Sâñzàñá the Qu€€π

Sâñzàñá the Qu€€π কেও আজেবাজে কমেন্ট করবেন না। ধন্যবাদ । হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে, রাঙিয়ে দিবো তোমাকে।
তুমি শুধু তোমার সবটুকু ভালোবাসা দিয়ে, আগলে রেখো আমাকে🌺

দীর্ঘদিন একসাথে থাকার ফলে, প্রত্যেক সম্পর্কই 'একঘেয়ে' হয়ে যায়। প্রেম শুধুমাত্র আবেগ নয়, এটি কমিটমেন্ট— শারিরীক ও মানসিকভ...
20/10/2024

দীর্ঘদিন একসাথে থাকার ফলে, প্রত্যেক সম্পর্কই 'একঘেয়ে' হয়ে যায়। প্রেম শুধুমাত্র আবেগ নয়, এটি কমিটমেন্ট— শারিরীক ও মানসিকভাবে যথাসম্ভব কাছাকাছি থাকার কমিটমেন্ট। কিন্তু এ কঠিন; একই মানুষের সাথে সর্বদা হাসিখুশি থাকা, খুনসুটি করা, শারিরীক উপভোগ, ভীষণ কঠিন। এসবে ঘাটতি আসেই। এবং ঘাটতি এলেই, মানুষ অন্য কাউকে সন্ধান করে, অন্য কারও প্রতি মুগ্ধ হয়ে পড়ে। প্রেমের প্রাথমিক সেই ঝলকানি, পুনরায় খুঁজতে থাকে।

না, এভাবে সম্পর্ক হয় না, আগায় না।

সম্পর্ক হলো— সেই মানুষের সন্ধান ও তাকে পাওয়া, যে ছেড়ে যাবে না; ভোগ নয় উপভোগ করবে, শরীর, মন, রূপ, খুঁত, সবকিছুই।

এজন্য— পাল্টাতে হয়, মানুষকে নয়, অভ্যাসকে, আচরণকে। সে'ক্স পজিশন পাল্টাতে হয়, রুচি পাল্টাতে হয়, আবেগ পাল্টাতে হয়, গান পাল্টাতে হয়, স্পর্শ পাল্টাতে হয়, আচরণ পাল্টাতে হয়। ঠোঁটে চুমু একঘেয়ে হয়ে আসে, ক্লিভেজে চুমু শিখতে হয়; রোজকার সালোয়ারকামিজে মুগ্ধতা ফুরোয়, কোমর-চাপা শাড়িতে মুগ্ধ করতে হয়।

ভালোবাসা ফুরাতে না-দেওয়াটাই ভালোবাসা।

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকত...
17/10/2024

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি....

সংগৃহীত

16/10/2024
09/09/2024

প্রশ্ন: ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করে,
তাহলে ছাত্রলীগ কি বাংলাদেশের হয়ে যুদ্ধ করবে নাকি ভারতের হয়ে?

সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না।গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো,অ...
27/06/2024

সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না।

গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো,অনেক সম্মানের,অনেক আরামদায়ক।
গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে?

এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যাক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত।আপনার চুল বড় কেন,অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয়না কেন,বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয়না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশুনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন।মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত।

গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া,
আপনি এমন কোনো বাড়ি খুজে পাবেন না যেখানে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ নেই।প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে।
১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি,অশ্লিল ভাষায় গালাগালি,মামলা মোকদ্দমা চলতেই থাকে।

এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাদিয়ে দেওয়া,কাউকে পছন্দ নাহলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া,এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেনো একটি নিত্যদিনের কাজ।

গ্রামের বেশিরভাগ মানুষ ই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেনা,ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝেনা,এমবিবিএস ডাক্তার এর মানে বুঝেনা।
তাদের কাছে সরকারি চাকুরী মানে পুলিশ(হউক কনস্টেবল), সেনাবাহিনী(হউক সৈনিক), প্রাইমারি স্কুলের শিক্ষক এসব ই।আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকম ই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরী করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি।আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন ও হোন তাও মেয়ে বিয়ে দিতে রাজি,কিন্তু বেসরকারি যতো ভালো চাকুরী ই করেন,আমতা আমতা করবেই।
তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহনের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক/কনস্টেবল/ বিদেশে বা কোনো কাজে চলে গেছে।

আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো।গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গীবত দিয়ে।যেখানে কার বৌয়ের বাচ্চা হচ্ছেনা,কার বৌ প্র‍্যাগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি,অর্থনীতি,খেলাধুলা কোনোটার ই গবেষণা বাকি থাকেনা।যার অধিকাংশই আবার গুজব।

(এতসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই,যারা আপনাকে বুঝতে চায়,বুঝে,বুঝার চেষ্টা করে।যারা অন্যের ব্যাক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়,যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়,যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধুয়ো উঠায় না।তাদের স্যালুট,তারা আজীবন সম্মানপ্রাপ্য)

(জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও,একজন খাটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলো লিখার একমাত্র কারন তিক্ততা)

Yes 🤞🥀
27/06/2024

Yes 🤞🥀

27/06/2024

তোমাকে যদি আমি আমার মন খারাপের কথা বলি😔🥀 তাহলে ধরে নাও আমার সব দায় দায়িত্ব তোমার 🤞❤️

তুমি আমার এমনই একজন যারে এক নজরে ভালো ভরবে না এ মন। ❤️❤️
26/06/2024

তুমি আমার এমনই একজন যারে এক নজরে ভালো ভরবে না এ মন। ❤️❤️

My Beautiful Room
26/06/2024

My Beautiful Room

Nice Pic
26/06/2024

Nice Pic

26/06/2024

🧚‍♀️🧚‍♀️জীবনে এমন কিছু মুহূর্ত আসে,🧚‍♀️🧚‍♀️🟡 নিরব হয়ে থাকা 🟡 ছাড়া আর কিছু করার🟢 থাকে না।🟢

Cholo Dhaka Jai.😁🤣
26/06/2024

Cholo Dhaka Jai.😁🤣

Address

Kallayanpur, Mirpur/1
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Sâñzàñá the Qu€€π posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies