01/03/2018
কিছু ঔষধ, একটু আর্থিক সাপোর্ট, একটু সহযোগিতা পেলেই এই মানুষগুলোর চোখে মুখে যে আত্মতৃপ্তির হাসি ফুটে উঠে, তা লিখে বুঝানো অসম্ভব। হাসপাতাল সমাজসেবা কার্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, "রোগী কল্যাণ" সমিতির পক্ষ থেকে সকল কর্মকর্তা এবং কর্মচারীরা প্রতিদিন অসংখ্য মানুষকে বিভিন্নভাবে সেবা প্রদান করছি ( ঔষধ প্রদান, রোগীদের পরীক্ষার জন্য আর্থিক সহায়তা, অজানা রোগীদের সব দায়িত্ব বহন, পরিচয়হীন শিশুদের তত্ত্বাবধান, যাতায়াত ভাতা, ক্যান্সার আক্রান্ত রোগীদের স্পেশাল সার্পোট, প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার প্রদান, সহ অনেক সেবা দিয়ে যাচ্ছি।
তবে এটা বলতে পারি এরা হচ্ছে সেই মানুষ, যাদের শ্রম, ঘামে, রোধে পুড়ে, বৃষ্টিতে ভিজে তৈরি হয়েছে এই শহর, নগর, মানব সভ্যতা, আর আমরা সেই শহরের নাগরিক, অথচ আজকে এই মানুষ গুলোই সব চেয়ে বেশি নানা ভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত, আমি এমন অনেক লোকের সাথে কথা বলছি, তাদের এত এত সম্পদ, উনার চাইলে এক তুড়িতে এই শ্রেণীর অসংখ্য মানুষের জীবনে পাল্টে দিতে পারেন। শুধু একটু সদিচ্ছা হলেই যথেষ্ট, সব সময় চিন্তা করি, কি হবে এত সম্পদ দিয়ে, এত অর্থ প্রাচুর্য আর ঐশ্বর্য দিয়ে, সবার জন্য তিন হাত মাটিই তো দরকার তাই না..? আমি মানুষ হিসেবে অত্যন্ত ক্ষুদ্র এবং নিরীহ, তবে ছাত্র জীবন থেকেই আজ পর্যন্ত, আমার অবস্থান থেকে সব সময় চেষ্টা করেছি অসহায় মানুষগুলোর পাশে থাকার জন্য, সব সময় আমার সাধ্যমত চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার জন্য, সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, যতদিন বেঁচে থাকি আল্লাহ যেন আমাকে মানুষের সেবা করে যাওয়ার সুযোগ দেন।