Nayem Ahmed 2.0

Nayem Ahmed 2.0 কবিতায় লিখে রাখা প্রিয়জন কখনো কবির হয় না,রয়ে যায় কবিতাতেই! 🌸💙

- নাঈম আহমেদ
][লেখক ও আবৃত্তিকার][
(2)

যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে। তবুও ভালোবাসাটা থেকে যায়। হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়!
06/11/2024

যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে। তবুও ভালোবাসাটা থেকে যায়। হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়!

04/11/2024
মনের অসুখ সারাতে মনের মানুষ লাগে! 🖤- কাইকর
28/10/2024

মনের অসুখ সারাতে মনের মানুষ লাগে! 🖤

- কাইকর

সুখে থাকতে যে বেশি কিছুর প্রয়োজন হয় না আজ আবারো তার চাক্ষুষ সাক্ষী হলাম। আজ বিকেলে একটা কাজে মীরপুর যাই। মেট্রো তে যাত...
25/10/2024

সুখে থাকতে যে বেশি কিছুর প্রয়োজন হয় না আজ আবারো তার চাক্ষুষ সাক্ষী হলাম।

আজ বিকেলে একটা কাজে মীরপুর যাই। মেট্রো তে যাতাযাতি ভালো লাগে না তাই রাত ৮ টা নাগাত মীরপুর ১১ থেকে অটো খুঁজতেছি উত্তরা আসার জন্য। পরক্ষনেই একটি অটো আসে এবং ভাড়া ঠিক করে উঠে পড়ি। ড্রাইভারের পাশে ছিলো এই ভদ্রমহিলা বসা। প্রথমে আমি পেসেঞ্জার ভেবেছি। কিছুদূর যাওয়ার পর দেখলাম তারা গল্প করছে হাসাহাসি করছে। মাঝে মাঝে আমাকেও পেছন ফিরে দুএক কথা বলছে আর হাসছে। যা পেছনে বসে বেশ উপভোগ করছিলাম। কৌতূহল বশত জিজ্ঞেস করলাম,
- মামা উনি আপনার কে হয়?
বললো,
- আপনার মামি।
আগ্রহ আরো বেড়ে গেলো। এরপর তার স্ত্রী বললো,
- মামা আমার পায়ে সামান্য সমস্যা। ২০২১ সালে নারী দিবসে আমি এই গাড়িটা পুরষ্কার পাই সরকার কর্তৃক। ভিক্ষা করিনা মামা গাড়ি চালিয়ে খাই।

আমি বললাম এতেই তো শান্তি। এরপর দেখলাম মহিলা গাড়ির পিকআপ ধরলো। চালাচ্ছে অটো। আর মামা বসে কথা বলছে‌। এরপর বললাম,
- দুজন এক গাড়িতেই থাকেন?
- না মামা আমাদের দুজনের গাড়ি দুইটা। উত্তরা ওদিকে কখনো যাইনি যাত্রী নিয়ে। আজকে একটাতে দুজন আসছি একটু চিনবো রাস্তাঘাট। তাছাড়া মাঝে মধ্যে রাতে একসাথে বসে চালাই।

আমি অবাক হয়ে তাদের কথা শুনছিলাম। কি সুন্দর জীবন। নাই কোন চিন্তা। নাই পিছুটান। রোজ আয় করে রোজ খায়। ইচ্ছে হলে একসাথে বের হয়। সুখ ভাগাভাগি করতে করতে দুজন অটো চালায়। বললো মেয়ে বিয়ে দিয়েছে। ছেলে মাদ্রাসায় পরে। কত ধনী পরিবারে খোঁজ নিলে দেখা যাবে এত সুখ নেই যা এদের মধ্যে দেখতে পেলাম। টাকাই বর্তমান সমাজের সবকিছু। আবার কখনো কখনো সুখের কাছেই হার মানে টাকা। ভালো থাকুক তাদের মতো খেটে খাওয়া সকল যোদ্ধারা।
জীবন সুন্দর, ভীষণ সুন্দর।

- নাঈম আহমেদ
২৫ অক্টোবর ২০২৪

আগলে রাখতে জানলে কোন কিছুই হারায় না। 🫰🏻
23/10/2024

আগলে রাখতে জানলে কোন কিছুই হারায় না। 🫰🏻

 #পাঠক_প্রতিক্রিয়া পাঠক তালিকায় আরো একজন যুক্ত হলো।  #শূন্যতার_শোকসভা উপন্যাস পড়ে পাঠক ও তার মায়ের মন্তব্য। যা আমাকে...
19/10/2024

#পাঠক_প্রতিক্রিয়া

পাঠক তালিকায় আরো একজন যুক্ত হলো।
#শূন্যতার_শোকসভা উপন্যাস পড়ে পাঠক ও তার মায়ের মন্তব্য। যা আমাকে আবারো নতুন কিছু লিখতে উৎসাহিত করে।

চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন!

৩ বছরের বেশি সময়ের সম্পর্ক। গতকাল রাতে তার বিয়ে হয়ে গেছে। মেকাপ এর কাজ শেষে ভিডিও কল দিয়ে শেষ কান্না করেছে, যথেষ্ট প...
17/10/2024

৩ বছরের বেশি সময়ের সম্পর্ক। গতকাল রাতে তার বিয়ে হয়ে গেছে। মেকাপ এর কাজ শেষে ভিডিও কল দিয়ে শেষ কান্না করেছে, যথেষ্ট পরিমাণ স্বান্তনা দিয়েছি তবুও তার কান্না থামাতে পারলাম না, ক্যামেরার আড়ালে আমি হাক-ডাক ছেড়ে কান্না করলাম, আমি নিজ হাতে নিজের ভালোবাসা ভেঙ্গে চূর্ণ-বি-চূ-র্ণ করে দিলাম। আমি বেকার সে টিউশনি করাতো, শেষ দেখার দিন আমার হাতে ৫০০ টাকা জোর করে পকেটে দিয়ে দিলো!

দু'জনই ছিলাম ক্লাসমেট (অনার্স ২য় বর্ষ)। কলেজে যাওয়া হতো না কিন্তু তার পিড়াপিড়িতে প্রাইভেটে না গিয়ে পারতাম না, জ্বালানোর মানুষটাকে হারিয়ে ফেললাম। আমাকে যদি সারা দুনিয়ার ভালোবাসা ঢেলে দেওয়া হয় তবুও ওর ভালোবাসার কাছে সামান্য মনে হবে!

সারাদিনই কথা হতো (প্রায়), রাতে কোথাও গেলে যতক্ষণ না ঘরে ফিরতাম ততক্ষণ জেগে থাকতো,ট্যুরে গেলে বারবার খোঁজ নিতো, কোথাও জ্যামে আটকা থাকলে যেন বিরক্ত না হই সেজন্য আমাকে সময় দিতে ম্যাসেজ করতো। আমার কোটি-কোটি স্মৃতি,আমি কোনোভাবেই ভুলতে পারতেছিনা। কি করব বুঝতেছি না।

সমাজ আর পরিবারের চিন্তা করে দু'জন নিজেদেরকে পরিবারের জন্যে ত্যাগ দিয়ে দিলাম!

রোদ কিংবা মেঘের শীতল আবহাওয়াবাহিরে ঝরছে ঝিরিঝিরি বৃষ্টি,আষাঢ়ের বিদায় ক্ষণে হলো নতুন দিনের সৃষ্টি।- নাঈম আহমেদ
03/10/2024

রোদ কিংবা মেঘের শীতল আবহাওয়া
বাহিরে ঝরছে ঝিরিঝিরি বৃষ্টি,
আষাঢ়ের বিদায় ক্ষণে হলো নতুন দিনের সৃষ্টি।

- নাঈম আহমেদ

01/10/2024

সেলারি অর্জনের চেয়ে স্যালারি রক্ষা করা কঠিন! 😑

26/09/2024

বৃষ্টি এসে শীতল করলো শহর,
তবুও তুমি হীনা কাটে না আমার প্রহর!

- নাঈম আহমেদ

উষ্ণ আলিঙ্গনে কেটে যায় শতকের বিষন্নতা ওজন কমে একাকিত্বের 🖤
21/09/2024

উষ্ণ আলিঙ্গনে কেটে যায় শতকের বিষন্নতা ওজন কমে একাকিত্বের 🖤

20/09/2024

কপালে যেটুকু সুখ লেখা ছিলো, তা এই গরমে ঘাম মুছতে মুছতে মুছে গেলো! 🙂😑

19/09/2024

সেই যে অস্ত গেলো রবি আর তো উঠিলো না।
ধরনী কি তবে আঁধার রহিয়া যাবে;

- নাঈম আহমেদ

দেবদাস ভাবিয়াছিল তাহাকে ছাড়া পার্বতী মরিয়া যাবে ,অথচ তাহার জ্বরটুকু অব্দি আসিল না!~শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
10/09/2024

দেবদাস ভাবিয়াছিল তাহাকে ছাড়া পার্বতী মরিয়া যাবে ,
অথচ তাহার জ্বরটুকু অব্দি আসিল না!

~শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

"আমি গোপনে ভালোবেসেছি " This line hits different 🖤
04/09/2024

"আমি গোপনে ভালোবেসেছি " This line hits different 🖤

আত্মসম্মানবোধ আবেগের চেয়ে বেশি হওয়া উচিৎ! 🫰🏻💙
03/09/2024

আত্মসম্মানবোধ আবেগের চেয়ে বেশি হওয়া উচিৎ! 🫰🏻💙

Address

Uttara
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nayem Ahmed 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies