Life Innova

Life Innova come and enjoy life with us...

26/10/2024

Satisfying candle making...


জুম্মার দিনের সুন্নত আমল সমূহ ....
25/10/2024

জুম্মার দিনের সুন্নত আমল সমূহ ....

সহমত 🙆
09/10/2024

সহমত 🙆

সকাল সকাল উঠে পোস্ট দিবো এইটাও ভাল্লাগে না ভাই 🥱

06/10/2024

প্রকৃতিও এখন প্যারার মধ্যে আছে মে বি

(´。_。`)


28/09/2024

পাতায়ার বীচের চেয়ে বাংলাদেশের কক্সবাজার বীচ বেশী সুন্দর এবং বড়, তাই না?!

যারা থাইল্যান্ডে টুরিস্ট হিসেবে ভিজিটে আসবেন তাদের এই বিষয়টি জেনে রাখা প্রয়োজনঃআপনি যদি থাইল্যান্ড থেকে কোনো পণ্য " VA...
27/09/2024

যারা থাইল্যান্ডে টুরিস্ট হিসেবে ভিজিটে আসবেন তাদের এই বিষয়টি জেনে রাখা প্রয়োজনঃ

আপনি যদি থাইল্যান্ড থেকে কোনো পণ্য " VAT refund for tourists" চিহ্নিত কোন দোকান থেকে ক্রয় করেন এবং ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট অথবা ডং মুয়াং এয়ারপোর্ট দিয়ে থাইল্যান্ড ত্যাগ করেন, সেই ক্ষেত্রে এয়ারপোর্টের টুরিস্ট সেন্টারে আপনি আপনার ভ্যাট রিফান্ড ক্লেইম করতে পারবেন। এবং তারা যাচাই-বাছাই সাপেক্ষে নির্দিষ্ট পরিমাণ সার্ভিস ফী রেখে আপনাকে আপনার ভ্যাটের টাকা ফেরত প্রদান করতে বাধ্য থাকবে।

নিচে এই সংক্রান্ত একটি ছবি দেয়া হলো যেখানে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছেঃ

সস্তায় বিমান টিকিট কেনার ৭টি টিপসঃ১. মঙ্গলবার এবং বুধবার বুক করুনমঙ্গলবার এবং বুধবার হল বিমান টিকিট কেনার সেরা দিনগুলির ...
27/09/2024

সস্তায় বিমান টিকিট কেনার ৭টি টিপসঃ

১. মঙ্গলবার এবং বুধবার বুক করুন

মঙ্গলবার এবং বুধবার হল বিমান টিকিট কেনার সেরা দিনগুলির মধ্যে একটি। বেশিরভাগ এয়ারলাইনস সাধারণত মঙ্গলবার সন্ধ্যা ৭:০০ টায় তাদের বুকিং সিস্টেম আপডেট করে। কারণ এয়ারলাইনস জানে যে বেশিরভাগ যাত্রী শুধুমাত্র সপ্তাহের দিনগুলোতে টিকিট বুক করার সময় পান। পরিসংখ্যান অনুযায়ী প্রমাণিত হয়েছে, আমাদের বেশিরভাগই সাধারণত শুক্রবার, শনিবার বা রবিবার টিকিটের দাম দেখেন।

২. আগে বুক করুন, তবে খুব বেশি আগে নয়

অভিজ্ঞতার ভিত্তিতে, ভ্রমণের তারিখের কমপক্ষে ২১ দিন আগে টিকিট বুক করা উচিত। বেশিরভাগ এয়ারলাইনস তাদের সিস্টেমগুলো এমনভাবে সেট করেছে যাতে যত বেশি সম্ভব টিকিট বিক্রি করতে পারে। তাই, সিস্টেমের মধ্যে একটি নির্দিষ্ট কোটা থাকে সস্তা টিকিটের জন্য। উদাহরণস্বরূপ, কুয়ালালামপুর থেকে লন্ডনের ফ্লাইটের জন্য সিস্টেমে নির্ধারণ করা হয় যে প্রথম ২০ জন যাত্রী সবচেয়ে কম দাম পাবেন। পরবর্তী ২০০ জন মাঝারি দাম পাবেন, এবং বাকিরা সম্ভবত আরও বেশি মূল্য দিতে হতে পারে। সংক্ষেপে, এয়ারলাইন্সের সিস্টেম কুয়ালালামপুর থেকে লন্ডন যাওয়ার সময় তারা যে মার্জিন চায় তার উপর ভিত্তি করে টিকিটের দাম নির্ধারণ করবে।

৩. উড়ার জন্য উপযুক্ত দিন

মঙ্গলবার বা বুধবার উড়ার জন্য টিকিট বুক করার চেষ্টা করুন। বেশিরভাগ এয়ারলাইনস এই দুই দিনকে ‘কম ব্যস্ত দিন’ হিসেবে নির্ধারণ করে বুকিং সিস্টেমের জন্য। এয়ারপোর্টও সাধারণত এই দুই দিন অন্যান্য দিনের তুলনায় কম ব্যস্ত থাকে, বিশেষ করে শুক্রবার এবং রবিবার যখন বুকিং সিস্টেম এবং এয়ারপোর্ট অনেক ব্যস্ত হয়ে ওঠে।

৪. আন্তর্জাতিক ফ্লাইটের জন্য 'বেস্ট ডিল' খুঁজুন

বেশিরভাগ এয়ারলাইনস আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় ১১ থেকে ১২ সপ্তাহ আগে 'বেস্ট ডিল' অফার করে। তাই, এই সময়ের মধ্যে নিয়মিত টিকিটের দাম পরীক্ষা করুন।

৫. ছোট এয়ারপোর্ট বেছে নিন

এই পদ্ধতি চেষ্টা করতে পারেন, যা হল প্রধান এয়ারপোর্টে না নেমে গন্তব্যের কাছাকাছি একটি ছোট এয়ারপোর্টে নামা। উদাহরণস্বরূপ, আপনি যদি লন্ডনে যেতে চান, অনেকেই সাধারণত হিথ্রোতে নামেন। পরের বার, হিথ্রোতে না নেমে, হিথ্রোর কাছাকাছি একটি ছোট এয়ারপোর্ট যেমন ম্যানচেস্টারের এয়ারপোর্টে নামার চেষ্টা করুন। তারপর ম্যানচেস্টার থেকে আপনি ট্রেনে করে লন্ডনে যেতে পারেন। এই পদ্ধতি চেষ্টা করুন, এটি সস্তা হওয়া উচিত!

৬. 'কুকিজ' ক্লিয়ার করুন

অনেকে এটা জানেন না। যদি আপনি ৩০ দিনের মধ্যে এয়ারলাইনের ওয়েবসাইটে গিয়ে থাকেন, তাহলে আপনার ল্যাপটপ, স্মার্টফোন এবং পিসি থেকে কুকিজ ক্লিয়ার করুন। কারণ এই কুকিজের মাধ্যমে এয়ারলাইনের বুকিং সিস্টেম মনে করবে যে আপনি বারবার তাদের ওয়েবসাইট দেখেছেন। তাই, বুকিং সিস্টেম একই দাম দেখাবে এমনকি যদি আপনি বহুবার ওয়েবসাইটে যান। কখনও কখনও দাম বাড়তেও পারে! তাই, আপনার ইন্টারনেট ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করার অভ্যাস তৈরি করুন। আপনি যদি জানেন না কিভাবে তা মুছতে হয়, তাহলে গুগলকে জিজ্ঞাসা করুন!

৭. দাম তুলনা করুন

গুগল করতে এবং আপনি যে টিকিট কিনতে চান তার দাম অন্যান্য ওয়েবসাইটে তুলনা করতে অলস হবেন না। শুধু এক ওয়েবসাইটে ফোকাস করবেন না। আপনি অবাক হবেন, কারণ কখনও কখনও আপনি একই এয়ারলাইনের টিকিট আরও সস্তা পাবেন। এখানে কিছু সার্চ ইঞ্জিন রয়েছে যা আপনারা ভ্রমণের জন্য ব্যবহার করতে পারেনঃ

1. Skyscanner
2. CheapFlight
3. Momondo
4. Kayak
5. Google Flight
6. Ita Software

27/09/2024

এ যেন বাঘ না, বাঘের মতো দেখতে অন্য প্রজাতির কোনো শান্ত আর নিরীহ একটা প্রাণী

What’s your go-to comfort food?A) Ice Cream 🍦 B) Chocolate Cake cake 🧁C) Cookies 🍪 D) Cheesecake 🍰Let us know your answe...
20/09/2024

What’s your go-to comfort food?

A) Ice Cream 🍦

B) Chocolate Cake cake 🧁

C) Cookies 🍪

D) Cheesecake 🍰

Let us know your answer.

17/09/2024

২৬ সেপ্টেম্বর কি হতে যাচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা শোনা যাচ্ছে....

10/09/2024


Address

New Eskaton Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Life Innova posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life Innova:

Videos

Share

Nearby media companies