SaBar- অধমা

SaBar- অধমা ان لله مع الصبرين
And be patient,for Allah does not allow the reward of those who do good to be lost

19/12/2023

কোন এক ব্যক্তি বলেছিলেন....!🖤
আমি যখন আল্লাহ'র কাছে কোন কিছু চাই, এবং তিনি আমাকে সেটা দিয়ে দেন, তখন আমি একবার "আলহামদুলিল্লাহ" বলি।🥀

আর যখন আমি আল্লাহ'র কাছে কিছু চাই, কিন্তু তিনি আমাকে সেটা দেন না, তখন আমি দশবার আলহামদুলিল্লাহ বলি।🌸

কারণঃ প্রথম দেওয়া'টা ছিল আমার ইচ্ছায় আর দ্বিতীয় না দেওয়ার টা হলো আমার আল্লাহ'র ইচ্ছায়।💚

কত নিকৃষ্ট বস্তু আমি চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আমায় দেননি কারণ কোনটা আমার জন্য উত্তম আমার চেয়ে আমার আল্লাহ'ই বেশি ভালো জানেন। আলহামদুলিল্লাহ!🥀

18/12/2023

যারা বলে..! মরার পরে যা হবার হবে, তা নিয়া আমি ভাবি না!❗
তাদের উদ্দেশ্যে একটা কথা বলি; মৃত্যু মানেই মুক্তি নয়!! তোমরা কবর দেখেছো কিন্তু, কবরের আজাব দেখনি!🖤

18/12/2023

আপনার রব আপনার মতো দ্বিতীয় কাউকে বানায়নি, আপনি'তো আপনি'ই..।❤️

প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে স্পেশাল এবং শ্রেষ্ঠ। তাই নিজের শারীরিক কোন কিছুর কমতি দেখে নিজেকে অন্যদের থেকে মূল্যহীন ভাববেন না। এমনও হতে পারে, আপনার যে প্রতিভা আছে তা অন্যের পরিকল্পনাতেও নেই!"🥀

তাই নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করার চেষ্টা করুন।💚

16/12/2023

বুকভাঙা কষ্ট নিয়ে আল্লাহর কাছে দু'আ করছেন। এমন মুহুর্তে দরজায় কেউ কড়া নাড়লো৷ দরজা খুলে যদি দেখেন স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে... আপনাকে জিজ্ঞেস করলেন, কেমন আছো ফুলান?

কী করবেন?

15/12/2023

ইয়া রাসুলাল্লাহ,
আশপাশে থাকা প্রত্যেকটা মানুষ আজ একেকটা যন্ত্র। আমি, সে, তারা, সবাই। ভালোবাসা, অনুভুতি, বিশুদ্ধতা আজ কিছু শব্দমাত্র।

ক্লান্ত লাগে ইয়া রাসুলাল্লাহ। নিঃস্ব লাগে। একা লাগে। মাঝেমাঝে দুচোখ বন্ধ করে ভাবি, যদি আপনাকে পেতাম...! হুটহাট মনখারাপে চলে যেতাম আপনার কাছে। আপনার হাতে চুমু খেতাম। নিজ হাতে বুকে টেনে নিতাম আপনার ঐ পবিত্র হাতজোড়া। শান্ত হয়ে যেত এই নষ্ট বুক। ক্বলব। নিভে যেত দাউদাউ করে জ্বলতে থাকা সব আগুন। চিরকালের জন্য।

15/12/2023

আপনি যদি চান আপনার সমস্ত দোয়া কবুল হোক!! আপনি যদি চান বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করুক! তাহলে আপনি বেশি বেশি ইস্তেগফার আর দরুদ শরীফ পড়েন!!! নিশ্চয়ই আপনি সফলকাম হবেইন!
- শাইখ আহমাদুল্লাহ ✨🔥

15/12/2023

আচ্ছা,আল্লাহ যাকে কবরের আযাব থেকে মাফ করে দিবেন তাকে আবার জাহান্নামের আযাব দিবেন; এমন কি হতে পারে?

আল্লাহ একবার মাফ করে দিয়ে আবার আযাব দিবেন, এমনটা কি হয়?

আমরা তাহলে কেন রাতে সূরাহ মুল্-ক তিলাওয়াত করিনা?

