Words of Allah

Words of Allah Everything I do is for the pleasure of Allah.

13/10/2023

আজ পবিত্র জুম্মা মোবারক,দোয়া কবুল হওয়ার দিন, আছরের পর থেকে মাগরিবের আযান এর পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময়।

12/10/2023

আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেই না কেনো মুসলমানদের নিকট মসজিদুল আকসা এত্তোটা গুরুত্বপূর্ণ?? যেখানে ইহুদিরা সমগ্র ফিলিস্তিনই দখল করে নিয়েছে, সেখানে মাত্র ১৪ একর জায়গার জন্য কেনো এত অত্যাচার নির্যাতনের পরেও ফিলিস্তিনের মুসলমানরা বারবার মসজিদের দিকে ধাবিত হচ্ছে!!
১. এখানেই রয়েছে হযরত ইব্রাহিম এবং মূসা (আ) সহ অসংখ্য নবী রাসুলের কবর।
২. এখানেই আল্লাহর মহানবী রাসুল (সাঃ) সকল নবী রাসুলদের এবং ফেরেস্তাদেরকে নিয়ে নামাজ পড়়েছিলেন।সেই জামাতের ইমাম ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই জামাতে মতান্তরে প্রায় ২৪ হাজার নবী রাসুল ছিলেন।
৩. এখান থেকেই মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।
৪. এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে হজরত আদম এবং সুলাইমান আলাইহিসসালাম এর নাম।
৫. এর সাথে জড়িয়ে আছে খলিফা হজরত উমর (রাঃ)এর সেই বিখ্যাত উটের বিরল ঘটনা।
৬. এখানের সাথেই জড়িয়ে আছে দ্যা গ্রেট সুলতান সালাউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি।
৭. এই মসজিদের পাথরের গায়ে লেখা রয়েছে সম্পূর্ণ সূরা ইয়াসিন।
৮. এই মসজিদের জন্য জ্বীনদের দ্বারা পাথর উত্তোলন করা হয়েছে গহীন সাগরের তলদেশ থেকে।যা কিনা কোন মানুষের পক্ষে অসম্ভব!!!
৯. এই মসজিদে ২ রাকাআত নামাজ আদায় করার জন্য একজনের আমল নামায় ২৫ হাজার রাকাআত নামাজের সমপরিমাণ সওয়াব লিখা হবে।
১০. পবিত্র কোরআনের সবচেয়ে মধ্যখানেই মহান আল্লাহ এই মসজিদ নিয়ে আলোচনা করছেন। "তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর।"
(বুখারি, হাদিস নং: ১৯৪)

08/10/2023
07/10/2023

বান্দা যতবার বলে আস্তাগফিরুল্লাহ,
আল্লাহ ততবারই বলেন আমি ক্ষমা করে দিলাম।
(সুবহানাল্লাহ)

06/10/2023

জুম্মা মোবারক।

03/10/2023

ধৈর্য রাখো সবকিছু সহজ হওয়ার আগে খুব কঠিন হয়।


[আল্লামা শেখ সাদী (রঃ)]

