06/06/2022
আমরা এখান প্রায় সবাই উদ্যোক্তা হতে চাই, কিন্তু দূৃৃঃখের বিষয় হলেও সত্য মার্কেটিং এ আমরা ততটা দক্ষ না, মার্কটিং এর অনেকগুলো শাখা প্রশাখা আছে। তার মধ্যে একটি হল “Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)”
“Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” এই শব্দটি কি ?
বর্তমানে ইন্টারনেটের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে, মানুষ এখন টেলিভিশন দেখা বাদ দিয়ে সময় কাটাচ্ছে বিভিন্ন সামাজিক সাইটে বা YouTube, vimeo, TikTok, এ। এক পরিসংখ্যায় দেখা গেছে শুধু মাত্র বাংলাদেশেই ২০১৯ সালে ইন্টারনেট ব্যাবহারকারীর সংখ্যা ৯১.৬ মিলিয়ন। সক্রিয় মোবাইল সামাজিক সাইট ব্যাবহার কারীর সংখ্যা ৩৪ মিলিয়ন, এর মোবাইলে সামাজিক সাইট ব্যাবহার কারীর সংখ্যা ৩২ মিলিয়ন। সংখ্যা টা নিশ্চয় অবাক করার মতো তাই না, হ্যাঁ পরিসংখ্যান তাই বলছে, তাহলে ভাবুন ২০২২ এসে এর সংখ্যা কত এসে দাড়ায়, আর সামনে বা নাই গেলাম।
“Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” এখানে ২টি শব্দ আছে, আগে জানি আমরা Marketing কি ?
Marketing কি ?
সংক্ষেপে বলতে গেলে কোন পন্য/সেবা ভোক্তা বা গ্রাহকের কাছে পৌঁছানোর জন্যে যা যা করা হয় তার সবকিছুই হল মার্কেটিং। যেমন আপনার পন্যের বিজ্ঞাপণ দিতে পারেন, মাইকিং করতে পারেন, সারা দেশে পোস্টার লাগিয়ে ভরে ফেলতে পারবেন, এগুলোই হল মার্কেটিং।
মার্কেটিং কেন করতে হয় ?
ধরে নিলাম আপনি ব্যাবসা করতে চান? অনেক ব্যাবসার মাঝে বেছে নিলেন আপনি টি-শার্টের ব্যাবসা করবেন, যেই ভাবা সেই কাজ বাজারে একটা খুব সুন্দর দোকান খুলে বসলেন। এখন আপনি চান আপনার দোকানে প্রচুর গ্রাহক আসুক, কিন্তু মানুষজন তো জানে না আপনার দোকান আছে? এবার আপনার দোকান সর্ম্পকে মানুষ জানবে কিভাবে ? শুরু করে দিলেন মাইকিং, পোস্টার দিয়ে সারা পাড়া মহাল্লা ভরিয়ে ফেললেন, এটাই হল মার্কেটিং। আর এই যে মাইকিং/পোস্টার এই গুলো গতানুগতিক বা সাধারণ মার্কেটিং।
এবার আসা যাক “Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” কি ?
খুব সহজ কথায় বলতে গেলে ইন্টারনেটের মাধ্যমে কোন পন্য বা সেবার বিজ্ঞাপণ দেওয়াকে “Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” বলে।
মার্কেটিং ২ প্রকার
১। গতানুগতিক বা সাধারণ মার্কেটিং। যেমন : মাইকিং করা, পোস্টারিং করা, টিভিতে বিজ্ঞাপণ দেওয়া।
২। “Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)”। যেমন : ফেসবুকে বুস্ট করা, ইমেইলের মাধ্যমে বিজ্ঞাপণ দেওয়া।
মূলত ইন্টারনেটের সহজলভ্যতার কারণে দিন দিন গতানুগতিক বা সাধারণ মার্কেটিং এর চাইতে “Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” জনপ্রিয়তা বেড়েই চলেছে।
“Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” করার বিভিন্ন মাধ্যম রয়েছে, সেগুলো হল :
১। সোস্যাল মিডিয়া মার্কেটিং।
২। কন্টেন্ট মার্কেটিং।
৩। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
৪। সার্চ ইঞ্জিন মার্কেটিং।
৫। ডিজিটাল ডিসপ্লে মার্কেটিং।
৬। পুনঃলক্ষ্য স্থির এবং পুনঃমার্কেটিং।
৭। মোবাইল মার্কেটিং।
৮। ইন্টারেক্টিভ মার্কেটিং।
৯। ভাইরাল মার্কেটিং।
১০। ইমেইল মার্কেটিং।
১১। এ্যাফিলিয়েট মার্কেটিং।
১২। ডিজিটাল মিডিয়া প্ল্যানিং এন্ড বায়িং।
১৩। ওয়েব এনালেটিক্স।
বর্তমান এই Digital যুগের সাতে তাল মিলিয়ে চলতে হলে আপনার পন্যের বিজ্ঞাপণ “Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” এর মাধ্যমেই করতে হবে।
“Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” এর সুবিধা :
আপনি খুব অল্প খরচে বিজ্ঞাপণ দিতে পারবেন, বিজ্ঞাপণ দেওয়ার সাথে সাথে গ্রাহক পাবেন, গ্রাহক বা ভোক্তার প্রকাভেদ অনুযায়ী বিজ্ঞাপণ দিতে পারবেন, কমে সময়ে লাখ লাখ গ্রাহকের কাছে বিজ্ঞাপণ দিতে পারবেন, “Digital Marketing (ডিজিটাল মার্কেটিং)” এর মাধ্যমে সঠিক গ্রাহক নির্ণয় করা যায় বা পূর্ণাঙ্গ ডাটা পাওয়া যায়, যেমন গ্রাহকের বয়স বা লিঙ্গ নিদ্ধারণ করা যায়।
আজ মার্কেটিং নিয়ে কথা এই পর্যন্ত। ভাল থাকবেন সবাই।