Kosto কষ্ট

Kosto কষ্ট reels creator
(1)

15/03/2024
স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ের আগে তুমি কি কারও সঙ্গে প্রেম করেছ?স্ত্রী বলল, হ্যাঁ।স্বামী রেগে বলল, তাহলে ওই হতচ্ছাড়...
26/01/2024

স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ের আগে তুমি কি কারও সঙ্গে প্রেম করেছ?

স্ত্রী বলল, হ্যাঁ।

স্বামী রেগে বলল, তাহলে ওই হতচ্ছাড়ার নাম বলো। এক্ষুনি গিয়ে দাঁত ভেঙে দিয়ে আসি।

স্ত্রী বলল, ওগো, তুমি একা কি তাদের সবার সঙ্গে পারবে?😎😎😎

বাবা : আজ স্কুলে দুষ্টামি করিসনি তো?ছেলে: না বাবা, ক্লাসে আজ পুরো সময় বেঞ্চের ওপর দাঁড়িয়েছিলাম! দুষ্টামি করার সুযোগই পাই...
26/01/2024

বাবা : আজ স্কুলে দুষ্টামি করিসনি তো?
ছেলে: না বাবা, ক্লাসে আজ পুরো সময় বেঞ্চের ওপর দাঁড়িয়েছিলাম! দুষ্টামি করার সুযোগই পাইনি!😋😋😋

25/01/2024

ভয়াবহ সুন্দর প্রকৃতি ও বজ্রপাত

কিচ্ছু বলার নাই 😛😛😛😛
25/01/2024

কিচ্ছু বলার নাই 😛😛😛😛

গ্রামের মাতব্বর চিন্তাগ্রস্ত মুখে চা স্টলে বসে আছেন। তার এক বন্ধু জিজ্ঞাস করেন: কি ব্যাপার? সব ভালো তো!মাতব্বর: আর বলিস ...
24/01/2024

গ্রামের মাতব্বর চিন্তাগ্রস্ত মুখে চা স্টলে বসে আছেন।
তার এক বন্ধু জিজ্ঞাস করেন: কি ব্যাপার? সব ভালো তো!
মাতব্বর: আর বলিস না! দুই টনের এসি কিনে বাড়ি আনার পর ওজন করে দেখি সেটা মাত্র বত্রিশ কেজি! এভাবে ঠকাবে, আমার ধারণার বাইরে!😋😋😋

😆😆😆😆ভাল্লাগছে 😆😆😋😋
23/01/2024

😆😆😆😆ভাল্লাগছে 😆😆😋😋

ঠিক সময়ে কর্মীদের অফিসে আনার কৌশল:এক অফিসের কর্মচারীরা সবাই অফিসে একদম ঠিক সময়ে পৌঁছে যান। সেই অফিসের বসকে তার এক বন্ধু ...
23/01/2024

ঠিক সময়ে কর্মীদের অফিসে আনার কৌশল:

এক অফিসের কর্মচারীরা সবাই অফিসে একদম ঠিক সময়ে পৌঁছে যান। সেই অফিসের বসকে তার এক বন্ধু জিজ্ঞেস করলেন, ‘তোমার কর্মচারীদের কী এমন জাদু করেছ যে তারা এত সময়ানুবর্তী হয়ে গেল?’
বস হাসতে হাসতে বললেন, ‘জাদু না হে, আমার অফিসে একটা চেয়ার কম। সবাই সময়মতো পৌঁছাতে চেষ্টা করে, যেন দাঁড়িয়ে থাকতে না হয়!’😜😜😜😜

😋😋😝😋😋ছেলে: মা, বাবার চোখে চশমা কেন?মা: তুমি বাবার কথা শোনো না যে তাই! যাদের ছেলে কথা শোনে না তাদের এমন হয়।ছেলে: ওহ! এবার...
23/01/2024

😋😋😝😋😋
ছেলে: মা, বাবার চোখে চশমা কেন?

মা: তুমি বাবার কথা শোনো না যে তাই! যাদের ছেলে কথা শোনে না তাদের এমন হয়।

ছেলে: ওহ! এবার বুঝলাম, কেন দাদু ভাইয়ের চোখে এত পাওয়ারের চশমা!😜😜😜

😀😀😀😀😜😋😝দুপুরে অফিসে বসে আছেন স্বামী। মোবাইলে ফোন এল। স্ত্রী ফোন করেছেন।স্ত্রী: লাঞ্চ করেছো?স্বামী: রোজ সেই একই অপ্রয়োজনী...
22/01/2024

😀😀😀😀😜😋😝
দুপুরে অফিসে বসে আছেন স্বামী। মোবাইলে ফোন এল। স্ত্রী ফোন করেছেন।
স্ত্রী: লাঞ্চ করেছো?
স্বামী: রোজ সেই একই অপ্রয়োজনীয় প্রশ্ন? লাঞ্চ তো রোজই করি। আচ্ছা, গুরুত্বপূর্ণ কোনও কথা থাকলে বলো।
স্ত্রী: আচ্ছা, গাজা ইস্যুতে আরব-মার্কিন সম্পর্কের অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতি ঘটলে এদেশে মধ্যবিত্ত শ্রেণীর উপর যে নেতিবাচক প্রভাব পড়বে তা মোকাবিলার জন্য রিজার্ভ ব্যাঙ্ক কী কী পদক্ষেপ করতে পারে বলে তুমি মনে করো?

স্বামী: হ্যাঁ, লাঞ্চ করেছি।

😜😜😋😜😜

21/01/2024

তুমি বোঝো? কতো ভালোবাসি তোমাকে?
যতটা আকাশ তার বিশাল বুকে, মেঘকে ধরে রাখে।

মোঃনাজমুল হাসান Kosto কষ্ট Everyone Rangpur Squad Bangla Comedy

21/01/2024

এক লোক তার বন্ধুদের কাছ থেকে প্রায়ই এটা-ওটা চেয়ে নিত। একদিন সে তার এক বন্ধুকে গর্ব করে বলছিল, আমার গায়ের শার্ট, প্যান্ট, জুতা, মোজা এমনকী টাই-টা পর্যন্ত আমার বন্ধুদের কাছ থেকে পাওয়া—বলতে পার শুধু গায়ের চামড়াটাই আমার।

বন্ধুটি তার উপর আগে থেকেই রেগে ছিল। বলল, চামড়াটাও তোমার নয় বন্ধু, ওটা গণ্ডারের।

#ফানি #জোকস #কৌতুক

মুখস্থ করেছি তোকে            মোঃনাজমুল হাসান-              মুখস্থ করেছি তোকে -       বিস্মিত হয়েছি  প্রতিবার পাঠে। ফসলের...
20/01/2024

মুখস্থ করেছি তোকে
মোঃনাজমুল হাসান

-
মুখস্থ করেছি তোকে -
বিস্মিত হয়েছি প্রতিবার পাঠে।
ফসলের মাঠে কৃষাণের লেখা কবিতার মতো,
মুগ্ধ হয়েছি কতেকবার।
কখনোবা রিনিঝিনি বরষার নৃত্যে,
চিত্তে জেগেছিলো প্রেম!
ভেগেছিলো দুরাশার স্বপ্নগুলো, পুরনো অতীত।

মুখস্থ করেছি তোকে-
ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে ঠোঁটস্থ করেছি চাওয়া গুলো।
ফুলের উপরে বসা অলিদের মতো,
চুমু এঁকেছি কতেকবার।
কখনোবা প্রজাপতিদের মতো-
ডানা মেলে উড়তে চেয়েও উড়তে পারিনি!
হ্যাঁ হ্যাঁ পড়ে গেছি,প্রেমেতে পড়েছি বারবার।

মুখস্থ করেছি তোকে-
দারস্থ হয়েছি সেই নবযৌবনা বসন্তে।
ডালে বসে থাকা ওই কোকিলের মতো,
গান গেয়েছি কতেকবার।
কখনোবা কাম জাগা প্রেমিকের মতো-
আঁকড়ে ধরেছি বাহু,
জড়িয়ে নিয়েছি বুকে,মিলিয়েছি শরীরে শরীর।

মুখস্থ করেছি তোকে-
ঘুরে বেড়িয়েছি অবুঝ মনের অলিগলি।
উর্বর জমিতে পুঁতে রাখা বীজটার মতো,
অঙ্কুরিত হয়েছি যতনে।
কখনোবা নবজাতকের মতো-
নিষ্পাপ হতে চেয়েছি,
লুকিয়ে রেখে বিরহ ব্যথা-হতে চেয়েছি প্রেমিক।

মুখস্থ করেছি তোকে-
বেশিই কঠিন তোর গাণিতিক সমাধান।
প্রকৃতির বাধাহীন নিয়মের মতো,
থেমে গিয়ে চলেছি আবারো।
কখনোবা এলোমেলো জ্যামিতির মতো-
আঁকিবুকি করেছি নিরবে,
বৃথাই বেড়েছে ক্ষত,তবুও চেয়েছি তোকে বারবার।

মুখস্থ করেছি তোকে-
ভুলে যেতে পারবো না কখনো।
শরীরে বহমান রক্তের কণিকার মতো,
মিশে গেছিস শিরা -উপশিরায়।
সেই তোকে আজ পাষাণের মতো -
কী করে যে ভুলে থাকা যায়?
ভুলে থাকা যায়! ভুলে থাকা যায়?

মোঃনাজমুল হাসান Kosto কষ্ট Rangpur Squad

শাশুড়ি বলছে: মা আজ থেকে তুমি এ বাড়িরই একজন সদস্য। আমারমেয়ে তুমি, আমাকে তুমি মা ডাকবে।নতুন বউ : আচ্ছা মা।সারা দিনের কা...
20/01/2024

শাশুড়ি বলছে: মা আজ থেকে তুমি এ বাড়িরই একজন সদস্য। আমার
মেয়ে তুমি, আমাকে তুমি মা ডাকবে।
নতুন বউ : আচ্ছা মা।
সারা দিনের কাজ শেষে জামাই বাসায় আসছে কলিংবেল বেজে উঠলো।
শাশুড়ি : এই কে এলো, দেখোতো বউ মা ?
নতুন বউ : মা! মা!! ভাইয়া এসেছে।

Kosto কষ্ট Bangla Comedy

আপনি ফেইসবুকে কেন আসেন??😂😂উত্তর না দিলে বুঝবো ১২ নাম্বারে আছেন😃১.বয়ফ্রেন্ড খুঁজতে😃২.গার্লফ্রেন্ড খুঁজতে😍৩.খবর পড়তে😱৪.আমা...
19/01/2024

আপনি ফেইসবুকে কেন আসেন??😂😂

উত্তর না দিলে বুঝবো ১২ নাম্বারে আছেন😃

১.বয়ফ্রেন্ড খুঁজতে😃

২.গার্লফ্রেন্ড খুঁজতে😍

৩.খবর পড়তে😱

৪.আমার সাথে প্রেম করতে☺

৫.হুদাই😂

৬.আড্ডা দেয়ার জন্য☺

৭.ভালো বন্ধু খুঁজতে😁

৮.মজার মজার গল্প পড়তে😂

৯.প্রচার করতে😃😱

১০.কুটনামি করতে👿

১১.সুন্দর সুন্দর মেয়েদের পিক দেখতে😱

১২.অন্য মতলব😹

১৩. সুন্দর সুন্দর ছেলেদের পিক দেখতে😂

১৪.না কি আমার সাথে ঝগড়া করতে🙈🙈🙈

ছেলে : আমি তোকে স্পর্শ না করেই কিস করবো!মেয়ে : তুই এটা কখনো করতে পারবি না!ছেলে : তাইলে বাজি ১০ টাকা!? মেয়ে : ঠিক আছে! ছে...
19/01/2024

ছেলে : আমি তোকে স্পর্শ না করেই কিস করবো!
মেয়ে : তুই এটা কখনো করতে পারবি না!
ছেলে : তাইলে বাজি ১০ টাকা!? মেয়ে : ঠিক আছে! ছেলেটি মেয়েটিকে জড়িয়ে ধরে কিস করলো!! তারপর মেয়েটি রাগান্বিত হয়ে বলল, “ আমাকে স্পর্শ করলি ক্যান??ছেলেটি উত্তর দিল মাথা ঠান্ডা কর “ এই নে ১০ টাকা!

মোঃনাজমুল হাসান Kosto কষ্ট Bangla Comedy #কৌতুক #জোকস #ফানি

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kosto কষ্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kosto কষ্ট:

Videos

Share

Category

Nearby media companies