Drama Queen Joti

Drama Queen Joti I love myself ��
(2)

❤️❤️
09/09/2024

❤️❤️

বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে আজ ৪৯ বছর হলো, তখন কলকাতার আকাশ বানী থেকে বলা হয়েছিল 'যীশু মারা গেছেন, এখন লাখ লা...
15/08/2024

বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে আজ ৪৯ বছর হলো, তখন কলকাতার আকাশ বানী থেকে বলা হয়েছিল 'যীশু মারা গেছেন, এখন লাখ লাখ লোক তাকে ক্রস ধারন করে স্মরণ করছে,একদিন মুজিব কে নিয়ে করবে'।

কিন্তু বাংলাদেশের মাটিতে তা আর হতে দেয়া হয় নি। কেউ তাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে রাখে, অন্যরা তাকে করে ইর্ষা, যেন চোখের বালি । ধানমন্ডি ৩২ তে তার স্মৃতিচিহ্ন পুড়িয়ে,ভাস্কর্য ভেঙে তাকে নিশ্চিহ্ন করে আনন্দ পেতে যায়। যার জন্য মনে কোন ঠাঁই নেই, তাকে তো আর শুধু সরকারী ছুটিতে শ্রদ্ধা আসবে না। আর ঠিক তাই বৈষম্যবিরোধী বলে যারা পরিবর্তনের ডাকে ক্ষমতায় এসেছেন,তারাও তাকে কুক্ষিগত করে রাখেন, আলাদা আর হতে পারল না। বাংলার বঙ্গবন্ধু তো কারো একার নয়, তিনি এইদেশের সবার,স্বাধীন বাংলাদেশের জাতির জনক। একদিন তিনি সার্বজনীন হয়ে উঠবেন, আজ যারা হুজুগের মোহে তাকে উপহাস করছেন তারাই গলায় মালা পড়িয়ে দিবে। সেদিন ই হবে সত্যিকারের শোম।

৪৯ তম শোক দিবসে রইলো শ্রদ্ধা..💐💐
#বঙ্গবন্ধুরআদর্শ #১৫আগস্ট #শোকদিবস

"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, তিনি একটি চেতনা, একটি সংগ্রাম, এবং একটি জাতির হৃদয়। ১৫ আগস্ট শুধুই শোকে...
15/08/2024

"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, তিনি একটি চেতনা, একটি সংগ্রাম, এবং একটি জাতির হৃদয়। ১৫ আগস্ট শুধুই শোকের দিন নয়, বরং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নতুন করে স্বপ্ন দেখার দিন। স্বাধীনতার মূল্যে কেনা আমাদের এই দেশ, আমাদের পথপ্রদর্শক ছিলেন তিনি। আজ আমরা তাঁকে হারানোর কষ্ট থেকে শক্তি নিয়ে গর্বের সাথে তাঁর আদর্শকে ধারণ করি। 🇧🇩 #বঙ্গবন্ধুরআদর্শ #১৫আগস্ট #শোকদিবস"

Long post alert! ‼️ ~রাত ৮ টা ~ সায়েন্স ল্যাব মোড়আমি ভূতের গলি থেকে রায়েরবাজার আমার বাসায় যাচ্ছিলাম। মোটর রিকশায়, স...
09/08/2024

Long post alert! ‼️

~রাত ৮ টা ~ সায়েন্স ল্যাব মোড়
আমি ভূতের গলি থেকে রায়েরবাজার আমার বাসায় যাচ্ছিলাম। মোটর রিকশায়, সেন্ট্রাল রোড দিয়ে বের হয়ে ধানমন্ডি ৩ দিয়ে ঢুকে যাইতাম, কিন্তু স্টুডেন্ট রা ওই রুট এ যাইতে দিবেনা। তো রিক্সা সায়েন্স ল্যাব দিয়ে ঘুরে যাইতে হবে।
আমার সাথে আমার ছেলেও ছিলো।

