Income Generating Activities DWA

Income Generating Activities DWA income Generating Activities at Upazila Level. Department of women affairs BD

যত বিপদ তত ঐক্য ✊
27/08/2024

যত বিপদ তত ঐক্য ✊

25/08/2024

22/08/2024

যদি লক্ষ্য থাকে অটুট... বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা.... দেখা হবে বিজয়ে!

আমরা জানি প্রিয় দেশটা একটা বাজে সময় পার করছে। একজন নাগরিক হিসেবে দেশের এই অসহায়ত্বের সুযোগ আমরা নেয়ার চেষ্টা করছি। অস্বীকার করার সুযোগ নাই কিন্তু নানা পথ পরিক্রমায় আমাদেরও দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা উপায়হীন। আমরা তিলে তিলে প্রতিদিন মরছি। নিজের চোখে নিজের মৃত্যু দেখতে পাওয়ার মত যন্ত্রণা বোধয় পৃথিবীতে দ্বিতীয়টি নেই! কিন্তু আমাদের বাঁচতে হবে! আমাদের পরিবারকে বাঁচাতে হবে! কতগুলো মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে! সেই সব হতাশ চোখ দেখতে দেখতে নিজের চোখের পানিও আর বের হয়না! আমাদের হতাশ হওয়া চলেনা, চলবেনা! কারণ হেরে যাওয়া ব্যক্তিদের কোথাও মূল্য থাকেনা, শুনেছি হেরে যাওয়া সৈনিকেরা নিজেদের পরিবারেও টিকতে পারেনা, সমাজে মূল্য পায়না, তাই আমাদের যেন সেরকম দূর্ভাগ্য না হয়। আমরা যে যুদ্ধে নেমেছি সে যুদ্ধ আমাদের রিযিকের যুদ্ধ আমাদের সম্মানের যুদ্ধ, এতদিন ধরে তিলে তিলে জমা করা অভিজ্ঞতার যুদ্ধ, নিজেকে মূল্যায়িত করার যুদ্ধ! আমরা হেরে গেলে যে বাংলাদেশ হেরে যাবে! আমাদের দমে যাওয়া চলবেনা, থেমে যাওয়া চলবেনা। আমি চাই আমাদের এ যুদ্ধে আমাদের বিজয় না আসা পর্যন্ত চলতে থাকুক! আমরা হেরে গেলে যে আমরা নিঃস্ব হয়ে যাব, শেষ হয়ে যাব! প্লিজ, সবাই মনে জোশ নিয়ে কাজ করি, সবাইকে মনের জোশ ধারণ করতে সাহস জোগাই! বিজয়ীরা বরাবর ভগবান আর পরাজিতরা হয়ে যায় পাপী! আমি জানি আমরা হারতে আসিনি! বিজয় নিয়েই ফিরব! আমাদের একতাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র! এক হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি! আলো আসবেই! সবার প্রতি অনুরোধ কেউ যুদ্ধের ময়দান থেকে না পালাই! আমাদের জিততে হবে, বিজয় ছিনিয়ে আনতে হবে! আবারও বলছি, আলো আসবেই!

#আইজিএ_রাজস্ব_চাই

22/08/2024

IGA রাজস্ব চাই

21/08/2024
21/08/2024

দাঁড়ানোর স্থানটুকু নেই!

21/08/2024

টানা চতুর্থ দিনের মতো আইজিএ প্রকল্পের জনবলের
শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী চলমান।

এই মুহুর্তে, দপ্তরের সামনে থেকে।

আইজিএ পরিবার এর  সাহসী ছেলে সাওয়াব মোস্তকিম বুক ফুলিয়ে চলন্ত গাড়ীর সামনে রাস্তা অবরোধ করছে।  দাঁড়িয়ে আছে মায়ের চাকরি ...
20/08/2024

আইজিএ পরিবার এর সাহসী ছেলে সাওয়াব মোস্তকিম বুক ফুলিয়ে চলন্ত গাড়ীর সামনে রাস্তা অবরোধ করছে। দাঁড়িয়ে আছে মায়ের চাকরি ফেরাতে।

20/08/2024

আলো আসবেই...

