SK Biswas

SK Biswas Be unique & Make ur world

04/10/2024

যদি দ্রুত ধনী হতে হয় তাহলে প্রতিদিন হাজার হাজার ঘন্টা কাজ করার অভ্যাস তৈরি করতে হবে lএটা বাস্তবসম্মত, আপনি চাইলেই প্রতিদিন হাজার হাজার ঘন্টা কাজ করতে পারেন l শুধুমাত্র দরকার Ready হওয়ার……

03/10/2024

এই Rule প্রতি নিয়ত Follow করতে থাকলে তা অবশ্যই আপনাকে ধনী করে তুলবে।

30/09/2024

একটা কথা আছে ছোট মরিচের ঝাল বেশি l আমরা মূল্যায়ন করতে চাই না কিন্তু দেখা যায় যে রেজাল্ট নিয়ে আসে অনেক বড় l কিছু ব্যবসা আছে আমাদের দৃষ্টিতে তা অত্যন্ত ছোট পরিসরে কিন্তু তার আড়ালে আপনাকে কোটি টাকা এনে দিতে পারে ………..

24/09/2024

মোটা অংকের টাকা ছাড়া আমরা কখনোই দ্রুত ধনী হয়ে উঠতে পারবো না । আর ৮০% - ৮৫% পর্যন্ত শুধুমাত্র ব্যাংক যোগান দিয়ে থাকে। এজন্য আপনিও যদি মনে করেন ব্যাংক থেকে মোটা অংকের Loan নিবেন তাহলে CIB এর দিকে নজর দিন l CIB Score কম থাকলে আপনি ভালো পরিমাণে Loan পাবেন না । তাই এভাবে আমরা আমাদের CIB Score টাকে বাড়িয়ে ও নিতে পারি। LOAN

22/09/2024

দুই বন্ধুর একটি কাহিনী যেখানে দুই জনই অত্যন্ত পরিশ্রমী, উদ্যমী। কিন্তু প্রথম বন্ধু কোনভাবেই তার কাজে Success পাচ্ছে না। অন্যদিকে দ্বিতীয় বন্ধু একই কাজ করেই খুব দ্রুতই Success এর দিকে এগিয়ে যাচ্ছে এবং Success তাকে বারবার ধরা দিচ্ছে। এমনটি হওয়ার পেছনে একটিমাত্র কাজ রয়েছে যার কারণে দুই বন্ধুর এক বন্ধু গরিব থেকেই যাচ্ছে আর এক বন্ধু তরতর করে নিজেকে High Society এর দিকে নিয়ে যাচ্ছে । চলুন আসল রহস্য জেনে আসি ……… #

পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
20/09/2024

পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

Share your videos with friends, family, and the world

17/09/2024

আজকে আমরা যে চীনকে দেখছি একদিন এইরকম অবস্থানে ছিল না । আজকের এত বড় পরাশক্তি একসময় অনেক গরীব একটি রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। দক্ষিণ আফ্রিকার দেশগুলোর দিকে যদি আমরা তাকাই অনেক দেশ আছে যে দেশগুলো চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে। একটা সময় ছিল যখন চিন এরকমই চরম দারিদ্র সীমার নিচেই বসবাস করেছে ।তাহলে আজকে তাদের ভাগ্য পরিবর্তন কে করল! কিভাবে তারা হল পরাশক্তি! কোন দ্রব্য উৎপাদন, রপ্তানি কিংবা শক্তিধর রাষ্ট্র যাই কিছু বলি না কেন সব কিছুতেই এখন চীনকে রাখার মত পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে তা কিভাবে সম্ভব হল সেটি আমরা এই ভিডিওতে খুঁজে বের করার চেষ্টা করেছি।

13/09/2024

আপনি চাইলেই আপনার DPS এর টাকা কে Maturity তে double করে ফেলতে পারেন এখানে এমন একটি System Share করা হয়েছে । আসলে Time আমাদের জন্য অত্যন্ত Valuable Asset. একই সময়ে যদি আমরা আমাদের টাকাকে Double করে নিতে পারি তবে সেটা আমার মনে হয় খারাপ হয় না।

আপনি চাইলেই আপনার DPS এর টাকা কে  maturity তে double করে ফেলতে পারেন এখানে এমন একটি  system  share করা হয়েছে ।  আসলে  t...
13/09/2024

আপনি চাইলেই আপনার DPS এর টাকা কে maturity তে double করে ফেলতে পারেন এখানে এমন একটি system share করা হয়েছে । আসলে time আমাদের জন্য অত্যন্ত Valuable Asset. একই সময়ে যদি আমরা আমাদের টাকাকে Double করে নিতে পারি তবে সেটা আমার মনে হয় খারাপ হয় না।

আপনি চাইলেই আপনার DPS এর টাকা কে Maturity তে double করে ফেলতে পারেন এখানে এমন একটি System Share করা হয়েছে । আসলে Time আমাদের জন্য অত্যন্ত...

08/09/2024

মৃত্যুর পূর্বে বেশিরভাগ মানুষ মাত্র পাঁচটি বিষয় নিয়ে অনুশোচনা বা পরিতাপ করে থাকে l সেই পাঁচটি বিষয়ে আমি নই বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া এই বইয়ের লেখিকা প্রকাশ করেছেন তার বই তার ‘’The Top Five regrets of dying’’
দ্বিতীয় ঘটনা হলো Alibaba.com এর বর্তমান Vice President, Ton wenhong মাত্র 0.2% শেয়ার থেকে ৩২০ বিলিয়ন ডলারে পরিণত হওয়ার গল্প l
জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে একটি বিষয়ে কাজ করে যেটি ছাড়া আপনি কখনোই প্রতিষ্ঠা লাভ করতে পারবেন না l # #

21/06/2024

একমাত্র passive income আমাদেরকে financial freedom দিতে পারে l আপনি যে কোন ব্যবসাকে passive income এর দিকে নিয়ে যেতে পারেন l আর সেটা কিভাবে কাজ করে তা শুধু বুঝে নেওয়াটাই জরুরী l # Somir

02/06/2024

আমরা কম বেশি সবাই আম খেতে পছন্দ করি কিন্তু আমরা কি জানি পৃথিবীতে সবচেয়ে ভালো আম কোনটি কিংবা সব থেকে দামী আম কোনটি ? খুবই ছোট্ট একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম l # Mango the Best.

19/05/2024

বলা হয়ে থাকে শিক্ষিত মানুষেরা যেখানেই থাকে সেটাই তার জন্মভূমি হয়ে ওঠে l আমি জানিনা কে এই কথাগুলো বলেছেন l তবে এটা ঠিক সব জায়গাতেই থাকার মত মানসিকতা তৈরি হয়ে গিয়েছে কিন্তু তারপরেও নিজের জন্মস্থানে না গেলে মনের ভিতরে সব সময় কেমন যেন একটি অতৃপ্ততা কাজ করে l আমার মনে হয় আমার মত যারা জন্মস্থান ছেড়ে বাইরে থাকেন আমার এই কথাগুলোর সাথে প্রত্যেকেই একমত পোষণ করবেন l
It is said that wherever an educated person lives becomes his native place. I don't know who said these words. But it is a mindset of being everywhere but even then, if one does not go to one's native place, there is always a feeling of dissatisfaction in my mind. Everyone like me who lives outside the place of birth will agree with these words of mine

09/05/2024

এমন চারটি Business Idea যা আপনাকে Passive Income এর স্বাদ এনে দিতে পারে । আপনি যে কোনো ধরনের Profession থাকতে পারেন আপনার Profession কে কোন ভাবে প্রভাবিত না করেই এই চারটি Business এর যেকোনো একটি আপনি অনায়াসেই পরিচালনা করতে পারেন l

