Engr. Golam Sarowar Monju Chowdhury Sagor

Engr. Golam Sarowar Monju Chowdhury Sagor টবের গাছের মতো বেঁচে থাকার জন্য আমার জন্ম হয়নি, সৃষ্টিশীলতা আমার নেশা, আমি মেধাবী নই, তবে পরিশ্রমী।

05/12/2023

মালদ্বীপ মাফুশি আইল্যান্ড..........

22/02/2022

ছেলেবেলায় ফিরে গেলাম..............😆🏃🏋️

12/02/2022

আমার ক্ষুদ্র প্রচেষ্টা..........😀🤪🤑🤠

20/07/2021
16/01/2021

Beauty of nature

 #অনিশ্চিত  #আগামী.........🌕🌎🪐 আজকে একটি বিদেশি জার্নালে পড়লাম, করোনা একটি ভাইরাস যা সারা পৃথিবীকে প্রায় লন্ডভন্ড করে ...
10/01/2021

#অনিশ্চিত #আগামী.........🌕🌎🪐
আজকে একটি বিদেশি জার্নালে পড়লাম, করোনা একটি ভাইরাস যা সারা পৃথিবীকে প্রায় লন্ডভন্ড করে দিয়েছে, এরকম হাজারো ভাইরাস পৃথিবীর মেরু অঞ্চলে বরফের নিচে হাজার হাজার বছর ধরে লুকিয়ে আছে এখন কথা হচ্ছে যেভাবে পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে যার ফলে ঐ সব লুকায়িত ভাইরাসগুলো জীবন্ত হয়ে সমুদ্রের পানিতে মিশে যাচ্ছে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। তাহলে একবার ভাবুন যেখানে একটি ভাইরাস আমরা সামাল দিতে হিমশিম খাচ্ছি সেখানে এরকম হাজারো ভাইরাস যদি ছড়িয়ে পড়ে অবস্থা কি দাঁড়াবে .....?
আমার মনে হচ্ছে খুব শীঘ্রই মানবসভ্যতা পৃথিবী নামক গ্রহ থেকে বিলীন হয়ে যাবে। এর জন্য দায়ী আমরা নিজেরাই।
কোটি কোটি বছরের জমে থাকা বড় বড় বরফের স্তূপ গলে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ। আপনারা শুনলে অবাক হবেন মেরু অঞ্চলের বরফ এর কারণে সূর্য থেকে আসা উত্তপ্ত তাপমাত্রা সারা পৃথিবী কে ঠাণ্ডা রাখছে এবং পৃথিবীর আবহাওয়ার ভারসাম্য সহনীয় মাত্রায় রাখছে। এখন কথা হচ্ছে যদি এসব বরফ গলে যায় তাহলে দেখবেন সারা পৃথিবী যেমন উত্তপ্ত হয়ে যাবে সমুদ্রের পানির উচ্চতা অনেক বেড়ে যাবে এবং পৃথিবীর মানচিত্র থেকে অনেক দেশ হারিয়ে যাবে, সমুদ্রে ডুবে যাবে। এরই মধ্যে ভুটান সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে, তারা অস্ট্রেলিয়াতে তাদের নাগরিকদের স্থানান্তরিত করার জন্য কার্যক্রম শুরু করেছে। যখন সমস্ত পৃথিবী উত্তপ্ত হয়ে যাবে তখন আর মানুষের পক্ষে কোনভাবে পৃথিবীর তাপমাত্রা সহ্য করার মত ক্ষমতা থাকবে না যার ফলে মানুষ এ গ্রহ থেকে হারিয়ে যাবে এ জন্য বিজ্ঞানীরা বারবার আমাদেরকে সতর্ক করছে পৃথিবীর দূষণ কমানোর জন্য কিন্তু সারা পৃথিবীর কোনো দেশেই এই সতর্ক বার্তা মানছে না। যার ফলে আমার নিজেরা নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি.............????
শুধু একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন এসব ভয়াবহ দূর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি কতটুকু?????
সারা পৃথিবী ব্যস্ত পারমানবিক বোমা আর অস্ত্রের মহড়ায়...............!!!!!!!

23/05/2020
10/10/2019

বাবাকে বলেছিলাম ১০ হাজার টাকা দাও কক্সবাজার বেড়াতে যাব!
মুচকি হেসেই বললেন কবে যাবি?
বললাম ৫ দিন পর!
বাবা বললেন কাল থেকে একটা কাজ থাকায় ৩ দিন বাইরে থাকবো, তুই এই ৩টা দিন দোকানে একটু সময় দিস, ফিরে এসেই তোকে টাকাটা দিচ্ছি!"
আমি তো মহা খুশি!
আমি ৩দিন দোকান দেখাশুনা করি। এই তিন দিনে আয় হয় ৮২০ টাকা। আর এই ৩দিনে যে পরিমাণ কষ্ট হয়েছে মনে হয় না জন্মের পর থেকে আমি আমার জীবনে এত কষ্ট করেছি...
রাতে নিজের রুমে বসে যখন ফোন টিপছি তখন বাবা এসে বললো,
-এই নে তোর ১০ হাজার টাকা।
আমি বাবার দিকে তাকিয়ে বললাম,
-- কিসের ১০ হাজার টাকা?
বাবা অবাক হয়ে বললো,
- তুই না কক্সবাজার যাবি বন্ধুদের সাথে?
আমি বাবার চোখের দিকে তাকিয়ে বললাম,
--বাবা আমি আগে বুঝতাম না টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় তোমার তাই তোমার কাছে এতকিছু আবদার করতাম। আমি এই ৩ দিনে খুব ভালো করেই বুঝতে পেরেছি টাকা ইনকাম করার কষ্টটা। যে আমি ৩ দিনে ৫ হাজার টাকায় ইনকাম করতে পারলাম না সেই আমি কি না ২ দিনের জন্য ১০ হাজার টাকা আবদার করি!! এত টাকা খরচ করা আমাদের মত নিম্নবিত্ত পরিবারের জন্য অপচয় ছাড়া কিছু নয় বাবা..
আমার কথা শুনে বাবা কিছুটা রেগে গিয়ে বললো,
- তকে এত পন্ডিতগিরি করতে হবে না। বন্ধুরা সবাই যাচ্ছে তুইও যা। সমুদ্রের বিশালতা দেখলে তোর খুব ভালো লাগবে।
আমি বাবার হাত ধরে বললাম,
-- বিশালতা দেখতে সমুদ্রে যেতে হয় না বাবা। তোমার চোখের দিকে তাকালেই বিশালতা দেখা যায়। যে বাবারা হাজার কষ্টের পরেও সন্তানের মুখে হাসি ফোটায়...এরচেয়ে বিশালতা আর কি হতে পারে!
খাবার টেবিলে বসে যখন খাচ্ছি তখন বাবাকে বললাম,
-- বাবা, দোকানে ২জন কর্মচারী রাখার কোন দরকার নেই। আজ থেকে আমি দোকানে বসবো।
বাবা আমার কথার কোন উত্তর দিলো না। শুধু মাকে বললো,
- তারকারিতে এত ঝাল দিয়েছো কেন? ঝালে চোখেমুখে পানি চলে এসেছে...
আমি জানি তারকারিতে ঝাল হয় নি। বাবা চোখের পানি লুকানোর জন্য মিথ্যা কথা বলছে!
বাবা...খুব মিস করি তোমায়...💙💝
Collected

27/07/2019

১০০০ মশা মেরে এনে দিতে পারলে 500 টাকা দেয়া হবে, যদি এমন ঘোষণা দেওয়া হয়, আমার বিশ্বাস সপ্তাহের মধ্যেই মশা উধাও হয়ে যাবে।

02/03/2019

ইদানিং একটা বিষয় লক্ষ্যে করছি, পৃথিবীর বিভিন্ন দেশের মেয়েরা বাংলাদেশ ছেলেদের প্রতি আকৃষ্ট হয়ে এদেশে ছুটে আসছে, শুধু বাংলাদেশী মেয়েরা এদেশের ছেলেদের গুরুত্বটা বুজে না, তাই শুধু কষ্ট দেয়।
আফসোস😁😃😍😛

23/09/2018

বেলাই বিল ভ্রমণ, জয়দেবপুর, গাজীপুর।

02/07/2018

সুটিং থেকে ধারণকৃত, বাকিটা টিভির পর্দায়

Watch it
25/05/2018

Watch it

Welcome to my channel Enjoy & stay connected with us! ► Subscribe to MrARtube : https://goo.gl/UDwXse All videos direction by Powered by ...