20/08/2024

এবার ১ দফা!!!!
শেষ দেখে বাড়ি ফেরা হবে।
৫ বছর অন্যায়, দুর্নীতি আর স্বৈরাচারের স্বীকার
মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রকল্পের জনবল।

বারবার মেয়াদ বাড়িয়ে প্রকল্পের লক্ষমাত্রা অর্জন করিয়ে
ছুড়ে ফেলে দিবেন তা হবেনা ✊
মহা সমাবেশ |
চলবে.......

20/08/2024

মহিলা বিষয়ক অধিদপ্তর এর সামনে iga প্রশিক্ষক দের অবস্থান। দাবি একটাই (Iga প্রশিক্ষন )রাজস্ব চাই...

19/08/2024

আজ
বাংলাদেশ সচিবালয়ের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি
আগামীকাল সকালে নতুন কর্মসূচী আসছে....
আইজিএ রাজস্ব করার ১ দফা দাবীতে

19/08/2024

আইজিএ প্রকল্প রেভিনিউ দাবিতে সচিবালয়ে সামনে

18/08/2024

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পে কর্মরত জনবলকে মন্ত্র...

18/08/2024

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন
যমুনার সামনে ১ দফা দাবীতে আমাদের অবস্থান।
রাজস্বখাতে স্থানান্তরের সকল তথ্য প্রমাণাদি থাকা স্বত্বেও মন্ত্রনালয়ের সুপারিশ এখনো কার্যকর হচ্ছে না কেন?
#আইজিএ_রাজস্ব_চাই

18/08/2024

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরাসরি ১ দফা দাবীতে

18/08/2024

এবার ১ দফা!!!!
শেষ দেখে বাড়ি ফেরা হবে।
৫ বছর অন্যায়, দুর্নীতি আর স্বৈরাচারের স্বীকার
মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রকল্পের জনবল।

বারবার মেয়াদ বাড়িয়ে প্রকল্পের লক্ষমাত্রা অর্জন করিয়ে
ছুড়ে ফেলে দিবেন তা হবেনা ✊
মহা সমাবেশ | ১৮ আগস্ট ২০২৪
চলবে.......

🙏🙏🙏সকল নিয়মের ব্যত্যয় ঘটিয়ে  #মাননীয়_প্রধানমন্ত্রীর সারসংক্ষেপের মাধ্যমে আইজিএ প্রকল্প রাজস্ব চাই।https://www.facebook.c...
29/04/2024

🙏🙏🙏সকল নিয়মের ব্যত্যয় ঘটিয়ে #মাননীয়_প্রধানমন্ত্রীর সারসংক্ষেপের মাধ্যমে আইজিএ প্রকল্প রাজস্ব চাই।

https://www.facebook.com

মহিলাবিষয়ক অধিদপ্তরের উপজেলাপর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে স্থা....

রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধনস্থান: মহিলা বিষয়ক অধিদপ্তর, ইস্কাটন গার্ডেন রোড ঢাকা।https://www.jugantor.com...
28/04/2024

রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন
স্থান: মহিলা বিষয়ক অধিদপ্তর, ইস্কাটন গার্ডেন রোড ঢাকা।
https://www.jugantor.com/

মহিলাবিষয়ক অধিদপ্তরের উপজেলাপর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে স্থা....

28/04/2024

🙏🙏🙏সকল নিয়মের ব্যত্যয় ঘটিয়ে #মাননীয়_প্রধানমন্ত্রীর সারসংক্ষেপের মাধ্যমে আইজিএ প্রকল্প রাজস্ব চাই।

৫ বছর মেয়াদ শেষে জুনে নষ্ট করে ফেলে দেয়া হবে৪ হাজার কোটি টাকার ইভিএম মেশিন!!!দেড় লাখ মেশিনের ১ লাখ ৫ হাজার ই অকেজো।জনগণে...
30/03/2024

৫ বছর মেয়াদ শেষে জুনে নষ্ট করে ফেলে দেয়া হবে
৪ হাজার কোটি টাকার ইভিএম মেশিন!!!
দেড় লাখ মেশিনের ১ লাখ ৫ হাজার ই অকেজো।

জনগণের ট্যাক্সের টাকায় কেনা এসব খুব একটা কাজে লাগেনি ৫ বছরে!!!

অথচ, ৫ বছরে সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রকল্পের ১৩০০ জন জনবল দেশের পিছিয়ে পড়া
প্রায় ৩ লক্ষ্যেরও অধিক নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ দিয়ে প্রায় ৮০ হাজার দক্ষ জনবল ও সফল উদ্যোক্তা তৈরি করেছেন।
যা দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করে তুলেছে।
যেই জনবলকে সংযুক্ত রেখে আরো উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে আরো ৫ বছরে খরচ হতো মাত্র ৬০০- ৭০০ কোটি টাকা মাত্র।
তাদেরও আজ অকেজো ইভিএম মেশিনের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে সরকার।

ে_৪_হাজার_কোটি_টাকা_ব্যয়ে_১_দিনের
#নির্বাচন_সম্পন্ন_হলে_মেয়াদ_শেষে_নষ্ট_করা_হয়

আর

ে_৭০০_কোটি_টাকা_ব্যয়ে_দেশে_১_লাখ
#কর্মজীবী_নারী_তৈরি_হয়ে_১৩০০_প্রকল্পের_জনবলের
#বেকারত্ব_দূর_হয়।

পার্থক্যটা এখানেই
কি আজব দেশে বাস করছি আমরা!!!

22/03/2024

ধিক্কার মহিলা বিষয়ক অধিদপ্তর ধিক্কার

আজ সেহরীতে আলু ভর্তা আর লাল শাক দিয়ে রোযা রাখার জন্য আধপেটা ভাত খেয়ে অযু করার উদ্দেশ্যে পা বাড়াতেই চোখ পড়লো একটা চটের বস্তায়। যেখানে লেখা মহিলা বিষয়ক অধিদপ্তর, ভিজিডি কর্মসূচি। মহিলা বিষয়ক অধিদপ্তর লেখাটার বরাবর একটা লাথি দিতে ইচ্ছে করলো! কি পরিমাণ ক্ষোভ জমে গেলে একটা মানুষ একটা নির্জীব বস্তুর উপর রাগ ঝাড়ে! অথচ কতই না মায়া ছিল এই "মহিলা বিষয়ক অধিদপ্তর" নামটার প্রতি! কতইনা আবেগ ছিল এই দপ্তরটার প্রতি! অথচ আজ সেটা সবচেয়ে ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে! কি পরিমাণ ক্ষোভ জমলে সন্তানও হয়ে যায় মায়ের খুনি! স্বপ্ন ছিল এই দপ্তরটাকে নিজেদের সর্বোচ্চ মেধা দিয়ে সাজাতে! যোগ দিয়েছিলাম "আইজিএ প্রশিক্ষণ প্রকল্পে"। কপালের ফেরে পোস্টিং ছিল উত্তরের শেষ জেলা জন্মভূমি থেকে একেবারে বিচ্ছিন্ন বৃহৎ দ্বীপে! সমস্যা নেই! তারুণ্যের রক্তে ভয় থাকেনা! প্রথম বারের মত লঞ্চে ভেসে যোগ দিয়েছিলাম কর্মস্থলে! হাতে ধরে প্রশিক্ষণ প্রদান করে সেই এলাকার পিছিয়ে পড়া মহিলাদের প্রশিক্ষণ দিয়ে স্মার্ট উদ্যোক্তা বানাতে ভূমিকা রেখেছিলাম! কতজন অসহায়, বিধবা কিংবা নিগৃহীতা যে আর্থিক শান্তির দেখা পেয়েছিল, কাগজে কলমের চেয়ে বাস্তবতা সাক্ষী! ধীরে ধীরে নিজের পেশাদারিত্বের এতই আবেগ জমে গেল আর পিছু ফেরার সুযোগ পাওয়া গেলনা! ভাল লাগা কাজ করলো, মায়া বাড়লো! আর সেই মায়ার মোহে জীবনের সোনালী