Dream Bangla

Dream Bangla এটি একটি ভল্গ পেইজ। সকল প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ তা'আলার জন্য।

ফ্রি কিক
23/11/2022

ফ্রি কিক

15/11/2022
24/03/2022

ব্লকচেইন, ক্রিপ্টোক্যারেন্সি, বিটকয়েন - এগুলো এখন নতুন কোন কনসেপ্ট নয়, এগুলো এক যুগের বেশি সময় পার করে আসছে। আপনি জানেন না বা জানার চেষ্টা করেন না - তা কিন্তু নয়। আসলে আপনি নতুন কিছুকে গ্রহন করতে ভয় পান।

পৃথিবীতে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, জার্মানি, রাশিয়া, চীন, তুরস্ক, ভারত, পাকিস্তান সহ ৭০ টি দেশ তাদের নিজস্ব কেন্দ্রীয় ব্লকচেইন নিয়ে কাজ করছে। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে চীন - তারা অলরেডি দুইটা প্রদেশে পরিক্ষামূলক ইয়ানের ডিজিটাল মুদ্রা লন্স করছে।

অ্যপল, মাইক্রোসফট, তেসলা সহ ১০০ টিরও অধিক কোম্পানি তাদের নিজস্ব ব্লকচেইন নিয়ে কাজ করছে। - কেন করছে?

এতেই বুঝতে পারা যায় - আগামী কিছু দিনের মধ্যে প্রচলিত পিয়ট ক্যারেন্সি বা কাগজের মূদ্রার ভাগ্যে কি হতে চলছে। ব্লকচেইন প্রযুক্তি আগামী কয়েকবছরে পৃথিবীর চলমান সবকিছুকে লন্ডভন্ড করে দিবে।
"আপনি ভাবতে থাকুন - ওদিকে সময় চলে যায়, সময় কারো জন্যে অপেক্ষা করে না - এই সুযোগ পরে আর ফেরত আসবে না"

#বিটকয়েনের সেকেন্ড প্রজেক্ট ফ্রি তে পাবেন - আগামী ১২ই ডিসেম্বর ২০২২ পর্যন্তই এবং লেনদেন শুরু হবে তারও আগে ৯ই জুন ২০২২। বিনা খরচায় সম্পুর্ন ফ্রি তে #বিটকয়েনসাতোশি পাচ্ছেন - যা আগামীতে আসলেই সোনা হয়ে যাবে #বিটকয়েনের মতো। #বিটকয়েন এখন সোনার চেয়েও বেশি দামী।
🔥🔥🔥
[একাউন্ট করলে সাথে সাথে গিফটকাড, হ্যাসকাড,সাতোশিকাড জয়েন করে স্প্রীড বাড়াতে ইনবক্সে নক দিয়েন]
👇👇👇
---------------------------------------------
💢👉 কি ভাবে একাউন্ট করবেন?

লিঙ্কে ক্লিক করুন- https://www.btcs.love/invite/33kne

১) লিংকে ক্লিক করুন।
২) Singh up এ ক্লিক করুন।
৩)আপনার Email address দিন তার পরে next ক্লিক করুন।
৪)আপনার Email একটা কোড যাবে ওটা এক মিনিটের মধ্যে বক্সে এন্ট্রি বা টাইপ করুন next ক্লিক করুন।
৫)পাসওয়ার্ড লিখুন। First password এবং confirm password যেনো একই থাকে, Resister ক্লিক করে ok করুন।
৬) download app এ ক্লিক করুন, ok করুন, open এ ক্লিক, নিচে login আসবে email ও password দিন।
৭)পেজের নিচে mining ⛏️এ ক্লিক করুন।
৮) Start mining এ ক্লিক করুন। mining এ ক্লিক করার আগে NID/passport/driving license যে কোনো একটি সিলেক্ট করুন।
৯) verify এ ক্লিক করুন।
১০)আপনার Full name ও ID নাম্বার দিন এবং Start face verification এ ক্লিক করুন। অটোমেটিক ফোনের সেলফি ক্যামেরা অন হবে। তখন বলবে ........

Wink=চোখ বন্ধ করো এবং খোলো।
Raised your head slowly =মাথা উপর কর।
Down your head slowly=মাথা নীচু কর।
Left sides your head in slowly=বামে মাথা ঘোরাও।
Right sides your head in slowly=ডানে মাথা ঘোরাও।
Open your mouth and close your mouth=মুখ খোলো ও বন্ধ করো।

***একবারে না পারলে সমস্যা নেই। Retry আসবে আবার চেষ্টা করুন। তবে Resisteration ও face verification করার সময় নেট স্পিড ভালো হতে হবে।face verification না করলে মাইনিং শুরু হবে না।
১১)তারপর submit ও confirm করুন। Successful আসার পর back এ চলুন। প্রেজের নিচে মাইনিং এ ক্লিক করে মাইনিং করুন। অারেকটু স্পীডে মাইনিং করতে অামাকে ইনবক্স করুন।(মাস্ট ইনবক্স মি.)


🥈🥈🥈 মাইনিং সিস্টেমঃ Block received করে নেওয়া। সর্বোচ্চ ১৫০ ব্লক দেখা যায়। রিসিভ না করলে মাইনিং of হয়ে থাকবে। সুবিধা আপনি যে কোনো সময় রিসিভ করতে পারেন কিন্তু দিনে তিনবার করতেই হবে।

22/02/2022
04/12/2021
30/11/2021

লিটন দাসের সেঞ্চুরি করার প্রায় ২২ ঘন্টা আগে পোস্ট করা ছবিতে হাহা ছিলো প্রায় ২২ হাজার,
হাফ সেঞ্চুরি করার পরের পোস্টে হাহা ছিলো প্রায় আড়াই হাজার,
আর সেঞ্চুরি করার পরের পোস্টে হাহা সংখ্যা মাত্র ৪৯৫ এই মুহুর্ত পর্যন্ত যার বিপরীতে লাভ ৪৭ হাজার!
ভাবা যায়?