13/12/2023

“গুনাহের সাগর আমাকে নিমজ্জিত করে নিয়েছে। ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। তবুও আমি আল্লাহর রহমতের আশাবাদী।”

13/12/2023

আমার স্ত্রী ডাক্তার উকিল ব্যবসায়ী ডক্টর মডেল হবে?💛🌸

না.আমার ওনি হবেন নেককার আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবেন!?🌸🧡

13/12/2023

এক নারী একজন সাহাবীকে এসে বললেন, “আমার ঘরে ইঁদুর আসে না!”

ভরা মজলিশের অনেকেই নারীর কথা বুঝতে পারলেন না। কিন্তু, সেই সাহাবী বুঝতে পারলেন। নারীর বুদ্ধিমত্তায় মুগ্ধ হলেন।

তিনি বললেন, “তোমার চাওয়ার ভঙ্গি সুন্দর। যাও তোমার ঘরে ইঁদুর আসার ব্যবস্থা করছি।”

সেই নারী চলে গেলেন। কিছুক্ষণ পর দেখলেন তার বাড়িতে অনেক খাবার এসেছে। খাবার পাঠিয়েছেন সেই সাহাবী; যার নাম কায়স ইবনে সা’দ রাদিয়াল্লাহু আনহু।

‘আমার ঘরে ইঁদুর আসে না’ কথাটির মানে হলো- আমার ঘরে খাবার নেই। খাবার নেই বলেই তো ইঁদুর আসে না।

কায়স ইবনে সা’দ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মদীনার সবচেয়ে সম্পদশালী সাহাবী সা’দ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর ছেলে।

13/12/2023

যে ব্যাক্তি আল্লাহর ওপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।
(সুরা তালাক: ০৩)

12/12/2023

ছিঁড়ে ফেলুন অতীতের সকল পাপের অধ্যায় । _ফিরে আসুন রবের ভালোবাসায়

10/12/2023

❝বিয়ে করুন সেই ছেলেকে যার দ্বীনের প্রতি অফুরন্ত মহব্বত,যে আপনাকে পরিপূর্ণ পর্দায় রাখবে❞🌸🤍

❝হালাল রিজিক অন্বেষন করবে,সর্বশেষ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে❞🥰❤️

10/12/2023

“যারা আল্লাহর কাছ থেকে নিতে শিখে গেছে, তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই।” কি শক্তিশালী চিন্তা!🖤

08/12/2023

"আমি আল্লাহকে দেখিনি!🌺
কিন্ত দেখেছি তাঁর অপরুপ সুন্দর সৃষ্টিকে!🌈
❤️
💗 আলহামদুলিল্লাহ! 💗

08/12/2023

আপনি যদি চান আল্লাহ্ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন, তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় কাজগুলোই করতে থাকুন। - [ড. বিলাল ফিলিপ্স]

07/12/2023

আপনার গভীর রাতের ফুঁপিয়ে ফুঁপিয়ে লুকোচুরি কান্নার আওয়াজ হয়তো রবের কাছে পৌঁছে গেছে। অপেক্ষা করুন আরশে আজীম থেকে অতিদ্রুত ফয়সালা আসবে ইনশাআল্লাহ🤲

06/12/2023

ভাগ্যিস একজন রব আছেন, নয়তো এই ভারি নিঃশ্বাসের খবর কে রাখতো ....?

06/12/2023

Sometimes you feel desperate, to realize that only 'Turning Back to Allah' is the answer.

06/12/2023

আল্লাহ বলছেন, তোমরা জীবন নিয়ে চিন্তা করো না। আমি তোমাদের জীবন দিয়েছি। নিশ্চয়ই আমি তোমাদের জীবন নিয়ে কিছু চিন্তা করে রেখেছি।😊

06/12/2023

তুমি তোমার রবের কাছে কি চাও?🖤

"একদিন রাতে তাহাজ্জুদ পরে খুব কান্নাকাটি করে ক্ষমা চাইবো। পরের দিন রোজা রাখবো। সেদিন বাহিরে রিমঝিম বৃষ্টি পড়বে। বৃষ্টির। ফোঁটা হাতে নিয়ে আমি প্রার্থনা করবো প্রিয় প্রভুর সাক্ষাতের জন্য.!