প্রতি মোড়ে মোড়ে ১৫/২০ স্টুডেন্ট। একজন বলতেসে সব রিকশা বামে থাকবে/ বামের রিকশাও বামে, ডানে যাবে যেগুলা ওইগুলোও বামে/ সোজা যাবে যেগুলো ওগুলোও বামে! আবার আরেকজন বলতেসে যারা সোজা আর ডানে যাবে তাদের ডানে থাকতে! ওরা নিজেদের মধ্যেই চিল্লাচল্লি করতেসে।
এর মধ্যে প্রতি টা গাড়ি রাস্তার মাঝখানে থামায় থামায় ডিগি চেক করতেসে (২ টা মেয়ে কিডন্যাপ হইসে) ।
যাইহোক ট্রাফিক ছাড়ার পর আমার রিকশা ইউ টার্ন নিয়ে আরং এর সামনে দিয়ে বাম সাইড এই যাচ্ছিল; ওই ইউ টার্ন নেয়ার সময় একটা নরমাল রিকশা কে ওভারটেক করসে বলা যাবেনা, মোটর রিকশা হিসেবে নরমাল রিকশা কে পাশ কাটায় বামে রিকশার লাইনে ঢুকসে, আড়ং এর সামনে;
একজন স্টুডেন্ট এসে চিল্লায় আমার রিকশা থামায় বললো - ওভারটেক করলেন কেন? বামে থাকতে বলসিনা?
রিকশাওয়ালা মামা বলল - ওভারটেক করিনায় মামা। বামে কাটাইসি !
স্টুডেন্ট টা বলল - না আপনি ওভারটেক করসেন, আপনার রিকশা যাইতে দিবোনা, সব রিকশা যাবে তারপর আপনারে ছাড়ব!
এবার আমি কথা বললাম - যে ভাইয়া উনি ওভারটেক করে নাই; ছেড়ে দাও। একদিনে তো আর সব চেঞ্জ করতে পারবানা।

স্টুডেন্ট টা বলল - না উনি যাইতে পারবেনা। আপনারা রুলস ভাঙেন দেখেই এসব হয়!

এরপর আরেকজন স্টুডেন্ট এসে বললো ছাইরা দে!

আমার এবার একটু রাগ হইলো। রিক্সা ছাড়তে ছাড়তে বললাম - এতজন মিলে উল্টাপাল্টা বললে তো হবেনা , একদিনে কিছুই হয়না। কোন কিছু extreme ভালনা!

আমার রিকশা আড়ং পার হয়ে সিটি কলেজ মোড় আসতেই ওই দুইটা ছেলে পিছন থেকে চিল্লাই বলল কী বললেন আপনি! তারা দৌড়ায় এসে আমার রিক্সা থামাইলো। ১০/১২ জন মিলে আমার রিকশা ঘেরাও কইরা ওই কয়েক সেকেন্ড এর মধ্যে যা তর্ক বিতর্ক হইল_

আপনি ওভার টেক করলেন কেন? আপনি অশিক্ষিত বললেন কেন? ওই অনারে নামা! আপনি সরি বলেন! গালি দিলেন কেন? বাচ্চা আসে তো কী হয়সে? বাচ্চা দেখে ছাইরা দিবো ভাবসে?

আমিও বললাম- আমি অশিক্ষিত বলি নাই। তোমরা একদিনে সব চেঞ্জ করতে পারবানা। আন্দোলন তোমরা একা কর নাই!

কিন্তু ওরা এতজন আর আমি একজন। আমার কথা শুনতেই রাজিনা! এবার ওদের এগ্রেসিভ ব্যবহারে আমি একটু ভয় পাচ্ছিলাম। ওদের চিল্লাচিল্লিতে আমার ছেলেটা ভয় পেয়ে গেসিলো। আমি কাঁপতেসিলাম লিটেরালি!

এরপর বড় দুইজন ভাইয়া এসে ওদের কে থামায় বললো যে বাদ দে! যাইতে দে!
ওইখান থেকে বের হয়ে আমি ভয়ে কান্না করে দিসি, এখনও আমার হাত পা কাঁপতেসে!

