02/12/2024
‘স্থাপত্য ও নির্মাণ’-এর সম্পাদনা পরিষদের যুগ্ম সম্পাদক, ‘নগর উন্নয়ন অধিদপ্তর’- এর সাবেক স্থপতি ও পরিকল্পনাবিদ, ডঃ খুরশীদ জাবিন হোসেইন তৌফিক, আইএবি (IAB)-এর ২৬তম নির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এর ‘সম্পাদক (পরিবেশ ও নগরায়ন)’ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘স্থাপত্য ও নির্মাণ’ পরিবারের পক্ষ থেকে আমরা তার সাফল্য কামনা করছি।