Subrina's Cooking With Vlogs

Subrina's Cooking With Vlogs Food is really and truly the most effective medicine.
(4)

06/01/2024

ভালো কিংবা মন্দ তুমি অন্যকে যা দিবে, ঠিক ততটুকুই ফেরত পাবে, কারণ কৃতকর্মের ফল একদিন ভোগ করতেই হবে দুনিয়াতেও আখেরাতেও প্রস্তুত হও।

04/01/2024

দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফের মুশরিক বেইমানের জন্য বালাখানা সেখানে শুধু হতাশা আর আকাঙ্ক্ষা গাড়ি হবে বাড়ি হবে একা থাকব

04/01/2024

আল্লাহর কাছে এখন শুধুই একটাই চাওয়া জায়নামাজে মৃত্যু দেন শুক্রবারে মৃত্যু দেন নামাজরত অবস্থায় মৃত্যু দোন আমিন।

04/01/2024

নিজের সুখের জন্য বিনা কারণে অন্যকে দোষারোপ করে কাউকে আঘাত দিয়ে কথা বললে,

কারো অন্তরে কষ্ট দিলে আল্লাহ তাকে কখনোই ক্ষমা করে না

01/01/2024

সোমবার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাএর জন্ম বার নবীজির উসিলাতে এই বছর সবার জীবন সুখ শান্তিতে কাটুক আমিন।

01/01/2024

পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন ,দুনিয়া কিছুই না। কবরের আজাবের কথা চিন্তা করেন তার জন্য কিছু সঞ্চয় করেন। আমার প্রিয় ভাইবোনেরা।

01/01/2024

২০২৩ সাল আপনার কেমন ছিল❓
পেয়েছেন☺️
হারিয়েছেন❓
নাকি কোনটাই না❓

31/12/2023

নতুন বছরে সবার জীবন শান্তিতে কাটুক আনন্দে কাটুক সবাই সবার পরিবার পরিজন
নিয়ে সুখে থাকুক এই কামনা করি

31/12/2023

Happy New year 2024
সবাইকে নববর্ষের শুভেচ্ছা

আমার একমাত্র ছেলে তার দাদাভাইয়ের পরম স্নেহের সান্নিধ্যে কিছুটা সময়
31/12/2023

আমার একমাত্র ছেলে তার দাদাভাইয়ের পরম স্নেহের সান্নিধ্যে কিছুটা সময়

31/12/2023

আসসালামু আলাইকুম ২০২৩ সালের শেষ সালাম এর সাথে শুভ সকাল,,, ২৪ সালের সালাম দিতে পারব কিনা জানিনা কারণ এক মিনিটের নাই ভরসা

31/12/2023

আলিফ লায়লার মালিকা হামিরা ডাইনি এখনো বাস্তবে আছে বলেই অনেক সাজানো সংসার নামক বাগান নিমিষেই ভেঙে যায়। এদের মৃত্যু হবে কুকুরের মত

31/12/2023

কার কার এমন ইচ্ছা আছে ২০২৩ সাল বিদায় দিব এশার নামাজ পড়ে ২০২৪ কে স্বাগতম জানাবো ফজরের নামাজ পড়ে।

31/12/2023

বিদায় ২০২৩ পেয়েছি এই বছরে অনেক কিছু,, কিন্তু হারিয়েছি তার চেয়েও বেশি কিছু

29/12/2023

জীবনে যারা অনেক বেশি আশা করে শেষ জীবনে তারা শূন্য হাতে ফিরে যায় বিনা আমলনামায় তারা না পেলো দুনিয়ার সুখ না পেলো আখিরাতের শান্তি

29/12/2023

পেজের গ্রো একবার উপরে
একবার নিচে নামে।
আমার মনে হয় উপরে উঠতে পড়ে যায়
জ্যামে🥰এজন্য নিচের নামে।😀😀

29/12/2023

সবাইকে জুম্মা মোবারক।

29/12/2023

সবাই কেমন আছেন ❓

29/12/2023

Good Morning Everyone 🌞

26/12/2023

পরিবারের লোকদের নিয়ে গ্রামের বাড়িতে কিছুটা সময় আনন্দে পার করেছি তারই কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম

26/12/2023

নিশ্চয়ই আল্লাহ পাক তার বান্দার প্রত্যেকটা কৃতকর্মের হিসাব নিবেন আল্লাহপাক ছাড় দেন ছেড়ে দেন না।

25/12/2023

রাইসা হঠাৎ করে শনপাপড়ি খেতে চাইছে,ই বিজনেস হাব সিজন থ্রী #রাইসা ই-বিজনেস সম্পর্কে সবাইকে মেসেজ করতে চাচ্ছে #রন্ধন শিল্প গ্রুপ ই-বিজনেস হ্যাভ একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম

24/12/2023

এই দুনিয়াতে কিছু মানুষ আছে যাদের কিনা সুখে থাকতে ভূতে কিলায়, যারা ইচ্ছে করে নিজের চলার পথ পিচ্ছিল করে এই সব মানুষকে আল্লাহ ও ঘৃণা করে

23/12/2023

সে-ই সবচেয়ে বড় ধনী যার নিজস্ব বলতে কিছু নেই-ফরাসী প্রবাদ

23/12/2023

পরিশ্রমী তা-যে ধরনেরই হোক, তার একটা মূল্য আছে-টমাস মিডলটন

23/12/2023

যে বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে উত্তমরূপে পুরস্কৃত করেন-আল কোরআন

23/12/2023

পরিশ্রমী তা যে ধরনেরই হোক, তার একটা মূল্য আছে-টমাস মিডলটন

23/12/2023

যে বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে উত্তমরূপে পুরস্কৃত করেন -আল কোরআন

23/12/2023

আদর্শ থেকে বিচ্যুত হবার একমাত্র মাধ্যম হচ্ছে ভয়-ফেরো রিনাস

23/12/2023

বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া ভালো -থিওডোর রুজভেল্ট

23/12/2023

বিনা পরিশ্রমে যা অর্জন করা যায়, তা দীর্ঘস্থায়ী হয় না-ইমারসন

23/12/2023

ব্যাংক প্রতিষ্ঠান সমর উদ্ধত সৈনিকের থেকেও বেশি ভয়াবহ-জেফারসন

23/12/2023

নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য-হযরত আলী (রা:)

23/12/2023

জনগণের যে দাবি, বিধাতাও সে দাবিকে সমর্থন করেন-ফ্রান্সিস বেকন

23/12/2023

শিক্ষিত বোকারা অশিক্ষিত বোকার চেয়ে বেশি বোকা-মোলেরি

19/12/2023

বাংলাদেশের কৃষকরা সাবধান,

প্রায় প্রত্যেক্টা ধানের জমিতে রাসেল ভাইপার পাওয়া যাচ্ছে,
এই সাপ কামড় দেওয়ার ৮০-৯০ মিনিটের মধ্যে এন্টিভেনম না দিলে মৃত্যু নিশ্চিত,😑

ধান কাটার আগের দিন জমিতে ব্লিচিং বা গমবুট ছড়িয়ে দিবেন.আর জমিতে যাওয়ার আগে গামবুট পড়ে যাবেন..আর রাসেল ভাইপার পাওয়া গেলে রেস্কিউ না করে মে রে ফেলা উত্তম,, কারণ এরা একেবারে ৪০/৫০ টা বাচ্চা প্রসব করে বংশ বিস্তার করে!!

⛳ #কপি #পোস্ট

19/12/2023

কিয়ামতের ময়দানে সূর্য মানুষের এত কাছাকাছি চলে আসবে যে কেউ কেউ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আবু হুরায়রা(রাঃ)থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেন,কিয়ামতের দিন মানুষের ঘাম ঝরবে। এমনকি তাদের ঘাম জমিনে সত্তর হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের মুখ পর্যন্ত ঘামে ডুবে যাবে,এমনকি কান পর্যন্ত।
বুখারী,হাদিস:৬৫৩২

19/12/2023

যে ভুল করে,সে "মানুষ "!

যে ভুলের উপর স্থির থাকে,সে "শয়তান "!

আর যে ব্যাক্তি ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়,সে "মুমিন"!

_আখেরী ও সবশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ
{সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম}
[মেশকাত শরীফ হাদীছ:৪৮৩৮]

আমরা নিজেরাই যখন অন্য একটা ভুল বা গুনাহ করি তখন বলি কত করছি আর এটা কি কিন্তু,খেল করে দেখবেন আমার ছোট কিংবা বড় হক গুনাহ তো হবেই। তাই আস্তে নিজেকে আল্লাহ পথে প্রতিফলন করতে চেষ্টা করুন।সময় থাকতে সধরিয়ে জান,নিজের কাছে নিজের গুনাহ করার লাজ্জাবোদ করেন।

19/12/2023

জান্নাতিদের প্রথম খাবার হবে
মাছের কলিজা ভুনা!
সুবহানাল্লাহ
(বুখারী:- ৩৭৯৮)

Address

Mirpur
Dhaka
1216

Telephone

+8801976644471

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subrina's Cooking With Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Subrina's Cooking With Vlogs:

Videos

Share

Category

Nearby media companies