*** আমি জানি না এখানে কী ভুল কী সঠিক! কিম্তু এই যে ছেলে মেয়ে গুলা রাস্তায় না জেনে বুঝে এসব করতেসে ওদের রক্ত অনেক গরম! ওদের কে কিছুই বলা যাচ্ছেনা! ভালো করতে গিয়ে যদি খারাপ কিছু করে তার দায়ভার কে নিবে?
আমি সবাইকে বলবো, আপনারা কেউ ওদের সাথে তর্কে যাবেননা! আমি যে ভুল টা করলাম আজকে!

Post Copy from: Kazi Farjana Rahman Mahi

বাঙালি হিসেবে সত্যিই লজ্জিত 🫤🤐
07/08/2024

বাঙালি হিসেবে সত্যিই লজ্জিত 🫤🤐

24/07/2024

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলো ইন্টারনেট 😀
তবে ডাক্তারি চেকাপ চলবে🙂😑

This type of weather is needed ❤️🙂
07/04/2024

This type of weather is needed ❤️🙂

আমিরকে হত্যা করার আগে পদ্মজার শেষ উক্তি ছিলো'আমাকে ভালোবাসলে না কেন..?🙁অথচ উপন্যাসটা পড়ে শেষ পাতায় বুজা'যায়আমির হাওলাদার...
25/02/2024

আমিরকে হত্যা করার আগে পদ্মজার শেষ উক্তি ছিলো'

আমাকে ভালোবাসলে না কেন..?🙁

অথচ উপন্যাসটা পড়ে শেষ পাতায় বুজা'যায়

আমির হাওলাদারেই তাকে সবথেকে বেশি ভালোবেসে ছিলো...💔💔

"কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগমুছে যাবে অমলের নামটাএকটা কবিতা তার হলো না কোথাও ছাপাপেল না সে প্রতিভার দামটা"😟
07/02/2024

"কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ
মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলো না কোথাও ছাপা
পেল না সে প্রতিভার দামটা"😟

"কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো? কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো? কেউ এক...
06/01/2024

"কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো? কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো? কেউ একজন নিশ্চয়ই অনেক পরিকল্পনা করে কাউকে দিয়ে কাজটা করিয়েছিলো? কোনো দলের হয়ে, কয়টা টাকার জন্য, কোনো একটা স্বার্থ হাসিলের জন্য কিংবা এমনিই।

বাড়ি ফিরছিলো ওরা। যেমন করে মাঝে মাঝেই ট্রেনে করে বাড়ি ফিরি আমরা সবাই। ব্যাগ ভর্তি কাপড় চোপড়, বুকের ওপর প্রিয় বাচ্চাটা, পাশের সিটে জীবনসঙ্গী। বাসা থেকে মা ফোন দিয়ে নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলো, "কদ্দূর আসছো?" ওরা উত্তর দিয়েছিলো, "এইতো কমলাপুর, একটু পরেই ট্রেন থেকে নামবো। ভাত খাবো এসে।"

মা ভাত নিয়ে অপেক্ষা করে আছে। ওরা পুড়ে কয়লা হয়ে গেছে।

ট্রেনের জানালা দিয়ে যে মানুষটার পোড়া মৃতদেহটা ঝুলে আছে, ওটাই বাংলাদেশ। এই মৃত্যু উপত্যকাই আমার দেশ ছিলো। মাঝে মাঝে ভুলে যাই। মাঝে মাঝেই মনে করিয়ে দেওয়া হয়😔😔

আমরা আবার ভুলে যাবো, কাল বা পরশু নতুন ইস্যু এলেই ভুলে যাবো। শুধু ভুলতে পারবে না সেই মানুষটা, যে ভাত নিয়ে বসে রইলো, কিন্তু সেই ভাত খাওয়ার মানুষটা ট্রেনের জানালায় পোড়া লাশ হয়ে ঝুলে রইলো।"

(লিখেছেন - মুশফিকুর রহমান আশিকী)

১. আপনার মানসিক তৃপ্তি দেয় কে ?      ..... আপনার স্ত্রী২. আপনার শারীরিক তৃপ্তি দেয় কে ?      ..... আপনার স্ত্রী৩. আপনাকে...
03/01/2024

১. আপনার মানসিক তৃপ্তি দেয় কে ?
..... আপনার স্ত্রী

২. আপনার শারীরিক তৃপ্তি দেয় কে ?
..... আপনার স্ত্রী

৩. আপনাকে রান্না করে খাওয়ায় কে ?
..... আপনার স্ত্রী

৪. আপনার ঘর সাজিয়ে রাখে কে ?
..... আপনার স্ত্রী

৫. আপনার ঘর পরিষ্কার রাখে কে ?
..... আপনার স্ত্রী

৬. আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে ?
..... আপনার স্ত্রী

৭. আপনার বৃদ্ধ মা-বাবার সেবা যত্ন করে কে ?
..... আপনার স্ত্রী

৮. আপনাকে বাবা হতে সাহায্য করে কে ?
..... আপনার স্ত্রী

৯. আপনার ছেলে- মেয়ের প্রাথমিক শিক্ষা দেয় কে ?
..... আপনার স্ত্রী

১০. আপনার অসুস্থতার পাশে থাকে কে ?
..... আপনার স্ত্রী

তাহলে বিয়ে করার সময় যৌতুক চান কেনো আপনি ? যৌতুক কি সামাজিক প্রথা নাকি ?

স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবাসা দিয়ে রাগ না ভাঙ্গিয়ে পিটান কেনো আপনি ?

একজন নারী এতো কিছু করার পর ও কেনো কিছু কিছু স্বামীদের নিকট তার সঠিক মর্যাদা পায় না ?

এটাই কি আপনার সমাজ ?

আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন,, আপনার বোন বা মেয়ের সাথে সেটাই হবে,, যেইটা আপনি করবেন 🥰

ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাপুর পরিবারের পুরনো ছবি😮☺️
27/12/2023

ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাপুর পরিবারের পুরনো ছবি😮☺️

অপশন তো অনেক আছে কিন্তু সবাই তো আর তুমি নয়... 🥀🖤🌸
15/12/2023

অপশন তো অনেক আছে কিন্তু সবাই তো আর তুমি নয়... 🥀🖤🌸

নারীর পেট থেকে জন্ম নেওয়া ছেলেটি ও বলে নারীরা খারাপ 🖤🥀🙂
13/12/2023

নারীর পেট থেকে জন্ম নেওয়া ছেলেটি ও বলে নারীরা খারাপ 🖤🥀🙂

আমাদের সবার বাসায় ছিলো ☺️ এখন ও হয়তো আছে😁
09/12/2023

আমাদের সবার বাসায় ছিলো ☺️ এখন ও হয়তো আছে😁

চায়ের জন্য 10 টাকা সবসময় কফির জন্য 250 টাকা থেকে ভালো...... ❤️❤️
04/12/2023

চায়ের জন্য 10 টাকা সবসময় কফির জন্য 250 টাকা থেকে ভালো...... ❤️❤️

লাল চা নাকি শিউলি...🥰❤️
03/12/2023

লাল চা নাকি শিউলি...🥰❤️

দেবদাসের জন্য এত মায়াকা'ন্না'র কিছুনাই। দেবদাস নিজের কর্মফল ভোগ করছে। দেবদাস দেখে বা পড়ে যদি কিছু শিখতেই চান, তাইলে এটা ...
24/11/2023

দেবদাসের জন্য এত মায়াকা'ন্না'র কিছুনাই। দেবদাস নিজের কর্মফল ভোগ করছে। দেবদাস দেখে বা পড়ে যদি কিছু শিখতেই চান, তাইলে এটা শিখেন যে,

" Life doesn’t bless you with good woman twice. so if you have a woman in your life like Paro who loves you endlessly, value her before it's too late and you’ll end up regretting like Devdaas".

