Shokhi /সখী

Shokhi /সখী shokhi apu's thoughts and inspire others
(2)

17/04/2024

🤤😋🤤😋😋 এই গরমে ঠান্ডা ঠান্ডা

I got 123 reactions and 15 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have don...
28/12/2023

I got 123 reactions and 15 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল । পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাফ দেয় না। সে সহ্য করতে থাকে,,।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার ছিল না।
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায়।
এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে। কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি,
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে।
ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে
একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের বুঝতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও কখন সরে যাওয়া উচিত।
সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেয়াটাই হবে একটা স্মার্ট সিদ্ধান্ত।

Cp

আজ আমার জন্মদিন, শশুর শাশুড়ির থেকে লুকিয়ে ঠিক আট বছর আগে এই দিনে আমার স্বামী আমার জন্য সারপ্রাইজ হিসেবে কেক আর ফুল নিয...
05/12/2023

আজ আমার জন্মদিন, শশুর শাশুড়ির থেকে লুকিয়ে ঠিক আট বছর আগে এই দিনে আমার স্বামী আমার জন্য সারপ্রাইজ হিসেবে কেক আর ফুল নিয়ে আসে । আমার ছেলে শামস হবার পর এটা ছিল আমার ফার্স্ট জন্মদিন। সেই জন্মদিনে আমার নতুন একটা নাম হয় শামসের মা । সেই ফুল আর কেকের মাঝে যে আনন্দ ছিল আজ সেই হাজার সারপ্রাইজের মধ্যেও সে আনন্দ খুঁজে পাইনা। ....

আলহামদুলিল্লাহ আমার অনেক ধৈর্য তিন ঘন্টা ধরে ফুড আপির এক্স হাসবেন্ডের গল্প শুনলাম। এ কারণেই শুনেছিলাম যেন অভিজ্ঞতা বাড়ে...
04/12/2023

আলহামদুলিল্লাহ আমার অনেক ধৈর্য তিন ঘন্টা ধরে ফুড আপির এক্স হাসবেন্ডের গল্প শুনলাম। এ কারণেই শুনেছিলাম যেন অভিজ্ঞতা বাড়ে কিন্তু এই গল্প শুনে দুইজনকেই খুব বোকা মনে হইছে, দুইজনেরই দুইজনের প্রতি ভালবাসা ছিল ,সম্মান ছিল। শুধুমাত্র দুই জনের ফ্যামিলির জন্য তাদের ডিভোর্স হল। আসলে তাদের কারোরই কোন ক্ষতি হয়নি শুধুমাত্র ক্ষতি হয়েছে তাদের বাচ্চাটার 😢😢 আল্লাহ বাচ্চাটাকে সুস্থ সবল রাখুক এবং নেক হায়াত দান করুক। সঠিকভাবে পৃথিবীতে বড় হওয়ার তৌফিক দান করুক।

03/12/2023

আলসেমি কাটিয়ে অবশেষে ......



Mariya's Craft রঙের ছাপ

মাঝে মাঝে পেজের ড্যাশবোর্ড দেখতে খুবই ভালো লাগে 🥰প্রবলেম হচ্ছে রেগুলার ভিডিও তৈরি করতে পারি না 😔
03/12/2023

মাঝে মাঝে পেজের ড্যাশবোর্ড দেখতে খুবই ভালো লাগে 🥰
প্রবলেম হচ্ছে রেগুলার ভিডিও তৈরি করতে পারি না 😔

02/12/2023

ভূমিকম্প
আল্লাহ সবাইকে হেফাজত করুক

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল । পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও ত...
30/11/2023

একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাঙ রেখে পানি গরম করা শুরু করা হল । পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাঙটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করল যদিও সে চাইলেই লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে লাফ দেয় না। সে সহ্য করতে থাকে,,।
আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাঙটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় লাফ দেওয়ার কিন্তু তখন আর তার লাফ দেওয়ার মত শক্তি তার ছিল না।
পানি আরও গরম হতে থাকে যার ফলে সে গরম পানিতে ফুটে একটা সময় মারা যায়।
এখন যদি প্রশ্ন করা হয় ব্যাঙটি কিভাবে মারা গেছে ??
তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম পানির কারনে মারা গেছে। কিন্তু না সে গরম পানির জন্য মারা যায়নি,
সে মারা গেছে লাফ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারনে।
ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্র ভেদে
একেকটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে। আমাদের বুঝতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও কখন সরে যাওয়া উচিত।
সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেয়াটাই হবে একটা স্মার্ট সিদ্ধান্ত।

Cp

😂😂😂😂 দুইটাকে উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিলেই হইত
29/11/2023

😂😂😂😂 দুইটাকে উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিলেই হইত

28/11/2023
শপিং করার সময় —Indiaডাক্তার দেখানোর সময় —Indiaবাজেটের মধ্যে বিদেশ টুর —Indialifestyle copy  করার সময় —Indiaসিরিয়াল দেখ...
19/11/2023

শপিং করার সময় —India
ডাক্তার দেখানোর সময় —India
বাজেটের মধ্যে বিদেশ টুর —India
lifestyle copy করার সময় —India
সিরিয়াল দেখার সময়—India
Reels বানানোর সময় পছন্দের গান—India
শুধু মাত্র খেলার সময় ইন্ডিয়ার বিরুদ্দে যে মামু থাক না কেন সেই মামু কেই সাপোর্ট করি🥸😎

Coz we are বাঙালি🤠

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন,চিঠিটির বাংলায় অনুবাদ পড়ুন, প্লিজপ্...
19/11/2023

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন,চিঠিটির বাংলায় অনুবাদ পড়ুন, প্লিজ

প্রিয় অভিভাবক,
কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই।

একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে কিছু আসে-যায় না ৷

একজন খেলোয়াড় হবে, তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।
যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!

প্লিজ, এই কাজটি করুন,যখন এটা করবেন, দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!

একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না

(সংগৃহিত)🥀🥀🌹

বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক অভিভাবকই শঙ্কিত, কিছুদিন ধরে ফেসবুকে একটি ছবিতে দেখা যাচ্ছে ,সেখানেছাত্র-ছাত্রীরা রান...
16/11/2023

বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক অভিভাবকই শঙ্কিত, কিছুদিন ধরে ফেসবুকে একটি ছবিতে দেখা যাচ্ছে ,সেখানে
ছাত্র-ছাত্রীরা রান্নার কাজ করছে, আর আমরা সুর তুললাম ছাত্র-ছাত্রীরা রসাতলে যাচ্ছে, আসলে উন্নত বিশ্বে এই কাজ গুলি শেখানো হয় প্রাথমিক পর্যায়ে, কিন্তু আমাদের দেশে মাধ্যমিক পর্যায়ে এসে শেখানো হচ্ছে। অনেকেই বলছে এই শিক্ষা তো আমরা পরিবার থেকেই দিতে পারি,আমাদের বাচ্চাদের কে স্কুলে পাঠানোর কি দরকার। পুঁথিগত বিদ্যা শিখিয়ে হয়তোবা আমি আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারব কিন্তু তাকে কতটা মানবিক করে তুলতে পারবো তা জানিনা। ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তারা কেবল টাকা কামানো শিখবে আর যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি তাদের মানবিক শিক্ষাটাও দেওয়া যায় তাহলে তারা তাদের দায়িত্বের গুরুত্বটা বুঝবে এবং তাদের দায়িত্ব টাকে সঠিকভাবে পালন করবে।

সম্পূর্ণ আমার নিজস্ব মতামত ব্যতিক্রম মতামত ও চিন্তাধারা থাকতেই পারে।


বাঙ্গি অনেকের অপছন্দের, কিন্তু আমার খুব ভালো লাগে এবং আমার ছেলেরও খুব ভালো লাগে , গাছেই যখন এভাবে  ফেটে থাকে তখন খেতে  অ...
07/11/2023

বাঙ্গি অনেকের অপছন্দের, কিন্তু আমার খুব ভালো লাগে এবং আমার ছেলেরও খুব ভালো লাগে , গাছেই যখন এভাবে ফেটে থাকে তখন খেতে অনেক মজা 😋

"খাবার রেডি, সবাই খেতে এসো",.....এই কথাটা কখনোই বলবেন না। বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয়ই।আপনার পরিবারের অন্যান্য সদ...
06/11/2023

"খাবার রেডি, সবাই খেতে এসো",.....
এই কথাটা কখনোই বলবেন না। বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয়ই।
আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাওয়াত খেতে আসেনি বাসায়, যে আপনি সব কিছু সাজিয়ে তাদের খেতে ডাকবেন।
খাবার টেবিলে রেডি করার সময় বাড়ির অন্যান্য সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করুন।
একজন পানি ভরবে জগে, অন্যজন প্লেট আনবে, আরেকজন টেবিলে ভাত, তরকারী নিয়ে যাবে। সালাদ কাটার দায়িত্ব দিন অপর একজনের কাঁধে।
সদস্যসংখ্যা বেশি হলে একেকদিন একেকজনের পালা তৈরি করে দিন।
আপনার সন্তানদের এটা শেখাবেন না, যে, খাবার রেডি করে মুখের সামনে সাজানোর দায়িত্ব মায়ের আর তাদের দায়িত্ব শুধু খাওয়া।
শুধু তাই নয়, খাবার শেষে নিজের প্লেট ধুয়ে রাখতে শেখান।//////

