Sarker71.vlog

Sarker71.vlog স্বপ্ন দেখ, স্বপ্নের সাথে দৌড়াতে শেখ।
কারণ স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না।
(4)

পশ্চিমারা ঠিক বুঝলো, কিন্তু বাঙালি জাতি !!!!!!!
02/12/2023

পশ্চিমারা ঠিক বুঝলো, কিন্তু বাঙালি জাতি !!!!!!!

মুক্তিযুদ্ধের স্বরনে নির্মিত কিছু ভাস্কর।
01/12/2023

মুক্তিযুদ্ধের স্বরনে নির্মিত কিছু ভাস্কর।

29/11/2023

Hasnat Sarker Tawsif
®Bouddho®Bihar®Cumilla
®for®world®tour

1987 🏆 1999 🏆 2003 🏆 2007 🏆 2015 🏆 2️⃣0️⃣2️⃣3️⃣ 🏆𝙰𝚄𝚂𝚃𝚁𝙰𝙻𝙸𝙰 𝙰𝚁𝙴  #𝙲𝚆𝙲𝟸𝟹 𝙲𝙷𝙰𝙼𝙿𝙸𝙾𝙽𝚂 🎉
19/11/2023

1987 🏆 1999 🏆 2003 🏆 2007 🏆 2015 🏆 2️⃣0️⃣2️⃣3️⃣ 🏆

𝙰𝚄𝚂𝚃𝚁𝙰𝙻𝙸𝙰 𝙰𝚁𝙴 #𝙲𝚆𝙲𝟸𝟹 𝙲𝙷𝙰𝙼𝙿𝙸𝙾𝙽𝚂 🎉

20/10/2023

Mr. Al Hasnat Sarker Tawsif



27/09/2023
সত্যতা যাচাই করা যাক, টাকা ইনকাম-কারিরা কি বলেন।
21/08/2023

সত্যতা যাচাই করা যাক,
টাকা ইনকাম-কারিরা কি বলেন।

সব বিদ্যা কিতাবে নয়! কিছু বিদ্যা পরিস্থিতিতেও শিখতে হয়.....
04/08/2023

সব বিদ্যা কিতাবে নয়! কিছু বিদ্যা পরিস্থিতিতেও শিখতে হয়.....

"আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতো। গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা...
10/07/2023

"আমার মায়ের জন্য ঔষধ বাবদ প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগতো। গত দুই মাস আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। মা মারা যাওয়ার কারণে, আমার তো এখন প্রতিমাসে পনেরো থেকে বিশ হাজার টাকা অতিরিক্ত থাকার কথা! কিন্তু সে টাকা কই ? আমি টাকার কোন হিসেব পাই না।"
--- স্যার শাহ্ আব্দুল হান্নান ---(সাবেক সচিব)।
স্যারের কথার সারমর্ম হল- মানুষ যখন চলে যায়, তার রিযক্বের অংশও সাথে করে নিয়ে যায়। অর্থাৎ ভাই-বোন, আত্নীয়-স্বজন, পিতা-মাতার রিযিক্বের অংশ আপনার আয়ের মধ্যেই দেওয়া থাকে। কখনো ভাববেন না যে, আপনি যদি তাদের জন্য খরচ না করেন, তাহলে বরাদ্দকৃত অংশ আপনার মূল টাকায় যোগ হবে। তারা তাদের রিযক্ব খাচ্ছে, ঠিক যতটুকু আপনার ভান্ডারে তাদের জন্য তিনি (রিযক্বদাতা) রেখেছেন। পরিবারের জন্য খরচ করার মতো সৌভাগ্য সবার হয়না, আর না সবাই সেই মানসিকতা রাখে।

#কালেক্টেড

জীবনে প্রথমবার কোনো ঈদ বাইরে কাটাবো। সবাই কে অনেক মিস করবো।সবাই কে পবিত্র ঈদুল আযাহা'র শুভেচ্ছা।ঈদ মোবারক। 🌙
28/06/2023

জীবনে প্রথমবার কোনো ঈদ বাইরে কাটাবো।
সবাই কে অনেক মিস করবো।

সবাই কে পবিত্র ঈদুল আযাহা'র শুভেচ্ছা।
ঈদ মোবারক। 🌙

 #কুরবানী
26/06/2023

#কুরবানী

স্ত্রীর লাশ সামনে রেখে, মসজিদে স্বামীর না বলা কথা.....ঢাকার একটি  মসজিদে আসরের নামায শেষ করার পর পরই, ইমাম সাহেব জানালেন...
24/06/2023

স্ত্রীর লাশ সামনে রেখে,
মসজিদে স্বামীর না বলা কথা.....