জীবন এমনই!
আপনি ব্যার্থ হবেন আপনাকে সবাই হাসির পাত্র বানাবে,
আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে প্রায় সবার কাছে,
ভুলে যাবে আপনার অতীতের সাফল্য।

আবার এই আপনিই যখন ঘুরে দাড়াবেন তখন তারাই আপনার পাশে এসে বলবে,
"আমি জানতাম তুমি পারবে!"

অথচ একমাত্র আপনি-ই জানেন কিভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন যখন সব কিছু আপনার বিপরীতে ছিল।

সাফল্য কিম্বা অর্থ এমন এক জিনিস যেটা জীবনের কোন না কোন এক পর্যায়ে আপনাকে বুঝিয়ে দিবে সত্যিকারের বন্ধু কিম্বা শুভাকাঙ্ক্ষী কে আপনার জীবনে।

02/10/2021
10/09/2021
02/08/2021

অামি অামেনা। দীর্ঘ দিন যাবৎ লিখবো ভাবছিলাম। অাসলে লিখতে গিয়ে ও লিখতে মন চায় না। শরির শায় দেয় না। কি লিখবই বা বলুন তো। তগদির তো মেনেই নিতে হবে তাই না। হয়তো জীবনে ভালো কাজের সংখ্যা খুবই নগন্য তাই দিন শেষে অাপনাদের রোমাঞ্চকর স্মৃতির পরিবর্তে একাকিত্বের শোকগাথা শোনাতে হচ্ছে।

--------অামি অামি অামেনা। অামার বাবা ছিলো বর্গাচাষী। তাই ছোট বেলায় যথেষ্ট কষ্ট করে জীবন অতিবাহিত করতে হয়। একসময় পাড়াতো কাজিনদের পুরোনো জামাকাপড় দিয়েই লজ্জা গোঁছানোর সুযোগ হতো। ৮ শ্রেনী পর্যন্ত কখনো নতুন জামা পরার সুযোগ হয়ে উঠে নি হোক সেটা ঈদের দিন। বড় বোনের বিয়ে হয় নবম শ্রেনীতে উঠার পর। অার অামাকে ৮ম শ্রেনীতে থাকা অবস্থায় বাবা বিয়ে দিয়ে দেয়। কারন বাবা অাসলে অামাদের ভরনপোষণ করতেই যায়যায় অবস্থা। অন্যের জমিতে হাড়ভাংগা পরিশ্রম করে মাঝে মাঝে অনাহারে অর্ধাহার দিনাতিপাত হতো। তাই বাব অামাদের দুবোনকেই অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়।

---------------অামার বড় বোন জামাই ছোট একটা মসজিদের মুয়াজ্জিন ছিলো। অাপাকে অনেক ভালোবাসতো। যতটুকু ইনকাম করতো তা দিয়েই অাপাকে পরিপাটি ভাবে চালিয়ে নিতেন। কারন তাদের চাহিদা ছিলো লিমিটেড। তারা অল্প ইনকাম দিয়ে কিভাবে যেনো ভালোভাবেি চালিয়ে নিতেন।অাপা বাড়িতে হাস মুরগীপালন করতো। সব মিলিয়ে তাদের ভালোই চলতো।

_______________অাগেই বলে রাখি অামি দেখতে মোটামুটি সুন্দর ছিলাম। তাই অামার বিয়ের জন্য ছোটবেলা থেকেই বেশি অাসতো। অবশেষে অামার বিয়ে হয় সচিবালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তার সাথে। ভয়ে ছিলাম তাদের সাথে এডজাস্ট করতে পারবো কিনা। কিন্তু অাল্লাহর কাছে লাখো শুকরিয়া তিনি(রফিক) অামাকে ভালোই বুঝতেন। ছোট ছিলাম বলে সব কিছু শিখিয়ে নিয়েছেন। অাগেই বলে রাখি তিনি বয়সে অামার চেয়ে ১৭ বছরের সিনিয়র।শশুরবাড়ীতে অামার শশুর শাশুড়ী ছিলো অার ছোট একটা ননদ ও একটা দেবর ছিলো। অামার বিয়ের সময় তাদের বয়স ছিলো যথাক্রমে ৫ ও ৮ বছর। তাই তাদের অাপন ভাই বোনের মতো করেই কেয়ার করতাম। তাদের খাওয়া, গোসল, স্কুলের জন্য তৈরি করা সব কিছুই যেনো ছিলো অামার হাতে। সব মিলিয়ে এতোটা সুখী হবো ভাবতেই পারি নি। ননদ দেবর কে এর পর ভালো দেখে বিয়ে দিয়ে দেই। তারাও সুখী ছিলো।

___________অামার হাসব্যান্ড এর টাকা পয়সা ছিলো তাই সে যখনই যা পারতো অামার বাবা-মাকে অার্থিক সহযোগিতা করতো। অামার দুভাই তেমন পড়ালেখা করতে পারে নি। তাই একভাই অন্যের জমিতে কিষান দিতো অার অারেক ভাই গ্রামের হাটে সিজনাল মালের ব্যবসা করতো। অামিও হাত খরচের টাকা জমিয়ে তাদের সহযোগিতা করতাম। বাবামায়ের বিশেষ প্রয়োজনে অামিই ছিলাম শেষ অাশ্রয়স্থল। অামিও নিরাশ করতাম না কারন বাবামাকে অনেক কষ্ট করতে দেখেছি জীবনে। তাই নিজের সামর্থ্য অনুযায়ী তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতাম।

