13/03/2024
মানুষ খাবে কি?
সারাদিন রোজা রেখে জদি বেট পরে তেলের ভাজাপুরা খায় তাহলে সরিল করবে খারাপ, ;
জার কারনে কিছু ফল না রাখলেও চলে না
এগুলা খাওয়া সরিলের জন্য খুবই দরকার "
এই দরেন, আপনার পেলেটে,এই দরেন কি রাখবেন?
খেজুর, আপেল, মালটা, বড়জোর আংগুর ও রাখতে পারেন?
এখন কথা হচ্ছে জে আমরা,যারা মধ্যবিত্ত আছি ১০থেকে ১৫হাজার টাকার বিতরে চাকুরি করে তাদের কি এগুলা কিনার সাধ্য আছে,, এখন আসি দাম নিয়ে কিছু ফলের, কালকে আমি জখন বাজারে জাই কিছু ইফতার কিনার জন্য, তো ভাবলাম কিছু ফলও কিনে নিয়ে জাই,,,,
পথমে আমার থেকে, মোটা মুটি ভালো একটা খেজুর সেটার দাম নিলো -৭০০টাকা কেজি
আপেল ২৫০টাকারটা নিলো ৩৫০টাকা মালটা ২৬০টাকারটা নিলো ৩৪০টাকা
আংগুল ২২০টাকারটা ২৭০টাকা তারপরে আসি কিছু এলাকার কৃষক আছে জারা এখন ফেরাউনের পরি দিচ্ছে, জেমন দরেন লেবু হালি ছিলো ১৫থেকে২০এখন হলো ৫০টাকা তারপর শোসা গত দুইদিন আগে কিনলাম ৪০টাকা এখন সেটা ১২০বিশ তার দনিয়া পাতা, ১০টাকা আটি এখন ২০টাকা তাও পরিমাণ অনেক কমিয়ে দিছে,, তারপর হলো তরমুজ একটা দের থেকে দুই কেজি হবে দাম চাইলো ৩০০টাকা, এখন কথা হলো কোন দেশে বাস করি সেটা আমি নিজেই ভুলে গেছি,, দেশ ডিজিটাল হইছে ঠিকিই কিন্তু আমাদের বিতনটা আর ডিজিটাল হলো না,,, এক আকাশ পরিমাণ মনে কসটো আমার, কি হচ্ছে দেশে এগুলা, সৌদি রমজান মাস আসলে সব জিনিসের দাম কমায়, আর আমাদের দেশের কি অসাধু ব্যবসায়াকি আছে তারা অপেক্ষায় থাকে কখন রমজান আসবে আর আমাদের কে সাইজ করবে,,,,,
কথা গুলার সাথে একমত হলে শেয়ার করবেন পোস্ট টা 🙂🙂
মো: ইমন হোসেন 😊