Syam Khan Jr.

Syam Khan Jr. No limit to love��

এই কথাটা আমার কাছে খুব খুব ভাল লেগেছে 👉 গোপুত্রদের হিজাবী বা নন-হিজাবী দাসীরা আমাদের কেউ নয় বরং ওরা তাদেরই অন্তর্ভুক্ত। ...
31/03/2024

এই কথাটা আমার কাছে খুব খুব ভাল লেগেছে 👉 গোপুত্রদের হিজাবী বা নন-হিজাবী দাসীরা আমাদের কেউ নয় বরং ওরা তাদেরই অন্তর্ভুক্ত। ইসলাম তাদের থেকে মুক্ত এবং তারা ইসলাম থেকে মুক্ত।

08/03/2024
একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল । পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও ত...
01/12/2023

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল । পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাফ দেয় না। সে সহ্য করতে থাকে,,।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার ছিল না।
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায়।
এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে। কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি,
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে।
ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে
একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের বুঝতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও কখন সরে যাওয়া উচিত।
সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেয়াটাই হবে একটা স্মার্ট সিদ্ধান্ত।

26/10/2023

মহাখালী তিতুমীর কলেজের পাশে একটি ১৪ তলা বিল্ডিং এর ভয়াবহ অগ্নিকাণ্ড।

কিছুই বলার নাই.... চুরির একটা লিমিট আছে!!!চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করল।এই সংবাদ জানবার পর ব...
26/08/2023

কিছুই বলার নাই.... চুরির একটা লিমিট আছে!!!

চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণ করল।এই সংবাদ জানবার পর বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে তাদের মতামত জানাচ্ছে, তেমনি কিছু মতামত এখানে দিলাম--

১- আপনি জানেন কি, আমেরিকার নাসা (NASA) বা ভারতের ইসরো( ISRO) এর মতই বাংলাদেশে মহাকাশ গবেষণার জন্য একটি সংস্থা আছে,
যার নাম স্পারসো; ( SPARRSO)।

নাসায় কি হয় আমরা সবাই জানি। ভারতের ইসরো আজকে চাঁদে চন্দ্রযান-৩ পাঠালো। আর বাংলাদেশের স্পারসো এর সর্বশেষ দুইটি কাজ হলো,
- শেখ রাসেল দিবস উপলক্ষে মিলাদ আয়োজন।
-শোক দিবস উপলক্ষে দোয়া এবং আলোচনা সভা।

২-ভারত মাত্র ৬১৫ কোটি রুপি (৯০০ কোটি টাকা) খরচ করে চন্দ্র বিজয় করেছে। আর ঢাকার দুই সিটিতে ১৩০০ কোটি টাকা খরচ করে মশা মারতে পারে না।

৩- চন্দ্রযান ৩ ৩.৮৪ লাখ কিমি দূরে চাঁদে পাঠাতে ভারতের সর্বসাকুল্যে বাংলাদেশী টাকায় ৯০০ কোটি টাকা (৬১৫ কোটি রুপি) খরচ হয়েছে।

আর ,বঙ্গবন্ধু স্যাটেলাইট ৩৫ হাজার কি.মি. উপরে পৃথিবীর অরবিটে পাঠাতে বাংলাদেশের খরচ গেছে ৩০০০ হাজার কোটি টাকা!

৪-চন্দ্রযান-৩ মিশনে ভারতের বাজেট ছিলো ৬১৫ কোটি রুপি (৯০০ কোটি টাকা) আর আমাদের ফরিদপুরের ছাত্রলীগ নেতা নিশান একাই বিদেশে পাচার করেছে ২০০০ কোটি টাকা!

৫- চন্দ্রযান-৩ সফল ভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে ভারতের খরচ হয়েছে ৯০০ কোটি টাকা।
চট্টগ্রাম কক্সবাজার চার লেনের মহাসড়ক উন্নীত করতে কি.মি. প্রতি বাংলাদেশের খরচ হবে মাত্র ২৭৫ কোটি টাকা।

সর্বশেষ, ভারত ৯০০ কোটি টাকায় চাঁদ জয় করে।
আর বাংলাদেশ সরকার বিমানবন্দর থেকে জিয়ার নাম মুছে ফেলতে খরচ করে ১২০০ কোটি টাকা।

অথচ এই দেশ, মুক্তিযুদ্ধ,জয় বাংলা নিয়ে আমাদের কত গর্ব !

©

17/08/2023

হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা
Ashraf Ali Nizampuri হাফিজাহুল্লাহ।

প্রসঙ্গ: গায়েবানা জানাযা

গায়েবানা জানাযা নিঃসন্দেহে বিদআত। কিন্তু, কথা হলো—গায়েবানা জানাযা কি কিয়াম-মীলাদ-ওরশের মতো বিদআত?
কোনো কাজ বিদআত প্রমাণ করার জন্য কাজ সম্পাদনকারীর নিয়ত কী—তাও বিবেচনায় নিতে হয়।
হাঁটুর ব্যথা নিরাময়ের জন্য কেউ যদি এক ঘন্টা কিয়াম করে তা কি বিদআত হবে?
যারা গায়েবানা জানাযা পড়তে চান তারা কি বাস্তবেই সাওয়াবের উদ্দেশ্যে পড়তে চান,
জিগ্যেস করুন! তাদের উদ্দেশ্য হলো—কিছু মানুষকে এক জায়গায় জমায়েত করা। কিছুক্ষণ বক্তৃতা অতঃপর চারটি তাকবীর বলে পরিস্থিতি বুঝে একটি মিছিল বের করা—এইতো গায়েবানা জানাযা!
মাওলানা সাঈদীর লাশ এখনো দাফন হয়নি। হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফি.র বিবৃতি, মুফাক্কিরে ইসলাম আল্লামা সুলতান যাওক নাদভী হাফি.সহ মুসলিম বিশ্বের প্রায় বড় বড় স্কলারদের তা'যিয়াত নামা; শোকগাঁথা...এমন প্রেক্ষাপটে গায়েবানা জানাযা দাত-বিদআতের মাসআলা দেওয়ার আদৌ কী প্রয়োজন ছিলো!

সৎ সাহস থাকলে ‘শোক দিবস’ পালন সম্পর্কে কথা বলুন। যালিমের যুলুমের বর্ণনা দিন। মাযলূমের পক্ষে আওয়াজ তুলুন।
অতীতের অভিজ্ঞতায় দেখা যায়—আমরা অনেক সময় মূল ইস্যু বাদ দিয়ে ‘কী জন্য যেন’ শাখাগত ইস্যু নিয়ে কথা বলতে মজা পাই।
©️

পারিবারিকভাবে বিয়ে করার ক্ষেত্রে দুইটি ব্যাপার °অবশ্যই অবশ্যই° মাথায় রেখে বিয়ে করবেন তাহলে ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হ...
21/07/2023

পারিবারিকভাবে বিয়ে করার ক্ষেত্রে দুইটি ব্যাপার °অবশ্যই অবশ্যই° মাথায় রেখে বিয়ে করবেন তাহলে ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ।

১। বিয়ে করার পূর্বে অবশ্যই
মেয়ের বাবা-মার সম্বন্ধে
ভালোভাবে খোঁজ নেবেন
যদি আশেপাশের লোক
তাদের সম্বন্ধে পজেটিভ ধারণা দেয়
তাহলে সামনে এগোতে পারেন।

২। মেয়ের দ্বীনদার কিনা সেদিকে দেখতে হবে কারণ একজন দ্বীনদারি নারী সাংসারিক হয় এবং স্বামী ভক্ত হয়।
বি.দ্র: যে পরিবারে বিয়ে করতে যাচ্ছেন সেই পরিবারের এক বা একাধিক সন্তান যদি পালিয়ে বিয়ে করে তাহলে অবশ্যই সেখানে বিয়ে করা থেকে সরে আসবেন এটাই আপনার জন্য মঙ্গলজনক হবে। বুঝতেই পারতেছেন আগাহাল যে পাশে যায় পিছা হাল সে পাশেই যাবে কিছুটা ব্যতিক্রম থাকতে পারে তবে বেশি ভাগই পিছে পিছে যায়।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Syam Khan Jr. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All

You may also like