28/03/2024
ফ্রিলেন্সিং
---------------------------------------
আমরা বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং কথাটা মানুষের মুখে মুখে শুনে আসছি। করোনাকালীন সময়ে ফ্রিল্যান্সিংয়ের কদর বহুগুনে বেড়ে গেছে। কিন্তু আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাদের পরিষ্কার ধারনা আছেআজ আমরা জানার চেষ্টা করবো, ফ্রিল্যান্সিং কী, ফ্রিল্যান্সিং কারা করতে পারে,ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার হিসেবে নেয়া সম্ভব কিনা,ফ্রিল্যান্সিং করতে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন,কোথা থেকে ফ্রিল্যান্সিং দক্ষতা অর্জন করা সম্ভতাহলে আর দেরি না করে সংক্ষেপে একটা ধারণা দেয়া হলো।
ফ্রিল্যান্সিং (Freelancing) কী?
ফ্রিল্যান্সিং শব্দের বাংলা অর্থ হচ্ছে "মুক্তপেশা। ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে অনলাইন আয়ের একটি জনপ্রিয় উৎস। উইকিপিডিয়ার মতে, ফ্রিল্যান্সিং বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরনের কাজ করেন তাদের বলা হয়" মুক্তপেশাজীবী"(ইংরেজি: Freelancer) বা ফ্রিলেন্সার এবং যিনি ফ্রিলেন্সারের মাধ্যমে অর্থের বিনিময়ে কাজটা করিয়ে নেন তাকে বলা হয় " বায়ার"। আবার বায়ার প্রতিষ্ঠা বা ব্যক্তির দৃষ্টিকোন থেকে এই পেশাকে আউটসোর্সিংও বলা হয়ে থাকে। ফ্রিল্যান্সিং হচ্ছে নিজের বাড়ি থেকে জীবিকা নির্বাহের সর্বোত্তম উপায়। বিশেষকরে প্রতিবন্ধী এবং দীর্ঘস্থায়ী অসুস্থ ব্যক্তিদের ইনকামের মাধ্যম হিসেবে বর্তমানে অনেক জনপ্রিয়তা পেয়েছে।