Smart Kenakata

Smart Kenakata Come to learn. সিদ্ধান্ত নিতে পারলে সফলতা আসবেই ইনশাআল্লাহ।
(2)

21/12/2023
T900 Ultra Smart Watch for Men Women 2.09″ Full Touch, Bluetooth Call, Sports, Hiwatch Pro Series 8Price: 950TK, অগ্রিম ...
12/12/2023

T900 Ultra Smart Watch for Men Women 2.09″ Full Touch, Bluetooth Call, Sports, Hiwatch Pro Series 8

Price: 950TK, অগ্রিম পেমেন্টে ফ্রি ডেলিভারি😍😍

Feature :
RAM: 196KB
ROM: 1MB+64MB
Wireless charging capability
Shows notification of Calls / Email / SMS / WhatsApp / WeChat & etc
Color: Black, Orange
Order Link: https://smartkenakata.com/product/t900-ultra-smartwatch-orange-color/
Smart Kenakata

বাইক টা দিছে শ্বশুরমশাই     আব্বা দিছে তেলতাই তো আমার গতির সাথে   জেট বিমান ও ফেল।দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয়গেলে ...
30/08/2023

বাইক টা দিছে শ্বশুরমশাই
আব্বা দিছে তেল
তাই তো আমার গতির সাথে
জেট বিমান ও ফেল।

দুর্ঘটনা ঘটলে ঘটুক
আমার কিসের ভয়
গেলে যাবে বাপ-শ্বশুরের
আমার কিছু নয়।

চলরে আমার মোটরগাড়ি
জোরসে মারো টান
কে কি বলে শুনব না আজ
ধরছি চেপে কান।

আহা হা হা কি মনোরম
গাঁয়ের বাঁকা রাস্তা
ছয় শ কিলো ঘুরে এসে
করব রে আজ নাস্তা।

এমন গতি তুলবরে আজ
আমার গতি দেখে।
থমকে যাবে পথের পথিক
পন্থ চলা রেখে।

গতির চোটে কাঁপছে মানুষ
উড়ছে পথের ধুলো
লাফিয়ে উঠছে পথের ধারের
বান্ধা ছাগল গুলো।

গতি আর ও বাড়িয়ে দিলাম
পথটা পেয়ে সরু
হঠাৎ দেখি সামনে আমার
বিশাল বড় গরু।

ধাক্কা লেগে হুন্ডা আমার
পড়ল গিয়ে খাদে
আমার তখন হুঁশ ছিল না
ফিরছে দুদিন বাদে।

দু দিন বাদে জ্ঞান ফিরলে
চেয়ে দেখি ভাই
আমার যে দুই পা ছিল তার
একটা সাথে নাই।

সকল কিছু শোনার পরে
চমকে গেল গা
বাইকটা না কি ঠিকই আছে
আমার গেছে পা।

আমার শখের বাইকে এখন
অন্য মানুষ চড়ে
পা হারিয়ে কান্দি আমি
বন্ধি হয়ে ঘরে।

ঘরে বসে ভাবি যদি
পা টা পেতাম ফিরে
তিড়িং বিড়িং ছেড়ে আমি
বাইক চালাতাম ধীরে।

মনরে বলি মন যদি তুই
বুঝতে দু দিন আগে
তবে কি তোর পা হারিয়ে
পঙ্গু হওয়া লাগে!

Collected

09/08/2023

চকরিয়া প্রধান সড়ক, কক্সবাজার

Wao!
04/08/2023

Wao!

গ্রামের সৌন্দর্য
03/08/2023

গ্রামের সৌন্দর্য

নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য!
03/08/2023

নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য!

বান্দরবানের অপরূপ দৃশ্য!
03/08/2023

বান্দরবানের অপরূপ দৃশ্য!

অপরূপ রাস্তা!
30/07/2023

অপরূপ রাস্তা!

চোখ জুড়ানো দৃশ্য!
30/07/2023

চোখ জুড়ানো দৃশ্য!

চমৎকার দৃশ্য!
30/07/2023

চমৎকার দৃশ্য!

