10/12/2024
দিনে ৪/৫০০ কমেন্ট করি এবং ভিডিও দেখি। কিন্তু আমার ভিডিওগুলোতে লাইক/কমেন্ট ও ভিউ হয়না বললেই চলে। আমার আইডিটা ফেইসবুক মনে হয় ফ্রিজ করে রাখছে। কি করবো ভেবে পাচ্ছিনা। এই প্লাটফর্মটা ছাড়তেও পারছিনা আবার সফলতাও পাচ্ছিনা । আজকে হিসেব করে ৩৭৭ টা কমেন্ট করছি। নেট ফলোয়ার আসছে মাত্র ২ টা। আর ভিডিওগুলোতে ২০০ ভিউও হচ্ছেনা। আর কিভাবে কাজ করলে আমার আইডিটা ফেইসবুক মানুষের কাছে পৌঁছাবে। গত এক মাসে প্রতিদিন এভারেজ ৭ ঘন্টা ফেইসবুকে এক্টিভ ছিলাম। কিন্তু কোনো লাভ হচ্ছেনা। কি করবো আপনাদের কাছে পরামর্শ চাই। এত সময় নষ্ট করছি তা কি বৃথাই যাবে।