মা - বোনেরা খুব সাবধান। স্বামীর সাথে নিচু স্বরে কথা বলবেন।
02/10/2023

মা - বোনেরা খুব সাবধান। স্বামীর সাথে নিচু স্বরে কথা বলবেন।

02/10/2023

আল্লাহ আমাদের ধৈর্যের সাথে দোয়া করার তৌফিক দান করুন। আমিন

30/09/2023

বিখ্যাত মাইকেল জ্যাকসন। পৃথিবীতে ১৫০ বছর বাঁচতে চেয়ছিল। কারো সাথে হাত মেলাবার সময় দস্তানা পরতেন, মুখে মাস্ক লাগাতেন। নিজের দেখাশোনা করার জন্য বাড়িতে ১২ জন ডাক্তার নিযুক্ত করে ছিলেন, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করতো। খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করে খাওয়ানো হত। প্রতিদিন ব্যায়াম করানোর জন্য ১২ জন লোক ছিল। Oxygen যুক্ত বেডে ঘুমাতেন । নিজের জন্য Organ Donor রেডি করে রেখেছিলেন। যাদের সমস্ত খরচ নিজে বহন করতেন, যাতে হঠাৎ দরকার পড়লেই তারা Kidney, Lungs, Eye etc organ মাইকেলকে দিতে পারে। কিন্তু পারলেন না ! হেরে গেলেন--- মাত্র ৫০ বছরে জীবনে। ২৫শে জুন ২০০৯ সালে ওনার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। নিজের ঘরে থাকা ১২ জন ডাক্তারের চেষ্টা কোনো কাজেই লাগলোনা । Los Angeles, California র সমস্ত ডাক্তার একত্রে চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলেন না। জীবনের শেষ ২৫ বছর ডাক্তারের পরামর্শ ছাড়া একপাও চলতেন না। যে নিজেকে ১৫০ বছর বাঁচার স্বপ্ন দেখাতেন। তার স্বপ্ন অধরাই রয়ে গেল । মাইকেল জ্যাকসনের অন্তিমযাত্রা 2.5 million লোক Live দেখেছিল, যেটা আজ পর্যন্ত সব থেকে বড় Live telecast ছিল। তার মৃত্যু দিন অর্থাৎ ২৫শে জুন ২০০৯ ৩ঃ১৫pm Wekipedia, Twitter, AOL's Instant messagenger বন্ধ হয়ে গিয়েছিল। Google's এ ৮ lakh লোক একসাথে মাইকেল জ্যাকসন সার্চ করে ছিল। অতিরিক্ত সার্চের জন্য Google traffic জ্যাম হয়ে গিয়েছিল, প্রায় আড়াই ঘণ্টা Google কাজ করেনি। মৃত্যুকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে নিজেই চ্যালেঞ্জের কাছে হেরে গেলেন। এটাই যে প্রকৃতির নিয়ম। কিসের অহংকার, কিসের গর্ব, চারদিনের এই জীবনে একদিন শুন্য হাতে, খালি পায়ে পৌছে যাবেন মৃত্যুর কাছে ? এবার একটু ভাবুন। ১. আমরা কি Builder, Engineer, Designer, Decorator's দের জন্য রোজগার করে যাচ্ছি? ২. দামি বাড়ি, গাড়ি, বিলাসবহুল বিয়ে দেখিয়ে কাকে আমরা Impressed করছি? ৩. আপনার নিজের কি মনে আছে দুদিন আগে কারো বিয়েতে কি কি খেয়ে ছিলেন? ৪. জীবনের শুরু সময়ে কেন আমরা পশুর মত খেটে যাচ্ছি? ৫. আগামী কত Generation এর ‌জন্য খাওয়া-দাওয়া, লালন পালনের ব্যবস্থা করে যাবো? ৬. আমাদের বেশিরভাগেরই ২টা করে সন্তান, কারো আবার ১টা। আমাদের জীবনের প্রয়োজন কতটা আর কতটা পেতে চাই এটা কি ভেবেছেন? ৭. আপনার কি মনে হয় আপনার সন্তানেরা রোজগার করতে পারবেনা, তাই তাদের জন্য অতিরিক্ত Savings করা কি এতই দরকার? ৮. আপনি কি সারা সপ্তাহে ১ দিনও নিজের পরিবার, বন্ধু বান্ধব, এমনকি নিজের জন্য খরচ করেন? ৯. আপনার মাসিক আয়ের ৫% ও নিজের খুশি ও আনন্দের জন্য ব্যয় করেন? ১০. আমরা অর্থ উপার্জনের সাথে সাথে জীবনের আসল আনন্দ কি পাচ্ছি? উত্তর ৯৯% হবে না না না ! ....................................................... পরিবার-ও কাছের মানুষকে সময় দিন। আখিরাতের জন্যও ভাবুন।আমরা কেউই কোনো সম্পত্তির মালিক নই, কেবল কিছু কাগজপত্রে অস্থায়ীরূপে আমাদের নাম লেখা থাকে। যখন আমরা বলি "এই জায়গার মালিক আমি"সৃস্টিকর্তা তখন হয়তো ব্যাঙ্গো হাসি হাসেন। কারো সুন্দর গাড়ী, বাহারী পোশাক দেখে তার উপর বিচার করবেন না,অহংকার থেকে দুরে থাকুন, কেনোনা এই অহংকার একদিন আপনাকে শেষ করে দিবে,সোশ্যাল নেটওয়ার্কের প্রযুক্তিতে এসে আমরা কাছের মানুষ গুলোকে অবহেলা করে অনলাইনে থাকা দুরের মানুষ গুলোকেই প্রাধান্য দিয়ে যাচ্ছি। মানুষকে অমূল্যয়ন নয়, মূল্যয়ন করুন, কেননা মানুষ মানুষেরেই জন্য, ক্ষমা করা সৃষ্টির সেরা লক্ষন,কারো খারাপ দিক টা না দেখে ভালো দিক টা দেখার দৃষ্টি ভঙ্গি রাখুন,কারন খারাপ এর পিছনে ভালো, আর ভালো পিছনে খারাপ থাকে। ধনী হওয়া অপরাধ নয়, কিন্তু কেবল শুধুমাত্র অর্থের জন্যই ধনী হওয়া অপরাধ । তাই বলতে হয়- জীবনকে Control করুন নাহলে জীবন একদিন আপনাকে Control করবেই............।

30/09/2023

আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে আল্লাহর দয়া। তিনি দয়া করেন বলেই আপনি কাজটা ভালো পারেন।

29/09/2023

আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ

সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! সেগুলো কী? তিনি বললেন, (১) আল্লাহ্‌র সাঙ্গে শরীক করা (২) যাদু (৩) আল্লাহ তা‘আলা যাকে হত্যা করা হারাম করেছেন, শরীয়ত সম্মত কারণ ব্যতিরেকে তাকে হত্যা করা (৪) সুদ খাওয়া (৫) ইয়াতীমের মাল গ্রাস করা (৬) রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং (৭) সরল স্বভাব সতী-সাধ্বী মু’মিন নারীদের অপবাদ দেয়া।

রেফারেন্সঃ
সহিহ বুখারী ২৭৬৬

27/09/2023

রাসূল (সাঃ)
আমার নেতা।

26/09/2023

হতাশ হবেন না,যা কিছুই ঘটুক তার পিছনে উওম কোনো কারণ আছে। নিশ্চয়ই আল্লাহ সঠিক পরিকল্পনাকারী।

23/09/2023

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে কোটি কোটি শুকরিয়া।
আমরা শ্রেষ্ঠ নবী র উম্মত।

এমন জীবন কররে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবেভুবন।
17/08/2023

এমন জীবন কররে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে
ভুবন।

Address

Uttara/sector/10
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Words of Allah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Words of Allah:

Videos

Share