NIPA

NIPA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NIPA, Digital creator, 31 FARASHGANJ Road, Dhaka.

With রূপং – I just got recognised as one of their rising fans! 🎉
07/09/2024

With রূপং – I just got recognised as one of their rising fans! 🎉

05/06/2024

মজার এক রেসিপি, যে না দেখবে সে আপসোস করবে

22/05/2024

আমার পেইজের প্রথম ভিডিও এটা।
তাও নিজের ভয়েস দিয়ে।
কেমন হলো জানিও সবাই 🙏🙏🙏

মা 🌹মা না হলে হয়তো মা'এর অর্থ টাই বুঝতাম না। হয়তো এখনো বুঝি না। মা আসলে কি!! মা শুধু বটবৃক্ষই নয়, মা তো সব ভালোর শুভারম্...
13/05/2024

মা 🌹
মা না হলে হয়তো মা'এর অর্থ টাই বুঝতাম না।
হয়তো এখনো বুঝি না।
মা আসলে কি!!

মা শুধু বটবৃক্ষই নয়,
মা তো সব ভালোর শুভারম্ভ।

মা আছে মানেই পৃথিবী সুন্দর❤️❤️

মায়েদের কখনো দিবসে আটকিয়ে রাখা যায় না,
মা'কে প্রতি মূহুর্তে শুভেচ্ছা জানালেও কম হবে।

যে আমার জন্য মা হয়েছেন, আর যে আমাকে মা নাম টা দিয়েছে তাদের দুজনকেই আমার অনেক ভালোবাসা 🌹🌹

ইস্ অনেক ওজন, মা গো মা
03/05/2024

ইস্ অনেক ওজন, মা গো মা

তুমি খুঁজে নিও, কোন এক রূপকথার জগতে 🌹🌹
24/04/2024

তুমি খুঁজে নিও,
কোন এক রূপকথার জগতে 🌹🌹

প্রাইমারি শিক্ষক নিয়োগ লিখিত পরিক্ষা দিলাম গত শুক্রবার। আর আজকে শুনলাম প্রশ্ন নাকি পরীক্ষার আগের দিন ই ফাঁস হয়ে গিয়েছে। ...
02/04/2024

প্রাইমারি শিক্ষক নিয়োগ লিখিত পরিক্ষা দিলাম গত শুক্রবার।
আর আজকে শুনলাম প্রশ্ন নাকি পরীক্ষার আগের দিন ই ফাঁস হয়ে গিয়েছে।
জীবনে ফাঁস শব্দ টা শুনেই এলাম কিন্তু ফাঁস প্রশ্ন আর হাতে পেলাম না।

যাক কথা হলো.
আমার পরিক্ষার সিট প্লেন হয়েছিলো ঢাকা কলেজে।
ছোট একটা ৮+ মাসের বাচ্চা নিয়ে সকাল সকাল এত কষ্ট করে গেলাম।
সাথে শাশুড়ী আর হাসবেন্ড। এই ঠা*ডা পরা রোদে, গরম আর মানুষের কথা তো বাদই দিলাম।

আমার সাথে যেমন একজন বাচ্চা ছিলো ঠিক অনেকের সাথেই এক দুইটা করে বাচ্চা, আমার বাচ্চার ঘেমে গরমে অবস্থা খারাপ,আবার কেউ বাসায় রেখে এসেছিলো।
কেউ আবার প্রেগন্যান্ট। আবার কেউ অসুস্থ শরীর নিয়া কত দূর থেকে এসেছে।
কলেজের ভিতরে আর বাহিরে মনে হচ্ছে মেলা জমেছে।।।।

আবার একজন দেখি,পরীক্ষার হলে উপস্থিত,বাট প্রশ্ন নেয় নি, এমনেই বসে আছে।বইনরে,আপনি কি রু*প দেখাইতে আসছেন???

কথা হলো এত কষ্ট করে পরিক্ষা নেয়ার কি দরকার।
যদি কিছু সংখ্যক মানুষ প্রশ্ন উত্তর আগেই পেয়ে যায়।
বা টাকা দিয়ে চাকরি নিজের করে নেয়।
কত সহজ পরিক্ষা দেয়া লাগে না টাকা দিয়ে,শুধু উপস্থিত থেকেই চাকরি পাওয়া যায়।

কতজন নিজের মেধার চাকরি পায়??
যারা পড়ে পরিক্ষা দিছে তাদের ৫০ ও হবে না, আবার প্রশ্ন আগে হাতে পেয়ে ৬০+ আন্সারবও কেউ করে ফেলে।

কথা হলো, এইসব বিজনেস বাদ দেন।
এই একটা প্রাইমারি পরিক্ষায় যে কত টাকা ইনকাম করা হয় কারো ধারনা আছে কি??

খাতা কলম নিয়ে বসে পরুন হিসেব করতে!!!!

তারপর এপ্লাই আর পরিক্ষা দিয়েন 🙏

✒️ নিপা

তোমাকে চাই কোনো গল্পের শেষ পর্যন্ত🥰😍📸 WedWedding KnockoWedding Knock
30/03/2024

তোমাকে চাই কোনো গল্পের শেষ পর্যন্ত🥰😍
📸 WedWedding KnockoWedding Knock

তোকে খুজে মন বারেবার,ভালোবেসে একার আকার!!🧿🧿
21/03/2024

তোকে খুজে মন বারেবার,
ভালোবেসে একার আকার!!
🧿🧿

🎉 Facebook recognized me as a top rising creator this week!
21/03/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

তোর মায়ের আচল টা সবসময় তোর জন্যই থাকবে🌹🌹🧿🧿🧿🧿📸 Wedding Knock
13/03/2024

তোর মায়ের আচল টা সবসময় তোর জন্যই থাকবে🌹🌹🧿🧿🧿🧿
📸 Wedding Knock

04/03/2024

সে যেমন বাবার প্রান,
বাবাও তার প্রান❤️❤️🧿🧿

৭ জানুয়ারী।আমার বাবাই এর বাবার জন্মদিন ছিলো। প্লেন ছিলো অনেক কিছু করার। কিন্তু ওই দিন ভোট হওয়ায় তেমন কিছু হয় নি। তারপরও ...
29/01/2024

৭ জানুয়ারী।
আমার বাবাই এর বাবার জন্মদিন ছিলো।
প্লেন ছিলো অনেক কিছু করার।

কিন্তু ওই দিন ভোট হওয়ায় তেমন কিছু হয় নি।

তারপরও ঘরোয়া ভাবে যতটা সম্ভব করেছি।

ওর পছন্দ মত রান্না করে নিজেদের মত সেলিব্রেশন করেছি।

আসলে ঘরোয়া সবকিছুরই মজাই আলাদা 🌹

ওর জীবন প্রতিটা মূহুর্ত আনন্দে কাটুক এটাই চাই❤️

ভালোবাসি জান্টু ❤️🌹

এতগুলা রান্না কিন্তু একা করি নি।
বার্থডে বয় কিন্তু হেল্প করেছিলো 😍

দুইজন আমার ছবি সবচেয়ে বেশি তুলে দেয়, একজন আমার বোনটু, আরেকজন আমার সোয়ামী ❤️❤️📸📸
28/01/2024

দুইজন আমার ছবি সবচেয়ে বেশি তুলে দেয়, একজন আমার বোনটু, আরেকজন আমার সোয়ামী ❤️❤️📸📸

🧿🧿🧿🧿🧿🧿সে এখন চচমা পব্বে আর বক্স খাব্বে
28/01/2024

🧿🧿🧿🧿🧿🧿
সে এখন চচমা পব্বে আর বক্স খাব্বে

সে এখন মহা খুশি🧿🧿নাচতেও পারে,গাইতেও পারে। আআআআআআআআ🎶🎶তোমরা কি পারো???🧿🧿🧿
27/01/2024

সে এখন মহা খুশি🧿🧿
নাচতেও পারে,গাইতেও পারে।
আআআআআআআআ🎶🎶
তোমরা কি পারো???
🧿🧿🧿

প্রকৃতি কখনো ছাড় দেয় না,তুমি যেমন কর্ম করবে, সে অনুযায়ী তোমায় ফল দিবে!!
10/01/2024

প্রকৃতি কখনো ছাড় দেয় না,
তুমি যেমন কর্ম করবে,
সে অনুযায়ী তোমায় ফল দিবে!!

ইস্ বেশি রোদ, তারাতারি ঘরে চলো তো পাপা🧿🧿🧿
10/01/2024

ইস্ বেশি রোদ,
তারাতারি ঘরে চলো তো পাপা🧿🧿🧿

তোমার নয়নে নয়ন রাখি,পারনে অবহেলার দৃষ্টিতে দেখিও!!
10/01/2024

তোমার নয়নে নয়ন রাখি,
পারনে অবহেলার দৃষ্টিতে দেখিও!!

সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা 🌹🌹নতুন বছরে পুরাতন ছবি 🧿🧿🧿
01/01/2024

সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা 🌹🌹
নতুন বছরে পুরাতন ছবি 🧿🧿🧿

হরে কৃষ্ণ 🙏আমার রাজ্যের রাজা সে 🧿🧿🧿🧿🧿মামা বাড়ি এসে অনেক দুষ্ট হয়ে গেছে। 🧿🧿🧿🧿🧿
01/01/2024

হরে কৃষ্ণ 🙏

আমার রাজ্যের রাজা সে 🧿🧿🧿🧿🧿
মামা বাড়ি এসে অনেক দুষ্ট হয়ে গেছে।
🧿🧿🧿🧿🧿

আমি বেঁচে থাকার জন্য যে কারন খুঁজি, সে কারন তুমি ❤️❤️❤️
30/12/2023

আমি বেঁচে থাকার জন্য যে কারন খুঁজি, সে কারন তুমি ❤️❤️❤️

হরে কৃষ্ণ 🙏🙏🙏আমার গোপাল❤️🧿আমার পরিপূর্ণতা❤️আমার সুখ🌹অনেকেই আমার গোপালকে দেখার জন্য নক দিয়েছেন। আমার ইচ্ছে ছিলো অন্নপ্রাশ...
17/12/2023

হরে কৃষ্ণ
🙏🙏🙏
আমার গোপাল❤️🧿
আমার পরিপূর্ণতা❤️
আমার সুখ🌹
অনেকেই আমার গোপালকে দেখার জন্য নক দিয়েছেন।
আমার ইচ্ছে ছিলো অন্নপ্রাশন শেষ হলে গোপালের ছবি দিবো 🧿
ছেলেটার জন্য একটা মিষ্টি বউ খুজে দিলে ভালো হতো।
কোনো সুপাত্রী মা বাবা রাজি হলে জানাবেন কিন্তু।।।
🧿🧿🧿🧿🧿🧿🧿🧿🧿

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
17/12/2023

I've just reached 100 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

Address

31 FARASHGANJ Road
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when NIPA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All