11/09/2023
চান্দিনা নিরীহ টাক্টার চালক
রুহুল আমীন,এবং তার ছেলের উপর
অতর্কিত হামলা।
চান্দিনা নিরীহ টাক্টার চালক ও তার ছেলের উপর অতর্কিত হামলা চালাই
পাসের উপজেলার বাগুর গ্রামের একদল সন্ত্রাসী, ঘটনা টি ঘটেছে গত রবিবার রাত আনুমানিক ৯:৩০ মিনিটে
চান্দিনা বাস স্ট্যান্ডের দক্ষিণ হাজী জব্বার মার্কেটের পাসে।পরে স্থানীয়দের
সহযোগিতা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।ভুক্তভোগী জানাই
কেন বা কি কারনে আমাদের উপর এই হামলা চালিয়েছে তা আমাদের জানা নাই,
আমাদের সাথে কারো পূর্ব কোন শত্রুতা নাই
আমরা নীরীহ মানুষ দিন এনে দিন খাই।
বিষয়টি চান্দিনা উপজেলা এমপি মহোদয় ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি
আমরা নিরীহ গরিব মানুষ চিকিৎসা করার মতো আমাদের টাকা পইশা নাই।