা বলে শান্তনা দিয়েছি যে,হয়তো সেটা আমার জন...
29/01/2024

যেটা আমি খুব করে চেয়েছি-
সেটা আমি নির্মম ভাবে হারিয়েছি !
অবশেষে নিজের মনকে এটা বলে শান্তনা দিয়েছি যে,
হয়তো সেটা আমার জন্য মঙ্গল নই!
কেননা আমার রব জানেন -
আমার জন্য কোনটা শোভনীয়!
তারপরও অবুঝ মন আশা করে যাই -
এই রঙের দুনিয়ায় রহস্যের ভিড়ে,
হারিয়ে ফেলি অবিরত দিশাহীন!
রাত যতই গভীর হয় -
লুকিয়ে থাকা ছোট্ট মনে অজস্র ভাবনায়
গুনতে থাকি জীবনের অধ্যায়!!

______ নীলা
#নীলা

প্রায় সন্ধ্যায় মনটা ভীষণ অশান্ত থাকে যেন মেঘের ঘনঘটা মনটাকে চারদিক থেকে ঢেকে রাখে। অনেক কথা ছিলো তোমায় বলার,হয়তো এইগুলোই...
27/01/2024

প্রায় সন্ধ্যায় মনটা ভীষণ অশান্ত থাকে যেন মেঘের ঘনঘটা মনটাকে চারদিক থেকে ঢেকে রাখে। অনেক কথা ছিলো তোমায় বলার,হয়তো এইগুলোই মনকে তাড়া করে বেড়ায় আর আমি দিক বেদিক ছুটি আর হাতড়ে বেড়াই কবে কোথায় কখন পাবো সেই আশায়।।
এমন টা না হয়ে অন্যরকম হতেও পারতো তবে সেই অন্যরকম এর চেয়ে এইরকমেই হয়তোবা ভালো ছিলো আমার জন্য।।। এই ভেবে রোজ রোজ একেক রকম করে এই ভাঙা আমিটাকে মেরামত করি আমি নিজেই।
কে রাখে এই খোঁজ!!!!
সময় ছাড়া!!
#নীলা

25/01/2024

A short glimpse of 𝚂𝚊𝚒𝚗𝚝 𝙼𝚊𝚛𝚝𝚒𝚗 𝚝𝚘𝚞𝚛

বুকের মধ্যে একটু আধটু দুঃখ পোষাকিন্তু খুবই ভালো আছি এই তো বেশ ঘুরছি ফিরছিলম্ফ-ঝম্পে দিন পেরুচ্ছিএকটু খোঁচা, একটু ব্যথার ...
09/01/2024

বুকের মধ্যে একটু আধটু দুঃখ পোষা
কিন্তু খুবই ভালো আছি
এই তো বেশ ঘুরছি ফিরছি
লম্ফ-ঝম্পে দিন পেরুচ্ছি
একটু খোঁচা, একটু ব্যথার টনটনানি
তবু বলবো দিব্যি আছি!

09/01/2024

আসসালামু আলাইকুম
বড় অবেলায় ডায়রিটা হাতে নেওয়া অথচ কত জল্পনা কল্পনা কত আবেগ অনুভূতির মধ্যেমনি ছিলো এই ডায়রিটা। ভেবেছিলাম শুরুটা করবো অন্য ভাবে,কিন্তু আমরা যা চাই তাই হয়না, হয় তাই যা মহান আল্লাহ চান। অনুভূতিগুলো আজ আলোড়নে উড়ে বেড়াচ্ছে না তবুও আমি বার বার গা এলিয়ে দিচ্ছি একটু স্পন্দনের জন্য!!
হউক না অবেলায় তবুওতো শুরু...... চলবো বহুদূর!!

নীলা!!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nila's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All