_________যতই দিন যাচ্ছে ততোই অামাদের ভালোবাসার সংসার সোনায় মুড়িয়ে যাচ্ছিলো। এরই মধ্যে বিয়ের দুবছরের মাথায় অামার কোল জুড়ে অাসে প্রথম সন্তান(ছেলে)। নাম রেখেছিলাম নিজের নামের সাথে মিলিয়ে অাদনান। অাদনান কে নিয়ে কেটে যেতো অামার দিন। অাদনান এর অাকিকায় প্রায় ৩০০ মানুষকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান করা হয়েছিলো। সচিবালয়ের অনেক অামলারা এসেছিলো সেই অাকিকায়। অাবার যেদিন অাদনান এর মুখে প্রথম ভাত দিয়েছিলাম সেদিন অামার অার রফিকের পরিবার মিলে ২০০ লোকের অায়োজন ছিলো। এভাবেই চরম সুখেই কাটছিলো অামাদের জীবন। অাদনান এর প্রথম জন্মদিনে অনেক অায়োজন ছিলো। অাদনান কে নিয়ে প্রথম বাবা বাড়ি গেলম ১বছর ২ মাস পর। নাতি অাসতেছে শুনে গরীব নানা-নানির অায়োজনের কমতি ছিলো না। ওর বাবা তো প্রতি সপ্তাহে ওর জন্য জামাকাপড় কিনতো। অফিস থেকে অাসার সময় সুন্দর সুন্দর খেলনা নিয়ে অাসতো। ঘরে ডুকেই অাদনান কে কোলে নেওয়া ছিলো তার প্রথম কাজ। তার পর জামাখাপড় চেড়ে ফ্রেশ হতেন।

______________ এই ভাবে করতে করতে অাদনান এর জন্মের দুবছর পর অামি অাবার সন্তান সম্ভবা ছিলাম। অাদনানের বাব একদিন জিজ্ঞেস করতেছিলো, বলোতো এবার ছেলে নাকি মেয়ে হবে। অামি বল্লাম অামি এবার স্বজাতি কামনা করি। তিনি হেসে বল্লেন তোমার ইচ্ছেই যেনো সত্যি হয়৷ ঠিক সময়ে মেয়েই হলো এবং তার নামও রেখেছিলাম অামার নামের সাথে মিলিয়ে অায়ানা। দুসন্তান নিয়ে দিন গুলো মুধুরই যাচ্ছিলো। এদিকে অাদনান ছোটবেলায় অাপেল খেতে চাইতো। কিন্তু চিবিয়ে খেতে পারতো না। তাই নিজে চিবেয়ে জিহ্বার মাথায় করে চিবানো অাপেল অাদনানের মুখে দিতাম যেমনটা পাখিরা বাচ্চাদের খাওয়ায়। কলা খাওয়ালে অাদনানের ঠান্ডা লাগতো বলে কলাকে গরম ভাতের পাতিলে ভাতের ভিতর রেখে গরম করে নিতাম যেনো ঠান্ডা না লাগে।অায়ানার ক্ষেত্রেও সেইম ভাবে খাওয়াতাম। অাস্তে অাস্তে অাদনান অায়ানা বড় হয়ে উঠছিলো।

________এদিকে অামার বোনের ঘরে জন্ম নিলো পর পর ৪ সন্তান। তিন মেয়ে এক ছেলে। ছেলের নাম রাখা হয় রায়হান। অামি অামার সাধ্যমতো ওদের মাঝে মাঝে জামাকাপড় টাকাপয়সা দিতাম। যেহেতু দুলাভাই মুয়াজ্জিন ছিলেন তিনি তার সন্তানদের ইসলামী শিক্ষায় ভর্তি করলেন। অামি অায়ানার কিছু জামাকাপড় মাঝে মাঝে বোনের মেয়েদের দিয়ে দিতাম। অাদনান অায়ানা প্রায়ই ওদের কাজিনদের নিয়ে হাসতো। বলতো মা ওরা এতো খ্যাত কেনো.? মডার্না না। এ যুগে এমন হয়? ইত্যাদি ইত্যাদি

__________অার অন্যদিকে অামি ভর্তি পরীক্ষার প্রস্তুতি সেরে অাদনান অায়ানা কে দিলাম ইংলিশ মিডিয়াম স্কুলে।৷ পড়ালেখায় তারা তাদের বাবার মতোই মেধাবী ছিলো। এভাবে করতে করতে অাদনান এ লেভেল পাশ করলো অার অায়ানা ও লেভেল পাশ করে ফেললো। এর মাঝে ওদের নিয়ে কয়েকবার থাইল্যান্ড মালয়েশিয়া, ইন্ডিয়ায় ঘুরতে গিয়েছিলাম। ওদের কে জীবন মানেই অামরা শিখিয়েছি উচ্চবৃত্তের জীবন। এদিকে অামার বোন সবাইকে ইসলামী শিক্ষা শেষ করিয়ে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। সবাই বাবা মায়ের বাধ্য অনুগত। বাবা মা যেভাবে চায় ওরা সেভাবেই চলে। অামি মাঝেমাঝে অাপাকে বলতাম ওদের ভালো করে পড়াও। ওদের লাইফ শিখাও। ঘরকুনো করে রেখো না। জীবন মানে বোঝাও। বোন বলতো সময়ের প্রয়োজনে সবাই জীবন শিখে নিবে চলতে চলতে।

