Abdul Kader Jilany

Abdul Kader Jilany Digital Marketing

“আলহামদুলিল্লাহ”আজকের প্রোগ্রামটা অনেক অসাধারণ ছিল যা বলার মত ভাষা আমার কাছে নেই, এই রকম প্রোগ্রাম হলে কখনো মিস করা যায়...
29/07/2023

“আলহামদুলিল্লাহ”

আজকের প্রোগ্রামটা অনেক অসাধারণ ছিল যা বলার মত ভাষা আমার কাছে নেই, এই রকম প্রোগ্রাম হলে কখনো মিস করা যায় না। কারণ প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখা যায় অভিজ্ঞ ব্যক্তিদের থেকে অভিজ্ঞতা নেওয়া যায়। 😊




আমাদের সকলের প্রিয়  #মেহেজাবিন আপু  #ফ্রিল্যান্সার নাদিয়া নাটকে এত সুন্দর করে সব কিছু উপস্থাপন করেছেন অনেক ভালো লেগেছে ।...
27/07/2023

আমাদের সকলের প্রিয় #মেহেজাবিন আপু #ফ্রিল্যান্সার নাদিয়া নাটকে এত সুন্দর করে সব কিছু উপস্থাপন করেছেন অনেক ভালো লেগেছে । স্বামীর টাকায় যখন সংসার চলছে না তখন এক বান্ধবীর মাধ্যমে তথ্য পেলেন ফ্রিল্যান্সিং এর তারপর সংসারের সকল কাজের পাশাপাশি শুরু করলেন ফ্রিল্যান্সিং।
আর আমাদের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এখনো ভাবছেন ফ্রিল্যান্সিং শুরু করবেন নাকি করবেন না।

#ফ্রিল্যান্সার_নাদিয়া_নাটকের জন্য মেহেজাবিন বাংলাদেশের আইসিটি মন্রী জুনায়েদ আহমেদ পলক স্যারের কাছ থেকে সম্মাননা পেলেন।

তাই আর নয় ছুটাছুটি । এবার আসুন ক্যারিয়ার গড়ি।
ফ্রিল্যান্সিং করে একটি সুন্দর ও স্মার্ট ক্যারিয়ার তৈরি করুন।



কেউ বাঁশ দিলে সেটা দিয়ে মই বানিয়ে উপরে উঠুন ... সফল হবেন If someone gives you bamboo, make a ladder with it and go up....
05/07/2023

কেউ বাঁশ দিলে সেটা দিয়ে মই বানিয়ে উপরে উঠুন ... সফল হবেন

If someone gives you bamboo, make a ladder with it and go up.




• সফলতার জন্য এই 6টি জিনিসের দাবি... (গোপন সূত্র) 1. কঠোর পরিশ্রম ভাগ্যে বিশ্বাস নয়, পরিশ্রমে বিশ্বাস করুন। প্রক্রিয়াট...
30/06/2023

• সফলতার জন্য এই 6টি জিনিসের দাবি...
(গোপন সূত্র)

1. কঠোর পরিশ্রম ভাগ্যে বিশ্বাস নয়, পরিশ্রমে বিশ্বাস করুন। প্রক্রিয়াটি দ্রুত করার চেষ্টা করা বা একটি শর্টকাট অনুসন্ধান করা বন্ধ করুন। কেউ নেই.

2. ধৈর্য আপনি যদি ধৈর্য হারাচ্ছেন, আপনি যুদ্ধে হেরে যাচ্ছেন। প্রথমে কিছুই হয় না, তারপর ধীরে ধীরে এবং হঠাৎ করেই ঘটে। বেশিরভাগ মানুষ প্রথম পর্যায়ে হাল ছেড়ে দেয়।

3. বলিদান আপনি যা চান তার জন্য যদি ত্যাগ না করেন, তবে আপনি যা চান তা ত্যাগে পরিণত হয়। সবকিছুরই দাম আছে। প্রশ্ন হল: আপনি কি আপনার জীবনের জন্য এটি দিতে প্রস্তুত?

4. ধারাবাহিকতা সামঞ্জস্যই গড়কে শ্রেষ্ঠত্বে রূপান্তরিত করে। ধারাবাহিকতা ছাড়া, আপনি কখনই বড় সাফল্য অর্জন করতে পারবেন না।

5. শৃঙ্খলা অনুপ্রেরণা আপনাকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু শৃঙ্খলা আপনাকে ক্রমবর্ধমান রাখে। এমন দিন আসবে যখন আপনি এটা করতে চান না। আপনি যেভাবে অনুভব করেন না কেন সেই দিনগুলোর মধ্য দিয়ে যেতে হবে।

6. আত্মবিশ্বাস আত্মবিশ্বাস হল, তারা আমাকে পছন্দ না করলে আমি ভালো থাকব।

"তোমার মনের উপর তোমার নিয়ন্ত্রণ রয়েছে।  একমাত্র তুমিই পারো তোমার মনকে এক নিমিষে ভালো করে তুলে সফলতার দ্বারে পৌঁছে যেতে! ...
28/06/2023

"তোমার মনের উপর তোমার নিয়ন্ত্রণ রয়েছে। একমাত্র তুমিই পারো তোমার মনকে এক নিমিষে ভালো করে তুলে সফলতার দ্বারে পৌঁছে যেতে! বাইরের কোনো কিছুই তোমাকে জাগাতে পারবে না যদি তুমি নিজে থেকে না জাগো। তাই সকল বাধা উপেক্ষা করে নিজের উপর প্রথমে নিয়ন্ত্রণ নিয়ে আসো- সফলতা তোমার থেকে খুব বেশি দূরে নয়।"




💥নতুন কিছু শেখার জন্য কাল নয়, আজই শুরু করুন। 💥আপনি কালকের জন্য অপেক্ষা করছেন অন্য একজন শুরু করে দিয়ে লক্ষ্যে পোঁছানোর জন...
27/06/2023

💥নতুন কিছু শেখার জন্য কাল নয়, আজই শুরু করুন।

💥আপনি কালকের জন্য অপেক্ষা করছেন অন্য একজন শুরু করে দিয়ে লক্ষ্যে পোঁছানোর জন্য আপনার থেকে এক ধাপ এগিয়ে যাচ্ছে।




(১) ফ্রিল্যান্সিং কী?উঃ ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্তপেশা।  যদি নিজের মনের ভাষায় বলতে চায় তাহলে এর অর্থ দাড়ায়।আমরা...
25/06/2023

(১) ফ্রিল্যান্সিং কী?
উঃ ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্তপেশা। যদি নিজের মনের ভাষায় বলতে চায় তাহলে এর অর্থ দাড়ায়।আমরা কোনো প্রতিষ্ঠানের আওতায় না থেকে নিজের ইচ্ছে মত যেকোনো সময় অর্থের বিনিময়ে যে কাজ করি তাকেই মুলত ফ্রিল্যান্সিং বলে।
-
(২)ফ্রিল্যান্সিং কেনো করব🤔?
উঃ আমাদের জীবনে চলার পথে অর্থের💸প্রয়োজন। আর অর্থ আয়ের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে খুব ভালো একটি সুযোগ🙂।
-
(৩)ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন?
উঃ ফ্রিল্যান্সিং করার জন্য লাগে ল্যাপটপ 💻 অথবা একটি স্মার্ট ফোন📱।
-
(৪)ফোন দিয়ে কী ফ্রিল্যান্সিং করতে পারব?
উঃ হ্যাঁ🙂, অবশ্যই পারবেন। আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে কাজ করতে পারবেন।
(৫) আমি কি ফ্রিল্যান্সিং করতে পারব?
উঃ হ্যাঁ🙂, অবশ্যই পারবেন। কেনো পারবেন না একজন চটপটি বিক্রেতা যদি সফল ফ্রিলান্সার হতে পারে তাহলে আপনি কেনো পারবেন না☹️। আপনিও পারবেন😤।
তাহলে আর দেড়ি কেনো। শুরু করে দিন আজকে এখনই। কারন আজ আপনি বসে কিছু আনন্দ পওয়ার জন্য সময় নষ্ট করবেন আর আপনার বন্ধু সেই সময়টা কাজে লাগিয়ে এগিয়ে যাবে।




• ছাত্র অবস্থায় ছোট ছোট ব্যাবসা করে কিভাবে সফল হওয়া যায় ছাত্র অবস্থায় সবার প্রথম কোন একটি দক্ষতা খুব ভালোভাবে শিখতে হবে...
14/06/2023

• ছাত্র অবস্থায় ছোট ছোট ব্যাবসা করে কিভাবে সফল হওয়া যায়

ছাত্র অবস্থায় সবার প্রথম কোন একটি দক্ষতা খুব ভালোভাবে শিখতে হবে যেমন: ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, লেখালেখি করা, ভয়েস ওভার, কনটেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি।

দ্বিতীয়তঃ দক্ষতা টি ভালোভাবে শেখার পর এই দক্ষতার উপর ভিত্তি করে একটি ফ্রিল্যান্সিং ব্যবসা শুরু করে দেওয়া যেতে পারে।

ছাত্র অবস্থায় অনলাইন কেন্দ্রিক ডিজিটাল পণ্য এবং সেবার ব্যবসা সবথেকে লাভদায়ক এবং সুবিধাজনক হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, ইউটিউবিং, ব্লগিং, ডিজিটাল সেলস, ডিজিটাল কনসাল্টিং, ভিডিও কনটেন্ট, অডিও বুক ইত্যাদি।

এই ব্যবসা গুলোর বাজার দিন দিন বড় হচ্ছে এবং ভবিষ্যতেও বড় হতে থাকবে।

সঠিক কোন দিকনির্দেশনা পেলে, খুব সহজেই এমনকি অল্প বিনিয়োগ করেই এই ব্যবসা গুলো শুরু করে দেওয়া যায় তবে যদি কৌশল জানা থাকে বিনামূল্যেই শুরু করা যাবে।

আর এই ব্যবসাগুলো পরবর্তীতে বড় করা যায়, যা কিনা বিশাল কর্পোরেট আকারে তৈরি করা যাবে যদি সে ছাত্র অবস্থা থেকে এখানে ক্যারিয়ার করতে চায়।

• একজন হার-না-মানা ‘ফ্রিল্যান্সার’ শোভনের সফলতার গল্প:-একজন হার-না-মানা ‘ফ্রিল্যান্সার’ শোভনের সফলতার গল্পসবুরে মেওয়া ফল...
13/06/2023

• একজন হার-না-মানা ‘ফ্রিল্যান্সার’ শোভনের সফলতার গল্প:-

একজন হার-না-মানা ‘ফ্রিল্যান্সার’ শোভনের সফলতার গল্প

সবুরে মেওয়া ফলে’- প্রবাদটি অন্য কারো কাছে সত্য হোক বা না হোক কিন্তু তা ফ্রিল্যান্সার শোভনের ক্ষেত্রে সত্য বলে প্রতীয়মান হয়েছে। কেননা বারবার ধাক্কা খেয়ে পুনরায় লেগে থাকা, পরিবারের অর্থনৈতিক দুরাবস্থা, কাজের চাপে কাঙ্ক্ষিত পড়াশোনা করতে না পেরে শুধুমাত্র ফ্রিল্যান্সিং-কে পেশা এবং নেশা হিসেবে গ্রহণ করে সফল হওয়া এক স্বপ্নবাজ আবু সাঈদ বিন শোভন। আজ দেশে যিনি একজন পেশাদার ফ্রিল্যান্সার হিসেবে পরিচিতি। তবে এই সফলতার সহজ ছিল না। বরং ছিল বাধা ও চ্যালেঞ্জে ভরপুর।

দশম শ্রেণিতে পড়া অবস্থায় শিক্ষকের কাছ থেকে প্রথম ফ্রিল্যান্সিং শব্দটির সাথে পরিচিত হোন কুমিল্লার ছেলে শোভন। জানতে পারেন, ফ্রিল্যান্সিং করে ঘরে বসে বিদেশি মার্কিন ডলার আয় করা যায়। সেই থেকে শুরু। দিনরাত ডলার আয়ের স্বপ্ন মাথায় নিয়ে ফ্রিল্যান্সিং করার নেশায় এদিক-সেদিক ছুটোছুটি। যেভাবেই হোক তাকে ডলার আয় করতেই হবে। যথারীতি বাড়িতে জানালেন তার একটি কম্পিউটার দরকার। কারণ তিনি ঘরে বসে কাজ করে ডলার আয় করবেন। কিন্তু তার এই আবদার পূরণ করাতো পরিবারের কাছে অমাবস্যার চাঁদের মতো। কেননা যেখানে দুবেলা খাবার জোগাড় করতে পরিবারকে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে সেখানে ৩০-৪০ হাজার টাকা দিয়ে তাকে কম্পিউটার কিনে দেয় এমন সাধ্য কি পরিবারের আছে!

তবুও হাল ছাড়েননি তখনকার স্বপ্নবাজ কিশোর শোভন। ছোট থেকেই জেদি শোভনের বহু আবদারের পর এক সময় ঘরে আসে সেই বহু কাঙ্খিত কম্পিউটার।

বলে রাখা ভালো, শোভন নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারে বাবা ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। শোভন জন্মের পর থেকেই অভাব অনটনে দিনাতিপাত করতে থাকে তাদের পরিবার। ছোট্ট একটি দোকানের উপর দিয়ে কোনরকম দিন পার করছিল শোভনের পিতা-মাতা ও পরিবার।




24/05/2023

• আলহামদুলিল্লাহ🤲

ক্ষুদ্র প্রচেষ্টা☺️

★ ফ্রিল্যান্সিং কি??• ফ্রিল্যান্সিং বলতে এমন এক ধরনের কাজের ব্যবস্থাকে বোঝায় যেখানে ব্যক্তিরা তাদের পরিষেবাগুলি একটি প্...
24/05/2023

★ ফ্রিল্যান্সিং কি??

• ফ্রিল্যান্সিং বলতে এমন এক ধরনের কাজের ব্যবস্থাকে বোঝায় যেখানে ব্যক্তিরা তাদের পরিষেবাগুলি একটি প্রকল্পের ভিত্তিতে বা একটি নির্দিষ্ট সময়ের জন্য, সাধারণত একাধিক ক্লায়েন্ট বা কোম্পানির কাছে, প্রথাগত দীর্ঘমেয়াদী চাকরিতে নিযুক্ত না হয়েই অফার করে। ফ্রিল্যান্সাররা স্ব-নিযুক্ত এবং তাদের ক্লায়েন্ট, প্রকল্প, কাজের সময় এবং অবস্থান বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে।

• ফ্রিল্যান্সাররা সাধারণত বিভিন্ন ক্ষেত্রে দক্ষ পেশাদার যেমন লেখা, ডিজাইন, প্রোগ্রামিং, মার্কেটিং, পরামর্শ, ফটোগ্রাফি এবং আরও অনেক কিছু। তারা সম্ভাব্য ক্লায়েন্টদের কাছে তাদের দক্ষতা এবং দক্ষতা বাজারজাত করে এবং প্রকল্পের সুযোগ, সময়সীমা এবং অর্থপ্রদানের হার সহ শর্তাদি আলোচনা করে।

• ফ্রিল্যান্সিং কাজের সময়সূচীতে নমনীয়তা, নিজের আগ্রহ এবং দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রকল্পগুলি বেছে নেওয়ার ক্ষমতা এবং একটি নিয়মিত কাজের তুলনায় উচ্চ আয়ের সম্ভাবনা সহ বেশ কিছু সুবিধা প্রদান করে। ফ্রিল্যান্সাররা প্রায়শই দূর থেকে কাজ করে, যোগাযোগের সরঞ্জাম এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্লায়েন্টদের সাথে সহযোগিতা করতে এবং তাদের কাজ সরবরাহ করে।

• তবে ফ্রিল্যান্সিং এর চ্যালেঞ্জও আছে। ফ্রিল্যান্সাররা তাদের নিজস্ব অর্থব্যবস্থা, কর এবং ক্লায়েন্ট অর্জনের জন্য দায়ী। তাদের অবশ্যই ক্রমাগত নিজেদের বাজারজাত করতে হবে এবং প্রকল্পগুলির একটি অবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করতে একটি নেটওয়ার্ক তৈরি করতে হবে। উপরন্তু, ফ্রিল্যান্সাররা স্বাস্থ্য বীমা, অবসর পরিকল্পনা, বা প্রদত্ত সময় বন্ধের মতো সুবিধা পান না, যা সাধারণত নিয়োগকর্তারা প্রদান করেন।

• সামগ্রিকভাবে, ফ্রিল্যান্সিং ব্যক্তিদের স্বাধীনতা, নমনীয়তা এবং বিভিন্ন শিল্প জুড়ে বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগের জন্য একটি বিকল্প ক্যারিয়ারের পথ প্রদান করে।

23/03/2023

Welcome to my page

Address

Mirpur
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Kader Jilany posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul Kader Jilany:

Videos

Share