Wind Of Minds

Wind Of Minds Wind of minds is the soul of entertainment.
(1)

13/02/2024
কিছু মানুষ সবসময় একা থাকতে ভালোবাসে।তারা একা খায়, একা ঘুমায়, একা ঘুরতে যায়, একাই কথা বলে।খুব ভালো নয় বিষয়টা।তবুও এ...
02/09/2023

কিছু মানুষ সবসময় একা থাকতে ভালোবাসে।
তারা একা খায়, একা ঘুমায়, একা ঘুরতে যায়, একাই কথা বলে।
খুব ভালো নয় বিষয়টা।
তবুও এইসব মানুষকে আমি সম্মান করি।
কারো উপর নির্ভর না করে বেঁচে থাকতে পারে। ভালোবাসা, সম্পর্ক, পরিবার নিয়ে মাথাব্যথা নেই। কেউ থাকলে সম্পর্ক, নয়তো একাকী। বৈচিত্র এদের টানে না। টানতে পারেও না। খুব শক্ত করে মনটাকে বেঁধে তামার কলসিতে মুখ বন্ধ করে রেখে দেয়। কেউ কেউ এসে বাজিয়ে দেখে। ভিতর থেকে শব্দ ও আসে। কিন্তু কেউ কথা বলে না। শব্দ না বললে, মানুষের আভভাবে অন্যে পাগল ভাবে।
একা মানুষ গুলো একরকম পাগল।
খেতে পেলে খায়, নয়তো ঘুমিয়ে থাকে। রাতে ঘুমিয়ে গেলে তাদের খিদে পায় না। ঘুমিয়ে রাত পার করে সকালে আবার কাজ। খিদের জ্বালা টুকু ভালোবাসা ভুলিয়ে দেয়। ওরা পথ চলে।
আবার একা থাকে, একা ঘুমায়।
শব্দ করে কাঁদে একমাত্র ভোররাতে।
সম্পর্কের মানুষগুলো তখন একে অপরের মধ্যে মত্ত।
তখন ওরা কাঁদতে থাকে। চিৎকার করে নয়। অল্প আর ধীরে। কেউ শুনতে পায় না। শুনতে দেওয়া হয় ও না। আমি তাদের গল্প লিখতে চাই। তাদের চিনতে ও চাই। তাদের মতো হতেও চাই।
হারতে যাদের ভয় নেই তারাও একদিন হারিয়ে ফেলে, জানো তো?

--- দাদাভাই 🍁

24/08/2023

"অনিরাপদ, বিশ্বাসঘাতকতা এবং স্বার্থপরতা এমন জিনিস, যা তোমাকে কখনই সুখী মানুষ হিসাবে গড়ে তুলতে পারে না!"

21/07/2023

তুমি যখন ছেড়ে চলে যাচ্ছিলে,আমার বারবার মনে হচ্ছিলো তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ কিছু আর এই পৃথিবীতে নেই,
অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকেই তুমি সাথে করে নিয়ে গেছো;

তুমি ছেড়ে চলে যাওয়ার পর আমার ছাদের ছোট্টো বাগানটায় কখনো নয়নতারা ফোটেনি,
দক্ষিনের জানালা দিয়ে রোদ ঢোকেনি নিয়মিত অভ্যাসে;

তুমি ছেড়ে যাওয়ার পর অভ্যস্ত আদরের অভাবে আমার কখনো জ্বর ওঠেনি,
তারাহুরো করে চায়ের কাপে চুমুক দিতে গিয়ে ঠোঁট পুড়ে যায়নি,
অথচ আমি কী ভীষণভাবে চাইতাম আমার কোনো তীব্র অসুখ হোক;

তুমি ছেড়ে চলে যাওয়ার পর পাঁচ বছরের ছোট্ট মেয়েটা আমার কাছে কখনো বেলী ফুলের মালা বিক্রি করতে আসেনি,
রোদে দাঁড়িয়ে থাকতাম অথচ আমার আর কখনো মাথাব্যথা হয়নি,
পার্কে কিছুক্ষন বসার জন্য আড়াল খুঁজতে হয়নি।

তুমি ছেড়ে চলে গিয়েছিলে ঠিকই,অথচ তোমার অভাব আমাকে কখনো একা থাকতে দেয়নি।

প্রস্থানের পরবর্তীতে
~স্বপ্নীল চক্রবর্ত্তী

"যার সাথে আর থাকা হইলো না, সে রয়ে গেলে জীবনটা কি সুন্দর হইতো?হাসপাতালের বেড থেকে যে আর বাসায় ফেরত আসলো না, সে যদি ফিরতো,...
23/06/2023

"যার সাথে আর থাকা হইলো না, সে রয়ে গেলে জীবনটা কি সুন্দর হইতো?

হাসপাতালের বেড থেকে যে আর বাসায় ফেরত আসলো না, সে যদি ফিরতো, অন্যরকম হইতো না সব?

যে উত্তরটা মাথায়ই আসলো না, সেই উত্তরের প্রশ্নটাই যদি না আসতো?

যে অনলে টলমল কইরা পুড়লাম, যে নদীতে ডুইবা ছারখার হইলাম, কেমন হইতো যদি ওরা আমারে ছুঁইতে না পারতো?

যার ঝাপসা ছবি বুকের ভেতর রাইখা দিয়া এখন বাঁচতে হয়, তারে সত্যি সত্যি বুকে আগলায়ে রাখা গেলে কেমন হইতো জীবনটা?

সবাই বলে, জীবনটা নাকি তখন নরক হইতো।

স্বর্গের মতো জীবনে তবু আমি দিনরাত নরকের জীবনটার আফসোস করি; যে জীবন আমি চাইতাম, যে জীবনটা আমার হয়ে ওঠে নাই !!"

01/05/2023

It’s scary what a smile can hide🙂🙂

- Your family doesn't know how much difficulties and pressure you go through in your daily life or in your job. - And yo...
08/12/2022

- Your family doesn't know how much difficulties and pressure you go through in your daily life or in your job.

- And your work doesn't know the circumstances of your life and your home.

- Your colleagues, your friends, and loved ones will not understand the size of the new and old responsibilities that are above you.

- And your partner is always expecting unconditional love and support from you, he wont underatand the amount of pressure you go through no matter how much you talk and explain to him.

No one will understand what you're really going through and they most likely don't appreciate efforts.

23/10/2022

শুনতে কি পাও বন্ধুরা,,, ☘️🤍🙏

বলিউডের নাম করা নায়িকা ক্যাটরিনা কাইফের সাথে নায়ক রণবীর কাপুরের ব্রেকআপের পর ক্যাটরিনা মানসিক দিক দিয়ে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন..দীর্ঘ সময় ধরে তিনি প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছিলেন..
একবার এক টকশোতে এসে,তিনি তার ডিপ্রেশনের একটা ছোট্ট ঘটনা শেয়ার করেছিলেন..---

তিনি নিজের মনকে একটু স্থির করার জন্য,
দিনের সিংহভাগ সময় ধরে ইয়োগা করতেন......
একদিন তার ট্রেইনার খেয়াল করলেন,
ক্যাটরিনা ইয়োগা করছেন,তার চোখ বন্ধ,কিন্তু তার চোখের পানি গাল গড়িয়ে পড়ছে...
অথচ ক্যাটরিনা একটুও নড়াচড়াও করছিলো না...
ট্রেইনার তখন ক্যাটরিনাকে ডেকে উঠলেন--
--ক্যাট,তুমি কাঁদছো কেন????
ক্যাটরিনা চোখ মেলে উত্তর দিলো---
--কই???নাতো....
তখন ট্রেইনার ক্যাটরিনার চোখের কোণে আঙুল ছুঁয়ে দেখিয়ে দেওয়ার পর,ক্যাটরিনা খেয়াল করলেন আসলেই তার চোখ দিয়ে পানি ঝরছে....

মানুষটা সত্যিই কাঁদছিলো..নীরবে,খুব গোপনে কাঁদছিলো..সে তার কাজ করছিলো ঠিকই কিন্তু সবসময় তার অন্তর পুড়ছিলো..
মনের ভেতরে ক্ষতটা এতোই গভীর ছিলো যে,নিজেকে স্থির করতে গিয়েও মনের অজান্তেই সে কেঁদেছিলো..
বুকের ভেতর ক্ষণে ক্ষণে পুড়ে যাওয়া ক্ষত টাকে সবার থেকে লুকিয়ে বেড়াতে পারলেও,নীরবে আসা অশ্রুফোঁটা জানিয়ে দিয়েছিলো যে,
"সে ভালো নেই..."

আমরা বলি,কি দরকার তার এতো ভেঙে পড়ার???
তার মত সুন্দরীর জন্য হাজারো ছেলে মরতে রাজী...
তাকে পাওয়ার জন্য লাখো মানুষ হাহাকার করছে...তার তো ভালোবাসার অভাব হওয়ার প্রশ্নই আসে না...
আবার তার সৌন্দর্য,নাম, যশ,খ্যাতি,সম্পদ সব কিছুই তো হাতের মুঠোয়..তার কোন কিছুর জন্য হাহাকার করার প্রশ্নই আসে না...

কিন্তু না..একটা মানুষ যত বড় মাপেরই হোক না কেন,যত বড় সম্পূর্ণ মানু্ষই হোক না কেন,ভালোবাসার অনুভূতির কাছে সবাই অসহায়...প্রতিটা মানুষের জন্যই নিষ্ঠুর দুটো সত্যি হলো---

প্রথমত---
ভালোবাসার মানুষটা যখন আর সাথে থাকতে চায় না,তাকে সব কিছুর পূর্ণতা দিয়েও ধরে রাখা যায় না....।
দ্বিতীয়ত---
একজন স্বয়ংসম্পূর্ণ মানুষও যখন একসাথে বেঁচে থাকার জন্য একটা অবলম্বন পায়,হঠাৎ করে তাকে হারিয়ে ফেললে সে দুনিয়াতে বেঁচে থাকার প্রয়োজনে জীবন্ত লাশের মত টিকে থাকে.....

দিনশেষে প্রতিটা সম্পূর্ণ,অসম্পূর্ণ,ধনী-গরীব,সুন্দর-কুৎসিত সব্বাই,ভালোবাসার মানুষ টাকে একসাথে নিয়ে ভালো থাকার কাছে কাতর....

03/09/2022

রাগ কর,অভিমান কর!কিন্তু কখনো ছেড়ে যেওনা!
আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না!🙂🖤

16/08/2022

মেয়েটা পাখি হতে চাইল
আমি বুকের বাঁদিকে আকাশ পেতে দিলাম।

দু-চার দিন ইচ্ছে মতো ওড়াওড়ি করে বলল
তার একটা গাছ চাই।
মাটিতে পা পুঁতে ঠায় দাঁড়িয়ে রইলাম।
এ ডাল সে ডাল ঘুরে ঘুরে
সে আমাকে শোনালো অরণ্য বিষাদ।

তারপর টানতে টানতে
একটা পাহাড়ি ঝর্ণার কাছে নিয়ে এসে বলল
তারও এমন একটা পাহাড় ছিল।
সেও কখনো পাহাড়ের জন্য নদী হতো।

আমি ঝর্ণার দিকে তাকিয়ে মেয়েটিকে বললাম
নদী আর নারীর বয়ে যাওয়ায় কোনও পাপ থাকে না।

সে কিছু ফুটে থাকা ফুলের দিকে দেখিয়ে
জানতে চাইল
কি নাম?
বললাম গোলাপ।

দুটি তরুণ তরুণীকে দেখিয়ে বলল
কি নাম?
বললাম প্রেম।
তারপর একটা ছাউনির দিকে দেখিয়ে
জিজ্ঞেস করলো,
কি নাম?
বললাম ঘর।

এবার সে আমাকে বলল
তুমি সকাল হতে জানো?
আমি বুকের বাঁদিকে তাকে সূর্য দেখালাম।

ঘর
__রুদ্র গোস্বামী।

কাব্যগ্রন্থ - "তবুও বৃষ্টি নামুক"

11/07/2022

কারো সাধারণ বন্ধু হয়ে থাকাটাই ভালো। দেখা হবে, কথা হবে, প্রয়োজনে হেল্প করবে এ পর্যম্তই । কেউ কারোর জীবনে বেশি হস্তক্ষেপ নেই। অসাধারণ বন্ধু হতে গেলেই ঝামেলা। জীবনে যত বেশি হস্তক্ষেপ ততো অগোছালো লাগে। একসময় সেই অসাধারণ বন্ধুরায় হারিয়ে যায় আর সাধারণ বন্ধুরাই থেকে যায়! 🤷🏿‍♂️🖤

©বিট_লবন

04/07/2022

আমার আমাকে ঢেকে রেখেছিলাম মুখোসে,
তুমি এসে বললে, প্রকাশিত হও।
সেই প্রথম, তাই নিজেকে মেললাম অবারিত প্রান্তরে।
বেলা শেষে জানালে, তুমি আমার কেউ নও।

04/07/2022

প্রচন্ড ভালোবাসার পর, বেহায়ার মতো বার বার বলেছি আমার তোমাকেই লাগবে 😔
তবুও তুমি আমাকে ছেড়ে গেলে 💔

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Wind Of Minds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wind Of Minds:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All