27/02/2024
এখন মটরশুঁটির সিজন ! এটা খুব কম সময় পাওয়া যায় ! তাই যাদের এটা খেতে পছন্দ, তারা এখনই খুবই সহজে সংরক্ষণ করে রাখতে পারেন এভাবে !
#বছরজুড়ে_মটরশুঁটি_সংরক্ষণের_পদ্ধতি
পোলাও কিংবা খিচুড়ি যে কোনো খাবারের স্বাদ বাড়ায় মটরশুঁটি। পুষ্টিকর এই সবজি দিয়ে তৈরি করতে পারেন সালাদ অথবা যে কোনো তরকারির সঙ্গে মিশিয়ে খেতে পারেন।
শীতের সবজি মটরশুঁটি সারাবছর সংরক্ষণ করতে পারেন। আসুন জেনে নিই কীভাবে মটরশুঁটি সংরক্ষণ করবেন।
#পদ্ধতি_১
💁♂️মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিন। এর পর হাঁড়িতে পানি গরম করুন। ফুটে ওঠার আগে ১ টেবিল চামচ চিনি দিয়ে দিন। এটি ২ কেজি মটরশুঁটির জন্য।
💁♂️বলক আসার পর চুলার জ্বাল কমিয়ে দিতে হবে। এবার মটরশুঁটি দিয়ে ঢেকে দিন হাঁড়ি। বলক আসার পর ২ মিনিট রাখুন চুলায়।
💁♂️মটরশুঁটি ভেসে উঠলে ছাঁকনি দিয়ে পানি ঝরিয়ে গরম অবস্থায়ই ফ্রিজের ঠাণ্ডা পানিতে ঢেলে দিন। কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। তারপর পানি ঝরিয়ে ফ্যানের নিচে রেখে ঠাণ্ডা করুন।
💁♂️এবার ছোট পলিথিন ব্যাগ অথবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিন। এভাবে সংরক্ষণ করলে এক বছর পর্যন্ত ভালো থাকবে মটরশুঁটি।
#পদ্ধতি_২
💁♂️মটরশুঁটি গুলো প্রথম খোসা ছাড়িয়ে নিন। তার পর ধুয়ে একটি এয়ারটাড বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিন।এভাবে ও এক বছর পর্যন্ত ভালো থাকে।