Faizin Rufi

Faizin Rufi All kinds of posts are available here. Faizin Rufi
(3)

আমি সেই সকল মূল্যবোধকে অণুসরন করি যার মধ্যে আধুনিকতা এবং ধর্মের সমন্বয় রয়েছে । পারিবারিক মূল্যবোধ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আমি আমার দেশের সংস্কৃতিতে গর্ববোধ করি । আমি নিজেকে একজন আধুনিক ব্যক্তি বলে মনে করি । তবে আধুনিকতা মানে এই নয় যে, আমি আমা্র সংস্কৃতি ও ধর্মকে ত্যাগ করবো এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করবো । আধুনিকতা বলতে আমি বুঝি - অন্যের অনুভূতিকে সম্মান করা , জীবনকে উপভোগ করা

কিন্তু কোনো কিছুর সীমা অতিক্রম না করা এবং সর্বোপরি চিন্তা ভাবনায় আধুনিক হওয়া । আমি Self Improvement এ বিশ্বাস করি এবং নিজের মধ্যে যেসব দোষ / বাজে দিক আছে , সেগুলোকে সবসময় Overcome করার চেষ্টা করি । আমি বিশ্বাস করি - " It's Not that How Good you are ....It's How Good You Want to be " ধর্ম বিষয়ে বলতে গেলে, আমি একজন মুসলমান এবং আল্লাহকে বিশ্বাস করি ও ভয় করি ; কিন্তু আমি গোড়ামি এবং ধর্মের ভুল ব্যাখ্যা করাকে ঘৃণা করি । এই হচ্ছে মোটামুটিভাবে আমি -আমার কিছু অংশকে তুলে ধরার চেষ্টা করলাম ।

(Copy post from Bangladesh Navy)বন্যার্তদের সহায়তায় ফেনীতে নৌবাহিনী কনটিজেন্টের গুরুত্বপূর্ণ ফোন নাম্বার সমূহঃ১. ঢাকাস...
23/08/2024

(Copy post from Bangladesh Navy)

বন্যার্তদের সহায়তায় ফেনীতে নৌবাহিনী কনটিজেন্টের গুরুত্বপূর্ণ ফোন নাম্বার সমূহঃ

১. ঢাকাস্থ কেন্দ্রীয় অপারেশন রুম অফিসারঃ ০১৭৬৯৭০১১১১
২. চট্টগ্রামস্থ কেন্দ্রীয় অপারেশন রুম অফিসারঃ ০১৭৬৯৭২১১১১
সকলকে প্রয়োজন ব্যতীত যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। বাংলাদেশে নৌবাহিনী বন্যার্তদের সহায়তায় সর্বসাধারণের সহায়তা কামনা করে।

21/08/2024

২০/০৩/২০২৪ তারিখের ভিডিও ফাইজিন রুফির ০৪ (চার) বছর বয়সের।

17/08/2024

মিনি কক্সবাজারে ফাইজিন রুফি

06/08/2024

"সব মানুষ ভাই ভাই - মানবতার দুনিয়া চাই"
"সব মানুষ এক মানুষ - এক মানুষ সব মানুষ"
"ধর্ম যার যার - রাষ্ট্র,সম্পদ ও দুনিয়া সব মানুষের"
"নিরাপদ জীবন চাই - সর্বজনীন রাষ্ট্র চাই"
"নিরাপদ জীবন চাই - মানবতার রাষ্ট্র চাই"

- আল্লামা ইমাম হায়াত।
( Allama Imam Hayat).
- World humanity revolution.

05/08/2024

স্বাধীনতার সুযোগ এসেছে, স্বাধীনতার পথের একটা বাধা দূর হয়েছে, আরো কয়েকটি বাধা আছে, স্বাধীনতা এখনো আসেনি, স্বাধীনতা আনতে হবে।

স্বাধীনতার মূল বাধা একক গোষ্ঠীর রাজনীতি এবং একক গোষ্ঠীর রাষ্ট্র। একক ধর্মের নামে রাজনীতি ও একক জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি স্বাধীনতার মূল শত্রু।

একক ধর্মের নামে ও একক জাতীয়তাবাদ ভিত্তিক একক গোষ্ঠীর রাষ্ট্র স্বাধীনতার বিপরীত স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র।

আমরা সেনাপ্রধানের সাথে ধর্মের নামে জামাত শিবির অধর্ম উগ্রবাদি খুনি মওদুদিবাদের নেতাকে দেখে আমরা আতংকিত।

মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র ছাড়া স্বাধীনতার কোনো পথ নেই। এক অন্ধকার থেকে মুক্ত হয়ে আরেক অন্ধকারে চলে গেলে এত ত্যাগ সব ই ব্যর্থ হয়ে যাবে।

জীবন ও দেশের মুক্তির জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের ত্যাগ যেন ব্যর্থ না হয় সে জন্য সজাগ ও দায়িত্ব পালন করতে হবে, তাঁদের পরিবারকে স্বাবলম্বী করে দিতে হবে।

জনগণের ভোটাধিকার নাগরিকত্ব বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে।

জনগণের সরকার মানবতার সরকার গঠনের জন্য মুক্ত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

তোমার দেশ আমার দেশ সবার দেশ মানবতার দেশ বাংলাদেশ গড়া হলেই জীবনের স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্র হবে।
ধন্যবাদ।
===============
- আল্লামা ইমাম হায়াত,
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব,
World humanity revolution.

01/08/2024

Address

Gulshan
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faizin Rufi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies