তিতির গ্যালারি

তিতির গ্যালারি আারামদায়ক সুতি ওয়ান পিস,থ্রি পিস & ওয়াইড,লার্জ সুতি ফুলকারি ওড়নার জন্য-তিতির গ্যালারি। হাতের কাজের সুতি
আনস্টিচড থ্রি পিস

এটি ক্যামেরায় তোলা কোনো ছবি নয়।ছবিটি এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হেলাল শাহ্।
16/09/2024

এটি ক্যামেরায় তোলা কোনো ছবি নয়।
ছবিটি এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হেলাল শাহ্।

16/09/2024

আলহামদুলিল্লাহ্, আজ ১২ ই রবিউল আউয়াল আজকের এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) দুনিয়া তে আগমন করেন!🤍

20/06/2024

পবিত্র ভালোবাসা!❤️

হযরত আয়েশা (রাঃ) এবং রাসূলুল্লাহ (ﷺ) ভালোবাসা প্রকাশে এমন সাংঘাতিক ভাষা ব‍্যবহার করতেন, যা কেউ বুঝতে পারতো না!

একবার আয়েশা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, রাসূল (ﷺ) তাকে কেমন ভালোবাসেন?

রাসূল (ﷺ) উত্তর দিলেন, একটি শক্ত গিটের মতো, এমন গিট তা যতই টানা হয়, সেটির বাঁধন ততই শক্ত হয়!

আয়েশা (রাঃ) প্রায় ঠাট্টাচ্ছলে জিজ্ঞেস করতেন গিটের কী খবর?

রাসূল (ﷺ) উত্তর দিতেন- প্রথম দিনের মতই শক্ত আছে!!

©️

20/06/2024

.বেশি থেকে বেশি দুরুদ পাঠ।
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)
অর্থ:হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।
আসর থেকে মাগরিব দোয়া কবুল এর সময়,, এই সময় বেশি বেশি দোয়া ও যিকির করা। আমাকে সবার দোয়াতে রাখিও ইনশাআল্লাহ।❤️🍂🧡

করেন তো সবাই 😬😬😬
13/06/2024

করেন তো সবাই 😬😬😬

09/06/2024

যাদের দু'আ কবুল হচ্ছে না তারা জিলহজ্জ মাসের প্রথম ১০দিন কোমর বেঁধে নামুন!
প্রতিটি রাত শবে ক্বদরের রাতের মতো উত্তম।

জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে ৯ তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। যেমন- নফল নামাজ, কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, দোয়া-দরুদ, তওবা-ইস্তিগফার ইত্যাদি।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি (ﷺ) বলেন, ‘জিলহজ্জের প্রথম ১০ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়, প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার মতো আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো।’
(তিরমিজি, খণ্ড-১, পৃষ্ঠা: ১৫৮)

09/06/2024
07/06/2024

*Dhul Hijjah 1445/2024 announcement*

The High court of Saudi Arabia has confirmed sighting of the moon, therefore,

- 1st Dhul Hijjah: Friday, 7 June 2024

- Arafah: Saturday, 15 June 2024

- Eid Al-Adha: Sunday, 16 June 2024

The Prophet ﷺ said: “There are no days in which righteous deeds are more beloved to Allah than these ten days”. (Sahih Al-Bukhari: 969)

Therefore, the best thing to do during these days are all kinds of righteous deeds, so try to do as much as possible. It’s only 10 days and not 30 days like Ramadan.

Make sure you and your families, atleast, fast the day of ARAFAH. One of its many rewards is that Allah ﷻ wipes away two years worth of sins.

Anyone intending to sacrifice, wheather male or female, must refrain from cutting the hair, clipping the nail until the sacrifice has been completed, as per the authentic hadith of the Prophet ﷺ.

May Allah ﷻ give us the ability to worship Him the way He deserves to be worshiped.

৮ জুন থেকে ১৭ জুন ইন শা আল্লাহ....  এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন। 🟢 জিলহজ্জ মা...
04/06/2024

৮ জুন থেকে ১৭ জুন ইন শা আল্লাহ....
এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।

🟢 জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
১.অধিক পরিমাণে তাকবির পড়া
২.৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ

৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল নামাজ পড়া

৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত

৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া

১১. অধিক পরিমাণে তওবা করা

১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)

১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে

১৪, সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।❤️

আগামি ৮ই জুন জিলহজ্জ্ব মাসের ১ তারিখ থেকে।
01/06/2024

আগামি ৮ই জুন জিলহজ্জ্ব মাসের ১ তারিখ থেকে।

Love,purpose,money...Tell what u can see!
29/05/2024

Love,purpose,money...
Tell what u can see!

23/05/2024

⭕আজ সন্ধা থেকে জুম্মা বার শুরু হয়েছে।

⭕জুমার দিনের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ🥀🥀🥀

ছোট দুরুদ শরীফ হলো صلى الله عليه وسلم .
উচ্চারণ :(‘সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

যা পাঠের মাধ্যমে সালাত ও সালাম পাঠের হুকুম আদায় হয়ে যায়।
দুরুদ পাঠ এর ফজিলত❤️❤️
দুরুদ পাঠ (দরুদে ইবরাহিম শ্রেষ্ঠ দরুদ)

১. প্রতিবার দুরুদ পাঠে ১০বার রহমত নাজিল হয়।
২.প্রতিবার দুরুদ পাঠে ১০টি নেকি লাভ হয়।
৩.প্রতিবার দুরুদ পাঠে ১০টি গুনাহ মাফ হয়।
৪.প্রতিবার দুরুদ পাঠে ( জান্নাতে) ১০টি মর্যাদার ধাপ বৃদ্ধি পায়।
৫.পেরেশানি দূর হয়।
৬.রাগ নিয়ন্ত্রণ হয়।
৭.স্মরণশক্তি বৃদ্ধি পায়।
৮.রাসূল (সাঃ) বলেছেনঃযদি তুমি কোন কিছু ভুলে যাও তাহলে আমার উপর দুরুদ পাঠ কর ইনশাআল্লাহ ভুলে যাওয়া জিনিস মনে পড়বে।
৯.সকল প্রকার বিপদ আপদ দূরীভূত হয়।
১০.দেহ রোগমুক্ত থাকে।
১১.হায়াত বৃদ্ধি পায়।
১২.যাবতীয় অভাব অনটন দূর হয়।
১৩.দোয়া কবুল হয়( কোনো দোয়ার মধ্যে দুরুদ না থাকলে সেই দোয়া আল্লাহর কাছে পৌছায় না)।
১৪.সকল বিষয় এ উন্নতি সাধন হয়।
১৫.যাবতীয় সমস্যার সমাধান হয়(চাকরী না হওয়া,ব্যবসায়ে লোকসান, বিয়ে না হওয়া, সন্তান হয়না,মনের আশা পূরণ হয়না অথবা যেকোনো সমস্যার সমাধান হবে)।
১৬. দ্বীন দুনিয়ার সকল উদ্দেশ্য পূরণ হবে।
১৭. সমস্ত গুনাহ মাফ হবে।
১৮. সপ্নযোগে হযরত মুহাম্মদ (সাঃ) এর দীদার নসিব হয়।
১৯.নিয়মিত বেশি বেশি দুরুদ পাঠকারীর হাশরের ময়দান এ হযরত মুহাম্মদ (সাঃ) এর শাফায়াত লাভ করবে।পুলসিরাত পার করা সহজ হবে।
২০. জা'হান্নাম হারাম, জান্নাত অনিবার্য হয়ে যাবে।

[তিরমিজি,মুসলিম,মেশকাত,নাসাঈ]

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when তিতির গ্যালারি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share