সময় আর শ্রেষ্ঠ মেধা সপে দিলাম এই মহিলা বিষয়ক অধিদপ্তরে! সেদিন আমাদের মাথা থেকে প্রথম এসেছিল অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণার্থী আবেদন, যা এখন সকল প্রশিক্ষণ সংক্রান্ত দপ্তর/প্রকল্প ব্যবহার করছে! আমরাই বের করেছিলাম উৎপাদন ও স্মার্ট বিপননের সহজ রাস্তা! যার ফল পেয়েছে বা পাচ্ছে সেই সব পিছিয়ে পড়া গরীব আর অসহায় মহিলারা! যাদের অনেকেই স্মার্ট উদ্যোক্তাই শুধু না, শক্তিশালী জনপ্রতিনিধি হিসেবেও কাজ করছে! যে মহিলা প্রশিক্ষণের জন্য ভাইভায় অংশগ্রহণ করতে এসে প্রশ্নের জবাব দিতে গিয়ে ভয়ে কেঁদে ফেলেছিল, সেই মহিলা এখন মঞ্চে ভাষণ দেয়! এত এত অর্জন! এই অর্জনগুলোই ছিল জীবনের ভাল লাগা! আর এই ভাল লাগা এতই কাজ করলো যে ভুলেই গেলাম এ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেই সব শেষ! মনের ভেতর সাহস প্রিয় দপ্তর আমাকে স্থায়ী করবে! কিন্তু নাহ, বরং প্রকল্পের মেয়াদ তিন দফা বাড়িয়ে পাপের বোঝা টা আরও শক্ত করলো! কিন্তু ভাললাগা বলে কথা! দপ্তরের আশ্বাস, লেগে থাকো, ভাল কিছু হবে! প্রধানমন্ত্রীর আশ্বাস, রাজস্ব খাত থেকে প্রশিক্ষণ প্রদান করা হোক! কিন্তু কে শোনে কার কথা! দেশটা এখন চালায় আমলারা! আমলাদের পাপ ঢাকতে আর আখের গোছাতে হতে থাকে একের পর এক নীতিমালা! আর সে নীতিমালার ফল ভোগ করে আমলা আর মারা পড়ে কামলা!
শেষ হয়ে গেল আইজিএ প্রকল্প! কফিনে ঠোকা হয়ে গেল শেষ পেরেক! আমরা এই আইজিএ প্রশিক্ষণ প্রকল্প তথা মহিলা বিষয়ক অধিদপ্তরকে স্মার্ট বানাতে গিয়ে নিজেই বেকার হয়ে পড়লাম, তাদের আশ্বাস দেওয়া হলো, আবার নতুন করে আইজিএ প্রায় প্রকল্প শুরু করা হবে সেখানে আপনারাই থাকবেন! যেন মুলো ঝোলানো হলো! সেই আশ্বাস নিয়ে আবারও অপেক্ষা! অপেক্ষা করতে করতে পার হয়ে যাচ্ছে ন'মাস! দপ্তরকে দিয়ে যাচ্ছি বিনামূল্যের শ্রম! সদর কার্যালয় জানে আমরা তাদের মুক্তি দিছি কিন্তু মুক্তি মেলেনা। সব কাজ মন থেকেই করতে হয়! আর সেজন্য দপ্তরটা এখনও সচল! কারণ, সকল কম্পিউটারজনিত কাজ, ডি-নথি, আইবাস++, পোর্টাল অপারেটিং যে আমরাই করি! বাল্যবিবাহ কিংবা নারী ও শিশু নির্যাতনের খবর পেলে এখনও ছুটে যাই! কিন্তু সেই নিজেরাই অভুক্ত আমরা!

এর দায় কে নেবে? আজ আমার সন্তানের খাবার নাই, অসুস্থ বয়স্ক বাবার ওষুধ নাই, বাড়ি ভাড়া নাই, চারদিকে শুধু নাই আর নাই! কতদিন চলে! প্রতিটা রাত যেন একেকটা জাহান্নাম মনে হয়! কত চোখের জল ফেললে সান্ত্বনা মেলে?