এরা সবাই পথশিশু, কারো ঠিকানা কমলাপুর রেলস্টেশন, আবার কারো ঠিকানা বিমানবন্দর রেলস্টেশন, আবার কেউ এসেছে, বিভিন্ন ফুটপাত থে...
05/05/2018

এরা সবাই পথশিশু, কারো ঠিকানা কমলাপুর রেলস্টেশন, আবার কারো ঠিকানা বিমানবন্দর রেলস্টেশন, আবার কেউ এসেছে, বিভিন্ন ফুটপাত থেকে, আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ছোট ছোট নিষ্পাপ শিশুগুলো, যদি সঠিক পরিচর্যা এবং পরিবেশ না পায়, ওরা একদিন বড় হয়ে হয়তো ছিনতাইকারী হবে, অথবা বড় কোনো সন্ত্রাস হবে, ওরাই আপনার আমার গলায় একদিন ছুরি ধরবে, এতে কোন সন্দেহ নেই, কারন পৃথিবীতে প্রত্যেকটা মানুষই তার পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত, আর যদি ওরা সঠিক পরিবেশ আর শিক্ষা পায় তাহলে ওদের জীবন হবে অনেক সুন্দর সাজানো-গোছানো, আজকে সারাদিন ওদের সাথে কাটালাম, এক সাথে খেলাম, অনেক গল্প করলাম ওদের জীবনের গল্পগুলো শুনলাম, তখন নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়েছে, কারন আমার অবস্থা ওদের মতো হতে পারত, বন্ধু মোস্তাক সহ আমরা কয়েকজন চেষ্টা করছি ওদেরকে একটা সুন্দর আলোকিত ভবিষ্যৎ দেয়ার জন্য। যার ফলে ওদের পড়াশোনা থাকা-খাওয়া সব দায়িত্বই আমরা নিয়েছি। তথ্যপ্রযুক্তিতে যাতে ওরা এগিয়ে যেতে পারে সে জন্যই ওদের জন্য ব্যবস্থা করা হয়েছে কম্পিউটার প্রশিক্ষণ, আর মেয়েদের জন্য রয়েছে সেলাই প্রশিক্ষণ। অনেক সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টা করছি ওদের জন্য কিছু করার জন্য। সবাই দোয়া করবেন, আর চাইলে আপনারাও আমাদের মতো ওদের কে ভালবেসে পাশে দাঁড়াতে পারেন..............♥️♥️♥️

কাজের চাপে জীবন প্রায় যায় যায়, তখনি ছুটে গেলাম  নিজ কে একটু রিফ্রেশ করার জন্য, প্রকৃতির সংস্পর্শে।
27/04/2018

কাজের চাপে জীবন প্রায় যায় যায়, তখনি ছুটে গেলাম নিজ কে একটু রিফ্রেশ করার জন্য, প্রকৃতির সংস্পর্শে।

সোনারগাঁও জাদুঘর, নারায়ণগঞ্জ।

বন্ধু হও, শত্রু হও, যে যেখানে রত,       ক্ষমা কর, আজিকার মত...........🙏🤝🙌💖🌹
13/04/2018

বন্ধু হও, শত্রু হও, যে যেখানে রত,
ক্ষমা কর, আজিকার মত...........🙏🤝🙌💖🌹

খুব শীঘ্রই আসছি "ATN BANGLA"  চ্যানেল এ  মেগা সিরিয়াল "ডিবি" নিয়ে,
02/04/2018

খুব শীঘ্রই আসছি "ATN BANGLA" চ্যানেল এ
মেগা সিরিয়াল "ডিবি" নিয়ে,

যারা আমার মতো চাঁদের আলো পছন্দ করেন শুধু তাদের জন্যই, আজকের আকাশের চাঁদ অন্যান্য দিনের চেয়ে একটু বেশি সৌন্দর্যে ভরপুর.....
31/03/2018

যারা আমার মতো চাঁদের আলো পছন্দ করেন শুধু তাদের জন্যই, আজকের আকাশের চাঁদ অন্যান্য দিনের চেয়ে একটু বেশি সৌন্দর্যে ভরপুর................🌥️🌦️🌧️🌨️🌩️🌫️

17/03/2018

#কোন_কথা_হবে_না_শুধু_নাগিন_নাচ_হবে💃💃🕺👯

কিছু ঔষধ, একটু আর্থিক সাপোর্ট, একটু সহযোগিতা পেলেই এই মানুষগুলোর চোখে মুখে যে আত্মতৃপ্তির হাসি ফুটে উঠে, তা লিখে বুঝানো ...
01/03/2018

কিছু ঔষধ, একটু আর্থিক সাপোর্ট, একটু সহযোগিতা পেলেই এই মানুষগুলোর চোখে মুখে যে আত্মতৃপ্তির হাসি ফুটে উঠে, তা লিখে বুঝানো অসম্ভব। হাসপাতাল সমাজসেবা কার্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, "রোগী কল্যাণ" সমিতির পক্ষ থেকে সকল কর্মকর্তা এবং কর্মচারীরা প্রতিদিন অসংখ্য মানুষকে বিভিন্নভাবে সেবা প্রদান করছি ( ঔষধ প্রদান, রোগীদের পরীক্ষার জন্য আর্থিক সহায়তা, অজানা রোগীদের সব দায়িত্ব বহন, পরিচয়হীন শিশুদের তত্ত্বাবধান, যাতায়াত ভাতা, ক্যান্সার আক্রান্ত রোগীদের স্পেশাল সার্পোট, প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার প্রদান, সহ অনেক সেবা দিয়ে যাচ্ছি।
তবে এটা বলতে পারি এরা হচ্ছে সেই মানুষ, যাদের শ্রম, ঘামে, রোধে পুড়ে, বৃষ্টিতে ভিজে তৈরি হয়েছে এই শহর, নগর, মানব সভ্যতা, আর আমরা সেই শহরের নাগরিক, অথচ আজকে এই মানুষ গুলোই সব চেয়ে বেশি নানা ভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত, আমি এমন অনেক লোকের সাথে কথা বলছি, তাদের এত এত সম্পদ, উনার চাইলে এক তুড়িতে এই শ্রেণীর অসংখ্য মানুষের জীবনে পাল্টে দিতে পারেন। শুধু একটু সদিচ্ছা হলেই যথেষ্ট, সব সময় চিন্তা করি, কি হবে এত সম্পদ দিয়ে, এত অর্থ প্রাচুর্য আর ঐশ্বর্য দিয়ে, সবার জন্য তিন হাত মাটিই তো দরকার তাই না..? আমি মানুষ হিসেবে অত্যন্ত ক্ষুদ্র এবং নিরীহ, তবে ছাত্র জীবন থেকেই আজ পর্যন্ত, আমার অবস্থান থেকে সব সময় চেষ্টা করেছি অসহায় মানুষগুলোর পাশে থাকার জন্য, সব সময় আমার সাধ্যমত চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার জন্য, সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, যতদিন বেঁচে থাকি আল্লাহ যেন আমাকে মানুষের সেবা করে যাওয়ার সুযোগ দেন।

Nice place.
04/02/2018

Nice place.

This is our first blog.And the place was Munshigaunj it's a very beautiful place.It's near to Padma riverside.And if you want you can rant the resort for any...

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr. Golam Sarowar Monju Chowdhury Sagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr. Golam Sarowar Monju Chowdhury Sagor:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All