ঢাকার একটি মসজিদে আসরের নামায শেষ করার পর পরই,
ইমাম সাহেব জানালেন জানাজার নামাজ আছে। সবাই যেন একটু অপেক্ষা করি।

হাদিসে আবার জানাজার নামাজ পড়তে
উৎসাহিত করা হয়েছে। জানাজার নামাজ মানে নিজের জন্য একটা সেলফ রিমাইন্ডার।
তাই হঠাৎ মনে হল জানাজাটা পরেই যাই।

ইমাম সাহেব জানালেন, একজন মহিলা মারা গিয়েছেন। ভদ্রমহিলার স্বামী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন।

একজন সত্তরোর্ধ্ব বয়স্ক লোক।
সাদা পাঞ্জাবি পরা, দাঁড়িগুলোও ধবধবে সাদা।
ভদ্র লোক শুরু করলেন........

আসসালামু-আলাইকুম,
আপনারা হয়ত আমাকে চিনবেন না। আমি এলাকাতে নতুন এসেছি। আমার স্ত্রী আজ সকালে ফজরের নামাজের পর আল্লাহর কাছে চলে গেছেন।

আমরা একসাথে গত ৪৫ বছর ধরে সংসার করছি। একটা ছোট সরকারী চাকরী দিয়ে আমি সংসার জীবন শুরু করেছিলাম।

সারাজীবন চেষ্টা করেছি সৎ থাকার জন্য। আল্লাহর কসম খেয়ে বলতে পারি জীবনে কোনদিন এক টাকা অসৎ ভাবে আয় করিনি।

সৎ থাকার কারণে আয়ও ছিল খুব সামান্য। আমাদের তিন ছেলে এবং দুই মেয়ে ছিল। গ্রামের বাড়িতে বাবা-মাকেও কিছু টাকা পাঠাতে হতো। কখনো কখনো মাস শেষ হওয়ার আগে আমার বেতনের টাকা ফুরিয়ে যেত।

আমার সহকর্মীদের মধ্যে আমিই সবচেয়ে গরীব ছিলাম। কিন্তু আমার স্ত্রীর কারণে আমি এটা কখনোই উপলব্ধি করতে পারিনি। উনি যে কিভাবে সবকিছু ম্যানেজ করতেন একমাত্র উনিই জানেন।
আমার সাধ্যের বাইরে জীবনে কখনো কোনদিন উনি কিছু দাবি করেননি। জীবনে কখনো আমাকে এটা বলেন নি যে, আপনি আমাকে এটা দিলেন না, ওটা দিলেন না।

কখনো আমাকে আমার সামর্থ্য নিয়ে কষ্ট দিয়ে উনি কোনো কথা বলেননি। আজীবন ওনাকে শুধু সন্তুষ্টই দেখেছি।

আমার বাবা-মা মারা যাওয়ার আগের শেষের ৪-৫ বছর আমার সাথেই থাকতেন। আমার স্ত্রী আমার মা-বাবারও যথেষ্ট খেদমত করেছেন। কখনো আমাকে এটা বলেন নি যে, আপনার মা-বাবার খেদমত করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না।

সত্যি কথা বলতে পেনশনের টাকা পাওয়ার পর হজে নিয়ে যাওয়া ছাড়া আমি উনাকে তেমন কিছুই দিতে পারিনি। তারপরও উনি কোনদিন আমাকে কষ্ট দিয়ে কথা বলেননি।

আমার স্ত্রী একজন নেককার মানুষ ছিলেন। উনি উত্তম আচরণের অধিকারী ছিলেন। আত্মীয়তার হক রক্ষা করেছেন।
পরোপকারী ছিলেন, স্বামী-সন্তানদের হক আদায় করেছেন। উনাকে আমি কখনো কোন নামায কাযা করতে দেখিনি, আজীবন পর্দা রক্ষা করে চলেছেন। উনি ধৈর্যশীল ছিলেন এবং অল্পে সন্তুষ্ট ছিলেন।
এক নাগাড়ে কথাগুলো বলে ভদ্রলোক একটু দম নেওয়ার জন্য থামলেন।

এরপর আবার বলতে শুরু করলেন,
আমি আসলে আমার স্ত্রীর হয়ে আপনাদের কাছে মাফ চাওয়ার জন্য এখানে কথা বলছি না। যে নারী ৪৫ বছর ধরে তার স্বামী-সন্তান এবং আত্মীয়দের হক রক্ষা করে চলেছেন তিনি অন্য কারো হক নষ্ট করতে পারেন না।

একজন জান্নাতি নারীর মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবই আমার স্ত্রীর মাঝে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ উনাকে জান্নাত নসিব করবেন।

আমি নিজে জান্নাতে যেতে পারবো কিনা আমি জানি না। আপনারা শুধু এই দোয়া করবেন আমি যেন আমার স্ত্রীর সাথে জান্নাতে একত্রিত হতে পারি।

আর আপনারা সাক্ষী থাকেন আমি আমার স্ত্রীর উপর পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ যেন উনাকে মাফ করে দেন।

পুরো মসজিদ ভর্তি মুসল্লী একসাথে বলে উঠল আমিন,আমিন, আমিন।

সাধারণত জানাজার নামাজের আগে মৃতের লোকজন সর্বোচ্চ ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের বক্তব্য দেন। এই ভদ্রলোক টানা চার-পাঁচ মিনিট তার স্ত্রী সম্পর্কে বললেন।

কোন মুসল্লী এতোটুকু বিরক্তি প্রকাশ করলেন না। সবাই মন্ত্রমুগ্ধের মতো একজন জান্নাতি নারীর কথা শুনলেন।

হাদিসে এসেছে, একজন মুমিন-মুমিনার জীবনে তার রবের তরফ থেকে সর্বোত্তম রিযিক হচ্ছে একজন নেককার স্বামী এবং স্ত্রী। এই ভদ্রলোকের কথা থেকে যেন সরাসরি এই হাদীসের প্রমাণ পেলাম।

মসজিদ থেকে বের হলাম একটা অপূর্ব ভালো লাগা নিয়ে। সুখী মানুষদের কথা শোনার মধ্যেও একটা সুখ আছে।

আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।
আমিন।

সংগৃহীত.....

 #ঈদউলআযাহা
24/06/2023

#ঈদউলআযাহা

গ্রাম বাংলার ঐতিহ্য, আবার এসেছি ফিরে।
06/06/2023

গ্রাম বাংলার ঐতিহ্য,
আবার এসেছি ফিরে।

চাচাতো ভাইয়ের কষ্ট একটাই, বাবা-মা'য় এই তাপমাত্রা দেইখা যাইতে পাইলো না।🤣🤣🤣🤣🤣
05/06/2023

চাচাতো ভাইয়ের কষ্ট একটাই,
বাবা-মা'য় এই তাপমাত্রা দেইখা যাইতে পাইলো না।
🤣🤣🤣🤣🤣

Liton Kumar Das achieves dual honors as the Sportsman and Cricketer of the Year at BSPA Sports Awards 2022! 👑লিটন কুমার ...
29/05/2023

Liton Kumar Das achieves dual honors as the Sportsman and Cricketer of the Year at BSPA Sports Awards 2022! 👑

লিটন কুমার দাস বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২২ এ বর্ষসেরা ক্রীড়াবিদ এবং ক্রিকেটার হিসাবে দ্বৈত সম্মান অর্জন করেছেন! 👑

28/05/2023

#সাত মাস বয়স হয়নি।
#খেলা শুরু হয়ে গেছে।
#খেলাহবে।

22/04/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
🌙ঈদ মুবারক 🌙

"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
‎ تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
অর্থঃ আল্লাহ আমাদের এবং তোমাদের (সৎকর্মগুলো) কবুল করুন।

06/04/2023

#বলবো আমি তুমি ছাড়া, নেই কিছু আর।
#মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই।
#জার্নিটা অনেক সহজ হয়ে গেল।

হ্যালো রংপুর বাসী,আজ ২৬ মার্চ রংপুরের বর্তমানে জনবহুল বিনোদন পার্ক, চিকলি ওয়াটার পার্ক আজ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থ...
26/03/2023

হ্যালো রংপুর বাসী,
আজ ২৬ মার্চ রংপুরের বর্তমানে জনবহুল বিনোদন পার্ক,
চিকলি ওয়াটার পার্ক আজ সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে (টিকিট ছাড়া)।

২৫ মার্চ সকাল থেকে পাকিস্তানি সেনাদের গতিবিধি বিষয়ে তথ্য জানাতে একের পর এক ফোন আসছিল বঙ্গবন্ধুর ৩২ নম্বর রোডের বাসভবনে...
26/03/2023

২৫ মার্চ সকাল থেকে পাকিস্তানি সেনাদের গতিবিধি বিষয়ে তথ্য জানাতে একের পর এক ফোন আসছিল বঙ্গবন্ধুর ৩২ নম্বর রোডের বাসভবনে। পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে বঙ্গবন্ধু তার সহকর্মীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেন। তাকেও আত্মগোপনে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা। কিন্তু বঙ্গবন্ধু তাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বললেন, 'আমি কোথাও যাব না। আমি যদি আত্মগোপন করি, তাহলে ঢাকা শহর থাকবে না। তারা তন্ন তন্ন করে তল্লাশি করবে। বহু বাড়ি-ঘরে ধ্বংসযজ্ঞ ও প্রচুর প্রাণহানি হবে।' পরবর্তীতে পাকিস্তানি লে. জেনারেল টিক্কা খানের এক সাক্ষাৎকারের বক্তব্য বঙ্গবন্ধুর এই আশঙ্কার সঙ্গে মিলে যায়। কসাই টিক্কা খান নিজের স্বীকারোক্তিতে বলেছে, সেই রাতে বঙ্গবন্ধুকে না পাওয়া গেলে ঢাকার প্রতিটা ঘরে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হতো।

#অগ্নিঝরামার্চ #বঙ্গবন্ধু #শেখমুজিবুররহমান #শেখমুজিব #মার্চ১৯৭১ #২৫মার্চ #পাকিস্তানিহানাদার #বঙ্গবন্ধু #গ্রেফতার #উত্তালমার্চ #প্রতিরোধ_দিবস #স্বাধীনতারমাস #জয়বাংলা

একটা সময় প্রধানমন্ত্রীকে পর্যন্ত ভাই সম্বোধন করা  যেত !!! এখন কি এমন হয়েছে যে স্যার না বললে জাত চলে যায় ??? প্রজাতন্ত্রে...
26/03/2023

একটা সময় প্রধানমন্ত্রীকে পর্যন্ত ভাই সম্বোধন করা যেত !!! এখন কি এমন হয়েছে যে স্যার না বললে জাত চলে যায় ??? প্রজাতন্ত্রের চাকররা জোর করে স্যার ডাক শোনার মধ্যে কি এমন মাহাত্ম পায় ?????

24/03/2023

অসাধারণ, 👌👌👌

তুমি ফিরে এসে দেখো,
কত বদলে গেছি আমি,
আগের মত করি না পাগলামি।

প্রথম গানটি

Congratulations
20/03/2023

Congratulations

16/03/2023

আসিতেছে, আসিতেছে,
শেষ পর্যন্ত গান শুনুন।
#পেয়ে যাবেন আসার মানে।

02/03/2023

#মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম,
পাপস বানাইলেও ঋণের শোধ হবে না।

ভাইয়ের চমৎকার সেই গান,
সবার দৃষ্টি আকর্ষন করে।

#শেয়ার দিয়ে পাশে থাকবেন।

Address

Dhaka
1200

Telephone

+8801703812221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarker71.vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarker71.vlog:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All