আর অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী কে বোঝানো হয় সবকিছু ঠিকই আছে! দারুণ ভাবে চলছে আমাদের দপ্তর! বাহ সেলিউকাস! বাহ্! এতগুলো পরিবারের দিনরাত অভিশাপ আর হাহুতাশে যে পুরো দপ্তরের বাতাস দূষিত হয়ে পড়ছে সে খবর কি তারা রাখেন!! কতদিন পার হয়ে গেল অথচ প্রকল্প পাশ হয়না! আরও শোনা যাচ্ছে, অর্থ বিভাগ থেকে সিদ্ধান্ত আসছে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগের! তাহলে এতদিন ধরে যে এতগুলো মানুষকে আশ্বাস দেয়া হলো, সেগুলোর কি হবে! আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে জনবল নিয়োগ প্রক্রিয়া হলে নিযুক্ত কোম্পানি তাদের পছন্দমত নিয়োগ দেবে সেটাই স্বাভাবিক। তারা যে জনবলের তালিকা দেবে সে জনবল দিয়েই চলবে প্রশিক্ষণ! প্রশিক্ষকরা যোগ্য নাকি অযোগ্য সেসব বিবেচনাও করা হবেনা! অথচ পূর্ণ সরকারি নিয়োগবিধি অনুসরণ করে যে পূর্ব সমাপ্ত প্রকল্পের নিয়োগ করা অভিজ্ঞ জনবল ছিল, সেগুলোর কোন মূল্য থাকবেনা! সব জেনে বুঝেও এ সিদ্ধান্ত মেনে নিলো দপ্তর! নীতিমালার দোহাই দেখিয়ে পুনর্বিবেচনার সিদ্ধান্তও গ্রহণ করতে পারলোনা! হায় রে জ্ঞানী দপ্তর! আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে আউটসোর্সিং কোম্পানিকে আমরা বলে দেব যেন আমাদের রাখা হয়! হাসি পায় কষ্টে! নিজের যোগ্য সন্তানকে বর্গা দিয়া আবার সে সন্তানকে নিজের বাড়িতে কামলা খাটানো আরকি! আর বঙ্গতাজ কন্যা কে ভুল বুঝিয়ে দিতে সক্ষম হলো বিচক্ষণ সচিব মহোদয়, "আমরা তাদের রাখছি"! কি বিচিত্র দেশ! জানিনা এখানে কার কি স্বার্থ কাজ করছে! আর দেশটা কে চালাচ্ছে! জাতির পিতার আদর্শ নাকি নীতিভ্রস্টরা! এখন দেখার অপেক্ষা, মুক্তিযুদ্ধ পরবর্তী যে ভাগাড় থেকে জন্ম নিয়েছিল নারী পূর্নবাসন কেন্দ্র, আজকের মহিলা বিষয়ক অধিদপ্তর তথা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আবার সে ভাগাড়ে পরিণত হতে যাচ্ছে কি না! যেদিন আমার মত উচ্চ শিক্ষিত একটা মেয়ে শুধুমাত্র পেট আর সংসারের দায়ে নিজেকে বিক্রি করে দেবে! আর আমার ভেতরের আর্তনাদে অভিশপ্ত হবে পুরো দপ্তর!

অভিনন্দন জনাব  #সিমিন_হোসেন_রিমিসংসদ সদস্য - গাজীপুর -৪ আসনপ্রতিমন্ত্রী - মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
11/01/2024

অভিনন্দন জনাব #সিমিন_হোসেন_রিমি
সংসদ সদস্য - গাজীপুর -৪ আসন
প্রতিমন্ত্রী - মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

কেমন আছেন আইজিএর দক্ষ জনবল?ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো আবার শুরু হবে পথচলা... আজ ২০২৩ এর শেষ দিন, নতুন বছরটা আইজিএর হোক।ধ...
31/12/2023

কেমন আছেন আইজিএর দক্ষ জনবল?
ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো আবার শুরু হবে পথচলা...
আজ ২০২৩ এর শেষ দিন, নতুন বছরটা আইজিএর হোক।

ধৈর্য্য পরিশ্রম সততা বৃথা যায়না
সুদিনের অপেক্ষায়.....!!!

জাতীয় শোক দিবসে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
15/08/2023

জাতীয় শোক দিবসে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

29/06/2023

ঈদের আমেজ নেই মহিলা বিষয়ক অধিদপ্তরের IGA প্রশিক্ষণ প্রকল্পের কর্মচারীর ঘরে।

28/06/2023

লক্ষ্য যেখানে অটুট, বিজয় সেখানে অধরা থাকার কথা নয়।

★ ঈদ মোবারক ★

Address

37/3 Eskaton Garden Road
Dhaka

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 05:00
Sunday 09:00 - 05:00

Telephone

+8801531805652

Alerts

Be the first to know and let us send you an email when Income Generating Activities DWA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Income Generating Activities DWA:

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like