Arman Hossain

Arman Hossain Welcome to the official Arman Hossain Facebook page.
(17)

06/12/2023
29/09/2023

আমি মিথ্যার শহরে দেখেছি
ভালো মানুষের আনাগোনা
দিন শেষে দেখি তাঁরাই
মিথ্যার কারখানা!

19/09/2023

প্রিয় থেকে অপ্রিয়, বেস্টফ্রেন্ড থেকে জাস্টফ্রেন্ড, গুরুত্ব থেকে বিরক্ত, প্রিয়জন থেকে প্ৰয়োজন, আমার থেকে অন্য করো!

এভাবেই চলছে এক একটা জীবনের গল্প.. তাই না 🙂

19/09/2023

আমরা জাতিগতভাবে অসুস্থ নকি সস্তা? এই সমীকরণ কোনভাবে মেলানো যায়না!
আমাদের যত ছাগলি সব সস্তা টপিক নিয়ে।

16/09/2023

দামী একটা ফোন কিনতে চাচ্ছি, বাজেট দুই লাখ😎

পরামর্শ দেন...... 🤗
এতো টাকা আমি কোথায় পাবো?... 😒

মানুষ কখনোই নিজের যত্ন নিতে চায় না! সে চায় কেউ তার যত্ন নিক তাকে আগলে রাখুক!🌸
16/09/2023

মানুষ কখনোই নিজের যত্ন নিতে চায় না! সে চায় কেউ তার যত্ন নিক তাকে আগলে রাখুক!🌸

15/09/2023

মানুষকে যদি এক গ্লাস বিশুদ্ধ পানি দেওয়া হয় এবং আরেক গ্লাস বিষ মিশ্রিত মধু দেওয়া হয় তবে তার মন ধাবিত হবে মধুর দিকে। সে বিষ মিশ্রিত মধু পান না করলেও সেটার জন্য ঠিকই আফসোস করতে থাকবে।

ছোটবেলার কবিতা 🥰
14/09/2023

ছোটবেলার কবিতা 🥰

এই পৃথিবীতে কেউ কারো না!_ আমাকে একাই আমার কবরে যেতে হবে!💮 _বাকী সবাই তো কবরে আমাকে রাখতে যাবে!😢
14/09/2023

এই পৃথিবীতে কেউ কারো না!
_ আমাকে একাই আমার কবরে যেতে হবে!💮
_বাকী সবাই তো কবরে আমাকে রাখতে যাবে!😢

14/09/2023

পড়ালেখা বাদ দিয়ে বিয়ে করতে হবে.. 🤣🤣

আমিন।
09/08/2023

আমিন।

28/06/2023

আগে মেয়েরা ভয় পেতো শাশুড়ি কেমন হবে।
আর এখন শাশুড়িরা ভয় পায় ছেলের বৌ কেমন হবে...!!!

22/06/2023

যদি অর্থ খোঁজো তাহলে আমি শূন্য।
আর যদি তুমি ভালোবাসা খোঁজো তাহলে আমি পরিপূর্ণ!❤️

20/04/2023

🌙 ঈদ মোবারক 🌙
সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে।
শুক্রবারে ঈদ উল ফিতর।

"সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়।যেখানে অনুভূতির বাঁধন থাকে   সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতির ...
10/04/2023

"সম্পর্ক রক্তের বাঁধনে নয়,
অনুভূতির বাঁধনে তৈরি হয়।
যেখানে অনুভূতির বাঁধন থাকে
সেখানে পরও আপন হয়
আর যেখানে অনুভূতির বাঁধন
থাকে না সেখানে আপনও
পর হয়ে যায়।"

🏵️ রবীন্দ্রনাথ ঠাকুর🏵️

ইফতারি ও সেহরীর সময়সূচী
21/03/2023

ইফতারি ও সেহরীর সময়সূচী

25/03/2020

#করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে ঘনঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। বিশেষ করে,

✅ নিজে খাওয়ার আগে এবং শিশুকে খাওয়ানোর আগে,

✅টয়লেট ব্যবহারের পর এবং শিশুকে শৌচকার্য করানোর পর,

✅ খাবার প্রস্তুত ও পরিবেশনের আগে,

✅ হাঁচি-কাশি দেওয়ার পর,

✅ অসুস্থ ব্যক্তির পরিচর্চার পর,

✅ বাজারে পশুপাখি স্পর্শ করার পর এবং

✅ হাত ময়লা থাকলে।

24/03/2020

চায়নিজরা ইতোমধ্যে এই ভাইরাসের বৈশিষ্ট্য বুঝতে সক্ষম হয়েছে।তাদের বিশেষজ্ঞদের কিছু পরামর্শ অনুবাদ করা হলো-

১| ২০ মিনিট পর পর গরম তরল জাতীয় জিনিস পান করুন।যেমন- চা,কফি,স্যুপ,হালকা গরম পানি ইত্যাদি।

২| প্রতিদিন হালকা গরম পানির সাথে লেবু বা ভিনেগার অথবা লবন ইত্যাদি মিশিয়ে পান করুন।

৩| বাহির থেকে ঘরে প্রবেশ করলে, কোথাও না বসে গোসল করুন আগে।

৪| প্রতিদিন ব্যবহার্য কাপড় ধৌত করলে ভাল, না পারলে রোদে সূর্যের তাপে রাখুন।

৫| ধাতু জাতীয় পদার্থে এই ভাইরাস ৯ দিন জীবিত থাকে।তাই যেকোন হ্যান্ডেল,ফ্রীজের হ্যান্ডেল, দরজার লক ইত্যাদি কেউ স্পর্শ করার পর ডিটারজেন্ট দিয়ে মুছে ফেলুন।

৬| কিছুক্ষণ পর পর হাত ধৌত করুন সাবান বা ডিটারজেন্ট দিয়ে।

৭| বেশি বেশি শাক সব্জি খান।জিংক সমৃদ্ধ খাবার গ্রহন করুন।

৮| ঠান্ডা জাতীয় পানীয় ও ধূমপান পরিহার করুন

৯| কারো সাথে মুসাফা বা হ্যান্ডশেক আপাতত পরিহার করুন।

১০| গলায় হালকা ব্যাথা বা কোন ব্যতিক্রম কিছু অনুভব করলে,উপরের নির্দেশনাগুলো আরো কঠুরভাবে পালন করুন।

আল্লাহ সুবাহানাল্লাহু তাআলা সবাইকে হেফাজত করুন। আমিন।
#প্লিজ_শেয়ার

23/03/2020

#করোনাভাইরাস সংক্রান্ত বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আপনার শিশুর সাথে খোলাখুলি আলোচনা করুন:

➡️ তাকে বুঝিয়ে বলুন কী করতে হবে এবং কী করা যাবেনা।

➡️যে কোন প্রশ্ন বা তার মনের ভাব প্রকাশ করতে তাকে উৎসাহিত করুন।

এতে করে সে নিজে নিরাপদ থাকবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করবে।

23/03/2020

তাহমিনা আক্তার

খুব সুন্দর একটি মসজিদের দৃশ্য

Address

Dhaka

Telephone

+966597977876

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arman Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arman Hossain:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All

You may also like