এরই মধ্যে অামার বাবা মা শশুর শাশুড়ী সবাই মারা গেলো। শশুর মারা যাওয়ার সময় ট্রেনিং এ বিদেশে ছিলো অায়ানার বাবা। তাই বাবার কবরে মাটি টাও দিতে পারলো না। এতে তার অাক্ষেপের কমতি ছিলো না। শাশুড়ির কবরে মাটি দিতে পেরেছিলো ঠিকই কিন্তু সময়ের অভাবে কবর জিয়ারত করতে যেতে পারতো না গ্রামে। অথচ মাঝে মাঝে দেখতাম দুলাভাই তার ছেলে কে নিয়ে নানা নানী, দাদা দাদীর কবর দোয়া করতো।দুলাভাই তার সন্তানদের অাদব কায়দা শিখাতো। বড়দের সালাম দেওয়া সহ ইত্যাদি ইত্যাদি।

_________এভাবে করতে করতে অাদনানকে পাঠিয়ে দিলাম উচ্চ শিক্ষায় অামেরিকায় অার অায়ানা কে একটি প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দিলাম। দুজনই সময় মতো মাস্টার্স কমপ্লিট করেছে। এরই মধ্যে অায়ানার বিয়ের জন্য অাসা শুরু হলো। অায়ানাকে বিয়ে দেওয়া হলো লন্ডন প্রবাসী ছেলে দেখে। অামরা দুজন একা থাকতে লাগলাম টোনাটুনি। উনি যথেষ্ট অামার খেয়াল রাখতেন। অামিও তার কমতি ছিলাম না বরং বাচ্চাদের মতো অাগলে রাখতাম।

_______________এরই মধ্যে অাদনান এর বাবার ক্যান্সরার ধরা পড়লো। হসপিটালে অানা নেওয়া অামার জন্য কষ্ট হয়ে যাচ্ছিলো। তাই বোনের ছেলেটাকে নিজের কাছে এনে রাখলাম। অাদনান ভালো জব পেয়েছে তাই ছুটির জন্য অাসতে পারছিলো না। কি অার করা বোনের ছেলেকে নিয়ে মাদ্রাজে অাসা যাওয়া করতাম উনার চিকিৎসার জন্য । বোনের ছেলেটা যথেষ্ট কেয়ারিং ছিলো। খালুর যত্ন নিতো খুব। অামিও ব্যাপারটা ইনজায় করতাম অার ভাবতাম ইস অাদনান যদি তার বাবার দোয়া নিতে পারতো এভাবে।

________দেড় বছর পর উনি মারা গেলেন। তখন অামার বয়স ৪৩ বছর। বলে রাখা ভালো উনার মৃত্যুর পর অামরা একটা ভালো এমাউন্ট পেয়েছিলাম। এর অাগে উনি ছোট একটা একতলা বাড়ি করেছে৷ ঢাকায়। টাকাটা ব্যাংকে রেখে দিলাম অামার নামে। অার মাসিক পেনশন পাই অামি। অাদনান মৃত্যুর অাগ মূহুর্তে অাসলো বাংলাদেশে। তাই বাবার কবর টা নিজে দিয়ে যেতে পারছে। অাদনানের ও বয়স হয়েছে। তাই বিয়ে করিয়ে দিলাম। ভাবলাম বৌমাকে সঙ্গে নিয়ে কাটিয়ে দিতে পারবো। অন্য দিকে বাবার মৃত্যুর সময় অাসতে পারলো না অায়ানা। দুমাস পরে এসেছে ভাইয়ের বিয়ের সময়। অাদনানের বিয়ের ১ মাস পর সে চলে গেলো। দুমাস পর অাবার অায়ানা ও চলে গেলো।

-------অামরা বৌ শাশুড়ী থাকতে লাগলাম।বৌকে অামি যতটা অাপন করে নিতাম বৌ ততোটা ছিলো না। অামি চাইতাম বৌ অামার কাছে শুবে। কিন্তু সে বিরক্ত হতো। অামি চাইতাম বৌয়ের মাথায় তেল দিয়ে দিতে। সে দিতে দিতো না৷ এভাবে জোড়াতালি দিয়ে বৌয়ের সাথে মানিয়ে নিলাম। ৬ মাস না যেতেই অাদনান বৌয়ের জন্য ভিসা পাঠিয়ে দিলো। অামাকে জিজ্ঞেস করার নূন্যতম প্রয়োজনবোধ করলো না। ১৫ দিনের মাথায় বৌ চলে গেলো। একা হয়ে গেলাম বড্ড একা।

________ একাকী জীবনে হাঁফিয়ে যাচ্ছিলাম। তাই সময় করে বেড়াতে গেলাম বোনের বাড়িতে। রাকিব কে বিয়ে করিয়েছে তারা। ফুটফুটে একটা বৌ। অামার বোন দুলাভাই কে যথেষ্ট কেয়ার করে। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার সব কিছুই রাকির বৌ এক হাতে করে বিচানায় এনে দেয় অাপা দুলাভাইয়ের। নামাজের পানি, পান বানিয়ে দেওয়া, বোনের মাথায় সিঁথি দেওয়া সবই করতো বৌ মা। রাকিব ও সবসময় বাহিরে যাওয়ার সময় বাবা মায়ের কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে। বাবা মায়ের কিছুর কমতি অাছে কিনা সব সময় খেয়াল করতেন। বোনের মেয়দের ও বিয়ে হয়েছে মধ্যবিত্ত পরিবারে। সবাই নিয়মিত অাসা যাওয়া করে। সব মিলিয়ে বোনের সংসার যেনো সুখের অাশ্রম। এসব দেখে অামার বুকটা অারো ভারী হয়ে অাসছিলো। কি পেলাম জীবনে!! বোনের সংসার দেখে কিছুটা ইর্ষাবোধ করলামও বটে।

________ অাদনান সপ্তাহে দু-তিনবার কল দেয়। বাসায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে নেয় মোবাইলে। ব্যস্ততার কারনে সময় হয়ে উঠে না কল দেওয়ার। অায়ানা লন্ডনে চাকরি করে। তাই সে অনেক বিজি। অাবার বাচ্চা হয়েছে একটা। সব মিলিয়ে অনেক বিজি অনেক। একাকিত্ব ফিল করলে কল দিতে মন চায় ওদের। কিন্তু ওরা মনে হয় মাঝে মাঝে বিরক্ত অাসে। তাই ইচ্ছে হলেও কল দেই না। অাদনান কে একদিন বল্লাম দেশে অাসো। সময় নাই মা। অনেক ব্যস্ত। অথচ গতোবছরের ছুটিতে রাশিয়ায় ঘুরে এসেছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। মেয়েটাও কেমন যেনো পাথর হয়ে গেছে। সব সময় ফর্মাল কথাবার্তা। মানুষ তার সুখদুঃখ মেয়ের সাথে শেয়ার করে অামি সেটাও পারতাম না।

_________এরই মধ্যে অাদনানের একটা ছেলে হয়েছে। খুব করে চাইতাম নাতিকে নিয়ে অাদর করতে। কিন্তু বিধিবাম দুরত্বই বাঁধা। এরই মধ্যে অাদনান জানালো অামেরিকায় বাড়ি কিনবে। অামি খুশি হলাম। কথার এক পর্যায়ে অাদনান তার বাাবর মৃত্যুর পর ব্যাংকে রাখা সেই শেষ সম্বল টাকাটা চেয়ে বসলো। বল্লো মা টাকা টা দাও। অনেক ভাড়া দিতে হয়। একটা ছোট বাড়ী কিনলে ভাড়া থেকে রেহাই পাবো। না করতে পারলাম না। দিয়ে দিলাম শেষ সম্বলটুকু। বাড়ী কিনে বৌ ছেলে নিয়ে ভালোই যাচ্ছে অাদনান এর জীবন। অায়ানা ও তার বাচ্চা জামাই নিয়ে লন্ডনে ভালোই অাছে।

__________সবার জীবন নিজের মতো করে সেটেল্ড করে দিলাম। তাদের বাবার কবর জিয়ারত করার লোক নেই। তারা অায়েসি জীবন নিয়ে ব্যস্ত। এদিকে অামার চলার সঙ্গী রহিমা। সে অামার বাসায় বেতন করা কাজ করে। অামাকে দেখবাল করে। শরিরটা যতটা না বুড়ো হয়েছে তার চেয়ে বেশি কাতর শোকে। উনি মারা গেছে অামার ৪৩ বছর বয়সে। ছেলে মেয়ের দিকে তাকিয়ে জলাঞ্জলি দিলাম নিজের সকল লালসা। সেই ছেলে মেয়েই এখন তাদের স্বপ্নে ভিবোর। সবার জীবনে চেঞ্জ অাসে শুধু অামার অবলম্বন সেই রহিমা ই। মাঝে মাঝে বোন এসে সঙ্গ দেয়। বোনের ছেলে মেয়েরা খালা বলতেই অাবেগী। ছোট বেলায় টুকটাক জামাকাপড় দিতাম তা মনে করেই অামার জন্য পাগল প্রায়। পালাক্রমে এসে অামাকে সময় দেয়। অামার সেবা করে। রায়হানের বৌ তো অামার মাথা তেল দেওয়া, গোসল করানো সবই করে দেয়।

_____এভাবে কেটে যাচ্ছে শোকাতুর জীবন অামার। হয়তো একদিন চলে যাবো। জানি না মৃত্যুর পর ছেলে মেয়ের মাটি পাবো কিনা কবরে। মৃত্যুর পর হয়তো কবরের পাশে দাড়িয়ে দোয়া করার কেউ অাসবে না। এভাবেই মিশে যাবো মাটির সঙ্গে। মৃত্যুর পর না জানি দুঃখে কবর ভেঙ্গে পড়ে।দোয়া করবেন সবাই যেনো ঘুমেই মৃ্ত্যু হয় অামার। কারন অামার তো সেবা করার মতো সেভাবে কেউই নেই,কেউই না।

এভাবে দিনাতিপাত করছেন হাজারো অামেনা। সন্তানদের উচ্চ শিক্ষার চেয়ে প্রকৃত শিক্ষা এবং ধর্মীয় শিক্ষাটাকে প্রাধান্য দিন। তাহলে হয়তো এভাবে অার অামেনার গল্প লিখতে হবে না অামাদের।
ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে পড়েছেন। অনুভূতি শেয়ার করবেন কমেন্টে। অার ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন৷ না।

মোর্তুজা মিশু

11/07/2021

অাবেগে লিখলেও হলফ করে বলতে পারি ৯০% লোক মানে বুঝে না।
ব্রাজিলিয়ান Seleção(সেলেসাও) - সেলেসাও মানে ব্রাজিলিয়ান সিলেক্টেড টিম বা সকার টিম। সেই সিলেক্টেড টিম হতে পারে ফুটবল বা অন্য যে কোন খেলার টিম। এটা ফুটবলেই সীমাবদ্ধ নয়

অার্জেন্টাইন VAmos(ভামোস)- এর মানে হলো লেটস ডুই ইট, লেটস গো/ চলো,। অাইমিন এটা একটা প্রস্তাবনা সূচক শব্দ।

পিক ফর এটেনশন।
কোন কিছু প্রাক্টিস করলে জেনেই করা উচিত। হয়তা অামি চাড়া সবাই জানতো। তবুও শেয়ার করলাম সবার জ্ঞাতার্থে।

Invitation code: Mortuzamisuআপনার একটি স্মার্টফোন থাকলে প্রতিদিন মাত্র ২/১ মিনিট সময় ব্যয় করে Pi Network এ যুক্ত হয়ে কয়ে...
04/06/2021

Invitation code: Mortuzamisu

আপনার একটি স্মার্টফোন থাকলে প্রতিদিন মাত্র ২/১ মিনিট সময় ব্যয় করে Pi Network এ যুক্ত হয়ে কয়েন mining/সংগ্রহ করতে পারবেন। "Pi Network" হচ্ছে সাড়া জাগানো একটা ক্রিপ্টোকারেন্সি ও মোবাইল মাইনিং অ্যাপ।
এটা এই বছর নাগাদ ফ্রি থাকবে। এই বছরের শেষের দিকে বা সামনের বছরের শুরুতে এটার আনুষ্ঠানিক লেনদেন শুরু হলে এবং এটার ডলার মুল্য নির্ধারিত হলে, ফ্রি সংগ্রহ বন্ধ হয়ে যাবে। এই কয়েনগুলো বা ক্রিপ্টোকারেন্সি গুলো আপনি বিক্রি করে টাকা ক্যাশ করতে পারবেন বা ট্রেড করতে পারবেন অথবা এই কয়েন ডলারে কনভার্ট করে অনলাইনে কেনাকাটা করতে পারবেন Amazon, AliExpress, E-bay এর মত আরো বিভিন্ন ই-কমার্স সাইটে৷

বর্তমানে ১৭৫ টি দেশ এটি ব্যবহার করছে এবং তাদের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১৭ মিলিয়ন এর উপরে।
অনেকের মতে সম্ভবত পাই কয়েন হতে পারে আগামীর বিটকয়েন। যে বিটকয়েনের দাম ২০১১ সালে মাত্র ১ ডলার ছিল, তার দাম এ বছর ৬৫ হাজার ডলার পর্যন্ত উঠেছিল। ক্রিপ্টোকারেন্সি বিশেষজ্ঞরা ধারনা করছেন পাই(π) হতে পারে নেক্সট বিটকয়েন।
এই অ্যাপ দিয়ে আপনি প্রতিদিন খুব ইজিলি "Pi Coin" নামক কিছু ক্রিপ্টোকারেন্সি উপার্জন করতে পারবেন।
মার্কেটে ছাড়লে তখন বড় একটা এমাউন্ট ইন্টারনেট বা ওয়েবসাইটে বিক্রয় করে বা একচেঞ্জ (buy- sell) করে ভালো একটা এমাউন্ট টাকা আয় করে নিতে পারবেন। প্রয়োজনে ডলার, ইউরো, পাউন্ড বা টাকার বিনিময়ে বিক্রয় করে দিতে পারি, যেমন আমরা ডলার, ইউরো, পাউন্ড ভাঙ্গিয়ে টাকা পেতে পারি।
ভেবে দেখুন দিনে ২৪-ঘন্টায় মাত্র ১ মিনিট সময় ব্যয় করে সামান্য কয়েক পয়সার ডাটা বা ইন্টারনেট খরচ করে আপনি আধুনিক উন্নত বিশ্বের মূল্যবান ডিজিটাল মুদ্রা/টাকার মালিক হতে পারছেন, এ সুযোগ কি অবহেলা করে হাতছাড়া করবেন!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Invitation Code হিসেবে ব্যবহার করবেন: Mortuzamisu

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

★★★★★★★★★★★★★★★

পাই(π) নেটওয়ার্ক-এ একাউন্ট খোলার বা রেজিস্ট্রেশন করার পদ্ধতি:-
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
===========================
১) গুগল প্লে (Google Play) স্টোরে গিয়ে Pi Network অ্যাপটা ডাউনলোড করুন। "Pi Network" লিখে সার্চ দিলে খুব সহজেই খুজে পাবেন অ্যাপটা। গুগল প্লেতে এই অ্যাপটা ১মিলিয়ন বা এক কোটিরও অধিকবার ডাউনলোড করা হয়েছে।

===========================

২) ফোন নম্বর বা ফেসবুক একাউন্ট দিয়ে সংযোগ করুন।

===========================

৩) জাতীয় পরিচয় পত্র (NID) অথবা স্কুল সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম টাইপ করতে হবে:-

(a) First Name
(b) Last Name

===========================

৪) Password লিখুন ( ২ বার)

===========================

৫) আপনার পছন্দ অনুযায়ী User Name টাইপ করুন।

===========================
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
৬) Invitation code এর বক্সে লিখুন:
Mortuzamisu

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

===========================

নোট:-
🍁🍁🍁

(ক) নিয়মিত আয় চালু রাখতে - 24 ঘন্টা পর একবার একাউন্টে ঢুকে মাইনিং টা চালু করে দিলেই হবে। ছবিতে তীর চিহ্ন দেয়া লাল গোল এরিয়াতে ক্লিক করবেন একাউন্ট করার ঠিক ২৪ ঘন্টা পরপর। মনে করুন আজ বিকেল ৫ টায় একাউন্ট করলেন। আগামীকাল বিকেল ঠিক ৫ টায় ছবিতে তীর চিহ্ন দেয়া লাল গোল এরিয়াতে ক্লিক করবেন। ২৪ ঘন্টা পার হলে নোটিফিকেশন অ্যালার্টও আসবে অ্যাপ থেকে। তখন ক্লিক করবেন। পরবর্তী মাইনিংয়ের কাউন্টডাউনও শুরু হয়ে যাবে।
গোল-সাদা চিহ্নের উপর ক্লিক করলে সেটা সবুজ হয়ে যাবে।

(খ) তারপর কয়েকটি মেসেজ আসবে, সেগুলিকে ক্লিক করে,Dismiss বাটনে চাপ দিয়ে অ্যাপটি বন্ধ করে দিতে হবে।

গুরুত্বপূর্ণ:
🍁🍁🍁🍁

প্রতিদিন উপরের ক) এবং খ) এর কাজ করলেই কেবল ইনকাম চালু থাকবে। তা না করলে ইনকাম বন্ধ থাকবে।
বিশেষ জরুরী:
🍁🍁🍁🍁🍁
এখানে ইনকাম করার জন্য সব সময় data বা MB চালু রাখার দরকার নাই। তবে একাউন্ট চালু আছে কিনা এবং ইনকাম হচ্ছে কিনা, তার জন্য প্রতিদিন দুই/একবার চেক করতে পারেন। তারপর ডাটা অর্থাৎ এমবি বন্ধ করে দিলেও ইনকাম চালু থাকবে।

সতর্কবার্তা
🍁🍁🍁🍁
অবশ্যই নাম দেওয়ার সময় ন্যাশনাল আইডি কার্ডের নাম/পাসপোর্টের নাম ব্যবহার করবেন। একদম হুবহু ন্যাশনাল আইডি কার্ডে যে নাম দেওয়া থাকবে তাই আপনার ব্যবহার করতে হবে কারন কিছু দিন পর যখন KYC VERIFICATION আসবে তখন আপনার এই ন্যাশনাল আইডি বা নিজস্ব আইডি কার্ডের নামের সাথে আপনার Pi account এর নামের সাথে মিল থাকতে হবে। আর Withdraw দেওয়ার সময় এইসব information দরকার পড়বে। পারলে প্রোফাইলে গিয়ে আপনার নাম্বারটাও ভেরিফাই করে রাখতে পারেন। আর এই Pi Network এখন সেকেন্ড রাউন্ডে আছে কিছু দিন পর এটা মার্কেটে এসে পড়বে। আশা করছি, তখন আপনারা এটা বিক্রয় করতে পারবেন।

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

নাম যদি এখনো সঠিকভাবে লিখা না হয় তাহলে সংশোধন করে নিন। পাই নেটওয়ার্ক কর্তৃপক্ষ ১৩ দিন পর্যন্ত সময় দেয় নাম ঠিক করার জন্য। ১৩ দিন পার হয়ে গেলে আর নাম সংশোধন করতে পারবেন না। আপনার ইউজার নাম বা রেফারেল কোড যেকোনোটাই দিতে পারেন। কিন্ত পাই একাউন্টে আপনার দেয়া নামের সাথে ন্যাশনাল আইডি কার্ড/পাসপোর্টের নামের সাথে যেন হুবহু মিল হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন।

★★★★★★★★★★★★

আপনাদের আরো কিছু জানার থাকলে ইনবক্সে মেসেজ দিতে পারেন বা এখানে জিজ্ঞাসা করতে পারেন।

আর একাউন্ট করতে চাইলে আমার ইনভাইটেশন কোড- Mortuzamisu ব্যবহার করতে পারেন। তাহলে পরবর্তীতে সমস্ত ধরনের তথ্য এবং আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করতে পারব ইনশাআল্লাহ।

এই লিঙ্কে গিয়ে ইনস্টল করতে পারো-https://minepi.com/MortuzaMisu

Pi is a new digital currency being developed by a group of Stanford PhDs. For a limited time, you can join the beta to earn Pi and help grow the network.

20/05/2021

ফিলিস্তিনের এম্বাসী ঘোষিত ওয়েতে UCB, উপায়,নগদ, বিকাশ এ সাহায্য পাঠাতে পারেন।

শেয়ার করে জানিয়ে দিতে পারেন সবাইকে। কেউ যেনো ভুল বা ফেইক চ্যানেল ব্যবহার না করে।

অবশ্যই বিশ্বস্ত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সাহায্য করুন। ইমোশন নিয় অনেক ফেইক সাইট ডোনেশনের নামে টাকা হাতিয়ে নিচ্ছে।
19/05/2021

অবশ্যই বিশ্বস্ত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সাহায্য করুন। ইমোশন নিয় অনেক ফেইক সাইট ডোনেশনের নামে টাকা হাতিয়ে নিচ্ছে।

উপায় অ্যাপ-এর মাধ্যমে সবচেয়ে নিরাপদে সরাসরি আপনার সাহায্য পৌঁছে দিতে পারেন ফিলিস্তিন দূতাবাসের অফিশিয়াল অ্যাকাউন্টে। উপায়-এর ডোনেশন ফিচারে গিয়ে বেছে নিন Embassy of the State of Palestine, Bangladesh এবং ডোনেট করুন যেকোনো অ্যামাউন্ট, যতবার খুশি।

মানবতার এই সংকটপূর্ণ সময়ে এগিয়ে আসার এখন উপায় আছে: cutt.ly/upay

11/05/2021
11/05/2021
11/05/2021

মুসলিম উম্মাহ তো সবই ইসরাইল অাগ্রাসনে বন্ধি। মুসলিম উম্মাহ তাদের তাবেদার। সৌদি আরব ইসরাইলের সবচেয়ে বড় অস্ত্র যা দিয়ে ইসরায়েল সকাল বিকাল কান চুলকায়। ডুবাইতে এখন নিয়মিত হিব্রুগান চলে। তাই ইয়াহুদ বা অন্যদের দোষ দিয়ে লাভ কি৷ অামরা নিজেরাই নিজেদের শত্রু। মিডলইস্টের বেশিরভাগ মুসলিম দেশই ইসরায়েলের নির্বাহী। ইন্ডিয়াকে অক্সিজেন দিয়ে মহানুভবতা দেখানো সৌদি আরব প্যালেস্টাইন ইস্যুতে নির্বাক। তাই বলতেই পারের অাল-অাকসা এর মতো মক্কা, মদিনাও কোন না কোন ভাবে ইসরায়েল তাবেদার দারা নিয়ন্ত্রত।

Palestinian militants in the Gaza Strip fired rockets toward the Jerusalem area and southern Israel, carrying out a thre...
10/05/2021

Palestinian militants in the Gaza Strip fired rockets toward the Jerusalem area and southern Israel, carrying out a threat to punish Israel for violent confrontations with Palestinians in Jerusalem.

The Gaza health ministry said nine Palestinians, including three children, were killed "in a series of strikes in northern Gaza." It did not explicitly blame Israel for the deaths, in an area that has been a staging ground for militants' cross-border rocket attacks.

More photos: https://reut.rs/3o5bxi3

Palestinian militants in the Gaza Strip fired rockets toward the Jerusalem area and southern Israel, carrying out a threat to punish Israel for violent confrontations with Palestinians in Jerusalem.

The Gaza health ministry said nine Palestinians, including three children, were killed "in a series of strikes in northern Gaza." It did not explicitly blame Israel for the deaths, in an area that has been a staging ground for militants' cross-border rocket attacks.

©Reuters

04/05/2021

তালাক দিয়ে ৩৫ বিলিয়ন ডলারের মালিক হবেন মেলিন্ডা গেইটস!

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, বিশ্বধনী বিল গেইটস তাঁর মৃত্যুর পরে সকল সহায় সম্পত্তি বিল এন্ড মেলিন্ডা গেইটস ফাউন্ডেশনের নামে উইল করে দিয়েছেন। তাঁর মৃত্যুর পরে প্রতিটা সন্তান ১০ মিলিয়ন ডলার করে পাবেন, স্ত্রীও পাবেন মাত্র ১০ মিলিয়ন ডলার।
আমেরিকার আইনে স্বামী স্ত্রীর ডিভোর্স হলে বৈবাহিক কালীন সময়ে অর্জিত সকল নগদ অর্থ ও সম্পত্তির ৫০% হিসাবে পেয়ে থাকেন- স্বামী এবং স্ত্রী, অর্থাৎ অর্ধেক অর্ধেক।
মানবিকতায় উদার স্বামী বিল গেইটসের কামানো সম্পত্তি এতো সহজে ছেড়ে দেবেন মেলিন্ডা? না, হতেই পারেনা। তাই তালাক দিয়েছেন স্বামীকে।
বিল গেইটস জীবিত আছেন তাই সম্পত্তির অর্ধেক হিসাবে আমেরিকার আইন অনুযায়ী মেলিন্ডা গেইটস পাবেন প্রায় ৩৫ বিলিয়ন ডলার। বিল গেইটসের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করলে পাবেন ১০ মিলিয়ন ডলার মাত্র!
তাহলে নগদ ৩৫ বিলিয়ন ডলার ভালো নাকি স্বামী মারা গেলে মাত্র ১০ মিলিয়ন ডলার ভালো?
ধূর্ত মহিলা মানবতার সেবাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জীবিত স্বামীকে তালাক দিয়ে বনে গেলেন অন্যতম বিলিয়নেয়ার!
অসহায় মানবতার সেবায় মেলিন্ডার মন কাঁদেনা, তিনি এখন ৩৫ বিলিয়ন ডলারের আশায় তালাক পাঠালেন বিল গেইটসের কাছে। ব্যাস মিউচুয়াল ডিভোর্স!

© মতিউর রহমান
(আমেরিকা প্রবাসী)

03/05/2021

এপ্রিল ২৬, ৭১১। তারিক বিন জিয়াদ তার বাহিনী নিয়ে জিব্রাল্টারে পা রাখলেন । এই পুঁচকে বাহিনীর মুখোমুখি হতে রডারিক জড়ো করেছিলেন প্রায় এক লক্ষ সৈন্য। এমন সময় তারিক আদেশ দিলেন পিছনে থাকা নিজেদের জাহাজ পুড়িয়ে দিতে। জিব্রাল্টারের নামকরণ করা হয়েছে তারিক এর নামানুসারেই। ‘জাবাল-আত-তারিক’ অর্থাৎ তারিকের পাহাড় থেকেই উৎপত্তি জিব্রাল্টারের নাম। আর ঠিক এখানেই তারিক বিন জিয়াদ সৈন্যদের উদ্দেশ্যে তার ইতিহাস বিখ্যাত ভাষণ দিলেন।

“হে আমার সৈন্যরা, কোথায় পালাবে তোমরা? তোমাদের পিছনে সাগর, সামনে শত্রু। তোমাদের সামনে রয়েছে অগণিত শত্রু, আর জীবন বাঁচানোর জন্য তোমাদের কাছে রয়েছে শুধু তলোয়ার।... এবং মনে রেখো এই অসাধারণ যুদ্ধে আমিই সবার সামনে থাকবো যা তোমরা করতে যাচ্ছ...”

তারিকের ভাষণ শুনে উজ্জীবিত সৈন্যরা ঝাঁপিয়ে পড়লো রডারিকের বিশাল বাহিনীর উপর। রডারিকের বাহিনী তখন দ্বিধাবিভক্ত, নিজেদের সুরক্ষিত শহর ছেড়ে এই প্রান্তরে যুদ্ধ করতে এসে যারপরনাই বিরক্ত সামন্ত রাজারা। তাছাড়া এই বিশাল বাহিনী রডারিকের অনুগতও নয়। এই সুযোগটাই কাজে লাগালো মুসলিমরা। তারিকের ৭ হাজার সৈন্যের সাথে যোগ হওয়া মুসা বিন নুসায়েরের পাঠানো আরো ৫ হাজার সৈন্যের অসাধারণ রণকৌশলে মুহূর্তের মধ্যেই ছত্রভঙ্গ হয়ে গেলো ভিজিগথ বাহিনী। গুয়াদেলেতের যুদ্ধে নিহত হলো রডারিক, হিস্প্যানিয়ায়(বর্তমান স্পেন ও পর্তুগাল) প্রতিষ্ঠিত হলো মুসলিম শাসন।

01/05/2021
29/04/2021
28/04/2021

Address

Dhaka

Telephone

+8801734877563

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Bangla:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All