পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুহুর্তের স্থিরচিত্র অমর-অক্ষয় হয়ে স্থান করে নিয়েছে ইতিহাসের পাতায়, অসাধারণ কিছু মানুষের জন্য। মানুষকে ভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে সমাজকে-বিশ্বকে উপলব্ধি করতে সাহায্য করেছে। এরকম শক্তিশালী কিছু ছবির মাঝে থেকে ব্যক্তিগত পছন্দের কতগুলো রয়েছে, যেই ছবিগুলো এখনও যতবার দেখি আমাকে বিস্ময়ে অভিভূত করে দেয়। এই ছবিগুলোর পেছনের ইতিহাসও ঠিক ততোটাই শক্তিশালী। সেইসব দুর্লভ কিছু ছবি স
ংগ্রহ করা হয়েছে। সেখান থেকে বৃটিশ শাসিত বাংলা থেকে আজকের স্বাধীন বাংলাদেশ অংশ নিয়ে তোলা ১,০০০ এরও অধিক ছবি নিয়ে দুইটি এলবাম তৈরি করা হয়েছে, এবং যা ক্রমবর্ধমান
ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ কিংবা আশীর্বাদ। ইতিহাসের দর্পনে জাতি দেখতে পায় নিজের রূপ ,আপন আত্নত্যাগের কাহিনী এবং অতীতের শিক্ষা থেকে বর্তমান পরিস্থিতি নিরূপন করতে সহায়তা লাভ করে। আজ থেকে দেড়-দুইশ বছর পরে আমি আপনি থাকবো না, কিন্তু আমাদেরই কোন উত্তরাধিকার ততদিনে এই দেশটার আলো হাওয়ার বেড়ে উঠবে যেমনটা আজকে আমি আপনি এই এলবামের ১৮ শতকের ছবিগুলো দেখে বিস্মিত হচ্ছি ! ঠিক তেমনি আমাদের পরের প্রজন্মও যাতে আমাদের বর্তমান আজকের একবিংশ শতাব্দীর ছবি দেখে বলতে পারে।
" ইশ!! তখন কি সুন্দর ছিল আমাদের দেশটা !!"
‘জীবনের ছবি আঁকা, আর ইতিহাস লেখা এক কথা নয়’, অথচ এই দুইয়ের মধ্যে মিল আছে.. সেই দৃষ্টিভঙ্গি থেকেই এই আলোকচিত্রের অ্যালবাম প্রকাশ করার ক্ষীণ প্রচেষ্টা গ্রহণ করা হলো। আর কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি নাম না জানা সেই সব ফটোগ্রাফারদের যারা কারিগরি সীমাবদ্ধতা সত্ত্বেও তাদের ক্যামেরায় ইতিহাসকে ধারণ করেছিলেন। এই এলবামটিতে সবমিলিয়ে ১,০০০ টি আলোকচিত্রের সন্নিবেশ করা হয়েছে, এবং এলবামটির ২য় পর্ব ক্রমবর্ধমান। আশা করি ভালো লাগবে ।
ব্রিটিশ শাসিত বাংলা থেকে আজকের বাংলাদেশের অগ্রযাত্রায় আপনাকে স্বাগতম। যেহেতু ছবিগুলো শতাব্দীকাল পুরনো তাই দিন-তারিখ কিংবা স্থান-কাল-পাত্রভেদে তথ্যগত বিভ্রান্তি থাকতে পারে এবং সেটা স্বাভাবিক। আপনাদের সে সংক্রান্ত নির্ভরযোগ্য সংশোধনী জানা থাকলে অবশ্যই সংশ্লিষ্ট ছবির কমেন্টে লিংক বা সূত্রসহ দিবেন। অবশ্যই তা গ্রহণ করা হবে এবং সংশোধনী দেয়া হবে। সকল ছবির নাম না জানা কপিরাইট হোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই 'অসাধারণ' দেশের অসাধারণ কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের উপর এই প্রচেষ্টাটি যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আমি কৃতজ্ঞ।
Image Courtesy:
* ই-বে,
* জন্মযুদ্ধ ৭১,
* ব্রিটিশ লাইব্রেরি,
* লাইফ ম্যাগাজিন,
* ওল্ড ইন্ডিয়ান ফটো'স,
* মুক্তিযুদ্ধের গল্প শোনো,
* পাকিস্তান ডিফেন্স ফোরাম,
* বাংলাদেশ ওল্ড ফটো আর্কাইভ,
* ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন,
* বিভিন্ন ওয়েব পেজ এবং ব্লগ সাইট,
* বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকাসমূহ,
* মুক্তিযুদ্ধ গবেষণা ও চেতনা বিকাশ কেন্দ্র,
* বাংলাদেশের দুষ্প্রাপ্য কিছু ফটোগ্রাফের কালেকশন,
* আর কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি নাম না জানা সেই ফটোগ্রাফারদের যারা ক্যামেরায় ইতিহাস ধরে রেখেছিলেন।
পরিশেষে এই প্রত্যাশাই করি, আমাদের দেশটার অতীত যতটা গৌরবময় ছিল ভবিষ্যত যেন তারচেয়েও সুন্দর হয়।