15/10/2023
এই Group অনেক বড় সংখ্যার এক পরিবার, এখানে অনেক বড় ভাই-বোন, হয়তো শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন।
মনের আহ্মেপ টা একটু সবার সাথে share করলাম,,,হয়তো অভিযোগটা একটু বড়!!!
আমি Ideal College, Dhanmondi ২য় বর্ষের একজন দূর্ভাগা!
কলেজের উদ্দেশ্য রওনা দিই ঠিক ১১ টায়,, আমার বাসা কলেজ থেকে অনেক দূরে যার কারনে ক্লাসের Fixed Time থেকে আগে আগে ই বের হতো হয়,,,না হলে যে Class এ Timely Addend হতে পারব না।২য় বর্ষের ক্লাস শুরু ১২:৩০ টায়।
বাসা থেকে পরিপাটি হয়ে হয়ে রওনা হলাম আল্লাহ নাম নিয়ে। "বিসমিল্লাহি তওয়াক্কুলতু আল্লাহ ''প্রতিদিনের মতো মা দোয়াটা আজকে ও স্মরন করাতে ভুললেন না।
ঠিকানা বাসে করে রওনা দিলাম,,,নীলহ্মেত মোড়ে আসতে আসতে ঠিক বেলা ১২:৩০ টা বেজে এদিকে আমার কলেজের সময় over হয়ে যাওয়ার দিকে,,,১০ মিনিটের মতো বাসে অপেক্ষা করলাম,,, পরে বাস থেকে নেমে গেলাম। নীলহ্মেত মোড় থেকে ১০/১২ কদম না হাটতেই,,, হঠাৎ " ঢাকা কলেজের (৫-৭) শিক্ষাথী (জানি না কোন বর্ষের ওরা) আমার উপর অচকায় অক্রমন করে শুরু,,, চড় থাপ্পড়, লাথি,,, ওদের আমি একটা কথাই শুধু বলেছি,,,আমার অপরাধ টা কি? তোমার যে আমার Shart ছিড়ে ফেলছো,Id টা ছিড়ে ফেলছো আমি বাসায় গিয়ে মাকে বি জবাব দিব! ওরা দৌড়ে পালিয়ে গেলো Id Card আর পকেট ব্যাচ টা নিয়ে ,,, এদিকে নাক নিয়ে ও ২/১ ফোড়া রক্ত ও গড়িয়ে পড়লো। পাশেপাশের লোকজন আমাকে দেখো ওদের থেকে আমাকে protect করলো। ওনারা আমারকে দেখেই বুজতে পারলেন যে আমি কোন ধরনের পরিবারের ছেলে হতে পারি!!
আমাকে সাহায্য করার জন্য আল্লাহ ওনাদেরকে উত্তম প্রতিদান দান করুক! সাহায্য করার জন্য।
পরে উনারা আমাকে রিক্সা তুলে দিয়ে বলল,,কলেজের পিন্সিপাল বিষয় টা জানানোর জন্য। তাই করলাম,, কলেজ কত্বপহ্ম আমার অবস্থা বুজতে একটা লিখিত অভিযোগ করতে বলে তাই করলাম।অভিযোগ টা থানায় দেয়া হবে!!
কৃতজ্ঞতা জানাই কলেজ কত্বপহ্মকে,,উনারা উনাদের পক্ষ যা করা সম্ভব তাই করার চেষ্টা করতেছে। আমার Class Teacher আমার সাথে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য খুবই মম্মাহত।
যে জন্মদাতা মা-বাবা কোনদিন একটা চড় দূরে থাক! চোখ রাঙিয়ে কখনো কোন কথা ও বলেনি! তারা জনে তাদের ছেলে কেমন!তাহলে ঢাকা কলেজের আগুন্তক ছেলেরা আমাকে মারার কে? আমার Uniform টা আইডিয়ালের এটাই আমার অপরাধ! জানি না এর সমাধান কি?
যাই হোক,,, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি খুবই মাম্মাহত!!! মা বাবাকে কিছুই জানাই কারন অনেক চিন্তায় পড়ে যাবেন! আমার বন্ধুর মাধ্যমে Shirt আর ওর Id card use করে বাসায় পৌছাই ,,যাতে মা কিছু বুজতে না পারে।বাবা তখন বাসায় নেই office এ।
আমার মালিকের কাছে বিচার দিয়ে দিলাম,,,, উনিই সব বিচার করবেন! আমার সাথে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার। উনিই উত্তম বিচারকারী ( ওদের কে আমার মালিকের কাঠঘরে দাড় করিয়ে দিলাম)
মনের আহ্মপটা জানানোর জন্যই সবার সাথে Share করলাম।
ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।
পরিচয় :Unknown