The Kabir

The Kabir নিজের স্বপ্নকে এতটাই সময় দিন, যাতে আপনাকে একবার চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়। 🖤😊

08/09/2024

আজকে ক্ষমা দিবস, কাউকে যদি কষ্ট দিয়ে থাকি এসে মাফ চেয়ে যাবেন। কারণ দোষ আপনারই ছিল।

07/09/2024

"আপনি যাকে কলিজা কেটে খাওয়াচ্ছেন তার হয়তো বা রানের গোশত অথবা সিনার গোশত পছন্দ"
🥱

পুরান ঢাকায় যখন কেউ মারা যায়।লে মিষ্টি আর বাগুর খানি
31/08/2024

পুরান ঢাকায় যখন কেউ মারা যায়।
লে মিষ্টি আর বাগুর খানি

30/08/2024

যাদের পুরাতন ছবি লাড়া দেওয়া হচ্ছে, তারা সবাই শাহাবাগে চলে আসুন! এখন আর চুপ করে বসে থাকা যায় না। এখনি সময় আওয়াজ তুলুন 🗣️✊

28/08/2024

অর্থনৈতিকভাবে নিজেকে দেউলিয়া ঘোষণা করছি

বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা!🙂
27/08/2024

বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা!🙂

24/08/2024

বাঙ্গালী ইন্ডিয়ান প্রডাক্ট নাকি বয়কট করবে!
এই দিকে আবার বন্যার ভিডিও তে''এ মেরি জমিন আফসোস নাহি জো তেরে লিয়ে সৌ দরদ সাহে''
গান এড করে পোস্ট করতাছে। 🤦🏼‍🙂

23/08/2024

বাংকে আর পকেটে টাকা ঢুকাই রাখেন! এগুলো মরার পরে কবরে কাজে দিবো নে। 😡

23/08/2024

আপনারা যারা বলতেছেন "আসলে ভারতেরও তো ক্ষতি হচ্ছে"

তাদের উদ্দেশ্যে বলতেছি, "ভাই, ভারতের ধোনটা মুখ থেকে বের করে কথা বলেন। স্পষ্ট বোঝা যাচ্ছেনা।"

23/08/2024

আজ শুক্রবার। সারা দেশের সব মসজিদের কমিটি যদি শুধু জুম্মার নামাজের কালেকশনের টাকা বন্যার্তদের সহায়তায় পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলে চলমান মানবিক সংকট উত্তরণে একটি মাইলফলক হয়ে থাকবে। এই আইডিয়া সারাদেশের সব মানুষের মাঝে ছড়িয়ে দিলে নতুন ইতিহাস রচিত হবে বলে বিশ্বাস করি। যে যেখানে আছেন, এ ব্যাপারে সবাই কথা বলুন।

উল্লেখ্য যে বাংলাদেশে প্রায় সাড়ে ৩ লক্ষ মসজিদ আছে।

22/08/2024

মসজিদের মাইকে ঘোষণা
হচ্ছে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন! 😭
#ফেনী

এটা একটা ছবি মাত্র
22/08/2024

এটা একটা ছবি মাত্র

22/08/2024

আল্লাহর ওয়াস্তে সবাই রাস্তায় নামেন। মানুষগুলা পানিতে ভাসতেছে। লাশের হিসাব রাখতে পারবেন না।

যতো টাকা সম্ভব আমরা তুলবো, দরকার হইলে ট্রাক দিয়া নৌকা পাঠানো হবে। রাস্তায়, স্কুলে, যেইনে পারি গিয়া গিয়া টাকা তুলবো।

যে যার যার জায়গা থেকে সাহায্য করতে নামেন
ভাই বাঁচান ভাই বাঁচান না হলে বাংলাদেশ শেষ। 😭🇧🇩

ভালো নেই আমাদের বাংলাদেশ 🇧🇩😭স্বরণ কালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির স্বীকার ফেনী বাসি। আমাদের ফুল গাজী উপজেলায় এরকম ভয়...
22/08/2024

ভালো নেই আমাদের বাংলাদেশ 🇧🇩😭

স্বরণ কালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির স্বীকার ফেনী বাসি। আমাদের ফুল গাজী উপজেলায় এরকম ভয়াবহ অবস্থা গত চার দশকে দেখা যায়নি। গতকাল থেকেই পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ।

একদম অসহায় হয়ে পড়েছি মাবুদ। আপনি এই অনাবৃষ্টি থেকে আমাদের রক্ষা করুন।

রাতের ভিতরে মানুষকে নিরাপদ স্থানে না পৌঁছাতে না পারলে। অবস্থা আরো ভয়াবহ রুপ ধারণ করবে। স্পিডবোট,নৌকার খুব খুব বেশি প্রয়োজন। দেশের এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর একান্ত সহযোগিতায় কামনা করছি।

দেশের বাহির থেকে প্রিয় দেশবাসীর জন্য কলিজা ছিড়ে যাচ্ছে। মানুষের হাহাকার,কান্নাকাটি,শব্দে আকাশ ভারি হয়ে আসছে। হে আল্লাহ আমাদের রহম করুন😢

পুরুষ সব নারী জন্য বেহায়া হয় না, যে নারীর জন্যবেহায়া হয় সে  নারী শ্রেষ্ঠ ভাগ্যবতী!!
15/08/2024

পুরুষ সব নারী জন্য বেহায়া হয় না,
যে নারীর জন্য
বেহায়া হয় সে নারী শ্রেষ্ঠ ভাগ্যবতী!!

13/08/2024

পানির বোতল ছিদ্র করে,লাঙ্গের কোলে উঠে চক্কর দিয়ে ভিডিও বানাচ্ছেন না কেনো..?🐸

11/08/2024

পানির বোতল ছিদ্র করে প্রিয় বেডার কোলে উঠে চক্কর দিয়ে ভিডিও করছেন না কেন ? 😵‍💫

09/08/2024

লে ডাকাত সর্দার :

09/08/2024

ফুলটাইম রাজনীতিবিদ, পার্টটাইম স্টুডেন্ট 🥴🤐

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Kabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Dhaka media companies

Show All