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল...
16/06/2023

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।
১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!
২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!
৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।
গল্প কিন্তু এখানেই শেষ নয়
চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।
আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।
©️Copeid
সাংবাদিক- জয়নুল আবেদীন

💗 DXN Ganozhi Soap 💗👉 মুখের দাগ দূর করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকরী Dxn এর Ganozhi soapযা তৈরি হয় মাশরু...
07/06/2023

💗 DXN Ganozhi Soap 💗
👉 মুখের দাগ দূর করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকরী Dxn এর Ganozhi soap
যা তৈরি হয় মাশরুম আর পামওয়েল দিয়ে ।
DXN এর Ganozhi soap ব্যবহারে আপনার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, ব্রণ, ব্লাকহেডস সমস্যা কমে আসবে, মুখের কালো দাগ সরিয়ে চেহারায় লাবণ্য তৈরী করবে, প্রাকৃতিক রং ধরে রাখবে। (DXN Bangladesh fb Group) বয়সের ছাপ পড়ার হাত থেকে রক্ষা সহ আরো নানাবিধ উপকার আছে যা ব্যবহার না করলে বুঝতে পারবেন না।
সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরী বলে সব চেহারায় (স্কিনে) সাবান টি ১০০% মানানসই এবং কার্যকরী। এতে কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নেই
উপকারিতাঃ
১) যে কোন ধরণের ব্রণ, মেছতা দূর করে ।
২) এলার্জি নিবারণ করে ।
৩) স্কিন থেকে টক্সিন বের করে দেয় ।
৪) ব্ল্যাকহেড দূর করতে সহায়তা করে ।
৫) মুখের অতিরিক্ত তৈল বের করে দিয়ে প্রাকৃতিক তৈল সংরক্ষণ করে ।
৬) মুখের স্বাভাবিক আর্দ্রতা ঠিক রাখে ।
৭) ত্বককে কোমল, মসৃণ, উজ্জ্বল ও শুষ্ক রাখে ।
৮) সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত ।
৯) সঠিক পুষ্টি সরবরাহ করে সুস্থ ত্বকের নিশ্চয়তা দেয় ।
১০) প্রতিদিন সকালে ও রাতে ফেসিয়াল করলে রঙ উজ্জল হয় ।
DXN Bangladesh
১১) ত্বকের মৃত প্রায় কোষ গুলো এবং টিস্যু সজিব করে তুলে ।
১২) ত্বকের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে ।
১৩) চর্মের যে কোন সমস্যা কার্যকরভাবে প্রতিরোধ করে ।
১৪) কালো দাগ দূর করে ।
১৫) চামড়া কুঁচকে যাওয়া রোধ করে ।
১৬) বলিরেখা প্রতিরোধ করে আপনার বার্ধক্যকে লুকিয়ে রাখবে।
১৭) ত্বকের লোমকূপ থেকে ময়লা পরিষ্কার করে।
১৮) ফেসওয়াশ এর বিকল্প পরিষ্কারক হিসেবে ব্যবহার করা যায় ।
১৯) ক্ষতিকারক ক্যামিকাল বা ক্ষার না থাকায় নিশ্চিন্তে ব্যবহার করা
যায়।
DXN Bangladesh.................................................................
ঊপাদানঃ- গ্যানোডার্মা এর নির্যাস (উন্নত প্রজাতির লাল মাশরুম), পাম ফলের নির্যাস, ভিটামিন- ই, ৬ প্রজাতির উন্নতমানের ঔষধিগুণ সম্পন্ন মাশরুম, প্রাকৃতিক সুগন্ধি ইত্যাদি ।
এতে কোন কৃত্রিম রং , ক্যেমিকাল বা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নেই ।
সম্পূর্ণ ন্যাচারাল সাবান। সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরী বলে সব চেহারায়
(স্কিনে) সাবান টি ১০০% মানানসই এবং কারর্যকরী। এতে কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
প্রোডাক্টটি অর্ডারের জন্য ইনবক্স করুন ।

যে কোন জিজ্ঞাসা... 👇
Whatsapp=+8801766499188

Cloth LinenHome Made
06/06/2023

Cloth Linen
Home Made

💗 DXN Ganozhi Soap 💗👉 মুখের দাগ দূর করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকরী Dxn এর Ganozhi soapযা তৈরি হয় মাশরু...
05/06/2023

💗 DXN Ganozhi Soap 💗
👉 মুখের দাগ দূর করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে অত্যন্ত কার্যকরী Dxn এর Ganozhi soap
যা তৈরি হয় মাশরুম আর পামওয়েল দিয়ে ।
DXN এর Ganozhi soap ব্যবহারে আপনার চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, ব্রণ, ব্লাকহেডস সমস্যা কমে আসবে, মুখের কালো দাগ সরিয়ে চেহারায় লাবণ্য তৈরী করবে, প্রাকৃতিক রং ধরে রাখবে। (DXN Bangladesh fb Group) বয়সের ছাপ পড়ার হাত থেকে রক্ষা সহ আরো নানাবিধ উপকার আছে যা ব্যবহার না করলে বুঝতে পারবেন না।
সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরী বলে সব চেহারায় (স্কিনে) সাবান টি ১০০% মানানসই এবং কার্যকরী। এতে কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নেই
উপকারিতাঃ
১) যে কোন ধরণের ব্রণ, মেছতা দূর করে ।
২) এলার্জি নিবারণ করে ।
৩) স্কিন থেকে টক্সিন বের করে দেয় ।
৪) ব্ল্যাকহেড দূর করতে সহায়তা করে ।
৫) মুখের অতিরিক্ত তৈল বের করে দিয়ে প্রাকৃতিক তৈল সংরক্ষণ করে ।
৬) মুখের স্বাভাবিক আর্দ্রতা ঠিক রাখে ।
৭) ত্বককে কোমল, মসৃণ, উজ্জ্বল ও শুষ্ক রাখে ।
৮) সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত ।
৯) সঠিক পুষ্টি সরবরাহ করে সুস্থ ত্বকের নিশ্চয়তা দেয় ।
১০) প্রতিদিন সকালে ও রাতে ফেসিয়াল করলে রঙ উজ্জল হয় ।
DXN Bangladesh
১১) ত্বকের মৃত প্রায় কোষ গুলো এবং টিস্যু সজিব করে তুলে ।
১২) ত্বকের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে ।
১৩) চর্মের যে কোন সমস্যা কার্যকরভাবে প্রতিরোধ করে ।
১৪) কালো দাগ দূর করে ।
১৫) চামড়া কুঁচকে যাওয়া রোধ করে ।
১৬) বলিরেখা প্রতিরোধ করে আপনার বার্ধক্যকে লুকিয়ে রাখবে।
১৭) ত্বকের লোমকূপ থেকে ময়লা পরিষ্কার করে।
১৮) ফেসওয়াশ এর বিকল্প পরিষ্কারক হিসেবে ব্যবহার করা যায় ।
১৯) ক্ষতিকারক ক্যামিকাল বা ক্ষার না থাকায় নিশ্চিন্তে ব্যবহার করা
যায়।
DXN Bangladesh.................................................................
ঊপাদানঃ- গ্যানোডার্মা এর নির্যাস (উন্নত প্রজাতির লাল মাশরুম), পাম ফলের নির্যাস, ভিটামিন- ই, ৬ প্রজাতির উন্নতমানের ঔষধিগুণ সম্পন্ন মাশরুম, প্রাকৃতিক সুগন্ধি ইত্যাদি ।
এতে কোন কৃত্রিম রং , ক্যেমিকাল বা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নেই ।
সম্পূর্ণ ন্যাচারাল সাবান। সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরী বলে সব চেহারায়
(স্কিনে) সাবান টি ১০০% মানানসই এবং কারর্যকরী। এতে কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
প্রোডাক্টটি অর্ডারের জন্য ইনবক্স করুন ।

যে কোন জিজ্ঞাসা... 👇
Imo+Whatsapp=+8801766499188

 #মা😭চিতাবাঘটি  একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২...
28/05/2023

#মা😭
চিতাবাঘটি একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের চিত্রগ্রাহক ইগর আলতুনা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জনগণের ভোটের মাধ্যমে এই ছবিকে ওই বছরের সেরা পাঁচ ছবির একটি নির্বাচন করে। এই জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে তার মা।

28/05/2023

#শিক্ষনীয়পোষ্ট
পড়ে দেখতে পারেন !!

আপনি কি জানেন টাইটানিক মুভির সবথেকে ভাগ্যবান লোকটা কে?

সে কি জ্যাক? যে কিনা সবথেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদম না!

তবে কি রোজ? যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিলো? এবারও না!

জ্যাক বা রোজ কেউই না।

ভাগ্যবান লোকটি সেই অপরিচিতজন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিলো। যদি সে ওই জাহাজের টিকেট জিতে যেতো তাহলে হয়তো তাকে ঐ হিমশীতল পানিতে ডুবে মরতে হতো।

মাঝেমধ্যে হেরে যাওয়া ভালো।
- আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন।
- আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন।
- আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন।
- আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন।

সবকিছুই কোন না কোন কারণে ঘটে থাকে। মাঝেমধ্যে হেরে যাওয়াটাও ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোন বিপদের হাত থেকে রক্ষা করলেন।

(সংগৃহীত)

Address

Elephant Road
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Smart Kenakata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smart Kenakata:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All