20/10/2024
দীর্ঘদিন একসাথে থাকার ফলে, প্রত্যেক সম্পর্কই 'একঘেয়ে' হয়ে যায়। প্রেম শুধুমাত্র আবেগ নয়, এটি কমিটমেন্ট— শারিরীক ও মানসিকভাবে যথাসম্ভব কাছাকাছি থাকার কমিটমেন্ট। কিন্তু এ কঠিন; একই মানুষের সাথে সর্বদা হাসিখুশি থাকা, খুনসুটি করা, শারিরীক উপভোগ, ভীষণ কঠিন। এসবে ঘাটতি আসেই। এবং ঘাটতি এলেই, মানুষ অন্য কাউকে সন্ধান করে, অন্য কারও প্রতি মুগ্ধ হয়ে পড়ে। প্রেমের প্রাথমিক সেই ঝলকানি, পুনরায় খুঁজতে থাকে।
না, এভাবে সম্পর্ক হয় না, আগায় না।
সম্পর্ক হলো— সেই মানুষের সন্ধান ও তাকে পাওয়া, যে ছেড়ে যাবে না; ভোগ নয় উপভোগ করবে, শরীর, মন, রূপ, খুঁত, সবকিছুই।
এজন্য— পাল্টাতে হয়, মানুষকে নয়, অভ্যাসকে, আচরণকে। সে'ক্স পজিশন পাল্টাতে হয়, রুচি পাল্টাতে হয়, আবেগ পাল্টাতে হয়, গান পাল্টাতে হয়, স্পর্শ পাল্টাতে হয়, আচরণ পাল্টাতে হয়। ঠোঁটে চুমু একঘেয়ে হয়ে আসে, ক্লিভেজে চুমু শিখতে হয়; রোজকার সালোয়ারকামিজে মুগ্ধতা ফুরোয়, কোমর-চাপা শাড়িতে মুগ্ধ করতে হয়।
ভালোবাসা ফুরাতে না-দেওয়াটাই ভালোবাসা।