সেদিন প্রতিটি ওয়াক্তে খুব সুন্দর করে নামায পড়বো মনোযোগ ও ইখলাসের সাথে। তারপর যখন আসরের ওয়াক্ত হবে আমি সুন্দর করে ওজু করবো। নামায পড়বো এবং শেষ সিজদায় মালাকুল মাউত এসে বলবে,

'হে প্রশান্ত আত্মা! তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। আর প্রবেশ করো আমার জান্নাতে!

একটা উত্তম মৃত্যু! রবের জান্নাতে বসে ইফতার, নবিজি (স.) এর হাতে পানি খেয়ে রোজা ভঙ্গ করা- এই তো আর কি চাই!

হে আল্লাহ তৌফিক দান করুন

আমিন.!🤲

05/12/2023

"এই নফস হিংস্র, বেহায়া, জুলুমে পরিতৃপ্ত!
আর এদিকে রুহ নিস্তেজ, নির্জীব, ক্ষুধার্ত।

নফসকে তৃপ্ত করতে গিয়ে রুহের খোরাক শূন্যের কোঠায়!"
__সংগৃহীত

✨Ya Allah🤎
05/12/2023

✨Ya Allah🤎

সূরাতুল মুলূক🤎
05/12/2023

সূরাতুল মুলূক🤎

03/12/2023

মানুষের মাঝে তাড়াহুড়ো করার স্বভাব আছেই। তবে সব তাড়াহুড়োই দোষনীয় নয়। হাতিম আল আসাম রহিমাহুল্লাহ বলেন,

-তাড়াহুড়ো করা শয়তানের স্বভাব। তবে পাঁচটি ক্ষেত্রে তাড়াহুড়ো করাই বরং সুন্নাহ। সেগুলো হলো, মেহমান এলে মেহমানদারি, কারো মৃত্যু হলে দ্রুত কবর দেয়ার প্রস্তুতি, মেয়ে বালিগা হলে তাড়াতাড়ি বিয়ে দেয়া, হাতে টাকা এলে তাড়াতাড়ি ঋণ শোধ করা আর সীমালঙ্ঘন করে ফেললে তাড়াতাড়ি গুনাহ মাফ চেয়ে নেয়া।

03/12/2023

সৎ থাকুন। অল্পতে সন্তুষ্ট হতে শিখুন। আল্লাহর সাথে নিজের মনের দুঃখগুলো প্রকাশ করতে শিখুন। নিজের প্রতি যত্ন নিতে শিখুন। লোকে কি বললো, তা এড়িয়ে চলুন। দেখবেন ভেতর থেকে শান্তি অনুভব করবেন। অনেক বেশি সুখে থাকবেন!🖤

02/12/2023

"কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙ্গে পড়বেন না।🖤

-কারণ আল্লাহ সুবহানাহু তা'আলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তাঁর নিজের দিকেই আপনাকে ডাকছেন।🥀

♡︎🥺
01/12/2023

♡︎🥺

পাথর🔥
28/11/2023

পাথর🔥

26/11/2023

রব বললেন,যে আমাকে বন্ধু বানাবে ; সে ডুববে না কভু- ভয় কিংবা হতাশায়।

🫶❤️
26/11/2023

🫶❤️

🫶✨
25/11/2023

🫶✨

Alhamdulillah ❤️✨
22/11/2023

Alhamdulillah ❤️✨

🫶❤️❤️
22/11/2023

🫶❤️❤️

21/11/2023

'তোমার অবস্থা যেন এমন না হয়, সবার আগে বাজারে ঢুকলে আর সবার শেষে বের হলে। কারণ, বাজার এমন জায়গা, যেখানে শয়তান ডিম পাড়ে, বাচ্চা দেয়।'
— সাহাবী আব্দুল্লাহ ইবনু আমর (রাদ্বি.)
সূত্র: ইহইয়াউ উলুমিদ্দীন, ২/১৫৫

• Kun Faya kun, You will shine again, you will heal. You will be smiling again with your whole heart. Keep Sabr because ...
21/11/2023

• Kun Faya kun, You will shine again, you will heal. You will be smiling again with your whole heart. Keep Sabr because after all patience, there is something beautiful for you.🦋

Ya Allah, Save me from every sadness and problems ❤️.
20/11/2023

Ya Allah, Save me from every sadness and problems ❤️.

Ya Allah grant us Sabr🤲🏼
20/11/2023

Ya Allah grant us Sabr🤲🏼

✨🤎
18/11/2023

✨🤎

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when SaBar- অধমা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SaBar- অধমা:

Videos

Share

Nearby media companies