
21/11/2024
বর্তমানের বহুল জনপ্রিয় উপস্থাপিকা "সমৃদ্ধি" এর একটা ইন্টারভিউ দেখলাম।
যেখানে মেয়েটা এটা বলতে বলতে কেঁদে দিয়েছিল যে— সে ক্ষেত ছিলো বলে তার প্রাক্তন অনেকগুলো প্রেম করেছিলো। তাকে কথাও শুনিয়েছিলো।
অথচ মেয়েটা তারপরও শেষ অব্দি প্রেমিকের জন্য অনেক কিছু করেছে। নিজের পড়াশোনা রেখে ছেলেটাকে পড়তে সাহায্য করেছে। নিজের রেজাল্ট খারাপ করেছে। ছেলেটা ওর সাথে চিট করার পর বহুবার ধরে পড়েছে তারপরও মেয়েটা এতটাই ডেডিকেটেড ছিলো ছেলেটার ক্যারিয়ার গড়তে যে সব চুপচাপ সয়ে গেছে। নিজের ডাকনামটা অব্দি বদলে ফেলেছিল!
সেই ছেলের ঠিক সংসার হয়েছে, সন্তান হয়েছে অথচ মেয়েটা এখনো কোনো এক জায়গায় লোকটার কথা বলতে বলতে কেঁদে দিয়েছে! স্মৃতিও কি একপাক্ষিক হয়......? মেয়েটার আজও মনে আছে সব অথচ ছেলেটার সংসার করতে একটুও কষ্ট হয় না..…...?
এরপর.....
এই যে প্রেমের সংজ্ঞা এত সুন্দর আর এত নির্মম তারপরেও তো আমরা বলি মেয়েরা স্বার্থপর...!! মেয়েরা টাকা চায়..!! মেয়েরা বেকার ছেলের পাশে থাকে না...!!
আমরা কেন এই গল্পগুলো মনে রাখি না....? মেয়েদের মতোন নরম ভাবে ভালোবাসার ক্ষমতা আর কারো আছে.....? ছেলেটার থেকে তার মন ওইদিন ই উঠে গেছিলো,যেইদিন সে প্রথমবার ধরা খায়..!! তারপরেও ছেলেটার গ্রাজুয়েশন কমপ্লিট করা অবধি,সে পাশে ছিলো...!!
আসলে ছেলেমেয়ে না,যারা বেইমানী করে তারা প্রিন্সেস ডায়নাকে পেলেও করবে। ভালোবাসা এমন একটা জিনিস, যে বাসে সে পুরো দুনিয়া ভুলে যেতে প্রস্তুত। আর যে বাসে না সে দুনিয়াকে অজুহাত বানিয়ে ছেড়ে যেতে তৈরি।
সমৃদ্ধির মতোন মানুষ গুলোর ভালো হোক।ওরা সত্যিকারের ভালোবাসা পেয়ে যাক❤️
©