NutriLine 2.0

NutriLine 2.0 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NutriLine 2.0, Dhaka South City Corporation, Dhaka.

       #উপকরণ:1.  রসুন কুচি- দেড় চামচ2. আদা কুচি - দেড় চামচ3. পেঁয়াজকলি - ২পিস (কেটে নিতে হবে)4. ফুলকপি - হাফ কাপ5. গ...
29/12/2025



#উপকরণ:
1. রসুন কুচি- দেড় চামচ
2. আদা কুচি - দেড় চামচ
3. পেঁয়াজকলি - ২পিস (কেটে নিতে হবে)
4. ফুলকপি - হাফ কাপ
5. গাজর - ১টা
6. বরবটি - ৫/৬টি
7. ক্যাপসিকাম- ১টার অর্ধেক
8. কর্ন (ভুট্টা)- ১/৩ কাপ [৭০%সিদ্ধ করা]
9. স্বাদমতো লবণ-(sea salt ব্যবহার করা যায়,সাধারণ আয়োডিনযুক্ত লবণও ব্যবহার করা যায়)
10. কালো গোলমরিচ গুড়া - ১/২ চা চামচ
11. তেল - প্রয়োজন মত (sesame oil/olive oil হলে ভালো হয়)
12. কাঁচা মরিচ কুচি - প্রয়োজন মত
13. লেবুর রস - প্রয়োজন মত
14. এরারুট পাউডার- ১টেবিল চামচ,হাফ কাপ পানিতে মিশিয়ে দিতে হবে।
(কর্নফ্লাওয়ার এর পরিবর্তে এটি ব্যবহার করা যাবে।এরারুট পাউডার না থাকলে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে)
#প্রস্তুত_প্রণালী:
১. প্রথমে একটি গরম প্যানে তেল দিয়ে ধাপে ধাপে রসুন ও আদা কুচি দিয়ে একটু হালকা ভেঁজে নিতে হবে।এরপর কেটে রাখা সবজি গুলো দিয়ে স্বাদমতো লবণ,গোল মরিচ গুঁড়ো এবং পানি যুক্ত করতে হবে।
২. কিছুক্ষণ নেড়েচেড়ে সবজি গুলো পানিতে সেদ্ধ করতে হবে।বেশি নরম করা যাবে না।
৩. সবজি সেদ্ধ হয়ে আসলে স্যুপটা একটু ঘন করার জন্য এরারুট পাউডার ১/২কাপ পানির সাথে মিশিয়ে ধীরেধীরে ঢেলে দিতে হবে।
৪. এরপর কিছুক্ষন রান্না করতে হবে,নিজের পছন্দ অনুযায়ী ঘন বা পাতলা রাখা যাবে। স্যুপ চুলা থেকে নামানোর আগে নিজের পছন্দ মতো কাঁচামরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে।এরপর সবশেষে লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে।
🎁(বি:দ্র: নিজের পছন্দ মতো যেকোনো সবজি(ব্রকলি,মটরশুটি,বাঁধাকপি) দিতে পারেন,এরারুটের পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে।যেকোনো তেল ব্যবহার করা যাবে। তবে তখন উপায়ে তৈরি করতে চাইলে উপরের রেসিপিটি ফলো করতে পারেন।বিকালে/সন্ধ্যার নাস্তায় খাওয়ার উপযোগী,বাচ্চা ও গর্ভবতী মায়েদের জন্যও স্বাস্থ্যকর।)
#পুষ্টি_উপাদান:
🍲 এক বাটি(২৪০-২৫০ml)স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ থেকে
🥦ফাইবার (আঁশ): ২-৪ গ্রাম (হজমে সাহায্য করে এবং পেট ভরা রাখে)।
🥦প্রোটিন: ১.৫-৩ গ্রাম (সবজি থেকে প্রাপ্ত)।
🥦ভিটামিন: প্রচুর পরিমাণে ভিটামিন A (গাজর থেকে) এবং ভিটামিন C (টমেটো ও লেবু থেকে)।
🥦মিনারেল:পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং সামান্য আয়রন।

 #শীতকালীন_পুষ্টির_বিশেষ_দিকশীতে বাজারে প্রচুর পুষ্টিকর শাকসবজি ও ফল পাওয়া যায়,যা এই সময়ে আমাদের শরীরে প্রয়োজনীয় ভিটামিন...
28/12/2025

#শীতকালীন_পুষ্টির_বিশেষ_দিক
শীতে বাজারে প্রচুর পুষ্টিকর শাকসবজি ও ফল পাওয়া যায়,যা এই সময়ে আমাদের শরীরে প্রয়োজনীয় ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে।

আমাদের দেশে স্বল্প মূল্যে শীতে অনেক মৌসুমি শাকসবজি পাওয়া যায় যেমন-পালং শাক,লাল শাক,ফুলকপি,ব্রকলি এবং শিম।এইগুলো আমরা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারি।এগুলোতে প্রচুর #ফলিকঅ্যাসিড ও #আয়রন থাকে যা রক্তস্বল্পতা দূর করে।
#খাবার:এই সবজি গুলো দিয়ে সকালে-দুপুরে ভাজি করে,বিকালে স্যুপ তৈরি করে খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন।
🎁এই সময়ে কম দামে ভিটামিন-সি সমৃদ্ধ আরোও অনেক #ফল পাওয়া যায়।যেমন—আমলকী,কমলালেবু,মালটা,পেয়ারা এবং বরই।এগুলো শীতকালীন ঠান্ডা-জ্বর থেকে রক্ষা করবে,ভিটামিন-সি এর অভাব পূরণ করবে।
👉🏼বাচ্চাদের মুখে ঘা বা স্কার্ভি রোগ থেকে রক্ষা করবে।বাচ্চাদের বিশেষ করে কমলালেবু ও মালটা খাওয়ানো যায়।

উষ্ণতার জন্য এই সময়ে চিনি ও দুধ বাদ দিয়ে আদা চা,গ্রিন-টি,হালকা কুসুম গরম স্যুপ খেতে পারেন।এগুলো শরীর গরম রাখে এবং হজমে সাহায্য করে তেমনি পুষ্টি চাহিদা পুরন করে।
#পুষ্টিকর_ভেজিটেবল_স্যুপের_রেসিপি_পাবেন_নেনেক্সট_পোস্টে 😁
NutriLine 2.0

হেপাটাইটিস (Hepatitis) কী❓➖হেপাটাইটিস হলো যকৃৎ বা লিভারের প্রদাহ (Inflammation)।এটি একটি রোগ, যেখানে লিভার কোষগুলো ক্ষতি...
26/11/2025

হেপাটাইটিস (Hepatitis) কী❓
➖হেপাটাইটিস হলো যকৃৎ বা লিভারের প্রদাহ (Inflammation)।এটি একটি রোগ, যেখানে লিভার কোষগুলো ক্ষতিগ্রস্ত ও ফুলে যায়।
▪️কারণ: এর প্রধান কারণ হলো ভাইরাল সংক্রমণ (Hepatitis A, B, C, D, এবং E ভাইরাস), তবে অতিরিক্ত অ্যালকোহল সেবন, কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, বা কিছু অটো-ইমিউন রোগও এর কারণ হতে পারে।
▪️লিভার শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ যা হজম, রক্ত ফিল্টার করা এবং বিষাক্ত পদার্থ অপসারণের মতো কাজগুলো করে। হেপাটাইটিসের কারণে এই কাজগুলো ব্যাহত হয়, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
▪️কিছু সাধারণ উপসর্গ:
হেপাটাইটিসের কিছু সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে:
১.জন্ডিস (ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া)
২.ক্লান্তি
৩.পেটে ব্যথা
৪.বমি বমি ভাব বা বমি
৫.হালকা রঙের মল বা গাঢ় রঙের প্রস্রাব

Role of Hormone
26/11/2025

Role of Hormone

Types Of White Blood Cells
26/11/2025

Types Of White Blood Cells

26/11/2025
26/11/2025



Address

Dhaka South City Corporation
Dhaka
1000

Telephone

+8801710758789

Website

Alerts

Be the first to know and let us send you an email when NutriLine 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NutriLine 2.0:

Share