দেবদাস ভেবেছিলো পার্বতী তাকে ছাড়া ম'রে যাবে, অথচ তার জ্বরটুকু অবধি এলোনা! 🥹

❤️
16/11/2023

❤️

আমার স্ত্রী আমার পাশে ঘুমাচ্ছিল। তখন হঠাৎ আমার ফেসবুকে একটা নোটিফিকেশন পেলাম, একজন মহিলা আমাকে এড করতে চাচ্ছেন। তাই আমি ...
18/10/2023

আমার স্ত্রী আমার পাশে ঘুমাচ্ছিল। তখন হঠাৎ আমার ফেসবুকে একটা নোটিফিকেশন পেলাম, একজন মহিলা আমাকে এড করতে চাচ্ছেন। তাই আমি তাকে যোগ করেছি। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে একটা মেসেজ পাঠিয়েছিলাম, "আমরা কি একে অপরকে চিনি?"
তিনি উত্তর দিয়েছিলেন: "আমি শুনেছি আপনি বিয়ে করেছেন কিন্তু আমি এখনও আপনাকে ভালবাসি।"
সে অতীতের বন্ধু ছিল। ছবিতে তাকে খুব সুন্দর লাগছিল। আমি আড্ডা বন্ধ করে আমার স্ত্রীর দিকে তাকালাম, সে তার ক্লান্তিকর দিনের কাজ শেষে নিশ্চিন্তে ঘুমাচ্ছে।
তার দিকে তাকিয়ে, আমি ভাবছিলাম সে কীভাবে এত নিরাপদ বোধ করছে যে সে আমার সাথে সম্পূর্ণ নতুন বাড়িতে এত আরামে ঘুমাতে পারে।
সে তার পিতামাতার বাড়ি থেকে অনেক দূরে, যেখানে তিনি তার পরিবার দ্বারা ঘেরা ২৪ ঘন্টা কাটিয়েছেন। যখন সে মন খারাপ করত বা দুঃখ পেত, তার মা সেখানে ছিলেন যাতে তিনি তার কোলে কাঁদতে পারেন। তার বোন বা ভাই জোকস বলত এবং তাকে হাসাতেন। তার বাবা বাড়িতে এসে তার পছন্দের সবকিছু নিয়ে আসতেন। এবং এখনও, তিনি আমার উপর এত বিশ্বাস স্থাপন করেছেন।
এই সব চিন্তা মাথায় এলো তাই ফোনটা তুলে "BLOCK" চাপলাম।
আমি তার দিকে ফিরে তার পাশে শুয়ে পড়লাম।
আমি একজন মানুষ, শিশু নই। আমি তার প্রতি বিশ্বস্ত থাকার শপথ নিয়েছি এবং তাই হবে। আমি এমন একজন মানুষ হওয়ার জন্য চিরকাল লড়াই করব যে তার স্ত্রীর সাথে প্রতারণা করবে না এবং একটি পরিবারকে ছিন্ন করবে না...❤️

©️

অনেক শখের একটা মানুষ ছিল কিন্তূ.., মানুষটা আমার ভাগ্যে ছিলো না..💔
13/10/2023

অনেক শখের একটা মানুষ ছিল কিন্তূ.., মানুষটা আমার ভাগ্যে ছিলো না..💔

I've received 500 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
07/10/2023

I've received 500 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

I've just reached 800 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
02/10/2023

I've just reached 800 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

পকেটে ১০০ টাকা নিয়ে প্রেমিকার সাথে যদি দেখাই না করতে পারো,ফাস্টফুড খাওয়াতে পারবে না বলে লজ্জায় পড়ে যাবে ভাবো,বাইক না...
30/09/2023

পকেটে ১০০ টাকা নিয়ে প্রেমিকার সাথে যদি দেখাই না করতে পারো,ফাস্টফুড খাওয়াতে পারবে না বলে লজ্জায় পড়ে যাবে ভাবো,বাইক না থাকলে যদি প্রেমিকার সাথে দেখা করতে লজ্জিত হও! তবে সেই মেয়ে তোমার বউ হবার যোগ্য নয়।

চুলে জৰ জৰা তেল দিয়ে প্রেমিকের সাথে যদি দেখাই না করা যায়,সে তোমাকে সুন্দর বলবে না এই আতঙ্কে থাকে,তবে সেই ছেলেও তোমার বর হবার যোগ্য নয়।

"আজকাল ভালোবাসাটা"
ফাস্টফুড, বাইক কিংবা সুন্দর চুলে আটকে গেছে,এর বাইরে যারা ভালোবাসে,কেবল তারাই জানে,কিভাবে ভালোবাসতে হয়...💔

I've received 400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
29/09/2023

I've received 400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

Address

Rajarbag
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Drama Queen Joti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All