✅আমি আমার নিজের ছেলেকে প্লেট ধোয়া শিখাচ্ছি এটা তার আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, ছবিটা অনেক কষ্ট করে তোলা সে কোনভাবেই ছবি তুলতে দিবেনা 🤫

05/11/2023

বাজার করা বন্ধ করে দিয়েছি,,
সকালে নাস্তায় পদ্দা সেতু,,দুপুরে টানেল,,আর রাতে সিনেমা দেখে ঘুমিয়ে পরছি,,🫣 আপনাদের কি অবস্থা

বয়ঃসন্ধি এর মত ৩০ এর পরে নারীর জীবনেরও একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই...
03/11/2023

বয়ঃসন্ধি এর মত ৩০ এর পরে নারীর জীবনেরও একটা নাম থাকা উচিত। বুড়িও না, আবার ছুঁড়িও না, অদ্ভুত একটা বয়স। বেশিরভাগ ক্ষেত্রেই সংসারি ১০/১৫ বছর ধরে।

দুই-তিন সন্তানের মা হলেও মনের ভেতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায়। সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্লান্তিকর প্রচেষ্টা সবসময়।কারণ, পরিবেশ পরিস্থিতির কাছে ছুঁড়ি হয়ে থাকাটা নিছক হাস্যকর।

যা পাওয়ার ছিল, আর যা পাওয়া হয় নাই, মনটা সেই হিসেব নিয়ে বসে না চাইতেও। কত ব্যস্ত থাকা যায়, সংসার, রান্নাবান্না, কিংবা অফিসে? দিন শেষে না পাওয়া গুলো কেমন যেন খোঁচাতে থাকে, দিন শেষে মনেহয় কেউ থাকুক, কেউ শুনুক, মনের সব কথা, কোন জাজমেন্ট ছাড়া।

এদিকে সংসার, বাচ্চাকাচ্চা করতে করতে জীবনটা বন্ধুহীন হয়ে যায়, সবাই যার যার জীবনে ব্যস্ত কিংবা ৩০পেরোনো তারাও ব্যস্ততার নাটকই করছে।

৩০পেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে। নস্টালজিয়া! কারণে অকারণে শুধু পুরনো কথা মনেহয়। ফেলে আসা শৈশব,তারুণ্যের চঞ্চল মন,স্কুল, কলেজ, ভার্সিটির সোনালি দিনগুলো, তার সাথে প্রথম দেখা, কখনও না ফুরানো কত গল্প, বৃষ্টি বিলাস, যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল, যে কস্ট দিয়েছিল, কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল, সব মনে পড়ে যায় সময়ে অসময়ে।

রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনেহয় নিজেকে। চুল পড়ে অর্ধেক, মুখে বলিরেখারা সবে আঁকিবুকি শুরু করেছে, এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মত লাগে, পেটে স্ট্রেচ মার্কের দাগ, সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে। সেই বিষণ্ণতা ঢাকতেই হয়ত শাড়ি-গয়নায় মেতে থাকতে চাওয়া মেয়েদের।

আজকাল নতুন শ্লোগান, মেয়েদের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের। ৪০ পেরোনো মেয়েটা বুঝে যায়, এই ইন্ডিপেন্ডেন্সের সাথেও অনেক কিছু হারাতে হয়। সময় অথবা অর্থ, যে কোন একটাই পাওয়া যায়।

৩০পেরোনো মেয়েটার মাঝে মাঝেই খুব একা থাকতে মন চায়। নিজের মত করে, নিজের জন্য। পরমুহূর্তেই সন্তানদের জন্য মন কাঁদে। মায়েরা সবচেয়ে ভয় পায় মৃত্যু। শত অভিমানেও সে বেঁচে থাকতে চায়, তার সন্তানদের জন্য। অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন। চিৎকার করে কাঁদতে বড় সাধ হয়, সেই কান্না কেউ শুনতে পাবেনা, এমন জায়গা খোঁজার অভিযানেই মনেহয় জীবনটা পার হয়ে যায়।

৩০ এর কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে, প্রথমে হাল্কা, তারপর আস্তে আস্তে গাঢ় হয়। এক সময়, বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায়, মেনে নিয়ে বেঁচে থাকা শিখে যায়। পান থেকে চুন খসতেই যে মেয়ের চোখের জল, নাকের জল এক হয়ে যেত, তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউ টের পায় না।

৩০ পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায়। ভুলে যায় কি করলে ভালো লাগবে, ভুলে যায় মনটা কি চায়।

৩০ পেরোনো শরীরটাও আগের মত সাপোর্ট দেয় না। দুই/তিনবার করে আট/নয় দিন না, নয় মাস পেটে রাখা সহজ নয়। অপারেশনের এর ধকল, মেরুদন্ডে দেয়া ইঞ্জেকশন শরীরটাকে অকেজো করে দেয়। ভাঙ্গা কোমর নিয়ে দিব্যি রান্নাবান্না, বাচ্চার দেখাশোনা, ঘরের কাজ, জার্নি সব করে যায়। তবু দিন শেষে শুনতে হবে কিছুই করে না।

৩০ পেরোনো মেয়েগুলো যত্ন চায়, তারা চায় কেউ তার মনের যত্ন করুক !!

সংগ্রহীত

01/11/2023

মুখ দেখে নয় ব্যবহার দেখে মানুষ চিনুন, কারণ চিনি আর নুনের রং একই হলেও,… কিন্তু এদের স্বাদ আলাদা।….!

আমি ফুটপাতে বসে এক কাপ চা খেয়ে দেখেছি, দাম ৮ টাকাঠিক একই চা ফুটপাতের পাশের একটা দোকানের চেয়ারে বসে খেয়েও দেখেছি, দাম ১৫ ...
28/10/2023

আমি ফুটপাতে বসে এক কাপ চা খেয়ে দেখেছি, দাম ৮ টাকা
ঠিক একই চা ফুটপাতের পাশের একটা দোকানের চেয়ারে বসে খেয়েও দেখেছি, দাম ১৫ টাকা চেয়ে নিলো।
এবার একটা রেস্টুরেন্টের মেন্যু কার্ডে চোখ দিলাম, সেখানে ৫ এর পাশে একটা ০ জুড়ে দিয়ে দাম লেখা চায়ের দাম ৫০ টাকা।

আমি বুঝতে পারলাম জিনিস এক হওয়া শর্তেও স্থানভেদে তার মূল্য ভিন্ন ভিন্ন।আমি বুঝতে পারলাম কোনো একটা স্থানে কিংবা কোনো একটা নির্দিষ্ট কারো কাছে যদি আমাদের নিজেকে কখনো মূল্যহীন মনে হয়, তবে এর মানে এই না যে আমরা সত্যিই মূল্যহীন, হতে পারে আপনার স্থানটা সঠিক নয়। সবাই আপনাকে পছন্দ করুক এবং তাদের মত হওয়ার চেষ্টা করাই বোকামি।

তাই নিজেকে কখনো পরিবর্তন করবেন না, বরং কারো কাছে অবহেলিত হতে হতে ভেঙে পরলে ওই স্থানটা ত্যাগ করুন, দেখবেন আপনি ভারী মূল্যবান।

হৃদয় ভেঙে কান্না আসে ঃ===================মনে রেখো বিশ্ববাসী আল্লাহ চিরঞ্জিত চিরস্থায়ী। তিনি প্রথম তিনিই শেষ। এই সব কিছ...
22/10/2023

হৃদয় ভেঙে কান্না আসে ঃ
===================
মনে রেখো বিশ্ববাসী আল্লাহ চিরঞ্জিত চিরস্থায়ী। তিনি প্রথম তিনিই শেষ। এই সব কিছুর বিচার আল্লাহ তাআলার আদালতে ইনসাফের সাথে করা হবে ইন শা'আল্লাহুল আজিজ। কারো প্রতি বিন্দুমাত্র অবিচার করা হবে না।

22/10/2023

কখনো কখনো সত্য জানা থাকলেও কিছু মানুষের ফাটাফাটি অভিনয় দেখতে চুপ থাকতে হয়। 🫢🤫🤫🤫

11/10/2023

কিছু মানুষকে পয়েন্টে পয়েন্টে কথা বললে তাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়ে যায় 😂😂😂😂

বৃষ্টির দিনে এভাবেও কাপড় শুকানো যায় 🫣
10/10/2023

বৃষ্টির দিনে এভাবেও কাপড় শুকানো যায় 🫣

07/10/2023

বলেন তো
এমন কোন টেবিল আছে যার কোন পা নাই

28/09/2023

বলেন তো
এমন কোন জায়গা যেখানে রাস্তা আছে গাড়ি নাই ,
রেললাইন আছে কিন্তু রেল নাই,
নদী আছে কিন্তু নৌকা নাই,

No matter how much they are trolled for their way of talking, they make a beautiful couple and they maintain it very bea...
24/09/2023

No matter how much they are trolled for their way of talking, they make a beautiful couple and they maintain it very beautifully.
12 years Ma Sha Allah

Address

House-60/1/b, Green View , Joarshara Bazar, Vatara
Dhaka
1229

Telephone

+8801675951614

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shokhi /সখী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shokhi /সখী:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All