17/08/2024
একটা শরীর।
১৮/২০ জন পুরুষ।
১১৩ টা কামড়ের দাগ।
১৫০ গ্রাম বীর্য।
জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গ লা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে র ক্ত বেরিয়ে আসে?
এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।
চোখ দিয়ে র ক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, ‘আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে।’
আহারে আহারে 🙂