Shikder on the Go

Shikder on the Go Natural | Exploring
Just a boy in love with the natural world�

05/11/2024
"Heroes don’t always wear capes; some wear uniforms and make the ultimate sacrifice, defending the ideals that shape our...
24/09/2024

"Heroes don’t always wear capes; some wear uniforms and make the ultimate sacrifice, defending the ideals that shape our nation."

28/08/2024
26/08/2024

ভারত ফারাক্কা বাঁধের ১০৯টি গেইট খুলে দিয়েছে । প্রতিদিন ডুকবে ১১ লাখ কিউসেক পানি!
দেশের উত্তরাঞ্চলে বন্যা হওয়ার শঙ্কা।

ডক্টর ইউনূস সেদিন বলেছিলেন, এই দেশের সব প্রতিষ্ঠান হাসিনা ধ্বংস করে গেছে।সেই ধ্বংসের নমুনাই আমরা এখন এই বন্যাতে দেখতেছি।...
24/08/2024

ডক্টর ইউনূস সেদিন বলেছিলেন, এই দেশের সব প্রতিষ্ঠান হাসিনা ধ্বংস করে গেছে।

সেই ধ্বংসের নমুনাই আমরা এখন এই বন্যাতে দেখতেছি।

সেনাবাহিনী বিমানবাহিনী চেষ্টা করতেছে। কিন্তু রিসোর্স নাই। ফেনীতে হেলিকপ্টার পাঠাইলে কুমিল্লা বা খাগড়াছড়িতে পাঠানো যাচ্ছে না।

রিসোর্সও নাই। ম্যানপাওয়ারও নাই। অথচ বন্যা আমাদের জন্য কোন হঠাৎ ঘটনা না। প্রতি বছরই হয়। অথচ ১৫ বছর ধরে হাসিনা এই মানুষগুলোর জন্য কিছু করে নাই। লিটারালি কিছু না।

আমাদের ফায়ার সার্ভিস এখনও সেই মান্ধাতার আমলের ইকুইপমেন্ট নিয়ে কাজ করে। কাজ করতে যাইয়া নিজেরাও মরে।

অথচ ফায়ারসার্ভিসকে আধুনিক করতে কয় টাকা লাগে? হাসিনা নিজেই রূপপুর থেকে খেয়েছে ৬০ হাজার কোটি টাকা। এস আলম খেয়েছে ৫০ হাজার কোটি টাকা।

এই টাকাতে কতগুলো উদ্ধার হেলিকপ্টার হতো? এই টাকাতে কতদিনের ত্রান কেনা যেত?

অথচ প্রকল্পের পর প্রকল্প নেওয়া হয়েছে। রুপপুর, মেট্রোরেল, পদ্মাসেতু। আর মানুষের জীবন বাঁচানোর বেলায়? টাকা নাই। ত্রান পাঠাও। সাহায্য আনো।

আপনি যখন মেট্রোরেলে উঠে বলেছেন, থ্যাংকিউ পিএম। ঠিক ঐ সময় কুড়িগ্রামে বন্যায় একটা মেয়ে মারা গেছে। আপনি ইন্নালিল্লাহও পড়ার টাইম পান নাই। কারণ আপনি তখন মেট্রোরেল আর পদ্মাসেতুর সাথে ছবি তুলতে ব্যস্ত।

হাসিনা আমাদের বোঝাতে চেয়েছিলো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে মানে উন্নয়ন। ফ্লাইওভার মানে উন্নয়ন। চার লেনের সড়ক মানে উন্নয়ন। আমরাও সেইটা মেনে নিয়েছিলাম।

হাজার হাজার কোটি টাকার মেগাপ্রজেক্টের উন্নয়নে আমরা বন্যাগ্রস্থ মানুষের কথা ভুলে গেছিলাম। আমরা ভুলে গিয়েছিলাম নদী ভাঙনে বা ভূমি ধ্বসে সব হারানো পরিবারটার কথাও।

হাসিনা যখন মানুষের লাশ ছেড়ে মেট্রোরেল ধরে কান্নাকাটি করলো, সবাই খুব কষ্ট পেলেন। বাট আমি আপনিও কি সেইম কাজটাই করে আসিনি এতোদিন?

খেলাফতের দায়িত্ব পাওয়ার পর হযরত উমর খুব কাঁদতে লাগলেন। জিগানো হলে বললেন, আজ থেকে নদী দিয়ে যদি কোন কুকুর ভেসে যায়, সেটার দায় তো আমাকেই নিতে হবে। এ কি সহজ দায়িত্ব?

উন্নত রাষ্ট্রের ডেফিনিশন ঐ যে ঐটা। ১টা বিড়াল ১টা কুকুরের জীবনের জন্যও যখন রাষ্ট্র দায়বদ্ধ থাকবে, ঐটাকেই বলে কল্যান রাষ্ট্র।

আপনার মেট্রোরেল না থাকুক, ঝা চকচকে রাস্তা না থাকুক, বাট বন্যা হলে একটা মানুষকে উদ্ধার করার সামর্থ্য যখন থাকবে, জীবন জিবীকা হারানো কৃষকটার পাশে যখন রাষ্ট্র প্রয়োজনীয় পয়সা নিয়ে দাঁড়াতে পারবে, ঐটারে তখন বলা হবে উন্নয়ন।

আমরা অবশ্যই অবকাঠামোগত উন্নয়ন চাই। মেট্রোরেল চাই, পাতাল রেল চাই, তবে সেটা মানুষের জীবনের বিনিময়ে না।

হাসিনার পাপের প্রায়শ্চিত্ত নোয়াখালী, ফেনী, কুমিল্লা বা কুড়িগ্রামের মতো বন্যাকবলিত এলাকা থেকেই শুরু হোক।

মানুষের যেটুকু করার, করেছে। আরো যা করার, ঐটাও আমরা সাধারণ মানুষ করবো।

বাট রাষ্ট্রের দায়িত্ব হলো, উদ্ধার ব্যবস্থাকে আধুনিক করা। পুনর্বাসনের দায়িত্ব নেওয়া। একটা মানুষকেও যেন সর্বস্ব হারাতে না হয়, ভর্তুকি, বিনা সুদে লোন, যত রকম সাহায্য করা সম্ভব, ঐটা এনশিওর করা।

ওতে যদি যমুনা রেল সেতুর কাজ অফ থাকে, থাকুক। যদি মেগা প্রজেক্ট দুইটা কম নেওয়া হয়, তাও হোক।

হাসিনার বাংলাদেশে মেগাপ্রজেক্ট মানেই ছিলো রাস্তা, ব্রিজ, বিল্ডিং।

নতুন বাংলাদেশের সবচে বড় মেগাপ্রোজেক্ট হোক মানুষ, জীবন আর জীবিকা।

আমরা হাসিনার ঐ মেট্রোরেলের জন্য কান্নাকাটি আর দেখতে চাই না। মানুষের জন্য কান্নাকাটি দেখতে চাই।

রাষ্ট্র মানুষকে রক্ষা করুক। তাহলে এই মানুষই রাষ্ট্রকে রক্ষা করবে নিজের রক্ত দিয়ে হলেও।

22/08/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তত ৫০টি বোট ইতোমধ্যে ফেনী আর নোয়াখালীতে পৌঁছে গেছে। সারাদিনে আরও ২০০ বোট যাবে বলে জানিয়েছেন সমন্বয়করা। এছাড়া সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে এখন পর্যন্ত টিএসসির সামনে শুকনা খাবার অর্থাৎ মুড়ি, চিড়া, বিস্কুট, শিশু খাদ্য, বিশুদ্ধপানি, জামা কাপড় ও মেডিসিনসহ নানা কিছু জমা পড়ছে।

সরেজমিন দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ত্রাণ দিতে আসছেন টিএসসিতে। অনেকে আবার নগদ টাকাও দিচ্ছেন।

22/08/2024

ফেনীর সর্বশেষ আপডেট:
রাত ১২:১৫ মিনিট

পরশুরাম এর সাথে যোগাযোগ সম্ভব না আর। পুরোপুরি নাগালের বাহিরে।

ফুলগাজী তেও আর যাওয়া যাচ্ছে না। লাস্ট বন্দুয়া পর্যন্ত যাওয়া যাচ্ছে ।

ছাগলনাইয়ার অধিকাংশ এলাকা এখন পানির নিচে।

সোনাগাজী ও দাগনভূইয়া প্লাবিত হচ্ছে।

ফেনী শহরে বেশিরভাগ বাসাতে হাঁটু পরিমান পানি এখন।

"বাংলাদেশকে যদি কোনভাবে আনস্টেবল করা হয়, তাহলে কেউ স্ট্যাবল থাকবে না। মায়ানমার, ভারত, সেভেন সিস্টার কেউই না। আর বাংলাদ...
07/08/2024

"বাংলাদেশকে যদি কোনভাবে আনস্টেবল করা হয়, তাহলে কেউ স্ট্যাবল থাকবে না। মায়ানমার, ভারত, সেভেন সিস্টার কেউই না।

আর বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে, তাহলে সবকিছুই স্থিতিশীল থাকবে।"

ভারতকে এই হুমকি দিয়েছেন ডক্টর ইউনূস!!

স্পষ্ট ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াইয়া গেছেন।

"In Dr. Younus, we trust."

06/06/2024

মারায়ং তং পাহাড়ে ক্যাম্পিং #বান্দরবন #মারায়ংত

Approaching the end of monsoon- high time to visit a waterfall
30/05/2024

Approaching the end of monsoon- high time to visit a waterfall

🎉 Facebook recognized me as a top rising creator this week!
27/05/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

27/05/2024

উড়ন্ত শৈশব। নিয়াজ মুহাম্মদ স্কুল মাঠ ব্রাহ্মনবাড়িয়া

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shikder on the Go posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies