Islami Janala

Islami Janala ইসলামী জানালা পেজটিতে নিয়মিত ইসলামিক বিষয়গুলো শেয়ার করা হয় ।

01/12/2024

মসজিদ ভে*ঙে ম*ন্দি*র নির্মাণ করা দেশ, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়।
ব্যাপারটি নিতান্তই হাস্যকর!
Mizanur Rahman Azhari

30/11/2024

পৃথিবীর একমাত্র “হিন্দু রাষ্ট্র” নেপাল কেন তী'ব্র
ভ|রত বি'রো'ধী?
-মাহমুদুর রহমান

30/11/2024

সাংবাদিক ইলিয়াসের ভিডিওটি দেখেছেন তো
(লিংক কমেন্টে)

27/11/2024

এই পোষ্টের ১ম কমেন্ট চেক করুন (লিংক)

16/11/2024

ইতিহাস ভালো করে পড়ুন,
’’নৌকা’’ পানি ছাড়াও পাহাড়ে চলে।
আরে ভাই, আমলীগের নয় সুলতান মেহমেদের’’নৌকা’’ 😎

25/10/2024

যাদের ছাত্রলীগ বলে চিনতাম তাদের অকাল মৃত্যু হয়ে। আফসোস লীগের ব্যানারে যারা আত্মপ্রকাশ করেছে, তাদের তো চিনতাম না। কোথা থেকে এলো এরা

25/10/2024

ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতে থমকে গিয়েছিলাম। ইতিহাস খুঁজে দেখলাম অতীতেও বীর আয়াশের বীরত্বে আঁতকে উঠেছিল ইজরাইল।

25/10/2024

আপনি নিজেকে যতই সেকুল্যার প্রমাণের চেষ্টা করেন না কেন,
দিনশেষে ইতিহাস আপনার ধর্ম দিয়েই আপনাকে বিচার করবে!

23/10/2024

এতদিন সবাইকে জঙ্গি বলা ছাত্রলীগ, যখন নিজেই সন্ত্রাসী জঙ্গি সংগঠন।
আর কাকে বিশ্বাস করব?

17/10/2024

মন্দিরে শ্লোক পড়ার কারণে না বুঝেই তো সমালোচনা অনেক করলেন। কিন্তু মাদ্রাসা বোর্ডের সচিব যখন হিন্দু ছিলো তখন আপনি কোথায় ছিলেন ?

12/10/2024

মিজানুর রহমান আযহারী মালয়েশিয়া ঢুকতে না পাওয়ার বিষয়টি গুজব।
কমেন্টে প্রমাণ দেখুন

12/10/2024

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পয়েন্টে ভেরিফিকেশনে একটু সময় নিয়েছিল। আমি ঠিক আছি। অযথা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।
-মিজানুর রহমান আযহারী-

11/10/2024

পূজা মণ্ডপে ইসলামি গানকে আপনারা যেই কারণে সাংঘর্ষিক মনে করতেছেন, ঠিক একই কারণে রবীন্দ্রনাথের জাতীয় সংগীত নিয়া মোল্লারা আপত্তি জানায়।
পার্থক্য হলো, পূজা মণ্ডপের ইমোশন আপনাদের বেশ কাছে গুরুত্বপূর্ণ, আর মোল্লার ইমোশন আপনার কাছে জঞ্জাল।
আপনাদের চামড়ার ভেতরে সাম্প্রদায়িকতা, চামড়ার বাইরে অসাম্প্রদায়িকয়ার মুখোশ।
আপনাদের মূল বক্তব্য হলো— ধর্ম যার যার, দোষ মুসলমানের।
এই ইস্যুতেও দেখব যে— মন্দিরে ওদেরকে কারা ডাকল, কেন ডাকল, কেন গাইতে দিল— এই সবই আপনারা আড়াল করে রাখবেন। এবং চেষ্টা করবেন কীভাবে দোষটা মুসলমানের ঘাড়ে চাপানো যায়। মজার বিষয় হলো— এই গাণ্ডুগিরিটা কোনো হি ন্দু ভাই এসে করবে না, করবেন আপনি। মুসলমানের ঘরে জন্ম নেওয়া মীরজাফর।
শিবলি আহমেদ

10/10/2024

কয়েকটি বিষয় মেলাতে পারছি না:
১) ইসলামী শিল্পিগোষ্ঠীেকে কেন পুজমন্ডবে আমন্ত্রণ জানানো হলো? তারা তো বাদ্যযন্ত্র বা গিতা পাঠ করবে না। এটা সবারই জানা।

২) যারা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্লোগান তোলেন। তারাও এই ঘটনাকে সাম্প্রদায়িক হিসেবে দেখানোর চেষ্টা চালাচ্ছে। অথচ গানের ভিতরের কথাগুলো সবধর্মের লোকদের উদ্দ্যেশ্য করেই লেখা।

৩) ‘‘ধর্ম যার যার উৎসব তার তার’’ - ফাইনালি এটাই প্রমাণিত হলো (না সবার, না সার্বজনীন)

৪) শিল্পীরা জোর করেই কি মঞ্চে উঠেছে নাকি দাওয়াত দেয়া হয়েছে? গানের শেষে দেখলাম শিল্পীদের অসাম্প্রদায়িক গানের জন্য ধন্যবাদ দেয়া হলো। সেটাই কিভাবে সাম্প্রদায়িক হলো?

আর মোটের উপর কথা হলো রাষ্টীয় নিরাপত্তা ব্যতীত অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে যোগ দেয়া একজন মুসলমান হিসেবে কাঙ্খিত নয়। যতই ধর্ম যার যার উৎসব সবার বলা হোক। সুযোগ পেলে তারাই কথা পাল্টাবে। যেটা এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি।

মুসলমানদের ইফতার পার্টিতে অন্যান্য ধর্মাবলম্বিদের অংশগ্রহণ দেখেছি। কোন হইচই হয় নাই। সাম্প্রদায়িক বা অসাম্প্রদায়িকতার প্রশ্ন আসে নাই।
এখন হিন্দু ধর্মাবলম্বীরাই এটাকে কিভাবে সমাধান করবে সেটাই দেখার বিষয়?

02/10/2024

শিবির আসলে পাইছে কি?
প্রথমে স্বভাপতি, তারপর সেক্রেটারি।
এখন আবার পূর্ণাঙ্গ কমিটির নামে মিডিয়া দুদিন পর কাঁপাচ্ছে

02/10/2024

এতোদিন জানতাম শিয়াদের ঈমান নাই।
আজ তাদের মিসাইল হামলায় ঈমানদাররা এতো উচ্ছসিত কেন?
🤔

নারী পুরুষের বাইরে যারা তাদেরকে অন্য গ্রহে পুনর্বাসন করা হোক।হিজড়া বলতে যাদের বুঝি তাদের সাইন সিমটমের উপর নারী পূরুষ নির...
01/10/2024

নারী পুরুষের বাইরে যারা তাদেরকে অন্য গ্রহে পুনর্বাসন করা হোক।
হিজড়া বলতে যাদের বুঝি তাদের সাইন সিমটমের উপর নারী পূরুষ নির্ধারিত হবে

30/09/2024

ভূল করা খারাপ বিষয় কিন্তু শিখতে গেলে আপনি ভূল করতে বাধ্য😁

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Janala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islami Janala:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All