18/04/2024

Success এর চাবিকাঠি হিসেবে চাকরি কিংবা ব্যবসা দুটোর যে কোন একটিকে আপনি বেছে নিতেই পারেন কিন্তু আপনি কোনটাতে Success হতে পারবেন আর কোনটাতে Success হতে পারবেন না তা নির্ভর করবে তিনটি গুণের উপর । এই তিনটি গুণের একটি গুণ যদি আপনার মধ্যে না থাকে, অবশ্যই অবশ্যই ব্যবসা থেকে আপনাকে সরে আসতে হবে। শুধুমাত্র একটি গুণ থাকলে আপনি ব্যবসায় Success পেতে পারেন বাকি দুটি গুণ থাকলে চাকরি আপনার জন্য সঠিক পথ হতে পারে । সম্পূর্ণ Video টা দেখুন যা আপনাকে একটা গাইডলাইন তৈরি করে দিতে পারে।

06/04/2024

মনে হচ্ছিল আমার Channel টি যেন Freeze হয়ে গিয়েছে। এজন্য আমি সব মিলিয়ে 18-20 টা Video দেখলাম 6-7 টি Website দেখলাম । সব মিলিয়ে আমি একটি মাত্র উপায় দেখলাম Channel টিকে Unfreeze করার জন্য l আমার মনে হয় যারা Channel নিয়ে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা Video টি দেখলে সমাধান পাবেন ।

02/04/2024

SWAP মূলত অদল বদলের একটি ব্যবস্থা মাত্র । এর মাধ্যমে ভিন্ন ধরনের Currency অদল বদল করা হয় l যা দুটি প্রতিষ্ঠানের মধ্যে হতে পারে অথবা দুটি দেশের মধ্যেও হতে পারে কিন্তু তা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কতটুকু ভূমিকা রাখে ! আমার মনে হয় Video টি পুরোপুরি দেখলে এর ভয়াবহ প্রভাব সম্পর্কে বুঝতে পারব ।

29/03/2024

আমরা অনেক সময় ঋণ আগাম পরিশোধ করে দেওয়াটা পছন্দ করি । কোন চিন্তা করি না তাতে আমাদের কোন ধরনের loss হচ্ছে কিনা কিংবা এককভাবে শুধু ব্যাংকই লাভ করছে নাকি আমরা উভয় লাভের মধ্যে আছি। বাস্তবে আখেরি ক্ষতি আপনারই হয় । ভিডিওটি দেখলেই সব কিছু পরিস্কার হয়ে যাবে।

17/03/2024

Video তে দেওয়া এই পদ্ধতির মাধ্যমে কোন প্রকার টাকা খরচ না করেই আপনি এক কোটি টাকার একটি ফ্ল্যাটের মালিক হতে পারেন l এর জন্য প্রয়োজন ধৈর্য সহকারে Video টি দেখা এবং দেখানো কৌশলটি ব্যবহার করা l

14/03/2024

একটি শিশুর আনন্দ মুহূর্ত নিয়ে কথা বলা যায় যে, তার মুখের হাসি সবার মনে আনন্দ এনে। সূর্যের রঙ তার চোখে, বায়ুর স্পর্শে তার হৃদয় উল্লাসিত হয়। খেলার মধ্যে তার স্বপ্নপূরণ করা এবং বিনোদনের প্রতি তার আগ্রহ অসীম।শিশুটি হাসতে হাসতে পাখির গান শোনায়। তার চোখে সূর্যের রঙ, হাওয়ায় খেলা। খেলার মাঝে তার হৃদয়ে সুখের আলো। এ অমৃত মুহূর্তে সৃষ্টির সৌন্দর্য প্রকাশিত।এটাই হল Baby Dayout.

11/03/2024

বাংলাদেশ বা ভারতে ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে দেখুন এই ভিডিওটি! আমি ব্যাখ্যা করব কেন এটি একটি লাভজনক বিনিয়োগ হতে পারে না এবং মনে রাখতে কিছু গুরুত্বপূর্ণ বিবেচনা শেয়ার করব৷ একটি ব্যয়বহুল ভুল করবেন না - এই ভিডিওতে আপনার কেন একটি ফ্ল্যাট কেনা উচিত নয় তা শিখুন

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
04/03/2024

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Address

Rk Mission Road, Gopibag, Motijheel Area
Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when SK Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SK Biswas:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All