Abir's Digital Creator

Abir's Digital Creator Hi, This is Abir Hasan Sujan, I'm a Digital Marketer, Welcome to my "Digital Marketing" page.

https://youtu.be/AG0YU_fY9OI?si=trffzK-BQm_S9hHz
21/05/2024

https://youtu.be/AG0YU_fY9OI?si=trffzK-BQm_S9hHz

#সারমর্ম ানের নিঃশ্বাস: মিনিটেই অপরাধীর সুতোয় বাঁধা পুতুল | সারমর্ম | Scopolamine | Drug | Devil's Breath | Somoy...

লিংকডিন মার্কেটিং কি?💯⏩মার্কেটিং জানার পূর্বে চলুন জেনে নেই লিংকডিন কি….✅লিংকডিন কি?⏩লিংকডিন হচ্ছে ফেসবুক বা টুইটারের মত...
14/11/2023

লিংকডিন মার্কেটিং কি?💯
⏩মার্কেটিং জানার পূর্বে চলুন জেনে নেই লিংকডিন কি….
✅লিংকডিন কি?
⏩লিংকডিন হচ্ছে ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী, ব্যবসায়ী এবং প্রফেশনালদের জন্য একটি বিশেষ প্লাটফর্ম। ২০০ দেশের প্রায় ৪১.৪ কোটি ব্যবহারকারী LinkedIn কে প্রফেশনাল লোকজনের networking এর জন্য বিশ্বের সব চাইতে জনপ্রিয় মাধ্যমে পরিনত করেছে। লিঙ্কডইনে বিভিন্ন মার্কেটিং সহ চাকরি পাওয়া যায়। যার জন্যেই লিংকডিন আরো বেশি জনপ্রিয়। আপনার LinkedIn প্রোফাইল মূলত আপনার কর্মজীবনকে রিপ্রেজেন্ট করে।
✅লিংকডিন মার্কেটিং কি? – What Is LinkedIn Marketing?
⏩লিংকডিনের মাধ্যমে আপনার ওয়েবসাইটের লিংক সহ অন্যান্য ব্যবসার প্রোডাক্টগুলো শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়াকে LinkedIn marketing বলা হয়ে থাকে। লিংকডিন মার্কেটিং বলতে বুঝায় এমন একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেটার মাধ্যমে আপনার ব্যবসায়কে লক্ষ লক্ষ সংযোগ স্থাপনের জন্য প্রকাশ করে এর মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড boost করতে পারেন, ব্যক্তি এবং অন্যান্য সংস্থার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন। চাকরি খুঁজতে পারেন এবং আপনার কোম্পানির জন্য চাকরির নিয়োগ দিতে পারেন।
⏩⏩আগামী পর্বে লিংকডিন এর ব্যবহার এবং গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে | #ধন্যবাদ💯💯
, , , , , , ,

✅লিংকডিন কি? & লিংকডিন কেন ব্যবহার করা উচিত......💯• লিংকডিন ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরী...
12/11/2023

✅লিংকডিন কি? & লিংকডিন কেন ব্যবহার করা উচিত......💯
• লিংকডিন ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী এবং ব্যবসায়ীদের জন্য বিশেষায়িত ভাবে তৈরিকৃত। ২০০ দেশের প্রায় ৪১.৪ কোটি ব্যবহারকারী লিংকডিন কে প্রফেশনাল লোকজনের networking এর জন্য বিশ্বের সব চাইতে জনপ্রিয় মাধ্যমে পরিনত করেছে।
• আপনি চাকরি অথবা ব্যবসা করছেন কিংবা করার যদি সম্ভাবনা/পরিকল্পনা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার লিংকডিন প্রোফাইল থাকা উচিত। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার লিংকডিন প্রোফাইল থাকা খুবই গুরুত্বপূর্ণ।
• আপনার লিংকডিন প্রোফাইল মূলত আপনার কর্মজীবনকে রিপ্রেজেন্ট করে। এখানে সিভি এর মত আপনার ক্যারিয়ার অবজেক্টিভ, এডুকেশনাল বেকগ্রাউন্ড, ফিল্ড অব ইন্টারেস্ট, এক্সপেরিয়েন্স সবই দেয়া যায়। পরবর্তীতে, লিংকডিন এইসব ডাটা এনালাইসিস করে আপনার ডাটার সাথে সম্পর্কিত বা অনুরূপ বিভিন্ন প্রোফাইল আপনাকে এড করার জন্য সাজেস্ট করবে। একই ভাবে আপনার প্রোফাইলও অন্যদের সাজেশন লিস্টে দেখা যাবে। ফলস্রূতিতে, আপনি যদি একজন মার্চেন্টডাইজার হন, আপনি অন্য মার্চেন্টডাইজারদের সাথে কানেন্ট হতে পারবেন + রিলেশান বিল্ডআপ করতে পারবেন। এছাড়া এখন বেশিরভাগ International কোম্পানি লিংকডিন থেকে রিক্রূট করে। যখন তারা কোনো জব সার্কুলার পোষ্ট করবে, তা আপনার ওয়াল থেকে আপনি জানতে পারবেন। এছাড়াও, যেহেতু এটা প্রফেশনালদের একটা প্লাটফর্ম, এখানে আপনি প্রচুর প্রফেশনাল সাজেসান পাবেন যা আপনার ক্যারিয়ারককে সমৃদ্ধ করতে সাহায্য করবে। আপনি বিভিন্ন গ্রুপে জয়েন করতে পারবেন যারা আপনাকে বিভিন্ন নিউজ+ইনফরমেশন পেতে সাহায্য করবে। আপনি বিভিন্ন বহুজাতিক কোম্পানিকে ফলো করতে পারবেন যারা তাদের বিভিন্ন জব সার্কুলার কেবল এখানেই দিয়ে থাকে।
• এখন আপনি যদি স্টুডেন্টও হন, যার এখনই চাকরির প্রয়োজন নেই, তা সত্বেও আপনার লিংকডিন প্রোফাইল এখনই বানানো প্রয়োজন। কেননা, যখন আপনার প্রোফাইল আপনি আগে থেকেই তৈরী করে রাখবেন + আপনার সেক্টরের বিভিন্ন মানুষ কিংবা প্রতিষ্ঠানের সাথে কানেক্ট থাকবেন, তখন জব মার্কেটে যুদ্ধ শুরু করার আগেই আপনি এর সম্পর্কে একটা ধারনা + বিভিন্ন নিউজ পেয়ে যাবেন। এখানে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের বড় পদের মানুষের সাথে খুব সহজেই কানেক্ট হতে পারবেন যাদের ফেসবুক ফ্রেন্ডলিস্টে আপনি কখনোই এড হতে পারবেন না।
এখন এই লিংকডিন প্রোফাইলের কিছু স্পেশাল ফিচারের কথা বলি....
1. সাধারনত আমরা আমাদের সিভিতে আমাদের অনেক Skills এর কথাই উল্লেখ করি।ব্যাপারটা অনেকটা নিজের ঢোল নিজে পেটানোর মত। কিন্তু একজন চাকরিদাতা আপনার সেই Skills গুলো কখনো ভ্যারিফাই করতে পারে না। কিন্তু লিংকডিন এ আপনি আপনার Skills গুলো এড করার পর আপনার কানেক্টেড মানুষেরা আপনার সেই Skills গুলো Endorse করতে পারে। যেমন আমার
লিংকডিন প্রোফাইলে দেয়া আছে আমার Skills => মার্চেন্টাইজিং + কস্টিং + বিজনেস ডেভলাপমেন্ট ইত্যাদি ইত্যাদি। এখন এই Skills গুলো যে আমার আছে, তা যারা জানে, তারা সেগুলো Endorse করে দিবে। এই Endorse এর সংখ্যা যত বেশি হবে, আমার সেই Skills এর বিশ্বাসযোগ্যতা/গ্রহনযোগ্যতা তত বেশি হবে।
2. আমরা সিভিতে অনেকের recommendation ব্যবহার করি যার Authentication থাকে না। কিন্তু লিংকডিন প্রোফাইলে আপনি ইতিপূর্বে যে প্রতিষ্ঠানে কাজ করেছেন বা পড়াশোনা করেছেন, তার উচ্চপদস্থ কোনো কর্মকর্তা আপনাকে সরাসরি রিকমেন্ড করতে পারেন যার ফলে এই রিকমেন্ডেশনের অথেনটিকেশন বেড়ে যায়। ব্যপারটা অনেকটা আপনার ফেসবুক ওয়ালে আপনার অফিসের বস আপনার সম্পর্কে ভালো কিছু কথা লিখে যাওয়ার মত যা আপনার ওয়াল ভিজিটরদের নিকট আপনার গ্রহনযোগ্যতা বৃদ্ধি করবে। তবে এক্ষেত্রে আপনার LinkedIn এর মাধ্যমে তাকে আপনাকে রিকমেন্ড করার জন্য রিকোয়েস্ট করতে হবে।
3. এখন এত এত Endorse + Recommendation কি কাজে আসবে যদি চাকরিদাতা আপনার LinkedIn প্রোফাইল না দেখে? অনেক প্রতিষ্ঠানেই এখন এপ্লিকেন্টের লিংকডিন প্রোফাইল চাওয়া হয় + আপনার সিভিতে আপনার লিংকডিন প্রোফাইল লিংক থাকা স্মার্টনেসের পরিচায়ক যা অনেক চাকরিদাতাই চেক করে থাকে। এছাড়া সরাসরি লিংকডিন প্রোফাইল চাকরিদাতা নিজে খুঁজে বের করেই অনেককে ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট করে থাকে।
4. মোদ্দা কথা আপনার লিংকডিন প্রোফাইল আপনার ব্র্যান্ড ডেভলাপমেন্টে সহায়তা করবে। তবে এই জন্য আপনাকে ফেসবুকের মত এখানেও নিয়মিত সময় দিতে হবে। প্রতিনিয়ত পরিচিতদের লিংকডিন এ খুঁজে বের করে এড করতে হবে + তাদের স্পেশালিটি গুলো এনডোর্স করতে হবে(যাতে তারাও আপনারটা করে), বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোফাইল নিয়মিত ভিজিট করে তাদের ব্যপারে জানতে হবে। বিভিন্ন বড় পদে কর্মরত মানুষদের প্রোফাইল ভিজিট করে শিখতে হবে, কিভাবে তারা নিজেদের প্রেজেন্ট করে।..... তবে যা কিছুই করতে হবে, তা আপনি আপনার প্রোফাইল তৈরী করে কিছুদিন ব্রাউজ করলেই বুঝতে পারবেন। তবে যাই করেন, যত বেশি সম্ভব লিংকডিন এ ই বেশি সময় দেয়ার চেষ্টা করুন + একে এমন ভাবে সাজানোর চেষ্টা করুন, যাতে এটা আপনার ক্যারিয়ারে ভ্যালু এড করে।
❇️অবশেষে, এই লেখার কথাগুলো হয়তো অনেকেরই জানা। তবুও তাদের উদ্দেশ্যে লিখলাম ❕❕✅
MD Sujan Miah Abir's Digital Creator MD Sujan Miah Abir's Digital Creator

Today's the best Photo 🌿❤Isha Allah We Muslims will be     MD Sujan Miah
20/10/2023

Today's the best Photo 🌿❤
Isha Allah We Muslims will be



MD Sujan Miah

16/10/2023

আপনাদের ভালবাসায় সম্ভব হয়েছে এমনটা ❤️

মুজিব - একটি জাতির রূপকার | Mujib - The Making of a Nation

Director: Shyam Benegal

16/10/2023

Bike🏍️

16/10/2023

পলো দিলে পলো ব্যাক পাইবেন তারাতারি
#পবাশী

13/10/2023

𝓐𝓵-𝓐𝓺𝓼𝓪 𝓜𝓸𝓼𝓺𝓾𝓮:
আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেই না কেনো মুসলমানদের নিকট মসজিদুল আকসা এত্তোটা গুরুত্বপূর্ণ??

যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই দখল করে নিছে, সেখানে মাত্র ১৪ একর জায়গার জন্য কেনো এত্তো অত্যাচার নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার মসজিদের দিকে ধাবিত হচ্ছে!!

১. এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।

২. এখানেই আল্লাহর মহানবী রাসুল (সা) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন।সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।

৩. এখান থেকেই মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করছিলেন।

৪. এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।

৫. এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রা)এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা।

৬. এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।

৭. এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন।

৮. এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!!

৯. এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।

১০. পবিত্র কোর আনের সবচেয়ে মধ্যখানেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করছেন।

"তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর।"
(বুখারি, হাদিস নং: ১৯৪)




10/10/2023

#সার্চ_ইঞ্জিন_অপটিমাইজেশন_ (SEO)এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং //
ধরো তুমি একটি অনলাইন বইয়ের দোকান চালু করতে চাচ্ছো। মানুষজন বই অর্ডার করলে তোমার দোকান থেকে সেটি হোম ডেলিভারি দেয়া হবে। এখন কেউ তোমার দোকানের ব্যাপারে জানে না। কারো যদি অনলাইনে বই কেনার দরকার পরে, তখন সে গুগল মামাকে জিজ্ঞাসা করবে “Online Book Shops in Bangladesh.” গুগল মামাও সুন্দর মতো বর্তমান বুকশপগুলোর ব্যাপারে তাকে বলে দিবে। কিন্তু মজার ব্যাপার হলো, ভদ্রলোক সেই শপগুলোর ব্যাপারেই জানবে যেগুলো গুগলের প্রথম পেইজে আছে।
নতুন দোকানের মালিক হিসেবে গুগল তোমাকে নাও চিনতে পারে। তাই গুগল হয়তো তোমাকে প্রথম পেইজে দেখালো না। এখন SEO হলো এমন একটি পদ্ধতি যা গুগলকে বাধ্য করবে তোমাকে সার্চের প্রথম পেইজে নিয়ে আসতে। এজন্য ওয়েবসাইট ডেভলপ করার সময় বেশ কিছু কী-ওয়ার্ড ব্যবহার করতে হয়। আবার গুগলকে পে করলে সে নিজেই তোমাকে প্রথম পেইজে নিয়ে আসবে। সেটিকে আবার বলে SEM বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। এছাড়াও SEO এর ব্যাপারে বিস্তারিত জানতে গেলে অনেক মজার মজার তথ্য পাবে।

 #দ্বিতীয়_পর্ব #ডিজিটাল_মার্কেটিং_এর_ধাপসমূহ |ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে। যেগুলো প্রয়োগ করে মূলত ডিজিটাল মার...
25/09/2023

#দ্বিতীয়_পর্ব
#ডিজিটাল_মার্কেটিং_এর_ধাপসমূহ |
ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে। যেগুলো প্রয়োগ করে মূলত ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে থাকেন। নিচের লিস্টে আপনি সব থেকে গুরুত্বপূর্ণ কতগুলো ধাপ সম্পর্কে জানতে পারবেন। আসুন লিস্টটা দেখে নেই।

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং
কন্টেন্ট মার্কেটিং
সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম
এফিলিয়েট মার্কেটিং
ইমেইল মার্কেটিং
ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
সিপিএ মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন?
বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। কারণ মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পন্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে, অনলাইন থেকেই বেশিরভাগ কেনা কাটা করে থাকে।

তাই আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে আপনার উচিত ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। আসুন আমরা বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাগুলো জেনে নেই।

সমগ্র বিশ্বে মোট প্রায় ২ বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। আর এই সংখ্যাটি নিয়মিতভাবে বেড়ে চলেছে। মানুষ যত বেশি ইন্টারনেটে ব্যবহার করবে তত বেশি মানুষের সামনে আপনি আপনার পণ্যের মার্কেটিং করতে পারবেন। আর ইন্টারনেটে পণ্যের মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব কতখানি তা আপনি আমাদের উপরের আলোচনা পড়লেই বুঝতে পারার কথা।
বর্তমান বিশ্বে মোট প্রায় ৫.১১ বিলিয়ন মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। আর এই সংখ্যা খুবই দ্রুত গতির সাথে বেড়ে চলেছে। এখন অনেক মানুষ আছে যারা একাধিক মোবাইল ব্যবহার করেন তাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার জন্যে। আর এই মোবাইল ফোন হচ্ছে ক্রেতার তথ্য কালেকশনের অন্যতম মাধ্যম। কারণ প্রায় সকল মোবাইল ব্যবহারকারীই ইন্টারনেটের সাথে যুক্ত। তাই এই ব্যবহারকারীর সংখ্যা যত বাড়বে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাও বাড়বে।
আপনি জেনে অবাক হবে যে, একটা স্ট্যাটিসটিক্সের মাধ্যমে ইউজার সার্ভে রিপোর্ট উল্লেখ করেছে যে, প্রায় ৮৪% বিক্রেতা, মার্কেটার সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ক্রেতার তথ্য সংগ্রহ করার জন্যে।
এছাড়া আরো একটি সার্ভে রেজাল্ট দেখিয়েছে যে, সারা বিশ্বে ৫৫% মানুষ যেকোন পন্য ক্রয়ের জন্যে সামাজিক মাধ্যমের ওপর নির্ভরশীল। মানে হচ্ছে, তারা সোশ্যাল মিডিয়া থেকে তাদের পছন্দের পণ্য সম্পর্কে তথ্য এবং রিভিউ জানতে পারে। আর ক্রেতা যার প্রেজেন্টেশন ও পণ্যকে পছন্দ করবে তার কাছ থেকে অনলাইনের মাধ্যমেই ক্রয় করে ফেলে।
৪৩% ই-কমার্স ক্রেতা গুগলে সার্চ করে তাদের পছন্দের ই-কমার্স ওয়েবসাইটে আসে।
বিশ্বে প্রায় ৫১% ক্রেতা তাদের প্রয়োজনীয় কেনাকাটা অনলাইন থেকে মোবাইল ফোনের মাধ্যমে করে থাকে। এই সংখ্যাটিও দিনকে দিন বেড়েই চলেছে।
৭০% ক্রেতা যেকোন পণ্য কেনার আগে ইন্টার্নেটে সার্চ দিয়ে সেই পণ্য সম্পর্কে যাচাই বাছাই করেন। পণ্যটি পচ্ছন্দ হলে সাথে সাথেই ঘরে বসেই অনলাইনে অর্ডার করে ফেলেন।
আরো একটি মজার ব্যাপার হচ্ছে, ৮২% ক্রেতা মাত্র ৫ মিনিটের মধ্যেই বিক্রেতার সাথে তাদের লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে চান।
আপনি হয়ত এখন কিছুটা হলেও বুঝতে পারছেন, আপনার ক্রেতারা কিভাবে অনলাইনে তাদের কেনাকাটা সম্পন্ন করেন। তাই আপনি যদি এই ডিজিটাল যুগে, ডিজিটাল মার্কেটে টিকে থাকতে চান, তাহলে আপনার এখনই ডিজিটাল মার্কেটিং নিয়ে ভাবা উচিত।

কারণ আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু বসে নেই, সে কিন্তু তার ব্যবসাকে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করছেন। Coca-Cola, Unilever, Nestlé এর মতো বড় বড় কোম্পানীগুলোও কিন্তু বেশ তোড়জোড়ের সাথেই বর্তমানে ডিজিটাল দুনিয়াতে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে।

#শীঘ্রই_তৃতীয়_পর্ব_আসছে,, #আলোচ্য_বিষয় |
#ডিজিটাল_মার্কেটিং_এর_ভবিষ্যৎ






পর্ব ০১ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা |ভূমিকাডিজিটাল মার্কেটিং কি এবং এটির প্রয়োজনীয়তাই বা কি? এ...
24/09/2023

পর্ব ০১

ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা |
ভূমিকা
ডিজিটাল মার্কেটিং কি এবং এটির প্রয়োজনীয়তাই বা কি? এই প্রশ্নটি এখন সবার। উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সবাই এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চায়। বর্তমান যুগ ডিজিটাল মার্কেটিং এর যুগ। এখন ঘরে বসে অনলাইনে কেনা কাটা থেকে শুরু করে, অনলাইনে ইনকাম করা সবটাই এই ডিজিটাল মার্কেটিং এর ওপর নির্ভর করে।
ডিজিটাল মার্কেটিং বলতে মানুষ মূলত সোশ্যাল মিডিয়ায় পন্যের বিজ্ঞাপনকেই বুঝে। কিন্তু আসলে ব্যাপারটা কি তাই? আসুন আজকের এই আর্টিকেল থেকে আমরা জানার চেষ্টা করি, ডিজিটাল মার্কেটিং কি এবং এর সাথে আরো কি কি ব্যাপার জড়িত আছে।
ডিজিটাল মার্কেটিং এর ধাপগুলোই বা কি? কি কি উপায়ে ডিজিটাল মার্কেটিং করা যায়? এই সব বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। কথা না বাড়িয়ে আসুন জেনে নেই ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।
আবার ইলেক্ট্রনিক মিডিয়া যেমন, টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরণের ডিজিটাল মার্কেটিং। এছাড়া মোবাইলে ইন্সট্যান্ট মেসেঞ্জিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে।
বুঝতেই পারছেন, আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই।
এতো গেল ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি। কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর ধাপগুলো কি কি? কখনো কি ভেবে দেখেছেন, এই ধাপগুলো কি হতে পারে? আসুন আমরা এবার এই ধাপগুলো সম্পর্কে জেনে নেই।
শীঘ্রই দ্বিতীয় পর্ব আসছে,,, আলোচ্য বিষয় |
ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ,,,,,,,,,,,,,,,,,





22/09/2023





           any help need,,,U can contact with me, Especially about
20/09/2023






any help need,,,U can contact with me, Especially about

Hi, This is Abir Hasan Sujan, I'm a Digital Marketer, Welcome to my "Digital Marketing" page.
17/09/2023

Hi, This is Abir Hasan Sujan, I'm a Digital Marketer, Welcome to my "Digital Marketing" page.

Address

Rupganj, Narayanganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Abir's Digital Creator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abir's Digital Creator:

Videos

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All